Skip to main content

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole 


কবি পরিচিতি

আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'।

[ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ]

কবির কাব্যগ্রন্থ: 

  • হে প্রেম হে নৈঃশব্দ (1960), 
  • ধর্মে আছো জিরাফেও আছো (1965)
  • হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968)
  • পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971)
  • প্রভু নষ্ট হয়ে যাই (1972)
  • যেতে পারি কিন্তু কেন যাব (1982)

বিষয়বস্তু : 

আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান। কবি সবার উদ্দেশ্যে তাই আহ্বান করেছেন—এমন

দেশে যেন সকলেই পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে যে দিকেই তাকানো যাক না কেন সে দিকেই কূল কিনারাহীন পথের সন্ধান মেলে। এই প্রাকৃতিক পরিবেশেই বিরাজ করে ঝরনা, কাঁদর, টিলা পাথর, বনভূমি। কবির দিব্য চোখে সেখানে মানুষের অনেক না বলা কথা স্বপ্নে প্রতিভাত হয়। ধীরে ধীরে রাতের অবসানে দিনের আগমন ঘটে। বুকে অঙ্কিত নকশিকাঁথায় শিশুর কলরব শুনে কবির মনে প্রশ্ন জাগে নাগরিক জীবনে খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে সহজ সরল জীবনযাপন কখনো কী সম্ভব?

কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

1. কোন্ দেশে আসলে সকলে পথ হারায়?

ক. ভারতে

খ. বাংলাদেশে

গ. তিন পাহাড়ের দেশে

ঘ. কলিঙ্গদেশে


উত্তর: তিন পাহাড়ের দেশে


2. তিন জোড়া চোখ আটকে গেল”—কোথায়?

ক. অন্ধকারে

খ. পাহাড়ে

গ. ফ্রেমে

ঘ. আকাশে


উত্তর: ফ্রেমে


3. পথ হারিয়ে যায় যেদিকে”—সে দিকে কী আছে?

ক. পথ

খ. নদী

গ. পাহাড়

ঘ. বন


উত্তর: পথ


4. "ঝরনা, কাঁদর, টিলা, পাথর"-কোথায় আছে?

ক. বন ভূমির কাছে

খ. সমুদ্রের কাছে

গ. পাহাড়ের কাছে

ঘ. আকাশের কাছে


উত্তর: বন ভূমির কাছে


5. "আলোর ঘোমটা খোলে আকাশে”—কোন আকাশে?

ক. মধ্য আকাশে

খ. পূর্ব আকাশে

গ. পশ্চিম আকাশে

ঘ. দক্ষিণ আকাশে


উত্তর: পূর্ব আকাশে


6. তিন পাহাড়ের নকশি কাঁথায় কাদের কলরব শোনা যায়?

ক. পাখিদের

খ. আদিম মানুষের

গ. শিশুদের 

ঘ. বালিকাদের


উত্তর: শিশুদের


7. জনমানবহীন স্টেশন"—এই সময় আকাশ ভরা থাকে কীসে?

ক. মেঘে

খ. আলোতে

গ. তারায়

ঘ. রামধনুতে


উত্তর: তারায়


8. বন ভূমির ওপারে কার দ"য় হয়েছে?

ক. ঈশ্বরের

খ. দেবতার

গ. মনোভূমির

ঘ. ছায়াভূমির


উত্তর: মনোভূমির


9. তিন পাহাড়ের কোলের রং কেমন?

ক. সবুজ

খ. ধূসর

গ. নীলাভ

ঘ. আকাশি


উত্তর: সবুজ


10. কোথায় সহজ করে বাঁচা সম্ভব না?

ক. ঘরে

খ. বনে 

গ. খাঁচায়

ঘ. নদীতে


উত্তর: খাঁচায়


11. কবিতায় স্টেশনের বিশেষণ হিসেবে যে শব্দটি ব্যবহৃত হয়েছে-

ক. ঘুসুর ঘাসুর 

খ. জনমানবহীন

গ. সবুজ

ঘ. হাওয়াবিলাসী


উত্তর: জনমানবহীন


12. কবিতায় “খাঁচা" বলতে কবি যা বুঝিয়েছেন—

ক. পিঞ্জর

খ. প্রকৃতির বেষ্টন 

গ. নাগরিক জীবনের আবদ্ধতা

ঘ. সবগুলিই


উত্তর: নাগরিক জীবনের আবদ্ধতা


13. আলোচ্য কবিতায় কয়টি চোখের প্রসঙ্গ আছে? 

ক. তিনটি

খ. ছয়টি

গ. দুই জোড়া

ঘ. ছয় জোড়া 


উত্তর: ছয়টি


14. আলোচ্য কবিতায় পংক্তির সংখ্যা কতগুলি?

ক. আটটি 

খ. দশটি 

গ. বারোটি

ঘ. চোদ্দোটি


উত্তর: বারোটি


15. আলোচ্য কবিতায় ট্রেন থেকে নেমেছিল যতজন ব্যক্তি-

ক. তিনজন

খ. তিনজোড়া

গ. দুইজন

ঘ. দুই জোড়া


উত্তর: তিনজন


16. “অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে”, “অন্ধকারে” কোন কারক-

ক. কর্মকারক

খ. অধিকরণ কারক

গ. করণ কারক

ঘ. নিমিত্ত কারক


উত্তর: অধিকরণ কারক


17. “আকাশ ভরা তারায়”, “তারায়" কোন কারক?

ক. কর্মকারক

খ. অধিকরণ কারক

গ. করণ কারক

ঘ. নিমিত্ত কারক


উত্তর: করণ কারক


18. “আটকে গেল ফ্রেমে", "ফ্রেমে” একটি—

ক. তদ্ভব শব্দ

খ. বিদেশি শব্দ

গ. সংকর শব্দ

ঘ. তৎসম শব্দ


উত্তর: বিদেশি শব্দ


19. কোনটি একটি অর্থ তৎসম শব্দ?

ক. টিলা

খ. নকশি

গ. পুব 

ঘ. আকাশ


উত্তর: পুব


20. “সক্কলে পথ হারায়", "পথ” কোন কারক?

ক. কর্মকারক

খ. অধিকরণ কারক

গ. করণ কারক

ঘ. নিমিত্ত কারক


উত্তর: কর্মকারক

.....................................................................................

আরও পড়ুন-

জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation 

ধীবর বৃত্তান্ত কালিদাস, ধীবর বৃত্তান্ত প্রশ্ন উত্তর, Dhibar brittanto in bengali,




Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী