Skip to main content

বাংলা সাহিত্যের প্রথম First in Bengali literature | wbssc

 ১. বাংলা সাহিত্যে প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদায় করেন কে?

উঃ পঞ্চানন কর্মকার।

২. বাংলা সাহিত্যে সর্বপ্রথম যতি চিহ্নের ব্যবহার কে করেন? 

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩. বাংলা সাহিত্যে সর্বপ্রথম ছাপার হরফ ব্যবহার করা হয়েছিল কোন গ্রন্থে?

উঃ হালহেড সাহেবের 'A Grammar  of the Bengal Language' গ্রন্থে। 

৪. বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রয়োগ কে করেন? 

উঃ প্রমথ চৌধুরী। 

৫. সম্পুর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুত কে করেন? 

উঃ চার্লস উইলকিন্স।

৬. বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? 

উঃ রাজাবলি। 

৭. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম কী? 

উঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র। 

৮. বাংলায় লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস কোনটি? 

উঃ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব। 

৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?

উঃ মাইকেল মধুসূদন দত্ত। 

১০. বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কী? 

উঃ কীর্তি বিলাস। 

১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? 

উঃ কৃষ্ণকুমারী।

১২. বাংলায় লেখা প্রথম কমেডি নাটকের নাম কী? 

উঃ ভদ্রার্জুন।

১৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?

উঃ মীর মশাররফ হোসেন। 

১৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? 

উঃ শর্মিষ্ঠা। 

১৫. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? 

উঃ সাজাহান।

১৬. বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?

উঃ বিহারীলাল চক্রবর্তী। 

১৭. বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্যের নাম কী? 

উঃ স্বপ্ন দর্শন। 

১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 

১৯. বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যানের নাম কী? 

উঃ ইউসুফ জোলেখা। 

২০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? 

উঃ দুর্গেশনন্দিনী। 

২১. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? 

উঃ স্বর্ণকুমারী দেবী।

২২. রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কে?

উঃ চন্দ্রাবতী। 

২৩. বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে? 

উঃ মাইকেল মধুসূদন দত্ত। 

২৪. কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করা হয়েছিল?

উঃ তিলোত্তমাসম্ভব কাব্যে।

২৫. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কী? 

উঃ দিকদর্শন।

২৬. বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদ পত্রের নাম কী? 

উঃ সংবাদ প্রভাকর। 

২৭. বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্যের নাম কী? 

উঃ বীরাঙ্গনা। 

২৮. বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরষ্কার প্রাপক কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

২৯. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপকের নাম কী? 

উঃ সতীনাথ ভাদুড়ী।

৩০. বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? 

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৩১. বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাট্যকার কে?

উঃ মন্মথ রায়।

৩২. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম  কাব্যগ্রন্থের নাম কী? 

উঃ পদ্মিনী উপাখ্যান। 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী