Skip to main content

কাব্য সাহিত্যের ধারা

কাব্য সাহিত্যের ধারা  


   OUR FACEBOOK PAGE    

    INSTAGRAM LINK     

১. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর প্রকাশকাল কত?

উঃ ১৮৬৬ খ্রিস্টাব্দ।

২. চতুর্দশপদী কবিতায় কবি কাকে সর্বাধিক অনুসরণ করেছেন?

উঃ ইতালীয় কবি পেত্রার্ক।

৩. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর কয়েকটি কবিতার নাম উল্লেখ করুন?

উঃ কৃত্তিবাস, কাশীরাম, কালিদাস, জয়দেব, মেঘদুত, শকুন্তলা, ঈশ্বর গুপ্ত।

৪. মধুসূদন দত্তের গীতিকবিতা গুলি কী কী? 

উঃ আত্মবিলাপ (১৮৬২) ও বঙ্গভূমির প্রতি (১৮৬২)।

৫. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী?

উঃ চিন্তাতরঙ্গিনী(১৮৬১) 

৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্য গুলির নাম উল্লেখ করুন?

উঃ চিন্তাতরঙ্গিনী(প্রথম),বীরবাহু(১৮৬৪),ছায়াময়ী(১৮৮০),দশমহাবিদ্যা (১৮৮২),চিত্তবিলাস(১৮৯৮), বৃত্রসংহার (১৮৭৪,১৮৭৭)

৭. হেমচন্দ্রের অনুবাদ মূলক রচনা গুলো কি কি?

 উঃ শেক্সপীয়ারের টেম্পেস্ট অনুবাদ নলিনীকান্ত(১৮৬৮) ও রােমিও জুলিয়েট(১৮৯৫)

৮. চিন্তাতরঙ্গিনীতে কোন কবির প্রভাব বেশি পাওয়া যায়? 

উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের।

৯. ছায়াময়ী কাব্যে কোন বিদেশি কবির প্রভাব লক্ষ করা যায়?

উঃ দান্তের ডিভাইন কমেডি।

১০. দশমহাবিদ্যা কী ধরনের রচনা?

উঃ দশমহাবিদ্যা হল গীতিকাব্য।

১১. বৃত্রসংহার কাব্যের কয়টি স্বর্গ রয়েছে? 

উঃ ২৪ টি(প্রথম খন্ডে ১১ টি,দ্বিতীয় খন্ডে ১৩ টি)

১২. নবীনচন্দ্র সেনের (১৮৪৭-১৯৪৯) প্রথম কাব্যের নাম কী? 

উঃ নবীনচন্দ্র সেনের প্রথম কাব্য হল - অবকাশ রঞ্জিনী(১৮৭১)

১৩. নবীনচন্দ্র সেনের কাব্যগুলির নাম উল্লেখ করুন?

উঃ অবকাশ রঞ্জিনী(প্রথম), পলাশীর যুদ্ধ (১৮৫৭-৭৬), ক্লিওপেট্রা, রঙ্গমতী (১৮৮০), বৈরতক (১৮৮৭), কুরুক্ষেত্র (১৮৯৩), প্রভাস (১৮৯৬)।

১৪. নবীনচন্দ্র সেনের লেখা জীবনী মূলক রচনাগুলি কী কী?

উঃ খৃষ্ট, অমিতাভ, অমৃতাভ।

১৫, নবীনচন্দ্র সেনের আত্মজীবনীমূলক রচনাটির নাম কী? 

উঃ আমার জীবন।

১৬. নবীনচন্দ্রের লেখা নাটকের নাম কী?

উঃ নির্মাল্য।

১৭. শিবনাথ শাস্ত্রী লেখা প্রথম কাব্যের নাম কী?

উঃ নির্বাসিতের বিলাপ (১৮৬৮)। তাঁর লেখা অন্যান্য কাব্য হল পুষ্পমালা(১৮৭৫),মেজ বৌ(১৮৮০), হিমাদ্রি কুসুম (১৮৮৭),পুষ্পাঞ্জলি (১৮৮৮), যুগান্তর (১৮৯৫), নয়নতারা(১৮৯৯)

১৮. মানকুমারী বসুর লেখা প্রথম কবিতার নাম কী?

উঃ পুরন্দরের প্রতি ইন্দুবালা।

১৯. মানকুমারি বসুর লেখা কাব্যগুলি উল্লেখ করুন? 

উঃ প্রিয়প্রসঙ্গ(১৮৮৪), কাব্য কুসুমাঞ্জলি (১৮৯৩), বীর কুমার বধ কাব্য (১৯০৪), কনকাঞ্জলি(১৮৯৬)।

২০. কামিনী রায় রচিত কাব্যগুলি কী কী? 

উঃ আলাে ও ছায়া (১৮৮৯), নির্মাল্য(১৮৯১), পৌরানিকী,মাল্য নির্মাল্য,অশােক সঙ্গিত। 

২১. ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের (১৮৫৬-১৮৯৭) কাব্যগুলি কী কী?

উঃ চিত্তমুকুর(১৮৭৮),যােগেশ কাব্য (১৮৮১), বাসন্তী (১৮৮০) 

২২. কাঙাল হরিনাথ রচিত কাব্যগুলি কী কী?

উঃ চারু চরিত্র (১৮৬৩), পুন্ডরীক (১৮৬২), কবিতা কৌমুদী (১৮৬৬), অক্রুর সংবাদ (১৮৭৩),কবিকল্প (১৮৭০)

২৩. ছুছুন্দরী বধ কাব্যের কবি কে?

উঃ জগদ্বন্ধু ভদ্র।

২৪. বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্যের নাম কী?

উঃ স্বপ্নদর্শন (১৮৫৮)।

২৫. বিহারীলাল রচিত কাব্যগুলি কী কী?

উঃ সঙ্গিত শতক(১৮৬২),বঙ্গসুন্দরী(১৮৭ ०),বন্ধু বিয়ােগ(১৮৭০),নিসর্গ সন্দর্শন (১৮৭০), প্রেম প্রবাহিণী (১৮৭০),সারদামঙ্গল(১৮৭৯), সাধের আসন(১৮৮৮), বাউল বিংশতি (১৮৯৪) 

২৬. বঙ্গসুন্দরী কাব্যের সর্গ সংখ্যা কত?

উঃ দশটি।

২৭. বন্ধুবিয়ােগ কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ পূর্নিমা পত্রিকায়।

২৮. নিসর্গ সন্দর্শন কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ অবােধ বন্ধু। কাব্য সাতটি সর্গে বিভক্ত। 

২৯, সারদামঙ্গল কাব্যে সারদা কীসের প্রতিক? 

উঃ প্রেম, করুনা ও বিশ্ব সৌন্দর্যের প্রতীক। কাব্যের সর্গ সংখ্যা পাঁচটি।

৩০. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শােক কাব্যের নাম কী? উঃ এষা (১৯২২), কাব্যটির রচয়িতা হলেন অক্ষয়কুমার বড়াল।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী