Skip to main content

বাংলা উপন্যাস



1. বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? 

উঃ বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪)।

2. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক কাকে বলা হয়? 

উঃ বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কী? 

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম হল- বঙ্গদর্শন (১৮৭২)

4. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ Rajmohan's wife

5.বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? 

উঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম দুর্গেশনন্দিনী। 

6. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? 

উঃ আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের কাহিনি রচিত ১৭৭৩ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের সন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র 'বন্দেমাতরম' গানটি লেখেন। পরবর্তীতে ভারতীয় স্বদেশ প্রেমীরা 'বন্দেমাতরম' বাক্যটি জাতীয়তাবাদি শ্লোগান হিসেবে গ্রহণ করেন। 

7. বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি কী কী? 

উঃ দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), ইন্দিরা (১৮৭৩), যুগলাঙ্গুরীয় (১৮৭৫), চন্দ্রশেখর (১৮৭৫), রজনী (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রাজসিংহ (১৮৮২), আনন্দমঠ (১৯৮৪), দেবী চৌধুরানী (১৮৭৫), রাধারাণী (১৮৮৬), সীতারাম (১৮৮৭)।

8. দুর্গেশনন্দিনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ রাজসিংহ, বিমলা, তিলোত্তমা, আয়েষা, ওসমান খাঁ।

9. কপালকুণ্ডলা উপন্যাসের প্রকাশকাল কত ও এটি কী ধরনের উপন্যাস? 

উঃ ১৮৬৬, এটি রোমান্টিক উপন্যাস। 

10. কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্রগুলি কী কী? 

উঃ কপালকুণ্ডলা ও নবকুমার। 

11. বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল কত? এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল ১৮৭২ খ্রিস্টাব্দ, এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

12. বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু কী?

উঃ সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা - বিধবা বিবাহ ও বহুবিবাহ প্রথা।

13. বিষবৃক্ষ উপন্যাসের উল্লেখযোগ্য  চরিত্র গুলি কী কী? 

উঃ নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা।

14. ইন্দিরা উপন্যাসটি কবে ও  কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ ইন্দিরা উপন্যাসটি ১২৭৯ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

15. চন্দ্রশেখর উপন্যাসটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ চন্দ্রশেখর উপন্যাসটি ১২৮০ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

16. চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ চন্দ্রশেখর, শৈবলিনী, প্রতাপ, রামানন্দ স্বামী। 

17. রজনী উপন্যাসটি কত সালে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ রজনী উপন্যাসটি ১৮৭৫ সালে,বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

18. বঙ্কিমচন্দ্র তাঁর রজনী উপন্যাসটি কোন উপন্যাসের অনুকরণে রচিত?

উঃ লর্ড লিটনের 'দ্য লাস্ট ডেজ অব পম্পি' অনুকরণে রচিত। 

19. রজনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ রজনী, শচীন্দ্রনাথ, অমরনাথ, লবঙ্গলতা।

20. কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়? এটি কী ধরনের উপন্যাস? 

উঃ ১৮৭৮ সালে প্রকাশিত হয়, এটি একটি সামাজিক উপন্যাস। 

21. কৃষ্ণকান্তের উইল উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল।

22. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? 

উঃ রাজসিংহ। 

23. রাজসিংহ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ দরিয়া, জেবউন্নিসা, মবারক, চঞ্চলকুমারী।

24. বঙ্কিমচন্দ্র সন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে কোন উপন্যাস রচনা করেন? 

উঃ আনন্দমঠ।

25. আনন্দমঠ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ সত্যানন্দ, জীবানন্দ, ভবানন্দ।

26. 'বন্দেমাতরম' গানটি কোন উপন্যাসের?

উঃ আনন্দমঠ উপন্যাসের। 

27. দেবী চৌধুরানী উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ প্রফুল্ল, হরবল্লভ, ভবানী পাঠক, ব্রজেশ্বর। 

28. 'পালামৌ' উপন্যাসের রচয়িতা কে? 

উঃ 'পালামৌ' (১৮৬৪) উপন্যাসের রচয়িতা হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮৮৯)

29. সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ পালামৌ (১৮৬৪), কণ্ঠমালা (১৮৭৭), মাধবীলতা (১৮৮৪), জাল প্রতাপচাঁদ।

30. 'বঙ্গবিজেতা' উপন্যাসটির রচয়িতা কে? 

উঃ বঙ্গবিজেতা' উপন্যাসটির রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত (১৮৪৮-১৯০৯)


 
আরও পড়ুন -

 
                                                                  

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...