Skip to main content

বাংলা উপন্যাস

 

বাংলা উপন্যাস  

    আমাদের ফেসবুক পেজ        

         Instagram link             


১. রমেশচন্দ্র দত্তের উপন্যাস গুলি কী কী? 

উঃ বঙ্গ বিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), মহারাষ্ট্র জীবনপ্রভাত (১৮৭৮), রাজপুত জীবন সন্ধ্যা (১৮৭৮), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)

২. রমেশচন্দ্র দত্তের বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস গুলি কী কী? 

উঃ মহারাষ্ট্র জীবনপ্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা। 

৩. রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাস গুলি কী কী? 

উঃ সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৬)

৪. ইতিহাসের পটভূমিতে রচিত রমেশচন্দ্রের রোমান্টিক উপন্যাস গুলি কী কী? 

উঃ বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭)

৫. বঙ্গবিজেতা উপন্যাসের পটভূমি কী?

উঃ মুঘল সম্রাট আকবরের দ্বারা নিযুক্ত শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহ নিয়ে রচিত বঙ্গবিজেতা উপন্যাস।

৬. বঙ্গবিজেতা, মাধবীকঙ্কণ, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা এই চারটি উপন্যাসকে একত্রে কী বলা হয়? 

উঃ শতবর্ষ বলা হয়, কারন এই উপন্যাসগুলিতে মুঘল ইতিহাসের একশো বছরের চিত্র অঙ্কিত রয়েছে। 

৭. রমেশচন্দ্রের 'মাধবীকঙ্কণ' কোন কবিতার আদর্শে রচিত? 

উঃ টেনিসনের 'Enoch Arden' কবিতার আদর্শে রচিত। 

৮. মাধবীকঙ্কণের চরিত্রগুলি কী কী? 

উঃ নরেন্দ্রনাথ, শ্রীশ ও হেমলতা।

৯. জীবন প্রভাত (মহারাষ্ট্র জীবন প্রভাত) উপন্যাসের কাহিনী কী? 

উঃ জীবন প্রভাত উপন্যাসের কাহিনী হল - শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির উত্থান। 

১০. 'জীবন সন্ধ্যা' (রাজপুত জীবন সন্ধ্যা) উপন্যাসের কাহিনী কী? 

উঃ রাজপুত জাতির পতন।

১১. রমেশচন্দ্র দত্তের 'সংসার' ও 'সমাজ' উপন্যাসের বিষয় কী?

উঃ সংসার উপন্যাসের বিষয় হল বিধবা বিবাহ ও সমাজ উপন্যাসের বিষয় হল অসবর্ণ বিবাহ।

১২. স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? 

উঃ স্বর্ণলতা (১৮৭৮) উপন্যাসটি তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা।

১৩. তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলি কী কী? 

উঃ স্বর্ণলতা (১৮৭৮), ললিত সৌদামিনী (১৮৮২), হরিষে বিষাদ (১৮৮৭), তিনটি গল্প (১৮৮৯), অদৃষ্ট (১৮৯২), বিধিলিপি (১৮৯১)

১৪. যোগেন্দ্র চন্দ্র বসুর লেখা উপন্যাসগুলি কী কী? 

উঃ মডেল ভগিনী (১৮৮৬), চিনিবাস চরিতামৃত, বাঙালি চরিত (১৮৮৫), মহিরাবনের আত্মকথা।

১৫. পশুপতি সম্বাদ কার লেখা? এটি কী ধরনের উপন্যাস?

উঃ চন্দ্রনাথ বসুর লেখা উপন্যাস। এটি ঐতিহাসিক উপন্যাস। 

১৬. কঙ্কাবতী উপন্যাসের রচয়িতা কে? 

উঃ কঙ্কাবতী উপন্যাসের রচয়িতা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 

১৭. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলি কী কী? 

উঃ কঙ্কাবতী, ফোকলা দিগম্বর (১৯০১), মুক্তামালা (১৯০১), ময়না কোথায় (১৯১১), পাপের পরিনাম (১৯০৮)

১৮. শিবনাথ শাস্ত্রীর লেখা উপন্যাস গুলি কী কী? 

উঃ মেজবৌ (১৮৭৯), নয়নতারা (১৮৮৯), যুগান্তর (১৮৯৫)। এগুলি তার পারিবারিক উপন্যাস। 

১৯. মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাসগুলি কী কী? 

উঃ বিষাদ সিন্ধু মহরম পর্ব (১৮৮৫), বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব (১৮৮৭), বিষাদ সিন্ধু এজিদ বধ (১৮৯১), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), তহমিনা (১৮৯৭)

২০. হরপ্রসাদ শাস্ত্রীর লেখা উপন্যাসগুলি কী কী? 

উঃ বেনের মেয়ে (১৯২০), কাঞ্চনমালা (১৯১৬)

২১. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ দীপনির্বাণ (১৮৭৬)।

২২. স্বর্ণকুমারী দেবীর উপন্যাস গুলি কী কী? 

উঃ দীপনির্বাণ (১৮৭৬), ছিন্নমুকুল (১৮৭৬), মালতী (১৮৮৬), কাহাকে (১৯৯৮), স্নেহলতা (১৮৯২)

২৩. 'নবাব নন্দিনী' ও 'মৃন্ময়ী' উপন্যাস দুটির রচয়িতা কে? 

উঃ দামোদর মুখোপাধ্যায়। 

২৪. কেদারনাথ মুখোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ শেষ খেয়া (১৯২৫), কোষ্ঠির ফলাফল (১৯২৯), ভাদুড়ী মশাই (১৯৩১), আই হ্যাজ (১৯৩৬), পাওনা (১৯৩৬)

২৫. অনুরূপা দেবীর প্রথম উপন্যাসের নাম কী? কোন পত্রিকায় প্রকাশিত? 

উঃ অনুরূপা দেবীর প্রথম উপন্যাসের নাম টিলকুঠি, নবণূর পত্রিকায় প্রকাশিত হয়। 

২৬. শ্রীশচন্দ্র মজুমদারের লেখা উপন্যাস গুলি কী কী? 

উঃ শক্তিকানন (১৮৮৭), ফুলজানি (১৮৯৪), কৃতজ্ঞতা (১৮৯৬), বিশ্বনাথ (১৮৯৬)

২৭. বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি? রচয়িতা কে? 

উঃ কল্পতরু(১৮৭৪), রচয়িতা হলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৮. নিরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ উচ্ছৃঙ্খল। 

২৯. নিরুপমা দেবীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম কী? 

উঃ দিদি (১৯১৫)

৩০. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম ঘুণ পোকা। 

আরও পড়ুন -

বাংলা ছাত্র ছাত্রীদের দ্বারা গুগলে সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নের সঠিক উত্তর, পর্ব-১

Bengali literature | Wbssc Bengali | Important Bengali questions | bangla sahitya

আশাপূর্ণা দেবী | Ashapurna devi

Comments

Post a Comment

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...