Skip to main content

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | bibhutibhushan bandopadhyay | wbssc

 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 

Bibhutibhushan Bandopadhyay, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, বিভূতিভূষণের উপন্যাস
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও? 

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। তাঁর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম মৃনালিণী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালী কথা সাহিত্যিক। তিনি উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ ১ লা নভেম্বর ১৯৫০ সালে মৃত্যুবরন করেন।

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন? 

উঃ ইছামতী (১৯৫১) উপন্যাসের জন্য। 

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৯), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১), দুই বাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২), দেবযান (১৯৪৪), কেদার রাজা (১৯৪৫), অথৈজল (১৯৪৭), ইছামতী (১৯৫০), অশনি সংকেত, দম্পতি (১৯৫২)

৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের 'পথের পাঁচালী' (১৯২৯)

৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ বিচিত্রা পত্রিকায়।

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাসের নাম কী? 

উঃ অশনি সংকেত। 

৭. পথের পাঁচালী উপন্যাসটি কয়টি খন্ড ও কয়টি পরিচ্ছেদে বিভক্ত। 

৮. পথের পাঁচালী উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ অপু, দূর্গা, ইন্দিরা ঠাকরুন। 

৯. অপরাজিতা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ প্রবাসী পত্রিকায়। 

১০. অপরাজিত উপন্যাসটির পূর্ব নাম কী ছিল? 

উঃ আলোর সারথি। 

১১. বিভূতিভূষণ 'অপরাজিত' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন?

উঃ তাঁর মাতৃদেবীকে।

১২. বিভূতিভূষণের দৃষ্টি প্রদীপ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ প্রবাসী পত্রিকায়। 

১৩. বিভূতিভূষণের 'আরণ্যক' উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 

উঃ ১৯৩৯ সালে।

১৪. বিভূতিভূষণের 'আরণ্যক' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ প্রবাসী পত্রিকায়।

১৫. বিভূতিভূষণ তাঁর 'আরণ্যক' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?

উঃ বিভূতিভূষণ তাঁর লোকান্তরিতা প্রথমা স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেছেন।

১৬. আরণ্যক উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ সত্যচরণ, রাজু, ধাতুরিয়া সাহু, মটুক নাথ, যুগল প্রসাদ, দোবরু পান্না, রাজ কন্যা ভানুমতী।

১৭. বিপিনের সংসার উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ বিপিন, মানী, মনোরমা, শান্তি, বীণা, পটল।

১৮. ইছামতী উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ ভবানী বাড়ুয্যে, তিলু, খোকা, শিপ্টন সাহেব, ভজামুচি, রাম কানাই কবিরাজ।

১৯. দেবযান উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ যতিন, পুষ্পা, আশালতা, প্রাণায় দেবী, করুনা দেবী।

২০. আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ পদ্ম ও হাজারি ঠাকুর। 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...