Skip to main content

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


   OUR FACEBOOK PAGE    

   INSTAGRAM LINK     

 ১. তারাশঙ্করের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ দীনার দান। 

২. তারাশঙ্করের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? 

উঃ চৈতালি ঘুর্ণি।

৩. তারাশঙ্করের উপন্যাস গুলি কী কী? 

উঃ চৈতালি ঘুর্ণি (১৯৩২), পাষাণ পুরী (১৯৩৩), নীলকন্ঠ (১৯৩৩), রাইকমল (১৯৩৫), ধাত্রীদেবতা (১৯৩৫), কালিন্দী (১৯৪০), গনদেবতা (১৯৪৩), মন্বন্তর (১৯৪৪), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), সন্দীপন পাঠশালা (১৯৪৬), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৫১), নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩), আরোগ্য নিকেতন (১৯৫৩), সপ্তপদী (১৯৫৮), ডাকহরকরা (১৯৫৯), মহাশ্বেতা (১৯৬১), যোগভ্রষ্ট (১৯৬১), নিশিপদ্ম (১৯৬২), ছায়াপথ (১৯৬৯), কালরাত্রি (১৯৭০)

৪. তারাশঙ্কর তাঁর চৈতালি ঘুর্ণি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ সুভাষচন্দ্র বসুকে।

৫. ধাত্রীদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? 

উঃ জমিদারের মেয়ে। 

৬. ধাত্রীদেবতা উপন্যাসে বঙ্কিমের যে উপন্যাসের কথা বলা হয়েছে তার নাম কী? 

উঃ আনন্দ মঠ।

৭. ধাত্রীদেবতা উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী? 

উঃ শিবনাথ, পিসিমা, মা, শিবনাথের স্ত্রী। ৮. ধাত্রীদেবতা উপন্যাসের পটভূমিতে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? 

উঃ অসহযোগ আনদোলনের। 

৯. তারাশঙ্কর 'নীলকন্ঠ' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ শৈলজানন্দ মুখোপাধ্যায়। 

১০. তারাশঙ্কর কত সালে ও কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? 

উঃ ১৯৬৬ সালে 'গণদেবতা' উপন্যাসের জন্য। 

১১. 'গণদেবতা' উপন্যাসের পূর্ব নাম কী ছিল? 

উঃ চন্ডীমন্ডপ।

১২. গণদেবতা উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ দেবু, গিরিশ, ছিরু, শ্রীহরি।

১৩. তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য 'রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য আকাদেমি' পুরস্কারে ভূষিত হন?

উঃ আরোগ্য নিকেতন। 

১৪. তারাশঙ্করের 'পঞ্চগ্রাম' উপন্যাসের পাঁচটি গ্রামের নাম কী? 

উঃ কষ্কনা, কুসুমপুর, মহাগ্রাম, শিবকালিপুর, দেখুড়িয়া।

১৫. তারাশঙ্কর তাঁর 'কবি' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ মোহিতলালকে।

১৬. 'কবি' উপন্যাসের কয়েকটি প্রধান চরিত্রের নাম উল্লেখ করুন? 

উঃ নিতাই কবিয়াল, বসন, ঠাকুরঝি।

১৭. তারাশঙ্করের কবি উপন্যাসে যে লোকগানের উল্লেখ করা হয়েছে সেগুলি কী কী? 

উঃ কবি ও ঝুমুর। 

১৮. হাঁসুলি বাঁকের উপকথা উপকথা উপন্যাসটি কত সালে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ শারদিয়া আনন্দবাজার পত্রিকায় ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 

১৯. এটি কোন শ্রেনীর উপন্যাস? 

উঃ আঞ্চলিক উপন্যাস।

২০. হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ কবিশেখর কালিদাস রায়কে।

২১. তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস কোনটি? 

উঃ হাঁসুলি বাঁকের উপকথা। 

২২. তারাশঙ্করের 'আগুন' উপন্যাসের  পূর্ব নাম কী ছিল? 

উঃ কালপুরুষ। 

২৩. কালবৈশাখী' উপন্যাসটির পূর্বনাম কী ছিল?

উঃ ঝর ও ঝরাপাতা।

২৪. 'আরোগ্য নিকেতন' উপন্যাসটির পূর্বনাম কী ছিল?

উঃ 'সঞ্জীবন ফার্মেসী'।

২৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর 'ধাত্রীদেবতা' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ তারাশঙ্কর তাঁর মা ও পিসিকে উৎসর্গ করেছেন।

২৬. তারাশঙ্কর তাঁর 'কালিন্দী' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ সজনীকান্ত দাশকে।

২৭. তারাশঙ্কর তাঁর 'পঞ্চগ্রাম' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে।

২৮. তারাশঙ্কর তাঁর 'কবি' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ মোহিতলাল মজুমদারকে।

২৯. তারাশঙ্কর তাঁর 'রাইকমল' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ উমাদেবীকে।

৩০. তারাশঙ্কর তাঁর 'নাগিনী কন্যার কাহিনী' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ নারায়ণ চৌধুরী, সন্তোষ কুমার ঘোষ, অনিল চক্রবর্তীকে।

Comments

Post a Comment

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী