জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation
জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী |
আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy
1. জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা?
ক) মহাশ্বেতা দেবীখ) আশাপূর্ণা দেবী
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) মৈত্রেয়ী দেবী
উ: খ) আশাপূর্ণা দেবী
2. জ্ঞানচক্ষু গল্পটির মুল গ্রন্থের নাম কী?
ক) কুমকুম
খ) গল্প সমগ্র
গ) আমার ছোটবেলা
ঘ) গল্পগুচ্ছ
উ: ক) কুমকুম
3. কথাটা শুনে চোখ মার্বেল হয়ে গেল কার?
ক) তপনের মেসোর
খ) তপনের মাসির
গ) তপনের
ঘ) তপনের মা-র
উ: গ) তপনের
4. কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল?
ক) তপনের মেসো একজন লেখক
খ) তপনের মেসো একজন বিজ্ঞানী
গ) তপনের মেসো একজন ডাক্তার
ঘ) তপনের মেসো একজন
উ: ক) তপনের মেসো একজন লেখক
5. কাছ থেকে তপন দেখেনি কাকে?
ক) জলজ্যান্ত বিজ্ঞানীকে
খ) জলজ্যান্ত হাতিকে
গ) জলজ্যান্ত ইঞ্জিনিয়ারকে
ঘ) জলজ্যান্ত লেখককে
উ: ঘ) জলজ্যান্ত লেখককে
6. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল?
ক) বিজ্ঞানীকে দেখে
খ) একজন অভিনেতাকে
ঘ) তপনের মাসিকে
গ) তপনের মেসোকে
উ: গ) তপনের মেসোকে
7. রত্নের মূল্য বোঝে কে?
ক) জহুরি
খ) রত্নবিদ
গ) ব্যবসায়ী
ঘ) রত্নকর
উ: ক) জহুরি
8. জ্ঞানচক্ষু গল্পে কোন পত্রিকার নাম আছে?
ক) সবুজপত্র
খ) সন্ধ্যাতারা
গ) বঙ্গদর্শন
ঘ) প্রবাসী
উ: খ) সন্ধ্যাতারা
9. ছোটমাসি তপনের চেয়ে কতদিনের বড়ো?
ক) আট মাসের
খ) পাঁচ বছরের
গ) আট বছরের
ঘ) নয় বছরের
উ: গ) আট বছরের
10. "তোমার গল্প আমি ছাপিয়ে দেব" উক্তিটি কার?
ক) তপনের ছোট মাসির
খ) ছোট কাকুর
গ) মেসো মসাই
ঘ) মেজো কাকু
উ: গ) মেসো মসাই
11. বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি?
ক) হোম টাস্কের খাতা
খ) তপনের লেখা গল্প
গ) রচনা লেখার খাতা
ঘ) গল্পের বই
উ: ক) হোম টাস্কের খাতা
12. "একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প" গল্পটি কোথায় বসে লিখেছিল?
ক) ছোট মাসির ঘরে
গ) বারান্দায়
খ) তিন তলার সিঁড়িতে
ঘ) দোতলার মেঝেতে
উ: খ) তিন তলার সিঁড়িতে
13. "ওমা এ তো বেশ লিখেছিস রে" কথাটা কে বলছিল?
ক) ছোট কাকু
খ) তপনের মা
গ) ছোট মাসি
ঘ) মেসো মশাই
উ: গ) ছোট মাসি
14. তপনের কোন গল্পটি 'সন্ধ্যাতারা'য় ছেপেছিল?
ক) প্রথম লেখা
খ) প্রথম দিন
গ) বর্ষার দিন
ঘ) সেই দিন
উ: খ) প্রথম দিন
15. "তপনকে এখন লেখক বলা চলে" তপনের পুরো নাম কী?
ক) শ্রী তপন কুমার রায়
খ) শ্রী তপন কুমার শর্মা
গ) শ্রী তপন কুমার ঘোষ
ঘ) শ্রী তপন কুমার সরকার
উ: ক) শ্রী তপন কুমার রায়
16. "ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে" কোন কথাটা ছড়িয়ে পড়ে?
ক) তপনের লেখা ছাপার কথা
খ) তপনের লেখার কথা
গ) কারেকশানের কথা
ঘ) লুকিয়ে লুকিয়ে গল্প লেখার
কথা
উ: গ) কারেকশানের কথা
17. তপনের কাছে কোনটা ছিল অপমানের?
ক) নিজের গল্পে অন্যের কারেকশান
খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া
গ) লেখা ছাপিয়ে দেওয়া
ঘ) ছোট মাসির মুরুব্বিয়ানা
উ: খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া
18. "তিনি নাকি বই লেখেন" এখানে 'তিনি' কোন কারক?
ক) কর্তৃ কারক
খ) কর্মকারক
গ) করণ কারক
ঘ) নিমিত্ত কারক
উ: ক) কর্তৃ কারক
19.'জ্ঞানচক্ষু' গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনটি হল-
ক) একাই একশো
খ) আক্কেল গুড়ুম
গ) পায়া ভাড়ি
ঘ) গোবর গণেশ
উ: গ) পায়া ভাড়ি
20. "তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়" 'দৃষ্টি' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) দৃশ+তি
খ) দৃষ্ + টি
গ) দৃষ্ + তি
ঘ) দৃশ+টি
উ: গ) দৃষ্ + তি
21. "তপনের নতুন মেসো মশাই একজন লেখক" এখানে 'মেসো মশাই শব্দটির ব্যাসবাক্য কী হবে?
ক) যিনি মেসো তিনিই মশাই
খ) মেসো ও মশাই
গ) মেসো নামক মশাই
ঘ) মেসোর মশাই
উ: ক) যিনি মেসো তিনিই মশাই
22. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে' 'পৃথিবীতে' পদটি কোন কারক?
ক) অপাদান কারক
খ) অধিকরণ কারক
গ) নিমিত্ত কারক
ঘ) করণ কারক
উ: খ) অধিকরণ কারক
23. "লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়" 'আকাশ থেকে' অংশটির 'থেকে' হল-
ক) উপসর্গ
খ) প্ৰত্যয়
গ) অনুসর্গ
ঘ) বিভক্তি
উ: গ) অনুসর্গ
24. "বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা" এখানে 'বিকেল' কোন কারক?
ক) অধিকরণ কারক
খ) কর্মকারক
গ) কর্তৃকারক
ঘ) নিমিত্ত কারক
উ: ক) অধিকরণ কারক
25. "এই কথাটাই ভাবছে তপন রাতদিন" এখানে 'রাতদিন' কোন সমাস?
ক) তৎপুরুষ সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) বহুব্রীহি সমাস
উ: খ) দ্বন্দ্ব সমাস
26. "তপনকে এখন লেখক বলা চলে" এখানে 'তপন' কোন কারক?
ক) কর্তৃকারক
খ) করন কারক
গ) কর্মকারক
ঘ) অধিকরণ কারক
উ: গ) কর্মকারক
27. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে" এখানে 'অলৌকিক' কোন প্রকার সমাস?
ক) নঞ-তৎপুরুষ সমাস
খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) বহুব্রিহী সমাস
উ: ক) নঞ-তৎপুরুষ সমাস
28. "তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছে" বাক্যটির সমাস বদ্ধ পদটি হল-
ক) গল্প
খ) কারেকশান
গ) তপন
ঘ) আগাগোড়া
উ: ঘ) আগাগোড়া
আরও পড়ুন:-
Comments
Post a Comment