১. বাংলা সাহিত্যে প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদায় করেন কে?
উঃ পঞ্চানন কর্মকার।
২. বাংলা সাহিত্যে সর্বপ্রথম যতি চিহ্নের ব্যবহার কে করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩. বাংলা সাহিত্যে সর্বপ্রথম ছাপার হরফ ব্যবহার করা হয়েছিল কোন গ্রন্থে?
উঃ হালহেড সাহেবের 'A Grammar of the Bengal Language' গ্রন্থে।
৪. বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রয়োগ কে করেন?
উঃ প্রমথ চৌধুরী।
৫. সম্পুর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুত কে করেন?
উঃ চার্লস উইলকিন্স।
৬. বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উঃ রাজাবলি।
৭. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম কী?
উঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র।
৮. বাংলায় লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস কোনটি?
উঃ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব।
৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
১০. বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কী?
উঃ কীর্তি বিলাস।
১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উঃ কৃষ্ণকুমারী।
১২. বাংলায় লেখা প্রথম কমেডি নাটকের নাম কী?
উঃ ভদ্রার্জুন।
১৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?
উঃ মীর মশাররফ হোসেন।
১৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
উঃ শর্মিষ্ঠা।
১৫. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
উঃ সাজাহান।
১৬. বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?
উঃ বিহারীলাল চক্রবর্তী।
১৭. বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্যের নাম কী?
উঃ স্বপ্ন দর্শন।
১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
১৯. বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যানের নাম কী?
উঃ ইউসুফ জোলেখা।
২০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উঃ দুর্গেশনন্দিনী।
২১. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উঃ স্বর্ণকুমারী দেবী।
২২. রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কে?
উঃ চন্দ্রাবতী।
২৩. বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
২৪. কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করা হয়েছিল?
উঃ তিলোত্তমাসম্ভব কাব্যে।
২৫. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কী?
উঃ দিকদর্শন।
২৬. বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদ পত্রের নাম কী?
উঃ সংবাদ প্রভাকর।
২৭. বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্যের নাম কী?
উঃ বীরাঙ্গনা।
২৮. বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরষ্কার প্রাপক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২৯. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপকের নাম কী?
উঃ সতীনাথ ভাদুড়ী।
৩০. বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে?
উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩১. বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাট্যকার কে?
উঃ মন্মথ রায়।
৩২. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ পদ্মিনী উপাখ্যান।
Comments
Post a Comment