শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
১. অপরাজেয় কথাশিল্পী নামে কে পরিচিত?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)
২. শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ বড়দিদি।
৩. শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসটি ১৯০৭ খ্রিস্টাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯১৩ খ্রিস্টাব্দে।
৪. শরৎচন্দ্রের লেখা উপন্যাস গুলি কী কী?
উঃ বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিণীতা (১৯১৪), পন্ডিতমশাই (১৯১৪), মেজদিদি (১৯১৬), পল্লীসমাজ (১৯১৬), বৈকুন্ঠের উইল (১৯১৬), অরক্ষণীয়া (১৯১৬), নিষ্কৃতি (১৯১৭), দেবদাস (১৯১৭), শ্রীকান্ত (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), দেনাপাওনা (১৯২৩), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১), বিপ্রদাস (১৯৩৫), শুভদা (১৯৩৮), শেষের পরিচয় (১৯৩৯)
৫. শরৎচন্দ্রের 'বিরাজ বৌ' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৩২৩ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
৬. 'বিরাজ বৌ' উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ নীলাম্বর, পীতাম্বর, বিরাজ মোহিনী, জমিদার রাজেন্দ্র কুমার।
৭. শরৎচন্দ্রের 'পরিণীতা' উপন্যাসটির প্রকাশকাল কী?
উঃ ১৯১৪ খ্রিস্টাব্দ।
৮. শরৎচন্দ্রের 'পল্লীসমাজ' উপন্যাসের প্রকাশকাল কী? কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৯১৬ খ্রিস্টাব্দ। 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়।
৯. শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের প্রকাশকাল কী?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দ।
১০. শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, নারায়ণ মুখার্জি, নীলকন্ঠ চক্রবর্তী, ভূবন চৌধুরী।
১১. 'চরিত্রহীন' উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১২. 'চরিত্রহীন' উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ সতীশ, সাবিত্রী, সরোজিনী, কিরনময়ী, উপেন্দ্র, সুরবালা ও দিবাকর।
১৩. শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের প্রকাশকাল কী?
উঃ ১৯৩৪ খ্রিস্টাব্দ।
১৪. শরৎচন্দ্রের 'দত্তা' উপন্যাসের নাট্যরূপ কী?
উঃ বিজয়া।
১৫. দত্তা উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ জগদীশ মুখুয্যে, বনমালী, রাসবিহারী, বিজয়া, নরেন্দ্র মুখুয্যে, বিলাস বিহারী, দয়ালচন্দ্র, নলিনী, দারোয়ান কানাই সিং, পরেশ, কালীপদ।
১৬. শরৎচন্দ্রের 'গৃহদাহ' উপন্যাসটির প্রকাশকাল কী?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দ।
১৭. 'গৃহদাহ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী?
উঃ অচলা, মহিম, সুরেশ।
১৮. 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে? উপন্যাসটির প্রকাশকাল কী?
উঃ 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পথের দাবী উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে।
১৯. 'পথের দাবী' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়।
২০. দেনাপাওনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ 'দেনাপাওনা' উপন্যাসটি 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়।
২১. 'দেনাপাওনা' উপন্যাসটি গ্রন্থাকারে কখন প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ খ্রিস্টাব্দে।
২২. দেনাপাওনা উপন্যাসের দুটি প্রধান চরিত্র কী কী?
উঃ জমিদার জীবানন্দ চৌধুরী ও ষোড়শী।
২৩. 'পল্লীসমাজ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী?
উঃ পল্লীসমাজ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল - রমা, রমেশ, বেণী ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি।
২৪. শরৎচন্দ্রের সমাজ সমস্যা মূলক উপন্যাস গুলি কী কী?
উঃ অরক্ষণীয়া (১৯১৬), পল্লীসমাজ (১৯১৬), দেনাপাওনা (১৯২৩)
২৫. শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কী?
উঃ শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম হল শ্রীকান্ত।
২৬. শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি ১৯১৫ সালে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়।
২৭. শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী?
উঃ শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, রাজলক্ষ্মী, নতুন দা।
২৮. শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাসের নাম কী?
উঃ বিপ্রদাস (১৯৩৫)
২৯. শরৎচন্দ্রের অসম্পূর্ণ উপন্যাসটির নাম কী?
উঃ শেষের পরিচয় (১৯৩৯)
৩০. শরৎচন্দ্রের লেখা বিখ্যাত রাজনৈতিক উপন্যাসের নাম কী?
উঃ পথের দাবী (১৯২৬)
Comments
Post a Comment