নাট্য সাহিত্যের ধারা
১. গিরিশচন্দ্র 'ছত্রপতি শিবাজি নাটকের উপাদান কোথা থেকেসংগ্রহ করেছেন?
উঃ সত্যচরন শাস্ত্রীর ছত্রপতিশিবাজি থেকে।
২.গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক নাটকের নাম কী?
উঃ প্রফুল্ল (১৮৮৯)
৩. প্রফুল্ল নাটকের বিষয়বস্তু কী?
উঃ কলকাতার নাগরিক জীবন চিত্র ও মধ্যবিত্ত সমাজের ভাঙন।
৪. প্রফুল্ল নাটকের চরিত্রগুলি কী কী?
উঃ প্রফুল্ল, যােগেশ, রমেশ।
৫. প্রফুল্ল নাটকটি কবে ও কোথায় প্রথম অভিনীত হয়?
উঃ ১৯৮৯ খ্রিস্টাব্দে স্টার থিয়েটারে।
৬.পন প্রথা অবলম্বনে লিখিত গিরিশচন্দ্রের নাটকের নাম কী?
উঃ বলিদান।
৭. বলিদান নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৩১৯ বঙ্গাব্দে মিনার্ভা থিয়েটার।
৮. বলিদান নাটকের চরিত্রগুলি কী কী?
উঃ করুনাময়, সরস্বতী, নলিন, কিরণময়ী।
৯. 'শান্তি কি শান্তি নাটকটি কার লেখা?
উঃ গিরিশচন্দ্র ঘোষের লেখা।
১০. শান্তি কি শান্তি' নাটকের বিষয়বস্তু কী?
উঃ বিধবার প্রেম সমস্যা।
১১. শান্তি কি শান্তি নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৯০৮ খ্রিস্টাব্দে মিনার্ভা থিয়েটার।
১২. কবি ঈশ্বর গুপ্তের ভাব শিষ্য কাকে বলা হয়?
উঃ মনোমোহন বসু (১৮৩১-১৯২২) ১৩. মনােমােহন বসুর প্রথম নাটকের নাম কী?
উঃ রামাভিষেক।
১৪. মনােমােহন বসুর নাটক গুলো কী কী?
উঃ রামাভিষেক (১৯৬৭), সতী (১৮৭৪), হরিশ্চন্দ্র (১৮৭৫), পার্থ পরাজয় (১৮৮১), রাসলীলা (১৮৮৯), প্রনয় পরীক্ষা (১৮৬৯), আনন্দময় (১৮৯০)
১৫. উপেন্দ্রনাথ দাসের লেখা নাটক গুলো কী কী?
উঃ শরৎ সরােজিনী, সুরেন্দ্র বিনােদিনী, গজদানন্দ ও যুবরাজ, দি পুলিশ অব পীগ অ্যান্ড শিপ, দাদা ও আমি।
১৬. শরৎ সরােজিনী ও সুরেন্দ্র বিনােদিনী নাটক দুটি কী নামে প্রচারিত হয়েছিল?
উঃ দুর্গাদাস নামে।
১৭. গজদানন্দ ও যুবরাজ কোন ঘটনা অবলম্বনে রচিত?
উঃ যুবরাজ প্রিন্স অব ওয়েলস-এর ভারত আগমনের ঘটনা অবলম্বনে।
১৮.রাজকৃষ্ণ রায়ের লেখা প্রথম নাটকের নাম কী?
উঃ পতিব্রতা (১৮৭৫)
১৯. রাজকৃষ্ণ রায়ের লেখা নাটক গুলো কী কী?
উঃ পতিব্রতা, তরণীসেন বধ, লৌহ কারাগার, হরধনুভঙ্গ (১৮৮২), অমলে বিজলী (১৮৭৮), রামের বনবাস, মীরাবাঈ।
২০. রাজকৃষ্ণ রায়ের লেখা প্রহসন গুলি কী কী?
উঃ বেলুনে বাঙালী বিবি (১৮৯০), লােভেন্দ্র গবেন্দ্র (১৮৯০),জুজু, খােকাবাবু।
২১. 'জমিদার দর্পন' নাটকটি কার লেখা?
উঃ মীর মশাররফ হোসেনের লেখা (১৮৭৩)
২২. মীর মশাররফ হোসেনের লেখা নাটক গুলো কী কী?
উঃ বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পন (১৮৭৩), বেহুলা গীতাভিনয় (১৮৮৯), নিয়তি কি অবনতি (১৮৯৮) ২৩. মীর মশাররফ হোসেনের লেখা প্রহসন গুলি কী কী?
উঃ এর উপায় কি? (১৮৭৫), ফাস কাগজ (১৮৯৯), বাঁধা খাতা
২৪. অলিকবাবু নাটকটি কার লেখা?
উঃ জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা।
২৫. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা ঐতিহাসিক নাটক গুলি কী কী?
উঃ পুর বিক্রম (১৮৭৪), সরােজিনী (১৮৭৫), অশ্রুমতি (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)
২৬. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা প্রহসন গুলি কী কী? উঃ কিঞ্চিত জলযােগ (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), দায়ে পড়ে দার গ্রহ (১৯০২), হিতে বিপরীত (১৮৯৬)
২৭. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা অনুবাদমূলক নাটকগুলি কী কী?
উঃ অভিজ্ঞান শকুন্তল (১৮৯৯), উত্তর চরিত (১৯০০), মালতী মাধব (১৯০১), রত্নাবলী (১৯০০), মৃচ্ছকটিক (১৯০১), মুদ্রারাক্ষস (১৯০১)
২৮. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা প্রথম প্রহসনের
নাম কী?
উঃ কিঞ্চিত জলযােগ (১৮৭২)
২৯. বাংলা সাহিত্যে 'রসরাজ' নামে কে পরিচিত?
উঃ অমৃতলাল বসু।
৩০. গিরিশচন্দ্রের ভাব শিষ্য কাকে বলা হয়?
উঃ অমৃতলাল বসুকে (১৮৫৩)
Comments
Post a Comment