আশাপূর্ণা দেবী ( Ashapurna Devi )
শিক্ষিত বাঙালির প্রানের সম্পদ হল সাহিত্য। অবসর সময়ে সাহিত্যের রসাস্বাদন করেই মন প্রফুল্লিত করে তোলে অনেক সাহিত্য রসিক । তাই শিক্ষিত বাঙালি চান সাহিত্যরস। আর সাহিত্যের এই জগৎ-কে সমৃদ্ধ করেছেন বহু সাহিত্যিক লেখিকা। আজ আমরা এই পোস্টে জানবো আশাপূর্ণা দেবী সম্পর্কে।
আশাপূর্ণা দেবী |
আশাপূর্ণা দেবী প্রথাগত ভাবে শিক্ষা অর্জন করতে পারেন নি তাঁর ঠাকুরমার কারণে। কারণ তাঁর ঠাকুরমা বিশ্বাস করতেন স্কুলে মেয়েরা পড়াশোনা করলে বাচাল হয়ে যায়। তবে এই প্রতিকূল পরিবেশও মাত্র আড়াই বছরের মধ্যে দাদাদের পড়া শুনে শুনে শিখে নিজে পড়তে শিখে নিয়েছিলেন। তিনি বর্ণপরিচয়ও আয়ত্ত করেছিলেন। আশাপূর্ণার মা সরলা সুন্দরী ছিলেন একনিষ্ঠ সাহিত্য পাঠিকা। সেই সাহিত্য প্রীতি তিনি তাঁর কন্যাদের মধ্যেও সঞ্চারিত করেছিলেন এবং বিভিন্ন পত্র পত্রিকা, গ্রন্থ প্রভৃতি অধ্যায়নের অনুকূল পরিবেশে মাত্র ছয় বছর বয়স থেকে তিনি পাঠ্য ও অপাঠ্য নির্বিশেষে পুরোদমে পড়াশোনা শুরু করে দেন।
আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি মহিলা ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালির জীবন যাপন ও মনস্তাত্বীক চিত্র তিনি তাঁর লেখনীতে তুলে ধরেছেন। আশাপূর্ণা দেবী প্রথাগত শিক্ষা শিক্ষালাভ না করতে পারলেও তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও কল্পনা শক্তির আশ্রয়ে তিনি বাংলা সাহিত্যের জগতে শ্রেষ্ঠ লেখিকার আশ্রয় লাভ করেন। তাঁর রচিত প্রথম প্রতিশ্রুতি- সূবর্ণলতা- বকুলকথা উপন্যাস তিনটি বিশ শতকের বাংলা রচনাগুলির মধ্যে ছিল অন্যতম। আশাপূর্ণা দেবী দের হাজার ছোট গল্প ও আড়াইশোটির বেশি উপন্যাস রচনা করেছিলেন। তাঁর এই রচনা খ্যাতির জন্য জ্ঞানপীট সহ একাধিক সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবীকে 1966 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করেন। ভারত সরকার ভারতের সর্বোচ্চ সম্মান সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত করেন।
আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য রচনাবলী:
উপন্যাস:
- প্রেম ও প্রয়োজন
- মিত্তির বাড়ি
- বলয় গ্রাস
- অগ্নি পরীক্ষা
- নির্জন পৃথিবী
- সমুদ্র নীল আকাশ নীল
- শশী বাবুর সংসার
- কল্যাণী
- উত্তর লিপি
- আলোর স্বাক্ষর
- মেঘ পাহাড়
- নেপথ্য নায়িকা
- সোনার হরিণ
- মায়াজাল
- উড়োপাখি
- উত্তরণ
- প্রথম প্রতিশ্রুতি
- সুয়োরানীর সাধ
- সুবর্ণলতা
- নীলাঞ্জনা
- সমুদ্র কন্যা
- বিম্ববতী
- বকুল কথা
- ছোট ঠাকুরদার কাশীযাত্রা
- হাফ হলিডে
- বলবার মত নয়
- গল্প হলো শুরু
- গল্পের মতো গল্প
- ছোটদের ভালো ভালো গল্প
- ভূতুরে কুকুর
- মানুষের মত মানুষ
- পাঁচ ভূতের গল্প
- প্লানচেট
- জ্ঞানচক্ষু
- ক্যাকটাস
- পত্নী ও প্রেয়সী
- অঙ্গার
- ফাটল
- কার্বন কপি
- ঘূর্ণয়মান পৃথিবী
- ছিন্ন মস্তা
- কাম ধেনু
- স্বর্গের টিকিট
Comments
Post a Comment