বাংলা উপন্যাস |
১. রমেশচন্দ্র দত্তের উপন্যাস গুলি কী কী?
উঃ বঙ্গ বিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), মহারাষ্ট্র জীবনপ্রভাত (১৮৭৮), রাজপুত জীবন সন্ধ্যা (১৮৭৮), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)
২. রমেশচন্দ্র দত্তের বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস গুলি কী কী?
উঃ মহারাষ্ট্র জীবনপ্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা।
৩. রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাস গুলি কী কী?
উঃ সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৬)
৪. ইতিহাসের পটভূমিতে রচিত রমেশচন্দ্রের রোমান্টিক উপন্যাস গুলি কী কী?
উঃ বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭)
৫. বঙ্গবিজেতা উপন্যাসের পটভূমি কী?
উঃ মুঘল সম্রাট আকবরের দ্বারা নিযুক্ত শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহ নিয়ে রচিত বঙ্গবিজেতা উপন্যাস।
৬. বঙ্গবিজেতা, মাধবীকঙ্কণ, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা এই চারটি উপন্যাসকে একত্রে কী বলা হয়?
উঃ শতবর্ষ বলা হয়, কারন এই উপন্যাসগুলিতে মুঘল ইতিহাসের একশো বছরের চিত্র অঙ্কিত রয়েছে।
৭. রমেশচন্দ্রের 'মাধবীকঙ্কণ' কোন কবিতার আদর্শে রচিত?
উঃ টেনিসনের 'Enoch Arden' কবিতার আদর্শে রচিত।
৮. মাধবীকঙ্কণের চরিত্রগুলি কী কী?
উঃ নরেন্দ্রনাথ, শ্রীশ ও হেমলতা।
৯. জীবন প্রভাত (মহারাষ্ট্র জীবন প্রভাত) উপন্যাসের কাহিনী কী?
উঃ জীবন প্রভাত উপন্যাসের কাহিনী হল - শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির উত্থান।
১০. 'জীবন সন্ধ্যা' (রাজপুত জীবন সন্ধ্যা) উপন্যাসের কাহিনী কী?
উঃ রাজপুত জাতির পতন।
১১. রমেশচন্দ্র দত্তের 'সংসার' ও 'সমাজ' উপন্যাসের বিষয় কী?
উঃ সংসার উপন্যাসের বিষয় হল বিধবা বিবাহ ও সমাজ উপন্যাসের বিষয় হল অসবর্ণ বিবাহ।
১২. স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা?
উঃ স্বর্ণলতা (১৮৭৮) উপন্যাসটি তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা।
১৩. তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলি কী কী?
উঃ স্বর্ণলতা (১৮৭৮), ললিত সৌদামিনী (১৮৮২), হরিষে বিষাদ (১৮৮৭), তিনটি গল্প (১৮৮৯), অদৃষ্ট (১৮৯২), বিধিলিপি (১৮৯১)
১৪. যোগেন্দ্র চন্দ্র বসুর লেখা উপন্যাসগুলি কী কী?
উঃ মডেল ভগিনী (১৮৮৬), চিনিবাস চরিতামৃত, বাঙালি চরিত (১৮৮৫), মহিরাবনের আত্মকথা।
১৫. পশুপতি সম্বাদ কার লেখা? এটি কী ধরনের উপন্যাস?
উঃ চন্দ্রনাথ বসুর লেখা উপন্যাস। এটি ঐতিহাসিক উপন্যাস।
১৬. কঙ্কাবতী উপন্যাসের রচয়িতা কে?
উঃ কঙ্কাবতী উপন্যাসের রচয়িতা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
১৭. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলি কী কী?
উঃ কঙ্কাবতী, ফোকলা দিগম্বর (১৯০১), মুক্তামালা (১৯০১), ময়না কোথায় (১৯১১), পাপের পরিনাম (১৯০৮)
১৮. শিবনাথ শাস্ত্রীর লেখা উপন্যাস গুলি কী কী?
উঃ মেজবৌ (১৮৭৯), নয়নতারা (১৮৮৯), যুগান্তর (১৮৯৫)। এগুলি তার পারিবারিক উপন্যাস।
১৯. মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাসগুলি কী কী?
উঃ বিষাদ সিন্ধু মহরম পর্ব (১৮৮৫), বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব (১৮৮৭), বিষাদ সিন্ধু এজিদ বধ (১৮৯১), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), তহমিনা (১৮৯৭)
২০. হরপ্রসাদ শাস্ত্রীর লেখা উপন্যাসগুলি কী কী?
উঃ বেনের মেয়ে (১৯২০), কাঞ্চনমালা (১৯১৬)
২১. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কী?
উঃ দীপনির্বাণ (১৮৭৬)।
২২. স্বর্ণকুমারী দেবীর উপন্যাস গুলি কী কী?
উঃ দীপনির্বাণ (১৮৭৬), ছিন্নমুকুল (১৮৭৬), মালতী (১৮৮৬), কাহাকে (১৯৯৮), স্নেহলতা (১৮৯২)
২৩. 'নবাব নন্দিনী' ও 'মৃন্ময়ী' উপন্যাস দুটির রচয়িতা কে?
উঃ দামোদর মুখোপাধ্যায়।
২৪. কেদারনাথ মুখোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?
উঃ শেষ খেয়া (১৯২৫), কোষ্ঠির ফলাফল (১৯২৯), ভাদুড়ী মশাই (১৯৩১), আই হ্যাজ (১৯৩৬), পাওনা (১৯৩৬)
২৫. অনুরূপা দেবীর প্রথম উপন্যাসের নাম কী? কোন পত্রিকায় প্রকাশিত?
উঃ অনুরূপা দেবীর প্রথম উপন্যাসের নাম টিলকুঠি, নবণূর পত্রিকায় প্রকাশিত হয়।
২৬. শ্রীশচন্দ্র মজুমদারের লেখা উপন্যাস গুলি কী কী?
উঃ শক্তিকানন (১৮৮৭), ফুলজানি (১৮৯৪), কৃতজ্ঞতা (১৮৯৬), বিশ্বনাথ (১৮৯৬)
২৭. বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি? রচয়িতা কে?
উঃ কল্পতরু(১৮৭৪), রচয়িতা হলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২৮. নিরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কী?
উঃ উচ্ছৃঙ্খল।
২৯. নিরুপমা দেবীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম কী?
উঃ দিদি (১৯১৫)
৩০. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম ঘুণ পোকা।
আরও পড়ুন -
বাংলা ছাত্র ছাত্রীদের দ্বারা গুগলে সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নের সঠিক উত্তর, পর্ব-১
Bengali literature | Wbssc Bengali | Important Bengali questions | bangla sahitya
ধন্যবাদ দাদা
ReplyDeleteThank you #Man
ReplyDelete