বাংলা নাটক
১. বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
২. বাংলা নাটকের যথার্থ সুত্রপাত কে করেন?
উঃ মধুসূদন দত্ত।
৩. মধুসূদন দত্তের পৌরাণিক নাটক গুলো কী কী?
উঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন।
৪. মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকের নাম কী?
উঃ কৃষ্ণকুমারী (১৮৬১)
৫, মধুসূদন দত্তের প্রহসন গুলি কী কী?
উঃ একেই কি বলে সভ্যতা? (১৮৬০), বুড়াে শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
৬. মধুসূদন দত্তের লেখা প্রথম নাটকের নাম কী? উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)
৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী?
উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)
৮. শর্মিষ্ঠা (১৮৫৯) নাটকের কয়টি অঙ্ক রয়েছে?
উঃ শর্মিষ্ঠা নাটকের ৫টি অঙ্ক ও ১৩ টির গর্ভাঙ্ক রয়েছে।
৯. শর্মিষ্ঠা নাটকের আখ্যানবস্তু কোথা থেকে সংগ্রহ করেছেন?
উঃ মহাভারতের আদিপর্বে বর্নিত রাজার যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর ত্রিকোণ প্রেমের কাহিনী থেকে।
১০. শর্মিষ্ঠা নাটকের চরিত্র গুলি কি কি?
উঃ শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, শুক্রাচার্য, বকাসুর।
১১. শর্মিষ্ঠা নাটকটি সফলভাবে কোথায় অভিনীত হয়?
উঃ বেলগাছিয়া রঙ্গমঞ্চে।
১২. পদ্মাবতী নাটকের উপাদান নাট্যকার কোথা থেকে সংগ্রহ করেছেন?
উঃ গ্রিক পুরাণ 'অ্যাপেল অফ ডিসকর্ড থেকে।
১৩. পদ্মাবতী নাটকের চরিত্র গুলি কি কি?
উঃ পদ্মাবতী, ইন্দ্রনীল, শচী, মুরজা ও রতী।
১৪. মায়াকানন নাটকটি কখন প্রকাশিত হয়?
উঃ ১৮৭৪ খ্রিস্টাব্দ কবির মৃত্যুর পর।
১৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উঃ কৃষ্ণকুমারী।
১৬. কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন?
উঃ উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে।
১৭. কৃষ্ণকুমারী নাটকের চরিত্র গুলি কি কি?
উঃ কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীম দাস, জগৎ সিংহ, মানসিংহ, ধনদাস।
১৮. কৃষ্ণকুমারী নাটকটির প্রকাশকাল কত?
উঃ ১৮৬১ খ্রিস্টাব্দ।
১৯. কৃষ্ণকুমারী নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে শােভা বাজার নাট্যশালায়।
২০. কৃষ্ণকুমারী নাটকের মূল বিষয়বস্তু কী?
উঃ কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন।
২১. মধুসূদনের প্রহসনের মূল বিষয়বস্তু কী ছিল?
উঃ মধুসূদন দত্তের প্রথম প্রহসনের বিষয়বস্তু হল নব্য বাবু সম্প্রদায়ের উচ্ছ্জ্খলতা ও দ্বিতীয় প্রহসনের বিষয়বস্তু সনাতন পন্থী সমাজপতি দের নৈতিক চরিত্রের অধঃপতন।
২২. একেই কি বলে সভ্যতার চরিত্র গুলি কি কি?
উঃ নববাবু, কালীবাবু, হরকামিনী, নৃত্যকালী, কমলা, পয়ােধরী
২৩. বুড়াে শালিকের ঘাড়ে রোঁ প্রহসনের চরিত্রগুলি কী কী?
উঃ ভক্ত প্রসাদ, গদাধর, পুঁটি, ফতেমা।
২৪. মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক গুলো কী কী?
উঃ সুভদ্রা, রিজিয়া।
২৫. রচনাকালে 'বুড়াে শালিকের ঘাড়ে রোঁ' প্রহসনটির নাম কী ছিল?
উঃ 'ভগ্ন শিব মন্দির
২৬. দীনবন্ধু মিত্রের (১৮৩০-১৮৭৩) প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উঃ নীলদর্পণ (১৮৬০)
২৭. দীনবন্ধু মিত্রের নাটক গুলো কী কী?
উঃ নীলদর্পণ (১৮৬০), নবীন তপস্বিনী (১৮৬৩), সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়াে (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩)
২৮. দীনবন্ধু মিত্রের প্রহসন গুলি কী কী?
উঃ সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়া, জামাই বারিক।
২৯. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কী ছদ্মনামে লেখেন?
উঃ নীলকর-বিষধর-দংশনে-কাতর-প্রজানিকর-ক্ষেমাঙ্করেন-কে নচিৎ-পথিক।
৩০. নীলদর্পণ নাটকের মুল বিষয় কী?
উঃ বাঙালি কৃষক শ্রেণির প্রতি নীলকর সাহেবদের অত্যাচার।
Comments
Post a Comment