কাব্য সাহিত্যের ধারা OUR FACEBOOK PAGE INSTAGRAM LINK ১. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর প্রকাশকাল কত? উঃ ১৮৬৬ খ্রিস্টাব্দ। ২. চতুর্দশপদী কবিতায় কবি কাকে সর্বাধিক অনুসরণ করেছেন? উঃ ইতালীয় কবি পেত্রার্ক। ৩. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর কয়েকটি কবিতার নাম উল্লেখ করুন? উঃ কৃত্তিবাস, কাশীরাম, কালিদাস, জয়দেব, মেঘদুত, শকুন্তলা, ঈশ্বর গুপ্ত। ৪. মধুসূদন দত্তের গীতিকবিতা গুলি কী কী? উঃ আত্মবিলাপ (১৮৬২) ও বঙ্গভূমির প্রতি (১৮৬২)। ৫. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী? উঃ চিন্তাতরঙ্গিনী(১৮৬১) ৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্য গুলির নাম উল্লেখ করুন? উঃ চিন্তাতরঙ্গিনী(প্রথম),বীরবাহু(১৮৬৪),ছায়াময়ী(১৮৮০),দশমহাবিদ্যা (১৮৮২),চিত্তবিলাস(১৮৯৮), বৃত্রসংহার (১৮৭৪,১৮৭৭) ৭. হেমচন্দ্রের অনুবাদ মূলক রচনা গুলো কি কি? উঃ শেক্সপীয়ারের টেম্পেস্ট অনুবাদ নলিনীকান্ত(১৮৬৮) ও রােমিও জুলিয়েট(১৮৯৫) ৮. চিন্তাতরঙ্গিনীতে কোন কবির প্রভাব বেশি পাওয়া যায়? উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়...
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.