Skip to main content

জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation

 জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation 

জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation
জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী 

আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy 

1. জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা?

ক) মহাশ্বেতা দেবী
খ) আশাপূর্ণা দেবী
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) মৈত্রেয়ী দেবী

উ: খ) আশাপূর্ণা দেবী

2. জ্ঞানচক্ষু গল্পটির মুল গ্রন্থের নাম কী?
ক) কুমকুম
খ) গল্প সমগ্র
গ) আমার ছোটবেলা
ঘ) গল্পগুচ্ছ

উ: ক) কুমকুম

3. কথাটা শুনে চোখ মার্বেল হয়ে গেল কার?
ক) তপনের মেসোর
খ) তপনের মাসির
গ) তপনের
ঘ) তপনের মা-র

উ: গ) তপনের

4. কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল?
ক) তপনের মেসো একজন লেখক
খ) তপনের মেসো একজন বিজ্ঞানী
গ) তপনের মেসো একজন ডাক্তার
ঘ) তপনের মেসো একজন

উ: ক) তপনের মেসো একজন লেখক

5. কাছ থেকে তপন দেখেনি কাকে?
ক) জলজ্যান্ত বিজ্ঞানীকে
খ) জলজ্যান্ত হাতিকে
গ) জলজ্যান্ত ইঞ্জিনিয়ারকে
ঘ) জলজ্যান্ত লেখককে

উ: ঘ) জলজ্যান্ত লেখককে

6. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল?
ক) বিজ্ঞানীকে দেখে
খ) একজন অভিনেতাকে
ঘ) তপনের মাসিকে
গ) তপনের মেসোকে

উ: গ) তপনের মেসোকে

7. রত্নের মূল্য বোঝে কে?
ক) জহুরি
খ) রত্নবিদ
গ) ব্যবসায়ী
ঘ) রত্নকর

উ: ক) জহুরি

8. জ্ঞানচক্ষু গল্পে কোন পত্রিকার নাম আছে?
ক) সবুজপত্র
খ) সন্ধ্যাতারা
গ) বঙ্গদর্শন
ঘ) প্রবাসী

উ: খ) সন্ধ্যাতারা

9. ছোটমাসি তপনের চেয়ে কতদিনের বড়ো?
ক) আট মাসের
খ) পাঁচ বছরের
গ) আট বছরের
ঘ) নয় বছরের

উ: গ) আট বছরের

10. "তোমার গল্প আমি ছাপিয়ে দেব" উক্তিটি কার?
ক) তপনের ছোট মাসির
খ) ছোট কাকুর
গ) মেসো মসাই
ঘ) মেজো কাকু
উ: গ) মেসো মসাই

11. বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি?
ক) হোম টাস্কের খাতা
খ) তপনের লেখা গল্প
গ) রচনা লেখার খাতা
ঘ) গল্পের বই

উ: ক) হোম টাস্কের খাতা

12. "একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প" গল্পটি কোথায় বসে লিখেছিল?
ক) ছোট মাসির ঘরে
গ) বারান্দায়
খ) তিন তলার সিঁড়িতে
ঘ) দোতলার মেঝেতে

উ: খ) তিন তলার সিঁড়িতে

13. "ওমা এ তো বেশ লিখেছিস রে" কথাটা কে বলছিল?
ক) ছোট কাকু
খ) তপনের মা
গ) ছোট মাসি
ঘ) মেসো মশাই

উ: গ) ছোট মাসি

14. তপনের কোন গল্পটি 'সন্ধ্যাতারা'য় ছেপেছিল?
ক) প্রথম লেখা
খ) প্রথম দিন
গ) বর্ষার দিন
ঘ) সেই দিন

উ: খ) প্রথম দিন

15. "তপনকে এখন লেখক বলা চলে" তপনের পুরো নাম কী?
ক) শ্রী তপন কুমার রায়
খ) শ্রী তপন কুমার শর্মা
গ) শ্রী তপন কুমার ঘোষ
ঘ) শ্রী তপন কুমার সরকার

উ: ক) শ্রী তপন কুমার রায়

16. "ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে" কোন কথাটা ছড়িয়ে পড়ে?
ক) তপনের লেখা ছাপার কথা
খ) তপনের লেখার কথা
গ) কারেকশানের কথা
ঘ) লুকিয়ে লুকিয়ে গল্প লেখার
কথা

উ: গ) কারেকশানের কথা

17. তপনের কাছে কোনটা ছিল অপমানের?
ক) নিজের গল্পে অন্যের কারেকশান
খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া
গ) লেখা ছাপিয়ে দেওয়া
ঘ) ছোট মাসির মুরুব্বিয়ানা

উ: খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া

18. "তিনি নাকি বই লেখেন" এখানে 'তিনি' কোন কারক?
ক) কর্তৃ কারক
খ) কর্মকারক
গ) করণ কারক
ঘ) নিমিত্ত কারক

উ: ক) কর্তৃ কারক

19.'জ্ঞানচক্ষু' গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনটি হল-
ক) একাই একশো
খ) আক্কেল গুড়ুম
গ) পায়া ভাড়ি
ঘ) গোবর গণেশ

উ: গ) পায়া ভাড়ি

20. "তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়" 'দৃষ্টি' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) দৃশ+তি
খ) দৃষ্ + টি
গ) দৃষ্ + তি
ঘ) দৃশ+টি

উ: গ) দৃষ্ + তি

21. "তপনের নতুন মেসো মশাই একজন লেখক" এখানে 'মেসো মশাই শব্দটির ব্যাসবাক্য কী হবে?
ক) যিনি মেসো তিনিই মশাই
খ) মেসো ও মশাই
গ) মেসো নামক মশাই
ঘ) মেসোর মশাই

উ: ক) যিনি মেসো তিনিই মশাই

22. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে' 'পৃথিবীতে' পদটি কোন কারক?
ক) অপাদান কারক
খ) অধিকরণ কারক
গ) নিমিত্ত কারক
ঘ) করণ কারক

উ: খ) অধিকরণ কারক

23. "লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়" 'আকাশ থেকে' অংশটির 'থেকে' হল-
ক) উপসর্গ
খ) প্ৰত্যয়
গ) অনুসর্গ
ঘ) বিভক্তি

উ: গ) অনুসর্গ

24. "বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা" এখানে 'বিকেল' কোন কারক?
ক) অধিকরণ কারক
খ) কর্মকারক
গ) কর্তৃকারক
ঘ) নিমিত্ত কারক

উ: ক) অধিকরণ কারক

25. "এই কথাটাই ভাবছে তপন রাতদিন" এখানে 'রাতদিন' কোন সমাস?
ক) তৎপুরুষ সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) বহুব্রীহি সমাস

উ: খ) দ্বন্দ্ব সমাস

26. "তপনকে এখন লেখক বলা চলে" এখানে 'তপন' কোন কারক?
ক) কর্তৃকারক
খ) করন কারক
গ) কর্মকারক
ঘ) অধিকরণ কারক

উ: গ) কর্মকারক

27. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে" এখানে 'অলৌকিক' কোন প্রকার সমাস?
ক) নঞ-তৎপুরুষ সমাস
খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) বহুব্রিহী সমাস

উ: ক) নঞ-তৎপুরুষ সমাস

28. "তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছে" বাক্যটির সমাস বদ্ধ পদটি হল-
ক) গল্প
খ) কারেকশান
গ) তপন
ঘ) আগাগোড়া

উ: ঘ) আগাগোড়া

আরও পড়ুন:-


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী