1. চৈতন্য জীবনী সাহিত্য কী?
উঃ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনীকে
অবলম্বন করে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছিল
তা-ই চৈতন্য জীবনী সাহিত্য নামে পরিচিত।
2. শ্রী চৈতন্যের সংক্ষিপ্ত পরিচয় দাও?
উঃ শ্রী চৈতন্যের১৪৮৬ খ্রিঃ – ১৫৩৩ খ্রিঃ জন্ম
নবদ্বীপে। তাঁর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন
বৈদিক ব্রাহ্মণ এবং মাতা শচী দেবী। তাঁদের
প্রথম সন্তান বিশ্বরূপ অল্প বয়সে সন্যাসী হয়ে
গৃহ ত্যাগ করেন। তার পরে শচীমাতার কয়েকটি
সন্তান মারা যাওয়ার পর তাঁর সর্বকনিষ্ঠ সন্তান
রূপে শ্রী চৈতন্য দেব জন্ম গ্রহণ করেন। শ্রী চৈতন্য
দেব বাল্যকালে নিমাই, যৌবনে গৌরাঙ্গ বা গোরা
এবং সন্যাস গ্রহনের পর শ্রীকৃষ্ণ চৈতন্য - সংক্ষেপে
শ্রীচৈতন্য নামে প্রসিদ্ধ হন।
3. চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে আদি গ্রন্থ
কোনটি?
উঃ মুরারি গুপ্ত রচিত
'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম'। মুরারি গুপ্ত শ্রী
চৈতন্যের সহপাঠী ছিলেন, পরে তাঁর ভক্ত ও
অন্তরঙ্গ হয়েছিলেন।
4. মুরারি গুপ্তের 'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম' কয়টি
সর্গে বিভক্ত?
উঃ ৭৮ টি সর্গে।
5. পরমানন্দ সেন রচিত চৈতন্য জীবনী মূলক
কাব্যের নাম কী?
উঃ চৈতন্য-চরিতামৃতম।
6. পরমানন্দ সেনকে কবিকর্নপুর উপাধি কে
প্রদান করেন?
উঃ চৈতন্য দেব।
7. কবি পরমানন্দ সেনের 'চৈতন্য-চরিতামৃতম'
-এ কতগুলি শ্লোক রয়েছে?
উঃ প্রায় ২০০০ টি।
8. কবি কর্নপুরের চৈতন্য জীবনী মূলক কাব্য গুলি
কি কি?
উঃ চৈতন্য-চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয়, গৌর গণোদ্দেশদীপিকা।
9. প্রবোধানন্দ সরস্বতীর চৈতন্য জীবনী মূলক
কাব্যের নাম কী?
উঃ 'চৈতন্যচন্দ্রামৃতম'
10. বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী
সাহিত্যের নাম কী?
উঃ বৃন্দাবনদাস রচিত 'শ্রীচৈতন্যভাগবত'। রচনা
কাল আনুমানিক ১৫৪২ খ্রিঃ।
11. বৃন্দাবন দাসের জন্ম কোন সময়ে?
উঃ আনুমানিক ১৫১৯ খ্রীস্টাব্দে।
12. চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়?
উঃ বৃন্দাবন দাসকে।
13. কবি বৃন্দাবন দাসের "চৈতন্যভাগবতে" কয়টি
খন্ড ও কয়টি অধ্যায় রয়েছে?
উঃ ৩ টি খন্ড ও ৫১ টি অধ্যায় রয়েছে-
(১) আদি খন্ড - ১৫ টি অধ্যায়, এই খন্ডে মহাপ্রভুর
জন্ম, গয়া গমন ও নবদ্বীপে প্রত্যাবর্তণ এর বর্ননা
আছে।
(২) মধ্য খন্ড - ২৬ টি অধ্যায়। এই খন্ডে মহাপ্রভুর
গয়া প্রত্যাবর্তণ ও সন্যাস গ্রহণের বর্ননা আছে।
(৩) অন্ত্য খন্ড - ১০ টি অধ্যায়। এই খন্ডে কেশব
ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা গ্রহণ ও নীলাচল
যাত্রার অভিপ্রায় বর্নিত হয়েছে।
14. বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' কাব্যের ত্রুটি কী?
উঃ চৈতন্য দেবের শেষ পর্যায়ের জীবন কথা অন্ত
খন্ডে বিস্তারিত আকারে বর্নিত হয়নি, কাব্যটি যেন
হঠাৎ শেষ হয়ে গেছে।
15. লোচন দাসের কাব্যের নাম কী?
উঃ চৈতন্যমঙ্গল
16. লোচন দাসের কাব্যের রচনা কাল কী?
উঃ ডঃ বিমান বিহারী মজুমদারের মতে ১৫৫০-৬৬
খ্রীস্টাব্দের মধ্যে কোন এক সময়ে তাঁর কাব্যটি
রচিত হয়েছিল।
17. লোচন দাসের 'চৈতন্যমঙ্গল' কাব্যটি কয়টি
খন্ডে বিভক্ত ও কয়টি ছত্রে রচিত?
উঃ ৪টি খন্ডে। সুত্র খন্ড, আদি খন্ড, মধ্য খন্ড,
অন্ত্য খন্ড। ১১ হাজার ছত্রে রচিত।
18. 'চৈতন্যমঙ্গল' নামে আর কোন কবি কাব্য
রচনা করেছেন?
উঃ জয়ানন্দ।
19. জয়ানন্দের 'চৈতন্যমঙ্গল' কাব্যের রচনা কাল
কী?
উঃ আনুমানিক ১৫৬০ খ্রীস্টাব্দে জয়ানন্দ তাঁর
কাব্যটি রচনা করেন।
20. কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী
কাব্যটির নাম কী?
উঃ 'শ্রীচৈতন্যচরিতামৃত'
21. তাঁর কাব্যটির রচনা কাল কী?
উঃ ১৬১২-১৬১৫ খ্রীস্টাব্দ।
22. কৃষ্ণদাস কবিরাজের কাব্যের সংক্ষিপ্ত পরিচয়
দাও?
উঃ কাব্যটি তিনটি খন্ডে বিভক্ত - আদি,মধ্য,অন্ত্য।
মোট সর্গ সংখ্যা ২৩ টি এবং মোট শ্লোক রয়েছে
২৮৮ টি।
23. 'গোবিন্দ দাসের করচা' কে কখন প্রকাশ করেন?
উঃ শান্তিপুরের ভক্ত বৈষ্ণব জয়গোপাল গোস্বামী
১৮৯৫ খ্রীস্টাব্দ।
24. 'গৌরাঙ্গ বিজয়' কার লেখা? এটি কে কখন
প্রকাশ করেন?
উঃ চূড়ামণি দাসের লেখা। ১৯৫৭ খ্রিঃ ডঃ সুকুমার
সেন এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন।
25. 'গোবিন্দমঙ্গল' কার লেখা? কাব্যটির রচনার
উৎস কী?
উঃ দুখী শ্যামদাসের লেখা। ভাগবতের শেষ খন্ড।
Comments
Post a Comment