বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় |
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। তাঁর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম মৃনালিণী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালী কথা সাহিত্যিক। তিনি উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ ১ লা নভেম্বর ১৯৫০ সালে মৃত্যুবরন করেন।
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন?
উঃ ইছামতী (১৯৫১) উপন্যাসের জন্য।
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?
উঃ পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৯), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১), দুই বাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২), দেবযান (১৯৪৪), কেদার রাজা (১৯৪৫), অথৈজল (১৯৪৭), ইছামতী (১৯৫০), অশনি সংকেত, দম্পতি (১৯৫২)
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের 'পথের পাঁচালী' (১৯২৯)
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ বিচিত্রা পত্রিকায়।
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাসের নাম কী?
উঃ অশনি সংকেত।
৭. পথের পাঁচালী উপন্যাসটি কয়টি খন্ড ও কয়টি পরিচ্ছেদে বিভক্ত।
৮. পথের পাঁচালী উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ অপু, দূর্গা, ইন্দিরা ঠাকরুন।
৯. অপরাজিতা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
১০. অপরাজিত উপন্যাসটির পূর্ব নাম কী ছিল?
উঃ আলোর সারথি।
১১. বিভূতিভূষণ 'অপরাজিত' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ তাঁর মাতৃদেবীকে।
১২. বিভূতিভূষণের দৃষ্টি প্রদীপ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
১৩. বিভূতিভূষণের 'আরণ্যক' উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ ১৯৩৯ সালে।
১৪. বিভূতিভূষণের 'আরণ্যক' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
১৫. বিভূতিভূষণ তাঁর 'আরণ্যক' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ বিভূতিভূষণ তাঁর লোকান্তরিতা প্রথমা স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেছেন।
১৬. আরণ্যক উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ সত্যচরণ, রাজু, ধাতুরিয়া সাহু, মটুক নাথ, যুগল প্রসাদ, দোবরু পান্না, রাজ কন্যা ভানুমতী।
১৭. বিপিনের সংসার উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ বিপিন, মানী, মনোরমা, শান্তি, বীণা, পটল।
১৮. ইছামতী উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ ভবানী বাড়ুয্যে, তিলু, খোকা, শিপ্টন সাহেব, ভজামুচি, রাম কানাই কবিরাজ।
১৯. দেবযান উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ যতিন, পুষ্পা, আশালতা, প্রাণায় দেবী, করুনা দেবী।
২০. আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ পদ্ম ও হাজারি ঠাকুর।
Comments
Post a Comment