Skip to main content

বাংলা নাটক

বাংলা নাটক 

   OUR FACEBOOK PAGE    

    INSTAGRAM LINK     

১. বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

উঃ মাইকেল মধুসূদন দত্ত।

২. বাংলা নাটকের যথার্থ সুত্রপাত কে করেন?

উঃ মধুসূদন দত্ত।

৩. মধুসূদন দত্তের পৌরাণিক নাটক গুলো কী কী?

উঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন। 

৪. মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকের নাম কী?

উঃ কৃষ্ণকুমারী (১৮৬১)

৫, মধুসূদন দত্তের প্রহসন গুলি কী কী?

উঃ একেই কি বলে সভ্যতা? (১৮৬০), বুড়াে শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)

৬. মধুসূদন দত্তের লেখা প্রথম নাটকের নাম কী? উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)

৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী?

উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)

৮. শর্মিষ্ঠা (১৮৫৯) নাটকের কয়টি অঙ্ক রয়েছে?

উঃ শর্মিষ্ঠা নাটকের ৫টি অঙ্ক ও ১৩ টির গর্ভাঙ্ক রয়েছে।

৯. শর্মিষ্ঠা নাটকের আখ্যানবস্তু কোথা থেকে সংগ্রহ করেছেন? 

উঃ মহাভারতের আদিপর্বে বর্নিত রাজার যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর ত্রিকোণ প্রেমের কাহিনী থেকে। 

১০. শর্মিষ্ঠা নাটকের চরিত্র গুলি কি কি?

উঃ শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, শুক্রাচার্য, বকাসুর।

১১. শর্মিষ্ঠা নাটকটি সফলভাবে কোথায় অভিনীত হয়?

উঃ বেলগাছিয়া রঙ্গমঞ্চে।

১২. পদ্মাবতী নাটকের উপাদান নাট্যকার কোথা থেকে সংগ্রহ করেছেন?

উঃ গ্রিক পুরাণ 'অ্যাপেল অফ ডিসকর্ড থেকে।

 ১৩. পদ্মাবতী নাটকের চরিত্র গুলি কি কি?

উঃ পদ্মাবতী, ইন্দ্রনীল, শচী, মুরজা ও রতী। 

১৪. মায়াকানন নাটকটি কখন প্রকাশিত হয়?

উঃ ১৮৭৪ খ্রিস্টাব্দ কবির মৃত্যুর পর।

১৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

উঃ কৃষ্ণকুমারী।

১৬. কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন? 

উঃ উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে।

১৭. কৃষ্ণকুমারী নাটকের চরিত্র গুলি কি কি?

উঃ কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীম দাস, জগৎ সিংহ, মানসিংহ, ধনদাস।

১৮. কৃষ্ণকুমারী নাটকটির প্রকাশকাল কত?

উঃ ১৮৬১ খ্রিস্টাব্দ।

১৯. কৃষ্ণকুমারী নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?

উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে শােভা বাজার নাট্যশালায়।

 ২০. কৃষ্ণকুমারী নাটকের মূল বিষয়বস্তু কী?

উঃ কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। 

২১. মধুসূদনের প্রহসনের মূল বিষয়বস্তু কী ছিল? 

উঃ মধুসূদন দত্তের প্রথম প্রহসনের বিষয়বস্তু হল নব্য বাবু সম্প্রদায়ের উচ্ছ্জ্খলতা ও দ্বিতীয় প্রহসনের বিষয়বস্তু সনাতন পন্থী সমাজপতি দের নৈতিক চরিত্রের অধঃপতন।

২২. একেই কি বলে সভ্যতার চরিত্র গুলি কি কি?

উঃ নববাবু, কালীবাবু, হরকামিনী, নৃত্যকালী, কমলা, পয়ােধরী

২৩. বুড়াে শালিকের ঘাড়ে রোঁ প্রহসনের চরিত্রগুলি কী কী?

উঃ ভক্ত প্রসাদ, গদাধর, পুঁটি, ফতেমা।

২৪. মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক গুলো কী কী?

উঃ সুভদ্রা, রিজিয়া।

২৫. রচনাকালে 'বুড়াে শালিকের ঘাড়ে রোঁ' প্রহসনটির নাম কী ছিল?

উঃ 'ভগ্ন শিব মন্দির

২৬. দীনবন্ধু মিত্রের (১৮৩০-১৮৭৩) প্রথম প্রকাশিত নাটকের নাম কী?

উঃ নীলদর্পণ (১৮৬০) 

২৭. দীনবন্ধু মিত্রের নাটক গুলো কী কী?

উঃ নীলদর্পণ (১৮৬০), নবীন তপস্বিনী (১৮৬৩), সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়াে (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩)

২৮. দীনবন্ধু মিত্রের প্রহসন গুলি কী কী?

উঃ সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়া, জামাই বারিক।

২৯. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কী ছদ্মনামে লেখেন? 

উঃ নীলকর-বিষধর-দংশনে-কাতর-প্রজানিকর-ক্ষেমাঙ্করেন-কে নচিৎ-পথিক।

৩০. নীলদর্পণ নাটকের মুল বিষয় কী? 

উঃ বাঙালি কৃষক শ্রেণির প্রতি নীলকর সাহেবদের অত্যাচার।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী