কাব্য সাহিত্যের ধারা
১. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর প্রকাশকাল কত?
উঃ ১৮৬৬ খ্রিস্টাব্দ।
২. চতুর্দশপদী কবিতায় কবি কাকে সর্বাধিক অনুসরণ করেছেন?
উঃ ইতালীয় কবি পেত্রার্ক।
৩. মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর কয়েকটি কবিতার নাম উল্লেখ করুন?
উঃ কৃত্তিবাস, কাশীরাম, কালিদাস, জয়দেব, মেঘদুত, শকুন্তলা, ঈশ্বর গুপ্ত।
৪. মধুসূদন দত্তের গীতিকবিতা গুলি কী কী?
উঃ আত্মবিলাপ (১৮৬২) ও বঙ্গভূমির প্রতি (১৮৬২)।
৫. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী?
উঃ চিন্তাতরঙ্গিনী(১৮৬১)
৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্য গুলির নাম উল্লেখ করুন?
উঃ চিন্তাতরঙ্গিনী(প্রথম),বীরবাহু(১৮৬৪),ছায়াময়ী(১৮৮০),দশমহাবিদ্যা (১৮৮২),চিত্তবিলাস(১৮৯৮), বৃত্রসংহার (১৮৭৪,১৮৭৭)
৭. হেমচন্দ্রের অনুবাদ মূলক রচনা গুলো কি কি?
উঃ শেক্সপীয়ারের টেম্পেস্ট অনুবাদ নলিনীকান্ত(১৮৬৮) ও রােমিও জুলিয়েট(১৮৯৫)
৮. চিন্তাতরঙ্গিনীতে কোন কবির প্রভাব বেশি পাওয়া যায়?
উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের।
৯. ছায়াময়ী কাব্যে কোন বিদেশি কবির প্রভাব লক্ষ করা যায়?
উঃ দান্তের ডিভাইন কমেডি।
১০. দশমহাবিদ্যা কী ধরনের রচনা?
উঃ দশমহাবিদ্যা হল গীতিকাব্য।
১১. বৃত্রসংহার কাব্যের কয়টি স্বর্গ রয়েছে?
উঃ ২৪ টি(প্রথম খন্ডে ১১ টি,দ্বিতীয় খন্ডে ১৩ টি)
১২. নবীনচন্দ্র সেনের (১৮৪৭-১৯৪৯) প্রথম কাব্যের নাম কী?
উঃ নবীনচন্দ্র সেনের প্রথম কাব্য হল - অবকাশ রঞ্জিনী(১৮৭১)
১৩. নবীনচন্দ্র সেনের কাব্যগুলির নাম উল্লেখ করুন?
উঃ অবকাশ রঞ্জিনী(প্রথম), পলাশীর যুদ্ধ (১৮৫৭-৭৬), ক্লিওপেট্রা, রঙ্গমতী (১৮৮০), বৈরতক (১৮৮৭), কুরুক্ষেত্র (১৮৯৩), প্রভাস (১৮৯৬)।
১৪. নবীনচন্দ্র সেনের লেখা জীবনী মূলক রচনাগুলি কী কী?
উঃ খৃষ্ট, অমিতাভ, অমৃতাভ।
১৫, নবীনচন্দ্র সেনের আত্মজীবনীমূলক রচনাটির নাম কী?
উঃ আমার জীবন।
১৬. নবীনচন্দ্রের লেখা নাটকের নাম কী?
উঃ নির্মাল্য।
১৭. শিবনাথ শাস্ত্রী লেখা প্রথম কাব্যের নাম কী?
উঃ নির্বাসিতের বিলাপ (১৮৬৮)। তাঁর লেখা অন্যান্য কাব্য হল পুষ্পমালা(১৮৭৫),মেজ বৌ(১৮৮০), হিমাদ্রি কুসুম (১৮৮৭),পুষ্পাঞ্জলি (১৮৮৮), যুগান্তর (১৮৯৫), নয়নতারা(১৮৯৯)
১৮. মানকুমারী বসুর লেখা প্রথম কবিতার নাম কী?
উঃ পুরন্দরের প্রতি ইন্দুবালা।
১৯. মানকুমারি বসুর লেখা কাব্যগুলি উল্লেখ করুন?
উঃ প্রিয়প্রসঙ্গ(১৮৮৪), কাব্য কুসুমাঞ্জলি (১৮৯৩), বীর কুমার বধ কাব্য (১৯০৪), কনকাঞ্জলি(১৮৯৬)।
২০. কামিনী রায় রচিত কাব্যগুলি কী কী?
উঃ আলাে ও ছায়া (১৮৮৯), নির্মাল্য(১৮৯১), পৌরানিকী,মাল্য নির্মাল্য,অশােক সঙ্গিত।
২১. ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের (১৮৫৬-১৮৯৭) কাব্যগুলি কী কী?
উঃ চিত্তমুকুর(১৮৭৮),যােগেশ কাব্য (১৮৮১), বাসন্তী (১৮৮০)
২২. কাঙাল হরিনাথ রচিত কাব্যগুলি কী কী?
উঃ চারু চরিত্র (১৮৬৩), পুন্ডরীক (১৮৬২), কবিতা কৌমুদী (১৮৬৬), অক্রুর সংবাদ (১৮৭৩),কবিকল্প (১৮৭০)
২৩. ছুছুন্দরী বধ কাব্যের কবি কে?
উঃ জগদ্বন্ধু ভদ্র।
২৪. বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্যের নাম কী?
উঃ স্বপ্নদর্শন (১৮৫৮)।
২৫. বিহারীলাল রচিত কাব্যগুলি কী কী?
উঃ সঙ্গিত শতক(১৮৬২),বঙ্গসুন্দরী(১৮৭ ०),বন্ধু বিয়ােগ(১৮৭০),নিসর্গ সন্দর্শন (১৮৭০), প্রেম প্রবাহিণী (১৮৭০),সারদামঙ্গল(১৮৭৯), সাধের আসন(১৮৮৮), বাউল বিংশতি (১৮৯৪)
২৬. বঙ্গসুন্দরী কাব্যের সর্গ সংখ্যা কত?
উঃ দশটি।
২৭. বন্ধুবিয়ােগ কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ পূর্নিমা পত্রিকায়।
২৮. নিসর্গ সন্দর্শন কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ অবােধ বন্ধু। কাব্য সাতটি সর্গে বিভক্ত।
২৯, সারদামঙ্গল কাব্যে সারদা কীসের প্রতিক?
উঃ প্রেম, করুনা ও বিশ্ব সৌন্দর্যের প্রতীক। কাব্যের সর্গ সংখ্যা পাঁচটি।
৩০. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শােক কাব্যের নাম কী? উঃ এষা (১৯২২), কাব্যটির রচয়িতা হলেন অক্ষয়কুমার বড়াল।
Comments
Post a Comment