Skip to main content

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc    

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, শ্রীকৃষ্ণকীর্তন, shri krishna kirtan, বাংলা সাহিত্যের ইতিহাস, bangla sahityer itihas
1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ?
উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে।
2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ?
উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে ।
3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন ।
4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ? 
উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ।
5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ?
উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ ।
6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে?
উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের ।
7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে?
উঃ ১৩ টি ।
8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন?
উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র খন্ড ,  বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড , বস্ত্রহরণ খন্ড, হার খন্ড , বান খন্ড , বংশী খন্ড, রাধাবিরহ
9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কী ?
উঃ ভূভার হরণের জন্য বিষ্ণুর কৃষ্ণ রুপে এবং লক্ষ্মীর রাধা রুপে জন্মগ্রহণ এবং তাদের প্রেম লীলা কথাই এই কাব্যের প্রধান কাহিনী।
10. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতো গুলো পদ রয়েছে?
উঃ খন্ডিত পদ সহ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ৪১৮ টি পদ রয়েছে ।
11. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কী?
উঃ রাধাবিরহ ।
12. শ্রীকৃষ্ণ কার কাছে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরুপ চিনতে পেরেছিলেন?
উঃ বড়াই এর কাছে।
13. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিশেষত্ব কোথায়?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রধান বিশেষত্ব হল - আখ্যান ধর্ম , নাটকীয়তা , গীতিরস ,  চারিত্রিক দন্দ্ব।
14. কৃষ্ণকীর্তনের লিপিকাল কী?
উঃ কৃষ্ণকীর্তনের লিপিকাল হল শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপির সময়কাল সংক্রান্ত একটি প্রবন্ধ।
15. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডকে ভাগবতের রাস বলা হয় ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৃন্দাবন খন্ডকে ভাগবতের রাস বলা হয় ।
16. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন ?
উঃ তাম্বুল খন্ডে।
17. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স কত ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স এগারো বছর ।
18. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্যগুনের প্রমাণ কী ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্য গুনের প্রমাণ হল সংলাপ ।
19. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন কোন রাগ রাগিণীর ব্যবহার রয়েছে?
উঃ আহির, দেশাগ , মালব , মালবশ্রী, বসন্ত ,  গুজ্জরী , মল্লার , কেদার, রামগিরি ।
20. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথা দধির পসরা নিয়ে যেত ?
উঃ বৃন্দাবন থেকে মথুরা ।
21. বড়াই রাধার সম্পর্কে কে হলেন ?
উঃ রাধার মাতার পিসি হলেন বড়াই।
22. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পূর্ণ ?
উঃ ভার খন্ডের কাহিনী অসম্পূর্ণ ।
23. সনাতন গোস্বামী 'বৈষ্ণব তোষণী' চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন ?
উঃ দান খন্ড ও নৌকা খন্ড পালা দুটির নাম উল্লেখ করেছেন ।
24. শ্রীকৃষ্ণকীর্তনের কোন খন্ডে রাধা সর্বসমক্ষে কৃষ্ণকে 'পরাণপতি' বলে উল্লেখ করেছেন ? 
উঃ কালীয়দমন খন্ডে ।
25. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা সম্পুর্ন ভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন?
উঃ বংশী খন্ডে ।     
26. বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে ? 
উঃ তিনবার ।
27. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে সর্বাধিক পদ পাওয়া যায় ? 
উঃ দান খন্ডে।
28. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী অনুযায়ী রাধার স্বামীর নাম কী ? 
উঃ আইহন ।
29. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাসের ভনিতা কতবার পাওয়া যায়?
উঃ ৪৩ বার ।
30. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে ? 
উঃ রাধাবিরহ খন্ডে ।               
    
              Click here to subscribe our YouTube channel                                                                                                                                                                                                       
                                                                                                                

Comments

Popular posts from this blog

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী