Skip to main content

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস | Sarat Chandra chattopadhyay

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস    

Sarat Chandra chattopadhyay, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১. অপরাজেয় কথাশিল্পী নামে কে পরিচিত? 

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)

২. শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ বড়দিদি।

৩. শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসটি ১৯০৭ খ্রিস্টাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯১৩ খ্রিস্টাব্দে।

৪. শরৎচন্দ্রের লেখা উপন্যাস গুলি কী কী? 

উঃ বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিণীতা (১৯১৪), পন্ডিতমশাই (১৯১৪), মেজদিদি (১৯১৬), পল্লীসমাজ (১৯১৬), বৈকুন্ঠের উইল (১৯১৬), অরক্ষণীয়া (১৯১৬), নিষ্কৃতি (১৯১৭), দেবদাস (১৯১৭), শ্রীকান্ত (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), দেনাপাওনা (১৯২৩), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১), বিপ্রদাস (১৯৩৫), শুভদা (১৯৩৮), শেষের পরিচয় (১৯৩৯)

৫. শরৎচন্দ্রের 'বিরাজ বৌ' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ ১৩২৩ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। 

৬. 'বিরাজ বৌ' উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ নীলাম্বর, পীতাম্বর, বিরাজ মোহিনী, জমিদার রাজেন্দ্র কুমার।

৭. শরৎচন্দ্রের 'পরিণীতা' উপন্যাসটির প্রকাশকাল কী?

উঃ ১৯১৪ খ্রিস্টাব্দ। 

৮. শরৎচন্দ্রের 'পল্লীসমাজ' উপন্যাসের প্রকাশকাল কী? কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৯১৬ খ্রিস্টাব্দ। 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। 

৯.  শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের প্রকাশকাল কী?

উঃ ১৯১৭ খ্রিস্টাব্দ। 

১০. শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, নারায়ণ মুখার্জি, নীলকন্ঠ চক্রবর্তী, ভূবন চৌধুরী।

১১. 'চরিত্রহীন' উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 

উঃ ১৯১৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 

১২. 'চরিত্রহীন'  উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ সতীশ, সাবিত্রী, সরোজিনী, কিরনময়ী, উপেন্দ্র, সুরবালা ও দিবাকর।

১৩. শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের প্রকাশকাল কী?

উঃ ১৯৩৪ খ্রিস্টাব্দ। 

১৪. শরৎচন্দ্রের 'দত্তা' উপন্যাসের নাট্যরূপ কী?

উঃ বিজয়া।

১৫. দত্তা উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ জগদীশ মুখুয্যে, বনমালী, রাসবিহারী, বিজয়া, নরেন্দ্র মুখুয্যে, বিলাস বিহারী, দয়ালচন্দ্র, নলিনী, দারোয়ান কানাই সিং, পরেশ, কালীপদ।

১৬. শরৎচন্দ্রের 'গৃহদাহ' উপন্যাসটির প্রকাশকাল কী?

উঃ ১৯২০ খ্রিস্টাব্দ। 

১৭. 'গৃহদাহ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী? 

উঃ অচলা, মহিম, সুরেশ। 

১৮. 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে? উপন্যাসটির প্রকাশকাল কী? 

উঃ 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পথের দাবী উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে। 

১৯. 'পথের দাবী' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। 

২০. দেনাপাওনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ 'দেনাপাওনা' উপন্যাসটি 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। 

২১. 'দেনাপাওনা' উপন্যাসটি গ্রন্থাকারে কখন প্রকাশিত হয়? 

উঃ ১৯২৩ খ্রিস্টাব্দে।

২২. দেনাপাওনা উপন্যাসের দুটি প্রধান চরিত্র কী কী? 

উঃ জমিদার জীবানন্দ চৌধুরী ও ষোড়শী।

২৩. 'পল্লীসমাজ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী? 

উঃ পল্লীসমাজ' উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল - রমা, রমেশ, বেণী ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি। 

২৪. শরৎচন্দ্রের সমাজ সমস্যা মূলক উপন্যাস গুলি কী কী? 

উঃ অরক্ষণীয়া (১৯১৬), পল্লীসমাজ (১৯১৬), দেনাপাওনা (১৯২৩)

২৫. শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কী? 

উঃ শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম হল শ্রীকান্ত। 

২৬. শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি ১৯১৫ সালে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। 

২৭. শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী? 

উঃ শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, রাজলক্ষ্মী, নতুন দা।

২৮. শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাসের নাম কী? 

উঃ বিপ্রদাস (১৯৩৫) 

২৯. শরৎচন্দ্রের অসম্পূর্ণ উপন্যাসটির নাম কী?

উঃ শেষের পরিচয় (১৯৩৯)

৩০. শরৎচন্দ্রের লেখা বিখ্যাত রাজনৈতিক উপন্যাসের নাম কী? 

উঃ পথের দাবী (১৯২৬)

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...