Skip to main content

চণ্ডীমঙ্গল কাব্য | chandimangal kabya | bangla sahityer itihas | wbssc | wbssc bengali

চণ্ডীমঙ্গল কাব্য

1. চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি কে ? 
উঃ চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি হলেন-
মানিক দত্ত।
2. চণ্ডীমঙ্গল কাব্য ধারার আদি কবি মানিক দত্ত কীভাবে এটি জানা যায়?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী তাঁর প্রসিদ্ধ কাব্য
চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গলে আদি কবি মানিক দত্তের নাম একাধিক বার উল্লেখ করেছেন।
3. চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত কোথাকার কবি ছিলেন ? 
উঃ চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত পশ্চিমবঙ্গের
মালদহ জেলার কবি ছিলেন ।
4. মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্যের পুঁথি গুলি কোথা থেকে প্রকাশিত হয় ?
উঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ।
5. কার লেখা চন্ডীমঙ্গল পূর্ববঙ্গে জাগরণ নামে পরিচিত ?
উঃ দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্য পূর্ববঙ্গে জাগরণ নামে পরিচিত ।
6. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো কী কী ?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হল - কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভাঁড়ু দত্ত, মুরারী শীল।
7. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে ?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী ।
8. কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কী ছিল ?
উঃ কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবিকঙ্কণ।
9. মুকুন্দরামকে কবিকঙ্কণ উপাধি কে দেন ?
উঃ রঘুনাথ রায় ।
10. মুকুন্দরামের আদি বাসভূমি কোথায় ছিল ?
উঃ মুকুন্দরাম চক্রবর্তীর আদি বাসভূমি ছিল বর্ধমানের দামিন্যা গ্রামে।
11. মুকুন্দরাম স্বপরিবারে দামিন্যা ত্যাগ করে কোথায় আশ্রয় পেয়েছেন ?
উঃ মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের।
12. কবিকঙ্কণ মুকুন্দরামের কাব্য কী নামে পরিচিত ?
উঃ মুকুন্দরামের কাব্য অভয়ামঙ্গল নামে পরিচিত ।
13. মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটি কয়টি খন্ডে বিভক্ত ও কী কী ?
উঃ দুটি খন্ডে। কালকেতু বা আখেটির খন্ড ,  ধনপতি বা বণিক খন্ড ।
14. কবি মুকুন্দরামের কবি কৃতিত্ব কিসে?
উঃ কবি মুকুন্দরামের কবি কৃতিত্ব রয়েছে কাহিনী বিন্যাসে , চরিত্র সৃষ্টিতে ও বাস্তবতা বোধে ।
15. মুকুন্দরামের কাব্যে উপন্যাসের কী লক্ষ্মণ পাওয়া যায় ?
উঃ উপন্যাসের প্রধান লক্ষণ হল বাস্তবতা ও চরিত্র সৃজন। মুকুন্দরামের কাব্যে এই লক্ষ্মণ গুলি দারুণ ভাবে লক্ষ করা যায় ।
16. চণ্ডীমঙ্গলের কালকেতু ও ফুল্লরার আদি পরিচয় কী ? 
উঃ চণ্ডীমঙ্গলের কালকেতু হল স্বর্গের ইন্দ্র পুত্র নীলাম্বর আর ফুল্লরা হল তার স্ত্রী ছায়া।
17. ধনপতির প্রথম স্ত্রীর নাম কী?
উঃ ধনপতির প্রথম স্ত্রীর নাম হল লহনা ।
18. খুল্লনা কে ছিলেন ? 
উঃ খুল্লনা হলেন ধনপতির স্ত্রী। আসল পরিচয়ে তিনি ছিলেন স্বর্গের নর্তকী রত্নমালা ।
19. চণ্ডীমঙ্গলের কাহিনী অনুযায়ী কালকেতুর কতো বছর বয়সে বিবাহ হয়?
উঃ ১১ বছর বয়সে ।
20. শ্রীমন্ত কে ? 
উঃ শ্রীমন্ত হল ধনপতি ও খুল্লনার পুত্র ।
21. ভাঁড়ু দত্ত কে ছিলেন ? 
উঃ ভাঁড়ু দত্ত ছিলেন চন্ডীমঙ্গল কাব্যের একজন খল চরিত্র।
22. কার ষড়যন্ত্রের ফলে কালকেতু ও কলিঙ্গরাজের যুদ্ধ হয়েছিল?
উঃ ভাঁড়ু দত্তের ষড়যন্ত্রের ফলে ।
23. কোন যুদ্ধে কালকেতুকে বন্দী হতে হয়েছিল ? 
উঃ কলিঙ্গরাজের যুদ্ধে৷
24. ইশা খাঁ কে ছিলেন ? 
উঃ ইশা খাঁ ছিলেন প্রসিদ্ধ আফগান ভুঁইয়া ।
25. মুকুন্দরামের পিতার নাম কী?
উঃ হৃদয় মিশ্র ।
26. দ্বীজমাধবের কাব্যের নাম কী ? 
উঃ দ্বিজমাধবের কাব্যের নাম হল সারদামঙ্গল বা সারদাচরিত ।
27. চণ্ডীমঙ্গলের কাহিনী অনুযায়ী কালকেতুর পিতার নাম কী?
উঃ ধর্মকেতু৷
28. কালকেতুর মাতার নাম কী ? 

উঃ কালকেতুর মাতার নাম হল নিদয়া৷         

Click here to subscribe our YouTube channel                                               
                                                                                                                         
                                                                                                                                     

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী