Skip to main content

Wbssc bengali | sahityer rup o riti bangla | সাহিত্যের রূপ ও রীতি

 Wbssc bengali | sahityer rup o riti bangla | সাহিত্যের রূপ ও রীতি 

Q.1. রূপক সাংকেতিক নাটক কাকে বলে?

উঃ যে নাটকে একটি বক্তব্যের আড়ালে অন্য একটি বক্তব্য লুকিয়ে থাকে সেটি নাটকে স্পষ্ট রূপে প্রকাশিত হয় না, তার আভাস টুকু পাওয়া যায় তাকে রূপক সাংকেতিক নাটক বলে। 

উদাহরণ - রবীন্দ্রনাথের 'ডাকঘর', 'অচলায়তন', 'রক্তকরবী', রাজা ইত্যাদি। 

Q.2. সামাজিক নাটক কাকে বলে? 

উঃ যে নাটকে একটি যুগ বা সময়ের সামাজিক নানান সমস্যা বা সামাজিক সংকটকে তুলে ধরা হয়ে থাকে সেই ধরনের নাটককে সামাজিক নাটক বলে। 

উদাহরণ - গিরিশচন্দ্রের 'প্রফুল্ল', 'বলিদান', বিজন ভট্টাচার্যের 'নবান্ন', তুলসী লাহিড়ীর 'ছেঁড়া তার', বিধায়ক ভট্টাচার্যের 'ক্ষুধা', মন্মথ রায়ের ধর্মঘট।

Q.3. Problem play কী?

উঃ কোনো একটি বিশেষ সামাজিক সমস্যার রুপায়ন করে, যে সামাজিক নাটক রচিত হয় তাকে Problem play বলে।

Q.4. প্রহসন বা farce কী?

উঃ সামাজিক দুর্নীতি, অন্যায় এর বিরোধিতা করে হাস্য পরিহাসের মধ্য দিয়ে যে সংক্ষিপ্ত নাটক রচিত হয় তাকে প্রহসন বলে।

উদাহরণ - মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ', দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী', দ্বিজেন্দ্র লালের 'কল্কি অবতার'।

Q.5. কমেডি নাটক কাকে বলে? 

উঃ যে নাটকের ঘটনা ও চরিত্র এমন ভাবে সজ্জিত করা হয় যার মাধ্যমে পাঠক অধিক আনন্দ লাভ করে এবং নাটকের পরিনতি হয় মিলনান্তক তাকেই কমেডি নাটক বলে। 

Q.6. দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম উল্লেখ করুন? তিনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা প্রহসন রচনা করেন? 

উঃ দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম হল 'সধবার একাদশী'। তিনি তিনি মাইকেল মধুসূদন দত্তের অনুপ্রেরণায় প্রহসন রচনা করেন। 

Q.7. মেলোড্রামা কী?

উঃ যখন নাটকের দ্বন্দ্ব হয় অতিরঞ্জিত এবং অস্বাভাবিক কাহিনি পূর্ণ আকস্মিক উত্তেজনা সৃষ্টি করা হয় যে নাটকে তাকে মেলোড্রামা বা অতিনাটক বলে।

উদাহরণ - দ্বিজেন্দ্র লাল রায়ের 'সাজাহান', রবীন্দ্রনাথের 'রাজা ও রানী'। 

Q.8. নাট্য কাব্য কী?

উঃ যে নাটক কাব্যের রূপ ও রীতি অনুসরণে রচিত হয় সেই নাটককে নাট্য কাব্য বলে।

উঃ রবীন্দ্রনাথের 'বিদায় অভিশাপ', 'কর্নকুন্তী সংবাদ', 'গান্ধারীর আবেদন'। 

Q.9. রবীন্দ্রনাথের কয়েকটি কাব্য নাট্যের উদাহরণ দিন? 

উঃ 'চিত্রাঙ্গদা', 'মালিনী', 'রুদ্রচন্ড', 'প্রকৃতির প্রতিশোধ'। 

Q.10. বাংলার কয়েকটি একাঙ্ক নাটকের উদাহরণ দিন? 

উঃ মন্মথ রায়ের 'বিদ্যুৎপর্ণা', 'জন্মদিন', প্রবোধ মজুমদারের 'শুভযাত্রা'।

Q.11. বাংলা নাট্য সাহিত্যে একাঙ্ক নাটকের যথার্থ রূপকার কে?

উঃ মন্মথ রায়কে।

Q.12. রবীন্দ্রনাথের কয়েকটি নৃত্য নাট্যের নাম উল্লেখ করুন? 

উঃ রবীন্দ্রনাথের কয়েকটি নৃত্য নাট্যগুলি হল- 'শ্যামা', 'চণ্ডালিকা', 'তাসের দেশ', নটীর পূজা'।

Q.13. অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য কী?

উঃ i) অ্যাবসার্ড নাটকের গঠন পদ্ধতি হয় অনির্দিষ্ট ও উদ্দেশ্যহীন। 

ii) প্লটে কোনো পরিকল্পনার আভাস থাকে না।

iii) জীবনের উদ্ভটত্ব, অর্থহীনতা প্রকাশ এই নাটকের লক্ষ। 

Q.14. বাংলার কয়েকটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ দিন? 

উঃ বাদল সরকারের 'এবং ইন্দ্রজিৎ', 'বাকি ইতিহাস', মোহিত চট্টোপাধ্যায়ের 'মৃত্যু সংবাদ'। 

-----------------------------------------------------------------------------

আরও পড়ুনঃ-

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস | Sarat Chandra chattopadhyay

বাংলা SLST পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি | WBSSC | Bangla sahitya

সাহিত্যের রূপ ও রীতি | Sahityer rupriti | wbssc slst bengali 

বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব, চর্যাপদ, charyapada

নাথ সাহিত্য 

চণ্ডীমঙ্গল কাব্য

চৈতন্য জীবনী সাহিত্য 


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...