১. অনিলা দেবী কার ছদ্মনাম?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
২. নীহারিকা দেবী কার ছদ্মনাম?
উঃ অচিন্ত্য কুমার সেনগুপ্তের।
৩. হুতোম পেঁচা কার ছদ্মনাম?
উঃ কালীপ্রসন্ন সিংহের।
৪. বীরবল কার ছদ্মনাম?
উঃ প্রমথ চৌধুরীর।
৫. টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম?
উঃ প্যারীচাঁদ মিত্রের।
৬. বনফুল কার ছদ্মনাম?
উঃ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের।
৭. যাযাবর কার ছদ্মনাম?
উঃ বিনয় মুখোপাধ্যায়ের।
৮. কালকুট কার ছদ্মনাম?
উঃ সমরেশ বসুর।
৯. সত্যপীর কার ছদ্মনাম?
উঃ সৈয়দ মুজতবা আলীর।
১০. কাল প্যাঁচা কার ছদ্মনাম?
উঃ বিনয় ঘোষের।
১১. জরাসন্ধ কার ছদ্মনাম?
উঃ চারুচন্দ্র চক্রবর্তীর।
১২. নীলকন্ঠ কার ছদ্মনাম?
উঃ দীপ্তেন্দ্র সান্যালের।
১৩. কাফি খাঁ কার ছদ্মনাম?
উঃ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর।
১৪. স্বপন বুড়ো কার ছদ্মনাম?
উঃ অখিল নিয়োগীর।
১৫. বেদুইন কার ছদ্মনাম?
উঃ দেবেশ রায়ের।
১৬. ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম?
উঃ তরুণ রায়ের।
১৭. ভীষ্মদেব কার ছদ্মনাম?
উঃ দেবব্রত মল্লিকের।
১৮. বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম?
উঃ ললিত মুখোপাধ্যায়ের।
১৯. শ্রীপান্ত কার ছদ্মনাম?
উঃ নিখিল সরকারের।
২০. বানভট্ট কার ছদ্মনাম?
উঃ নীহার রঞ্জন গুপ্তের।
২১. উদয়ভানু কার ছদ্মনাম?
উঃ প্রানতোষ ঘটকের।
২২. রূপদর্শী কার ছদ্মনাম?
উঃ গৌর কিশোর ঘোষের।
২৩. বিকর্ণ কার ছদ্মনাম?
উঃ নারায়ণ সান্যাল।
২৪. পরশুরাম কার ছদ্মনাম?
উঃ রাজশেখর বসুর।
২৫. চিত্র গুপ্ত কার ছদ্মনাম?
উঃ সতীনাথ ভাদুড়ী।
২৬. ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম?
উঃ ঈশ্বর গুপ্তের।
২৭. নীললোহিত কার ছদ্মনাম?
উঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের।
২৮. সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
উঃ মোহিতলাল মজুমদারের।
২৯. ভানু সিংহ কার ছদ্মনাম?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৩০. গ্রন্থকীট কার ছদ্মনাম?
উঃ তারাপদ রায়ের।
৩১. চন্দ্রহাঁস কার ছদ্মনাম?
উঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের।
৩২. পুরন্দর ভাট কার ছদ্মনাম?
উঃ নবারুণ ভট্টাচার্যের।
৩৩. বৈরতক কার ছদ্মনাম?
উঃ অজিত দত্তের।
৩৪. কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য; কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য কার ছদ্মনাম?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
৩৫. দৃষ্টিহীন কার ছদ্মনাম?
উঃ মধুসূদন মজুমদারের।
৩৬. কালকেতু কার ছদ্মনাম?
উঃ মতি নন্দীর।
৩৭. ভাস্কর কার ছদ্মনাম?
উঃ জ্যোতির্ময় ঘোষের।
৩৮. হাবু শর্মা কার ছদ্মনাম?
উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
৩৯. মৌমাছি কার ছদ্মনাম?
উঃ বিমলচন্দ্র ঘোষের।
Comments
Post a Comment