Skip to main content

বাংলা নাট্য সাহিত্যের ধারা | বাংলা নাটকের ইতিহাস | বাংলা সাহিত্যের ইতিহাস | bangla sahityer itihas | wbssc | ssc bengali | slst bengali |

বাংলা সাহিত্যের ইতিহাস

  নাট্য সাহিত্যের ধারা


১. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম কী?

উঃ পাষাণী (১৯০৮)

২. দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকটির অবলম্বন কী?

উঃ রামায়ণের উত্তর কান্ড।

৩. ডি. এল. রায় নামে কে পরিচিত?

উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

৪. দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক গুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উঃ চারটি প্রহসন, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক,

সামাজিক নাটক, সামাজিক নাটক।

৫. দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক গুলো কী কী? উঃ পরপারে (১৯১২), বঙ্গনারী (১৯১৫)

৬. দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কী?

উঃ সীতা (১৯০৮)

৭. দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কী?

উঃ সাজাহান।

৮. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ পৌরাণিক নাটকের নাম কী? 

উঃ প্রেমাঞ্জলি (১৮৯৬), সাবিত্রী (১৯০২), চাঁদ বিবি (১৯০৭), দুর্গা (১৯০৯), উলুপী (১৯১৩), ভীষ্ম (১৯১৩), মন্দাকিনী (১৯২১),ন (১৯২৬) 

৯. ক্ষীরােদ প্রসাদের ঐতিহাসিক নাটক গুলো কী কী?

উঃ বঙ্গের প্রতাপাদিত্য (১৯০৩), পদ্মিনী (১৯০৬), পলাশীর প্রায়শ্চিত্ত (১৯০৭), নন্দকুমার (১৯০৭), অশোক (১৯০৮), আলমগীর (১৯২১), গােলকুণ্ডা (১৯২৫)

১০. আলিবাবা নাটকটি কার লেখা?

উঃ ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। 

১১. আলিবাবা নাটকটি কোন শ্রেণীর নাটক?

উঃ গীতিনাট্য।

১২. আলিবাবা নাটকটির রচনাকাল কী?

উঃ ১৮৯৭ খ্রিস্টাব্দ।

১৩. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ এর প্রথম ঐতিহাসিক নাটকের নাম কী?

উঃ বঙ্গের প্রতাপাদিত্য (১৯০৩)

১৪. বঙ্গের প্রতাপাদিত্য নাটক কবে ও কোথায় প্রথম অভিনীত হয়? 

উঃ স্টার থিয়েটারে ১৯০৩ খ্রিস্টাব্দে।

১৫. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ এর শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কী?

উঃ নরনারায়ণ।

১৬. এই নাটকটির পূর্বনাম কী ছিল?

উঃ কর্ণ।

১৭. 'রীতিমতাে নাটক টি (১৯৩৫) কার লেখা?

উঃ জলধর চট্টোপাধ্যায়ের। 

১৮. রীতিমতাে নাটকের পূর্ব নাম কী ছিল?

উঃ রঙ মঞ্চ।

১৯. হাউসফুল নাটকটি কার লেখা?

উঃ জলধর চট্টোপাধ্যায়ের।

২০. হাউসফুল নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়? 

উঃ ১৯৪১ খ্রিস্টাব্দে মিনার্ভা থিয়েটার।

২১. গৈরিক পতাকা (১৯৩০) নাটকটি কার লেখা? নাটকটির মুল বিষয়বস্তু কী?

উঃ শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। এটি একটি ঐতিহাসিক নাটক। শিবাজি ও ঔরঙ্গজেবের সংঘাত এই নাটকের মূল বিষয়।

২২. শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক গুলো কী কী?

উঃ গৈরিক পতাকা (১৯৩০), দেশের দাবি (১৯৩৪), রাষ্ট্র বিপ্লব (১৯৪৪), সিরাজুদ্দৌলা (১৯৩৮), ধাত্রীপান্না (১৯৪৮), সবার উপরে মানুষ সত্য।

২৩. সিরাজুদ্দৌলা নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়? 

উঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতার রঙ্গমঞ্চে।

২৪. শচীন্দ্রনাথ সেনগুপ্তের সামাজিক নাটক গুলো কী কী? 

উঃ রক্তকমল (১৯২৯), ঝড়াে রাতে (১৯৩১), নার্সিং হােম (১৯৩৩), তটিণীর বিচার (১৯৩৯), মাটির মায়া, কাঁটা ও কমল, প্রলয়, জননী।

২৫. মারাঠা তর্পণ নাটকটি কার?

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা।

২৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক গুলির নাম উল্লেখ করুন?

উঃ কালিন্দী (১৯৪২), দুই পুকুর (১৯৪৩), পথের ডাক (১৯৪৩), বিংশ শতাব্দী (১৯৪৫), দ্বীপান্তর (১৯৪৫), যুগ বিপ্লব, কবি (১৯৫৭), কালরাত্রি (১৯৫৭), সংঘাত (১৯৬২), আরোগ্য নিকেতন (১৯৬৮)

২৭. মন্মথ রায়ের প্রথম নাটকের নাম কী?

উঃ মুক্তির ডাক।

২৮. মন্মথ রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম কী?

উঃ চাঁদ সওদাগর।

২৯. বাংলা সাহিত্যের যথার্থ একাঙ্ক নাটকের জনক কে?

উঃ মন্মথ রায়।

৩০. মন্মথ রায়ের উল্লেখযোগ্য নাটক গুলো কী কী?

উঃ মুক্তির ডাক (১৯২৩), সেমিরেমিস (১৯২৫), কাজল রেখা (১৯২৬), চাঁদ সওদাগর (১৯২৭), কারাগার (১৯৩০), সাবিত্রী (১৯৩১), অশােক (১৯৩৩), খনা (১৯৩৫), বিদ্যুপর্ণা (১৯৩৭), মীর কাশিম (১৯৩৮), রুপকথা (১৯৩৮), মহাভারতী (১৯৫০)

Go to our YouTube channel 

👉



Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী