Skip to main content

আশাপূর্ণা দেবী | Ashapurna devi

 আশাপূর্ণা দেবী ( Ashapurna Devi )

শিক্ষিত বাঙালির প্রানের সম্পদ হল সাহিত্য। অবসর সময়ে সাহিত্যের রসাস্বাদন করেই মন প্রফুল্লিত করে তোলে অনেক সাহিত্য রসিক । তাই শিক্ষিত বাঙালি চান সাহিত্যরস। আর সাহিত্যের এই জগৎ-কে সমৃদ্ধ করেছেন বহু সাহিত্যিক লেখিকা। আজ আমরা এই পোস্টে জানবো আশাপূর্ণা দেবী সম্পর্কে।

আশাপূর্ণা_দেবী, Ashapurna_devi
আশাপূর্ণা দেবী

বাংলা কথা সাহিত্যের ধারার একজন অন্যতম শ্রেষ্ঠ লেখিকা হলেন আশাপূর্ণা দেবী (1909-1995)। তিনি ছিলেন একজন বাঙালির ঔপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক। আশাপূর্ণা দেবী জন্ম গ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দের 8 জানুয়ারী উত্তর কলকাতার মাতুতালয়ে পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত এবং মাতা হলেন সরলা সুন্দরী দেবী। আশাপূর্ণা দেবীর বাল্যকাল কেটেছে তাঁর ঠাকুরমা নিস্তারিনী দেবীর পাঁচ পুত্রের একান্তই একান্নবর্তী সংসারে। পরে তিনি পাঁচ বছর বয়সে পিতৃ গৃহে প্রবেশ করেন। ঠাকুরমার বাড়িতে অল্প সময় থাকলেও বাল্যকালের সেই স্মৃতি আশাপূর্ণা দেবীর মনে গভীর ছাপ রেখে যায়, পরবর্তীকালে তিনি তার সাহিত্যের মধ্যেও তুলে ধরেছেন সেই ছবি।
আশাপূর্ণা দেবী প্রথাগত ভাবে শিক্ষা অর্জন করতে পারেন নি তাঁর ঠাকুরমার কারণে। কারণ তাঁর ঠাকুরমা বিশ্বাস করতেন স্কুলে মেয়েরা পড়াশোনা করলে বাচাল হয়ে যায়। তবে এই প্রতিকূল পরিবেশও মাত্র আড়াই বছরের মধ্যে দাদাদের পড়া শুনে শুনে শিখে নিজে পড়তে শিখে নিয়েছিলেন। তিনি বর্ণপরিচয়ও আয়ত্ত করেছিলেন। আশাপূর্ণার মা সরলা সুন্দরী ছিলেন একনিষ্ঠ সাহিত্য পাঠিকা। সেই সাহিত্য প্রীতি তিনি তাঁর কন্যাদের মধ্যেও সঞ্চারিত করেছিলেন এবং বিভিন্ন পত্র পত্রিকা, গ্রন্থ প্রভৃতি অধ্যায়নের অনুকূল পরিবেশে মাত্র ছয় বছর বয়স থেকে তিনি পাঠ্য ও অপাঠ্য নির্বিশেষে পুরোদমে পড়াশোনা শুরু করে দেন।

আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি মহিলা ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালির জীবন যাপন ও মনস্তাত্বীক চিত্র তিনি তাঁর লেখনীতে তুলে ধরেছেন। আশাপূর্ণা দেবী প্রথাগত শিক্ষা শিক্ষালাভ না করতে পারলেও তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও কল্পনা শক্তির আশ্রয়ে তিনি বাংলা সাহিত্যের জগতে শ্রেষ্ঠ লেখিকার আশ্রয় লাভ করেন। তাঁর রচিত প্রথম প্রতিশ্রুতি- সূবর্ণলতা- বকুলকথা উপন্যাস তিনটি বিশ শতকের বাংলা রচনাগুলির মধ্যে ছিল অন্যতম। আশাপূর্ণা দেবী দের হাজার ছোট গল্প ও আড়াইশোটির বেশি উপন্যাস রচনা করেছিলেন। তাঁর এই রচনা খ্যাতির জন্য জ্ঞানপীট সহ একাধিক সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবীকে 1966 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করেন। ভারত সরকার ভারতের সর্বোচ্চ সম্মান সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত করেন।
 আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য রচনাবলী:
 উপন্যাস:
  • প্রেম ও প্রয়োজন
  • মিত্তির বাড়ি
  • বলয় গ্রাস
  • অগ্নি পরীক্ষা
  • নির্জন পৃথিবী
  • সমুদ্র নীল আকাশ নীল
  • শশী বাবুর সংসার
  • কল্যাণী
  • উত্তর লিপি
  • আলোর স্বাক্ষর
  • মেঘ পাহাড়
  • নেপথ্য নায়িকা
  • সোনার হরিণ
  • মায়াজাল
  • উড়োপাখি
  • উত্তরণ
  • প্রথম প্রতিশ্রুতি
  • সুয়োরানীর সাধ
  • সুবর্ণলতা
  • নীলাঞ্জনা
  • সমুদ্র কন্যা
  • বিম্ববতী
  • বকুল কথা
 গল্প গ্রন্থ ও গল্প সংকলন:
  • ছোট ঠাকুরদার কাশীযাত্রা
  • হাফ হলিডে
  • বলবার মত নয়
  • গল্প হলো শুরু
  • গল্পের মতো গল্প
  • ছোটদের ভালো ভালো গল্প
  • ভূতুরে কুকুর
  • মানুষের মত মানুষ
  • পাঁচ ভূতের গল্প
  • প্লানচেট
 ছোট গল্প:
  • জ্ঞানচক্ষু
  • ক্যাকটাস
  • পত্নী ও প্রেয়সী
  • অঙ্গার
  • ফাটল
  • কার্বন কপি
  • ঘূর্ণয়মান পৃথিবী
  • ছিন্ন মস্তা
  • কাম ধেনু
  • স্বর্গের টিকিট 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...