চণ্ডীমঙ্গল কাব্য
1. চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি কে ?
উঃ চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি হলেন-
মানিক দত্ত।
2. চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি মানিক দত্ত কীভাবে এটি জানা যায়?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী তাঁর প্রসিদ্ধ কাব্য
চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গলে আদি কবি মানিক দত্তের নাম একাধিক বার উল্লেখ করেছেন।
3. চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত কোথাকার কবি ছিলেন ?
উঃ চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত পশ্চিমবঙ্গের
মালদহ জেলার কবি ছিলেন ।
4. মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্যের পুঁথি গুলি কোথা থেকে প্রকাশিত হয় ?
উঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ।
5. কার লেখা চন্ডীমঙ্গল পূর্ববঙ্গে জাগরণ নামে পরিচিত ?
উঃ দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্য পূর্ববঙ্গে জাগরণ নামে পরিচিত ।
6. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো কী কী ?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হল - কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভাঁড়ু দত্ত, মুরারী শীল।
7. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে ?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী ।
8. কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কী ছিল ?
উঃ কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবিকঙ্কণ।
9. মুকুন্দরামকে কবিকঙ্কণ উপাধি কে দেন ?
উঃ রঘুনাথ রায় ।
10. মুকুন্দরামের আদি বাসভূমি কোথায় ছিল ?
উঃ মুকুন্দরাম চক্রবর্তীর আদি বাসভূমি ছিল বর্ধমানের দামিন্যা গ্রামে।
11. মুকুন্দরাম স্বপরিবারে দামিন্যা ত্যাগ করে কোথায় আশ্রয় পেয়েছেন ?
উঃ মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের।
12. কবিকঙ্কণ মুকুন্দরামের কাব্য কী নামে পরিচিত ?
উঃ মুকুন্দরামের কাব্য অভয়ামঙ্গল নামে পরিচিত ।
13. মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটি কয়টি খন্ডে বিভক্ত ও কী কী ?
উঃ দুটি খন্ডে। কালকেতু বা আখেটির খন্ড , ধনপতি বা বণিক খন্ড ।
14. কবি মুকুন্দরামের কবি কৃতিত্ব কিসে?
উঃ কবি মুকুন্দরামের কবি কৃতিত্ব রয়েছে কাহিনী বিন্যাসে , চরিত্র সৃষ্টিতে ও বাস্তবতা বোধে ।
15. মুকুন্দরামের কাব্যে উপন্যাসের কী লক্ষ্মণ পাওয়া যায় ?
উঃ উপন্যাসের প্রধান লক্ষণ হল বাস্তবতা ও চরিত্র সৃজন। মুকুন্দরামের কাব্যে এই লক্ষ্মণ গুলি দারুণ ভাবে লক্ষ করা যায় ।
16. চণ্ডীমঙ্গলের কালকেতু ও ফুল্লরার আদি পরিচয় কী ?
উঃ চণ্ডীমঙ্গলের কালকেতু হল স্বর্গের ইন্দ্র পুত্র নীলাম্বর আর ফুল্লরা হল তার স্ত্রী ছায়া।
17. ধনপতির প্রথম স্ত্রীর নাম কী?
উঃ ধনপতির প্রথম স্ত্রীর নাম হল লহনা ।
18. খুল্লনা কে ছিলেন ?
উঃ খুল্লনা হলেন ধনপতির স্ত্রী। আসল পরিচয়ে তিনি ছিলেন স্বর্গের নর্তকী রত্নমালা ।
19. চণ্ডীমঙ্গলের কাহিনী অনুযায়ী কালকেতুর কতো বছর বয়সে বিবাহ হয়?
উঃ ১১ বছর বয়সে ।
20. শ্রীমন্ত কে ?
উঃ শ্রীমন্ত হল ধনপতি ও খুল্লনার পুত্র ।
21. ভাঁড়ু দত্ত কে ছিলেন ?
উঃ ভাঁড়ু দত্ত ছিলেন চন্ডীমঙ্গল কাব্যের একজন খল চরিত্র।
22. কার ষড়যন্ত্রের ফলে কালকেতু ও কলিঙ্গরাজের যুদ্ধ হয়েছিল?
উঃ ভাঁড়ু দত্তের ষড়যন্ত্রের ফলে ।
23. কোন যুদ্ধে কালকেতুকে বন্দী হতে হয়েছিল ?
উঃ কলিঙ্গরাজের যুদ্ধে৷
24. ইশা খাঁ কে ছিলেন ?
উঃ ইশা খাঁ ছিলেন প্রসিদ্ধ আফগান ভুঁইয়া ।
25. মুকুন্দরামের পিতার নাম কী?
উঃ হৃদয় মিশ্র ।
26. দ্বীজমাধবের কাব্যের নাম কী ?
উঃ দ্বিজমাধবের কাব্যের নাম হল সারদামঙ্গল বা সারদাচরিত ।
27. চণ্ডীমঙ্গলের কাহিনী অনুযায়ী কালকেতুর পিতার নাম কী?
উঃ ধর্মকেতু৷
28. কালকেতুর মাতার নাম কী ?
উঃ কালকেতুর মাতার নাম হল নিদয়া৷
Comments
Post a Comment