ধীবর বৃত্তান্ত কালিদাস, ধীবর বৃত্তান্ত প্রশ্ন উত্তর, Dhibar brittanto in bengali
ক) কাশীরাম দাস
খ) কালিদাস
ঘ) ভবভূতি
উঃ কালিদাস
2. ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কী?
ক) কুমারসম্ভব
খ) রঘুবংশম
গ) অভিজ্ঞান শকুন্তলম
ঘ) মেঘনাদ বধ
উঃ অভিজ্ঞান শকুন্তলম
3. ধীবরদের পেশা কী?
ক) বস্ত্রবয়ন
খ) কৃষিকাজ
গ) পশুপালন
ঘ) মাছধরা
উঃ মাছধরা
4. ধীবর কোথায় থাকে?
ক) নদী তীরে
খ) পাহাড়ের টিলায়
গ) জঙ্গলে
ঘ) শক্রাবতারে
উঃ নদী তীরে
5. নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন?
ক) রাজার পুত্র
খ) রাজশ্যালক
গ) রাজমাতা
ঘ) রাজগুরু
উঃ রাজশ্যালক
6. ধীবর বৃত্তান্ত নাটকে উল্লিখিত দুইজন রক্ষীর নাম কী?
ক) সঞ্জয় ও ধনঞ্জয়
খ) জানুক ও পঞ্চক
গ) নীলকান্ত ও মৃত্যুঞ্জয়
ঘ) সুচক ও জানুক
উঃ সুচক ও জানুক
7. ধীবরের গা থেকে কীসের গন্ধ ভেসে আসছিল?
ক) মাংসের
খ) মাছের
গ) ফুলের
ঘ) দুধের
উঃ মাছের
8. শকুন্তলাকে কে বিয়ে করে রাজধানীতে ফিরে গিয়েছিলেন?
ক) রাজা দুষ্মন্ত
খ) রাজা ধনঞ্জয়
গ) রাজা জয় প্রসাদ
ঘ) রাজা ভিম সিংহ
উঃ রাজা দুষ্মন্ত
9. শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন?
ক) ঋষি দুর্বাসা
খ) ঋষি মারকন্ডি
গ) ঋষি বশিষ্ট
ঘ) ঋষি ভৃগু
উঃ ঋষি দুর্বাসা
10. দুর্বাসা ঋষি কার অনুরোধে শকুন্তলার প্রতি তাঁর অভিশাপ কিছুটা লঘু করেছিলেন?
ক) অম্বিকা
খ) প্রিয়ম্বদা
গ) মহর্ষি কণ্বের
ঘ) অনুসূয়া
উঃ প্রিয়ম্বদা
11. শকুন্তলাকে আংটি দিয়েছিলেন কে?
ক) দুষ্মন্ত
খ) মৃত্যুঞ্জয়
গ) সঞ্জয়
ঘ) জানুক
উঃ দুষ্মন্ত
12. আংটিতে কার নাম খোদায় করা ছিল?
ক) শকুন্তলার
খ) প্রীয়ম্বদার
গ) দুষ্মন্তের
ঘ) মহর্ষি কণ্বের
উঃ দুষ্মন্তের
13. শকুন্তলার হারিয়ে যাওয়া আংটি কোন মাছের পেটে পাওয়া গিয়েছিল?
ক) ইলিশ মাছের
খ) বোয়াল
গ) মাগুর
ঘ) রুই মাছের
উঃ রুই মাছের
14. শকুন্তলার হাতের আংটি টি কখন খুলে গিয়েছিল?
ক) সখিদের সাথে খেলার সময়
খ) স্নানের সময়
গ) অঞ্জলি দেওয়ার সময়
ঘ) জল আনিবার সময়
উঃ অঞ্জলি দেওয়ার সময়
15. আংটি দেখে রাজার কার কথা মনে পড়েছিল?
ক) শকুন্তলার
খ) মহর্ষি কণ্বের
গ) ঋষি দুর্বাসার
ঘ) রাজগুরুর
উঃ শকুন্তলার
16. রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিলেন?
ক) দশগুন
খ) পাঁচ গুন
গ) তিন গুন
ঘ) আংটির মূল্যের সম পরিমাণ
উঃ আংটির মূল্যের সম পরিমাণ
17. 'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) পরি + অন্ত
খ) প্ + অন্ত
গ) পূ + অন্ত
ঘ) পর + যন্ত
উঃ পরি + অন্ত
18. 'মহাশয়' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) মহৎ + আশয়
খ) মহা + শয়
গ) মহা + আশয়
ঘ) মহ + আশয়
উঃ মহা + আশয়
19. 'সংসার' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) সং + সার
খ) সন + সার
গ) সম্ + সার
ঘ) সম + অসার
উঃ সম্ + সার
20. 'গন্ধ' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি হবে?
ক) গম্+ধ
খ) গন্ধ্ + অ
গ) গন্ + ধ
ঘ) গন্ধ + অন
উঃ গন্ধ্ + অ
21. 'পূর্বাপর' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) পূর্ব + অপর
খ) পূর্বা + পর
গ) পূর্ব + পর
ঘ) পূর্বা + অপর
উঃ পূর্ব + অপর
22. নিম্নলিখিত কোনটি তদ্ভব শব্দ?
ক) খুশি
খ) গা
গ) অপেক্ষা
ঘ) সবগুলোই
উঃ গা
23. গা কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) সমীভবন
খ) স্বরসংগতি
গ) অপিনিহিতি
ঘ) স্বরলোপ
উঃ স্বরলোপ
24. 'দামী' এটি কোন প্রকারের পদ?
ক) বিশেষণ
খ) সর্বনাম
গ) অব্যয়
ঘ) বিশেষ্য
উঃ বিশেষণ
উপন্যাস কাকে বলে?
ReplyDelete