1. যুগসন্ধির কবি কাকে বলা হয়?
উঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত-কে।
2. ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়ের উপাধি কি?
উঃ বিদ্যাসাগর।
3. বিদ্রোহী কবি কাকে বলা হয়?
উঃ কাজী নজরুল ইসলাম-কে।
4. স্বভাব কবি নামে কে পরিচিত?
উঃ গোবিন্দচন্দ্র দাস।
5. মুসলিম রেনেসাঁর কবি কাকে বলা হয়?
উঃ ফাররুক আহমেদ-কে।
6. সাহিত্য সম্রাট কাকে বলা হয়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে।
7. বাংলা গীতিকবিতার 'ভোরের পাখি' কাকে বলা হয়?
উঃ বিহারীলাল চক্রবর্তী-কে।
8. মার্কসবাদী কবি কাকে বলা হয়?
উঃ বিষ্ণু দে-কে।
9. মালাধর বসুর উপাধি কি?
উঃ গুণরাজ খান।
10. পদাবলীর কবি কাকে বলা হয়?
উঃ বিদ্যাপতি-কে।
11. ভারত চন্দ্রের উপাধি কি?
উঃ রায়গুণাকর।
12. মুকুন্দরামের উপাধি কি?
উঃ কবি কঙ্কণ।
13. ছন্দের জাদুকর কাকে বলা হয়?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত-কে।
14. নাগরিক কবি কাকে বলা হয়?
উঃ সমর সেন-কে।
15. বাংলার মিল্টন কাকে বলা হয়?
উঃ হেমচন্দ্র-কে।
16. কিশোর কবি কাকে বলা হয়?
উঃ সুকান্ত ভট্টাচার্য-কে।
17. কবিন্দ্র পরমেশ্বর কাকে বলা হয়?
উঃ শ্রীকর নন্দী-কে।
18. বিশ্বকবি কাকে বলা হয়?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর-কে।
19. তিমির হননের কবি কাকে বলা হয়?
উঃ জীবনানন্দ দাশ-কে।
20. পদাতিক কবি নামে কে পরিচিত?
উঃ সুভাষ মুখোপাধ্যায়।
21. ক্লাসিক কবি কাকে বলা হয়?
উঃ সুধীন্দ্রনাথ দত্তকে।
22. বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
23. পল্লী কবি কাকে বলা হয়?
উঃ জসীম উদ্দিন-কে।
24. শান্তিপুরের কবি কাকে বলা হয়?
উঃ মোজাম্মেল হক-কে।
25. ছান্দসিক কবি কাকে বলা হয়?
উঃ আব্দুল কাদির-কে।
26. ভাষা বিজ্ঞানী কাকে বলা হয়?
উঃ ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ-কে।
27. কাব্য সুধাকর কাকে বলা হয়?
উঃ গোলাম মোস্তফা-কে।
28. মধুসূদন দত্তের উপাধি কি?
উঃ মাইকেল।
29. চারণ কবি কাকে বলা হয়?
উঃ মুকুন্দ দাস-কে।
30. অপরাজেয় কথাশিল্পী কাকে বলা হয়?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-কে।
Comments
Post a Comment