শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc
2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ?
উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে ।
3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন ।
4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ।
5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ?
উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ ।
6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে?
উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের ।
7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে?
উঃ ১৩ টি ।
8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন?
উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র খন্ড , বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড , বস্ত্রহরণ খন্ড, হার খন্ড , বান খন্ড , বংশী খন্ড, রাধাবিরহ
9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কী ?
উঃ ভূভার হরণের জন্য বিষ্ণুর কৃষ্ণ রুপে এবং লক্ষ্মীর রাধা রুপে জন্মগ্রহণ এবং তাদের প্রেম লীলা কথাই এই কাব্যের প্রধান কাহিনী।
10. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতো গুলো পদ রয়েছে?
উঃ খন্ডিত পদ সহ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ৪১৮ টি পদ রয়েছে ।
11. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কী?
উঃ রাধাবিরহ ।
12. শ্রীকৃষ্ণ কার কাছে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরুপ চিনতে পেরেছিলেন?
উঃ বড়াই এর কাছে।
13. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিশেষত্ব কোথায়?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রধান বিশেষত্ব হল - আখ্যান ধর্ম , নাটকীয়তা , গীতিরস , চারিত্রিক দন্দ্ব।
14. কৃষ্ণকীর্তনের লিপিকাল কী?
উঃ কৃষ্ণকীর্তনের লিপিকাল হল শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপির সময়কাল সংক্রান্ত একটি প্রবন্ধ।
15. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডকে ভাগবতের রাস বলা হয় ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৃন্দাবন খন্ডকে ভাগবতের রাস বলা হয় ।
16. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন ?
উঃ তাম্বুল খন্ডে।
17. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স কত ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স এগারো বছর ।
18. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্যগুনের প্রমাণ কী ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্য গুনের প্রমাণ হল সংলাপ ।
19. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন কোন রাগ রাগিণীর ব্যবহার রয়েছে?
উঃ আহির, দেশাগ , মালব , মালবশ্রী, বসন্ত , গুজ্জরী , মল্লার , কেদার, রামগিরি ।
20. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথা দধির পসরা নিয়ে যেত ?
উঃ বৃন্দাবন থেকে মথুরা ।
21. বড়াই রাধার সম্পর্কে কে হলেন ?
উঃ রাধার মাতার পিসি হলেন বড়াই।
22. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পূর্ণ ?
উঃ ভার খন্ডের কাহিনী অসম্পূর্ণ ।
23. সনাতন গোস্বামী 'বৈষ্ণব তোষণী' চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন ?
উঃ দান খন্ড ও নৌকা খন্ড পালা দুটির নাম উল্লেখ করেছেন ।
24. শ্রীকৃষ্ণকীর্তনের কোন খন্ডে রাধা সর্বসমক্ষে কৃষ্ণকে 'পরাণপতি' বলে উল্লেখ করেছেন ?
উঃ কালীয়দমন খন্ডে ।
25. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা সম্পুর্ন ভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন?
উঃ বংশী খন্ডে ।
26. বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে ?
উঃ তিনবার ।
27. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে সর্বাধিক পদ পাওয়া যায় ?
উঃ দান খন্ডে।
28. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী অনুযায়ী রাধার স্বামীর নাম কী ?
উঃ আইহন ।
29. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাসের ভনিতা কতবার পাওয়া যায়?
উঃ ৪৩ বার ।
30. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে ?
উঃ রাধাবিরহ খন্ডে ।
Click here to subscribe our YouTube channel
Comments
Post a Comment