তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১. তারাশঙ্করের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ দীনার দান।
২. তারাশঙ্করের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উঃ চৈতালি ঘুর্ণি।
৩. তারাশঙ্করের উপন্যাস গুলি কী কী?
উঃ চৈতালি ঘুর্ণি (১৯৩২), পাষাণ পুরী (১৯৩৩), নীলকন্ঠ (১৯৩৩), রাইকমল (১৯৩৫), ধাত্রীদেবতা (১৯৩৫), কালিন্দী (১৯৪০), গনদেবতা (১৯৪৩), মন্বন্তর (১৯৪৪), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), সন্দীপন পাঠশালা (১৯৪৬), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৫১), নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩), আরোগ্য নিকেতন (১৯৫৩), সপ্তপদী (১৯৫৮), ডাকহরকরা (১৯৫৯), মহাশ্বেতা (১৯৬১), যোগভ্রষ্ট (১৯৬১), নিশিপদ্ম (১৯৬২), ছায়াপথ (১৯৬৯), কালরাত্রি (১৯৭০)
৪. তারাশঙ্কর তাঁর চৈতালি ঘুর্ণি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ সুভাষচন্দ্র বসুকে।
৫. ধাত্রীদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উঃ জমিদারের মেয়ে।
৬. ধাত্রীদেবতা উপন্যাসে বঙ্কিমের যে উপন্যাসের কথা বলা হয়েছে তার নাম কী?
উঃ আনন্দ মঠ।
৭. ধাত্রীদেবতা উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী?
উঃ শিবনাথ, পিসিমা, মা, শিবনাথের স্ত্রী। ৮. ধাত্রীদেবতা উপন্যাসের পটভূমিতে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
উঃ অসহযোগ আনদোলনের।
৯. তারাশঙ্কর 'নীলকন্ঠ' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ শৈলজানন্দ মুখোপাধ্যায়।
১০. তারাশঙ্কর কত সালে ও কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান?
উঃ ১৯৬৬ সালে 'গণদেবতা' উপন্যাসের জন্য।
১১. 'গণদেবতা' উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উঃ চন্ডীমন্ডপ।
১২. গণদেবতা উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ দেবু, গিরিশ, ছিরু, শ্রীহরি।
১৩. তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য 'রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য আকাদেমি' পুরস্কারে ভূষিত হন?
উঃ আরোগ্য নিকেতন।
১৪. তারাশঙ্করের 'পঞ্চগ্রাম' উপন্যাসের পাঁচটি গ্রামের নাম কী?
উঃ কষ্কনা, কুসুমপুর, মহাগ্রাম, শিবকালিপুর, দেখুড়িয়া।
১৫. তারাশঙ্কর তাঁর 'কবি' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ মোহিতলালকে।
১৬. 'কবি' উপন্যাসের কয়েকটি প্রধান চরিত্রের নাম উল্লেখ করুন?
উঃ নিতাই কবিয়াল, বসন, ঠাকুরঝি।
১৭. তারাশঙ্করের কবি উপন্যাসে যে লোকগানের উল্লেখ করা হয়েছে সেগুলি কী কী?
উঃ কবি ও ঝুমুর।
১৮. হাঁসুলি বাঁকের উপকথা উপকথা উপন্যাসটি কত সালে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শারদিয়া আনন্দবাজার পত্রিকায় ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৯. এটি কোন শ্রেনীর উপন্যাস?
উঃ আঞ্চলিক উপন্যাস।
২০. হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ কবিশেখর কালিদাস রায়কে।
২১. তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস কোনটি?
উঃ হাঁসুলি বাঁকের উপকথা।
২২. তারাশঙ্করের 'আগুন' উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উঃ কালপুরুষ।
২৩. কালবৈশাখী' উপন্যাসটির পূর্বনাম কী ছিল?
উঃ ঝর ও ঝরাপাতা।
২৪. 'আরোগ্য নিকেতন' উপন্যাসটির পূর্বনাম কী ছিল?
উঃ 'সঞ্জীবন ফার্মেসী'।
২৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর 'ধাত্রীদেবতা' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ তারাশঙ্কর তাঁর মা ও পিসিকে উৎসর্গ করেছেন।
২৬. তারাশঙ্কর তাঁর 'কালিন্দী' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ সজনীকান্ত দাশকে।
২৭. তারাশঙ্কর তাঁর 'পঞ্চগ্রাম' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে।
২৮. তারাশঙ্কর তাঁর 'কবি' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ মোহিতলাল মজুমদারকে।
২৯. তারাশঙ্কর তাঁর 'রাইকমল' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ উমাদেবীকে।
৩০. তারাশঙ্কর তাঁর 'নাগিনী কন্যার কাহিনী' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ নারায়ণ চৌধুরী, সন্তোষ কুমার ঘোষ, অনিল চক্রবর্তীকে।
সুন্দর🙏
ReplyDelete