Skip to main content

সাহিত্যিকদের ছদ্মনাম

 সাহিত্যিকদের ছদ্মনাম 

১. অনিলা দেবী কার ছদ্মনাম?

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 

২. নীহারিকা দেবী কার ছদ্মনাম?

উঃ অচিন্ত্য কুমার সেনগুপ্তের।

৩. হুতোম পেঁচা কার ছদ্মনাম?

উঃ কালীপ্রসন্ন সিংহের।

৪. বীরবল কার ছদ্মনাম?

উঃ প্রমথ চৌধুরীর।

৫. টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম?

উঃ প্যারীচাঁদ মিত্রের।

৬. বনফুল কার ছদ্মনাম? 

উঃ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের।

৭. যাযাবর কার ছদ্মনাম? 

উঃ বিনয় মুখোপাধ্যায়ের।

৮. কালকুট কার ছদ্মনাম? 

উঃ সমরেশ বসুর।

৯. সত্যপীর কার ছদ্মনাম? 

উঃ সৈয়দ মুজতবা আলীর।

১০. কাল প্যাঁচা কার ছদ্মনাম? 

উঃ বিনয় ঘোষের।

১১. জরাসন্ধ কার ছদ্মনাম?

উঃ চারুচন্দ্র চক্রবর্তীর।

১২. নীলকন্ঠ কার ছদ্মনাম? 

উঃ দীপ্তেন্দ্র সান্যালের।

১৩. কাফি খাঁ কার ছদ্মনাম? 

উঃ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর।

১৪. স্বপন বুড়ো কার ছদ্মনাম? 

উঃ অখিল নিয়োগীর।

১৫. বেদুইন কার ছদ্মনাম? 

উঃ দেবেশ রায়ের। 

১৬. ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম? 

উঃ তরুণ রায়ের। 

১৭. ভীষ্মদেব কার ছদ্মনাম? 

উঃ দেবব্রত মল্লিকের।

১৮. বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম? 

উঃ ললিত মুখোপাধ্যায়ের।

১৯. শ্রীপান্ত কার ছদ্মনাম? 

উঃ নিখিল সরকারের। 

২০. বানভট্ট কার ছদ্মনাম? 

উঃ নীহার রঞ্জন গুপ্তের। 

২১. উদয়ভানু কার ছদ্মনাম? 

উঃ প্রানতোষ ঘটকের।

২২. রূপদর্শী কার ছদ্মনাম? 

উঃ গৌর কিশোর ঘোষের।

২৩. বিকর্ণ কার ছদ্মনাম? 

উঃ নারায়ণ সান্যাল।

২৪. পরশুরাম কার ছদ্মনাম?

উঃ রাজশেখর বসুর। 

২৫. চিত্র গুপ্ত কার ছদ্মনাম? 

উঃ সতীনাথ ভাদুড়ী।

২৬. ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম? 

উঃ ঈশ্বর গুপ্তের।

২৭. নীললোহিত কার ছদ্মনাম? 

উঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের। 

২৮. সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? 

উঃ মোহিতলাল মজুমদারের। 

২৯. ভানু সিংহ কার ছদ্মনাম? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।

৩০. গ্রন্থকীট কার ছদ্মনাম? 

উঃ তারাপদ রায়ের।

৩১. চন্দ্রহাঁস কার ছদ্মনাম? 

উঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের।

৩২. পুরন্দর ভাট কার ছদ্মনাম? 

উঃ নবারুণ ভট্টাচার্যের।

৩৩. বৈরতক কার ছদ্মনাম? 

উঃ অজিত দত্তের। 

৩৪. কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য; কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য কার ছদ্মনাম? 

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 

৩৫. দৃষ্টিহীন কার ছদ্মনাম? 

উঃ মধুসূদন মজুমদারের। 

৩৬. কালকেতু কার ছদ্মনাম? 

উঃ মতি নন্দীর।

৩৭. ভাস্কর কার ছদ্মনাম? 

উঃ জ্যোতির্ময় ঘোষের। 

৩৮. হাবু শর্মা কার ছদ্মনাম? 

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।

৩৯. মৌমাছি কার ছদ্মনাম? 

উঃ বিমলচন্দ্র ঘোষের।


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...