1. বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়?
উঃ বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪)।
2. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক কাকে বলা হয়?
উঃ বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম হল- বঙ্গদর্শন (১৮৭২)
4. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ Rajmohan's wife
5.বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম দুর্গেশনন্দিনী।
6. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
উঃ আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের কাহিনি রচিত ১৭৭৩ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের সন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র 'বন্দেমাতরম' গানটি লেখেন। পরবর্তীতে ভারতীয় স্বদেশ প্রেমীরা 'বন্দেমাতরম' বাক্যটি জাতীয়তাবাদি শ্লোগান হিসেবে গ্রহণ করেন।
7. বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি কী কী?
উঃ দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), ইন্দিরা (১৮৭৩), যুগলাঙ্গুরীয় (১৮৭৫), চন্দ্রশেখর (১৮৭৫), রজনী (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রাজসিংহ (১৮৮২), আনন্দমঠ (১৯৮৪), দেবী চৌধুরানী (১৮৭৫), রাধারাণী (১৮৮৬), সীতারাম (১৮৮৭)।
8. দুর্গেশনন্দিনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ রাজসিংহ, বিমলা, তিলোত্তমা, আয়েষা, ওসমান খাঁ।
9. কপালকুণ্ডলা উপন্যাসের প্রকাশকাল কত ও এটি কী ধরনের উপন্যাস?
উঃ ১৮৬৬, এটি রোমান্টিক উপন্যাস।
10. কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্রগুলি কী কী?
উঃ কপালকুণ্ডলা ও নবকুমার।
11. বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল কত? এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল ১৮৭২ খ্রিস্টাব্দ, এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
12. বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু কী?
উঃ সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা - বিধবা বিবাহ ও বহুবিবাহ প্রথা।
13. বিষবৃক্ষ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা।
14. ইন্দিরা উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ইন্দিরা উপন্যাসটি ১২৭৯ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
15. চন্দ্রশেখর উপন্যাসটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ চন্দ্রশেখর উপন্যাসটি ১২৮০ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
16. চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ চন্দ্রশেখর, শৈবলিনী, প্রতাপ, রামানন্দ স্বামী।
17. রজনী উপন্যাসটি কত সালে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ রজনী উপন্যাসটি ১৮৭৫ সালে,বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
18. বঙ্কিমচন্দ্র তাঁর রজনী উপন্যাসটি কোন উপন্যাসের অনুকরণে রচিত?
উঃ লর্ড লিটনের 'দ্য লাস্ট ডেজ অব পম্পি' অনুকরণে রচিত।
19. রজনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ রজনী, শচীন্দ্রনাথ, অমরনাথ, লবঙ্গলতা।
20. কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়? এটি কী ধরনের উপন্যাস?
উঃ ১৮৭৮ সালে প্রকাশিত হয়, এটি একটি সামাজিক উপন্যাস।
21. কৃষ্ণকান্তের উইল উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল।
22. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উঃ রাজসিংহ।
23. রাজসিংহ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ দরিয়া, জেবউন্নিসা, মবারক, চঞ্চলকুমারী।
24. বঙ্কিমচন্দ্র সন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে কোন উপন্যাস রচনা করেন?
উঃ আনন্দমঠ।
25. আনন্দমঠ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ সত্যানন্দ, জীবানন্দ, ভবানন্দ।
26. 'বন্দেমাতরম' গানটি কোন উপন্যাসের?
উঃ আনন্দমঠ উপন্যাসের।
27. দেবী চৌধুরানী উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ প্রফুল্ল, হরবল্লভ, ভবানী পাঠক, ব্রজেশ্বর।
28. 'পালামৌ' উপন্যাসের রচয়িতা কে?
উঃ 'পালামৌ' (১৮৬৪) উপন্যাসের রচয়িতা হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮৮৯)
29. সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?
উঃ পালামৌ (১৮৬৪), কণ্ঠমালা (১৮৭৭), মাধবীলতা (১৮৮৪), জাল প্রতাপচাঁদ।
30. 'বঙ্গবিজেতা' উপন্যাসটির রচয়িতা কে?
উঃ বঙ্গবিজেতা' উপন্যাসটির রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত (১৮৪৮-১৯০৯)
Comments
Post a Comment