সাহিত্যের রূপ ও রীতি পর্ব - ৪, sahityer rup o riti
1. উপন্যাস কী?
উঃ উপন্যাস হলো গদ্যে রচিত বৃহদাকার বর্ণনাত্মক কথা সাহিত্য। এটি সাহিত্যের অন্যান্য শাখার মতই একটি বিশেষ শাখা। উপন্যাসের মধ্যে দিয়েই সামাজিক জীবনের বাস্তবতার চিত্র পরিলক্ষিত হয়।
2. উপন্যাসকে নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী কে বলেছেন? তাঁর মতে উপন্যাসের আয়তন কত হওয়া উচিত?
উঃ উপন্যাসকে নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী বলেছেন E.M Forstar, তাঁর মতে, কমপক্ষে ৫০ হাজার শব্দ নিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত।
3. একটি সার্থক উপন্যাস রচনার মূল উপাদান গুলি কী কী?
উঃ প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, শৈলী, লেখকের সামগ্রিক জীবন দর্শন।
4. উপন্যাসকে কথা সাহিত্য বলা হয় কেন?
উঃ কথা সাহিত্য বলতে গল্প কাহিনিকে বোঝানো হয়ে থাকে যা সাহিত্যিক শব্দ বা কথার দ্বারা শৈল্পিক আঙ্গিকে রচনা করে থাকেন। এই গল্প কাহিনী বা প্লট উপন্যাসের মূল উপাদান, তাই সহজেই আমরা উপন্যাসকে কথা সাহিত্য বলতে পারি।
5. উপন্যাস কত রকমের হতে পারে? সেগুলো উল্লেখ করুন?
উঃ সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, গোয়েন্দা উপন্যাস, পত্রোপন্যাস, হাস্যরসাত্মক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রহস্য উপন্যাস, রূপক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, রোমান্স উপন্যাস, পুরাণ কাহিনীমূলক উপন্যাস, বীরত্বব্যঞ্জক উপন্যাস।
6. সামাজিক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাসে সমাজের নানা অন্যায় অবিচার, কুসংস্কার, নানা সামাজিক সমস্যার উদঘাটন এবং তাদের সমালোচনার মাধ্যমে সংস্কারের কথা বলা হয়, তাকে সামাজিক উপন্যাস বলে।
সামাজিক উপন্যাসের উদাহরণ - শরৎচন্দ্রের 'অরক্ষণীয়া', 'পল্লীসমাজ', বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল' তারাশঙ্করের 'গণদেবতা', 'পঞ্চগ্রাম'।
7. ঐতিহাসিক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাস কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো ঐতিহাসিক চরিত্র অবলম্বনে রচিত হয়, তাকে ঐতিহাসিক উপন্যাস বলে।
ঐতিহাসিক উপন্যাসের উদাহরণ - বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ', রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের 'ধর্মপাল', রমেশচন্দ্র দত্তের 'বঙ্গবিজেতা', 'মহারাষ্ট্র জীবনপ্রভাত'।
8. রাজনৈতিক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাস কোনো রাজনৈতিক ঘটনাবলি, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক সংকট, ও রাজনৈতিক চরিত্রের কর্মকাণ্ডকে কেন্দ্র করে যে উপন্যাস রচিত হয়, তাকে রাজনৈতিক উপন্যাস বলা হয়।
রাজনৈতিক উপন্যাসের উদাহরণ - রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা', শরৎচন্দ্রের 'পথের দাবী', সতীনাথ ভাদুড়ির 'জাগরী' ও 'ঢোড়াই চরিত মানস'।
9. মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাসে লেখক ব্যক্তির মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার উপর জোর দেন এবং চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উন্মোচন করে থাকেন তাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস।
মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ - রবীন্দ্রনাথের 'চোখের বালী'।
10. কাব্যধর্মী উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাসে লেখকের জীবন দর্শন ও গীতধর্মিতা, ভাষার কাব্য মধুর্য প্রাধান্য পায় তাকে কাব্যধর্মী উপন্যাস বলে।
উদাহরণ - রবীন্দ্রনাথের 'শেষের কবিতা', মানিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য'।
11. পত্রোপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাসের বক্তব্য পত্রের আকারে প্রকাশ করা হয় তাকেই পত্রোপন্যাস বলে।
উদাহরণ - শৈলজানন্দ মুখোপাধ্যায়ের 'ক্রৌঞ্চ মিথুন', বুদ্ধদেব বসুর 'সবিনয় নিবেদন' ইত্যাদি।
12. আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাসে লেখক তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাত অত্যন্ত শিল্প কুশলতায় প্রকাশ করে থাকেন, তাকে আত্মজীবনীমূলক উপন্যাস বলে।
উদাহরণ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত', বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ' 'পথের পাঁচালী'।
13. আঞ্চলিক উপন্যাস কাকে বলে?
উঃ যে উপন্যাস বিশেষ কোনো অঞ্চল বা বিশেষ কোনো অঞ্চলের নির্দিষ্ট এলাকার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না মিশ্রিত করে যে উপন্যাস রচিত হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলে।
যেমন- ধাত্রীদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, পদ্মানদীর মাঝি, তিতাস একটি নদীর নাম।
14. চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাকে বলে?
উঃ জটিল মানবমনের অন্তরের গভীর রহস্য উন্মোচন করা যে উপন্যাসের মূখ্য বিষয় তাকে চেতনা প্রবাহ রীতির উপন্যাস বলে।
উদাহরণ- বুদ্ধদেব বসুর 'লাল মেঘ', গোপাল হালদারের 'একদা'।
Comments
Post a Comment