Skip to main content

নাট্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস

 ১. অমৃতলাল বসুর লেখা নাটকগুলি কী কী? 

উঃ হীরকচূর্ণ (১৮৭৫), তরুবালা (১৮৯১), খাসদখল (১৯১২), ব্যাপীকা বিদায়, বিমাতা বা বিজয়বসন্ত (১৮৯৩), বিবাহ বিভ্রাট।

২. অমৃতলাল বসুর লেখা প্রহসনগুলি কী কী? 

উঃ তাজ্জব ব্যপার (১৮৯০), তিলতর্পন (১৮৮৬), ডিসমিস (১৮৮৩), চাটুজ্জে ও বাড়ুজ্জে (১৮৮৬), চোরের ওপর বাটপারি (১৮৭৬), কৃপণের ধন (১৯০০)

৩. অমৃতলাল বসুর লেখা 'চাটুজ্জে বারুজ্জে' কোন রচনা অবলম্বনে লেখা? 

উঃ Cox and Box ও Box and Cox

৪. পন প্রথার বিরুদ্ধে লেখা অমৃতলালের নাটকের নাম কী? 

উঃ বিবাহ বিভ্রাট।

৫. রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি কী কী? 

উঃ শারদোৎসব (১৯০৮), রাজা (১৯১০), ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), ফাল্গুনী (১৯১৬), মুক্তধারা (১৯২২), রক্তকরবী (১৯২৬), কালের যাত্রা (১৯৩২)

৬. রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলি কী কী? 

উঃ শাপমোচন (১৯৩১), তাসের দেশ (১৯৩০), চিত্রাঙ্গদা (১৯৩৬), চণ্ডালিকা (১৯৩৮), শ্যামা (১৯৩৯)

৭. রবীন্দ্রনাথের কাব্যনাট্যগুলি কী কী?

উঃ রাজা ও রাণী (১৮৮৯), বিসর্জন (১৮৯০), চিত্রাঙ্গদা (১৯৩২), বিদায় অভিশাপ (১৮৯৩), গান্ধারীর আবেদন (১৮৯৭)।

৮. রবীন্দ্রনাথের গীতিনাট্যগুলি কী কী?

উঃ বাল্মিকী প্রতিভা (১৮৮১), কালমৃগয়া (১৮৮২), মায়ার খেলা (১৮৮৮)

৯. রবীন্দ্রনাথ রচিত প্রহসনগুলি কী কী?

উঃ গোড়ায় গলদ (১৮৯২), বৈকুন্ঠের খাতা (১৮৯৭), চিরকুমার সভা (১৮৯৭), হাস্য কৌতুক (১৯০৭), ব্যঙ্গ কৌতুক  (১৯০৭)

১০. রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কী? 

উঃ রুদ্রচন্ড (১৮৮১)

১১. রবীন্দ্রনাথ কোন কোন নাটকে অভিনয় করেছেন? 

উঃ কালমৃগয়া (অন্ধ মুনির ভূমিকায়), রাজা ও রাণী (বিক্রম দেবের ভূমিকায়), বিসর্জন ( বৃদ্ধ রঘুপতির ভূমিকায়), বৈকুন্ঠের খাতা (কেদারের ভূমিকায়)

১২. বিসর্জন নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ?

উঃ 'রাজর্ষি' উপন্যাসের। নাটকটি পাঁচটি অঙ্কে রচিত।

১৩. রাজা ও রাণী নাটকে কয়টি অঙ্ক রয়েছে? 

উঃ ৫টি অঙ্কে। 

১৪. রাজা ও রাণী নাটককে অবলম্বন করে রবীন্দ্রনাথ কোন নাটক রচনা করেন? 

উঃ তপতী। 

১৫. রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব কোন ধরনের নাটক রচনায়? 

উঃ রূপক সাংকেতিক নাটক রচনায়।

১৬. রবীন্দ্রনাথের 'ডাকঘর' নাটকের সাংকেতিকতা সম্পর্কে আলোচনা করুন? 

উঃ ডাকঘর হল 'অসীম ঈশ্বরের সীমার প্রতীক'। অমল হল মুমুক্ষু মানবাত্মার প্রতীক। আর সুধা হল মর্ত জীবনের প্রতীক। ধরিত্রীকে ছেড়ে মুক্ত মানবাত্মা অসীম লোকে প্রস্থান করে বটে কিন্তু মর্ত্য লোকে পড়ে থাকে তার স্মৃতি। আর সেটিই হল ধরিত্রীর সম্বল।

১৭. রক্তকরবী নাটকের মূলকথা কী?

উঃ ধনতান্ত্রিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ। 

১৮. রক্তকরবী নাটকটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৯২৬ খ্রিস্টাব্দে,প্রবাসী পত্রিকায়।

১৯. রক্তকরবী নাটকের চরিত্রগুলি কী কী?

উঃ রঞ্জন, নন্দিনী, বিশু, রাজা।

২০. রবীন্দ্রনাথের 'তাসের দেশ' নাটকটি কোন রচনাট নাট্যরূপ?

উঃ 'আষাঢ়ে গল্প' -র নাট্যরূপ।

২১. রবীন্দ্রনাথের 'শ্যামা' নাটকটি কোন রচনার নাট্যরূপ? নাটকটি কোন শ্রেনীর নাটক?

উঃ 'পরিশোধ' কবিতার নাট্যরূপ। নাটকটি নৃত্যনাট্য।

২২. মুক্তধারা নাটকের প্রথম নাম কী ছিল? 

উঃ পথ।

২৩. 'অচলায়তন' নাটকের মূল সুর কী?

উঃ হিন্দুদের গোঁড়া সংস্কার ও বিধি নিষেধের বিরোধিতা। 

২৪. রবীন্দ্রনাথের 'ঠাকুরদা' চরিত্রটি কোথায় কোথায় পাওয়া যায়? 

উঃ শারদোৎসব ও ডাকঘর নাটকে।

২৫. কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়? 

উঃ দ্বিজেন্দ্রলাল রায়কে (১৮৬৩-১৯১৩)

২৬. দ্বিজেন্দ্রলাল রায়ের খ্যাতি কোন ধরনের নাটক রচনায়? 

উঃ ঐতিহাসিক নাটক রচনায়। 

২৭. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি কী কী? 

উঃ তারাবাঈ (১৯০৩), প্রতাপ সিংহ (১৯০৫), দুর্গাদাস (১৯০৫), নূরজাহান (১৯০৮), মেবার পতন (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১)

২৮. দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলি কী কী?

উঃ পাষাণী (১৯০০), সীতা (১৯০৮), ভীষ্ম (১৯১৪)

২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনগুলি কী কী? 

উঃ কল্কি অবতার (১৮৯৫), ত্র্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত (১৯০২), পুনর্জন্ম (১৯১৯)

৩০. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কী? 

উঃ তারাবাঈ (১৯০৩)

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...