Wbssc bengali | sahityer rup o riti bangla | সাহিত্যের রূপ ও রীতি
Q.1. রূপক সাংকেতিক নাটক কাকে বলে?
উঃ যে নাটকে একটি বক্তব্যের আড়ালে অন্য একটি বক্তব্য লুকিয়ে থাকে সেটি নাটকে স্পষ্ট রূপে প্রকাশিত হয় না, তার আভাস টুকু পাওয়া যায় তাকে রূপক সাংকেতিক নাটক বলে।
উদাহরণ - রবীন্দ্রনাথের 'ডাকঘর', 'অচলায়তন', 'রক্তকরবী', রাজা ইত্যাদি।
Q.2. সামাজিক নাটক কাকে বলে?
উঃ যে নাটকে একটি যুগ বা সময়ের সামাজিক নানান সমস্যা বা সামাজিক সংকটকে তুলে ধরা হয়ে থাকে সেই ধরনের নাটককে সামাজিক নাটক বলে।
উদাহরণ - গিরিশচন্দ্রের 'প্রফুল্ল', 'বলিদান', বিজন ভট্টাচার্যের 'নবান্ন', তুলসী লাহিড়ীর 'ছেঁড়া তার', বিধায়ক ভট্টাচার্যের 'ক্ষুধা', মন্মথ রায়ের ধর্মঘট।
Q.3. Problem play কী?
উঃ কোনো একটি বিশেষ সামাজিক সমস্যার রুপায়ন করে, যে সামাজিক নাটক রচিত হয় তাকে Problem play বলে।
Q.4. প্রহসন বা farce কী?
উঃ সামাজিক দুর্নীতি, অন্যায় এর বিরোধিতা করে হাস্য পরিহাসের মধ্য দিয়ে যে সংক্ষিপ্ত নাটক রচিত হয় তাকে প্রহসন বলে।
উদাহরণ - মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ', দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী', দ্বিজেন্দ্র লালের 'কল্কি অবতার'।
Q.5. কমেডি নাটক কাকে বলে?
উঃ যে নাটকের ঘটনা ও চরিত্র এমন ভাবে সজ্জিত করা হয় যার মাধ্যমে পাঠক অধিক আনন্দ লাভ করে এবং নাটকের পরিনতি হয় মিলনান্তক তাকেই কমেডি নাটক বলে।
Q.6. দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম উল্লেখ করুন? তিনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা প্রহসন রচনা করেন?
উঃ দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম হল 'সধবার একাদশী'। তিনি তিনি মাইকেল মধুসূদন দত্তের অনুপ্রেরণায় প্রহসন রচনা করেন।
Q.7. মেলোড্রামা কী?
উঃ যখন নাটকের দ্বন্দ্ব হয় অতিরঞ্জিত এবং অস্বাভাবিক কাহিনি পূর্ণ আকস্মিক উত্তেজনা সৃষ্টি করা হয় যে নাটকে তাকে মেলোড্রামা বা অতিনাটক বলে।
উদাহরণ - দ্বিজেন্দ্র লাল রায়ের 'সাজাহান', রবীন্দ্রনাথের 'রাজা ও রানী'।
Q.8. নাট্য কাব্য কী?
উঃ যে নাটক কাব্যের রূপ ও রীতি অনুসরণে রচিত হয় সেই নাটককে নাট্য কাব্য বলে।
উঃ রবীন্দ্রনাথের 'বিদায় অভিশাপ', 'কর্নকুন্তী সংবাদ', 'গান্ধারীর আবেদন'।
Q.9. রবীন্দ্রনাথের কয়েকটি কাব্য নাট্যের উদাহরণ দিন?
উঃ 'চিত্রাঙ্গদা', 'মালিনী', 'রুদ্রচন্ড', 'প্রকৃতির প্রতিশোধ'।
Q.10. বাংলার কয়েকটি একাঙ্ক নাটকের উদাহরণ দিন?
উঃ মন্মথ রায়ের 'বিদ্যুৎপর্ণা', 'জন্মদিন', প্রবোধ মজুমদারের 'শুভযাত্রা'।
Q.11. বাংলা নাট্য সাহিত্যে একাঙ্ক নাটকের যথার্থ রূপকার কে?
উঃ মন্মথ রায়কে।
Q.12. রবীন্দ্রনাথের কয়েকটি নৃত্য নাট্যের নাম উল্লেখ করুন?
উঃ রবীন্দ্রনাথের কয়েকটি নৃত্য নাট্যগুলি হল- 'শ্যামা', 'চণ্ডালিকা', 'তাসের দেশ', নটীর পূজা'।
Q.13. অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য কী?
উঃ i) অ্যাবসার্ড নাটকের গঠন পদ্ধতি হয় অনির্দিষ্ট ও উদ্দেশ্যহীন।
ii) প্লটে কোনো পরিকল্পনার আভাস থাকে না।
iii) জীবনের উদ্ভটত্ব, অর্থহীনতা প্রকাশ এই নাটকের লক্ষ।
Q.14. বাংলার কয়েকটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ দিন?
উঃ বাদল সরকারের 'এবং ইন্দ্রজিৎ', 'বাকি ইতিহাস', মোহিত চট্টোপাধ্যায়ের 'মৃত্যু সংবাদ'।
-----------------------------------------------------------------------------
আরও পড়ুনঃ-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস | Sarat Chandra chattopadhyay
বাংলা SLST পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি | WBSSC | Bangla sahitya
সাহিত্যের রূপ ও রীতি | Sahityer rupriti | wbssc slst bengali
বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব, চর্যাপদ, charyapada
Comments
Post a Comment