Skip to main content

কাব্য সাহিত্যের ধারা

কাব্য সাহিত্যের ধারা  

  
 


১. কবি অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যের নাম কী?

উঃ খসড়া (১৯৩৮)

২. অমিয় চক্রবর্তীর কাব্যগুলি কী কী? 

উঃ এক মুঠো রােদ (১৯৩৬), মাটির দেওয়াল (১৯৪২), অভিজ্ঞান বসন্ত (১৯৪৩), দুররানি (১৯৪৪), পারাপার (১৯৫৩), পালা বদল (১৯৫৫), ঘরে ফেরার দিন (১৯৬১), হারানাে আর্কিড (১৯৬৬), অমরাবতী (১৯৭২), নতুন কবিতা (১৯৮০)

৩. কবি বুদ্ধদেব বসুর প্রথম কাব্যের নাম কী? 

উঃ মর্মবানী (১৯২৫)

৪. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যের নাম কী?

উঃ বন্দীর বন্দনা (১৯৩০), পৃথিবীর প্রতি (১৯৩৩), কঙ্কাবতী (১৯৩৭), দময়ন্তী (১৯৪৩), দ্রৌপদীর শাড়ি (১৯৪৮), শীতের প্রার্থনা, বসন্তের উত্তর (১৯৫৫)

৫. মণীন্দ্র রায়ের কাব্যের নাম কী? 

উঃ ত্রিশঙ্কু (১৯৩৮)

৬. মণীন্দ্র রায়ের কাব্যগুলি কী কী?

উঃ ত্রিশঙ্কু (১৯৩৮), একচক্ষু (১৯৪২), ছায়া সহচর (১৯৪৪), সেতুবন্ধন (১৯৪৮), কৃষ্ণচুড়া, অন্যপথ, অতিদূর আলাের রেখা, ভিয়েতনাম, লেনিন, জামায় রক্তের দাগ, ঘন্টা ঘড়ি।

৭. কবি সুভাষ মুখােপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী? কাব্যটির প্রকাশকাল কত? 

উঃ 'পদাতিক। কাব্যের প্রকাশকাল ১৯৪০ খ্রিস্টাব্দ।

৮. বাংলা কাব্য সাহিত্যে পদাতিক কবি নামে কে পরিচিত?

উঃ সুভাষ মুখোপাধ্যায়।

৯. সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগুলি কী কী?

উঃ পদাতিক (১৯৪০), অগ্নিকোন (১৯৪৮), চিরকুট (১৯৫০), ফুলফুটুক (১৯৪৭), যত দূরেই যাই (১৯৬২), কাল মধুমাস (১৯৬৬), এই ভাই (১৯৭১), ছেলে গেছে বনে (১৯৮১), একটু পা চালিয়ে ভাই (১৯৭৯), জল সইতে (১৯৮১), চইচই চইচই (১৯৮৩)

১০. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের (১৯২০-১৯৮৫) কাব্যগুলি কী কী? 

উঃ গ্রহ চ্যুত (১৯৪২), রানুর জন্য (১৯৫২), উলুখরের কবিতা (১৯৫৪), লখিন্দর (১৯৫৬), ভিসা অফিসের সামনে (১৯৬৭), তিন পাহাড়ের স্বপ্ন (১৯৬৪), মহাদেবের দুয়ার (১৯৬৭)। ১১. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতার নাম উল্লেখ করুন? 

উঃ তিন পাহাড়ের স্বপ্ন, আমার ভারতবর্ষ, একলা জেলে বন্দী তিনি, নীল কমল লাল কমল, পাতা ঝরা গাছেদের গান, ফুট পাথের কবিতা, মুখে যদি রক্ত ওঠে, রাস্তা কারাে একার নয়, 

১২. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত কাব্যটির নাম কী?

উঃ অফুরন্ত জীবনের মিছিল (১৯৮৬)

১৩. কবি অরুণ মিত্রের (১৯০৯-২০০০) লেখা কাব্য গুলি কী কী?

উঃ প্রান্ত রেখা (১৯৪০), উৎসের দিকে (১৯৫৭), ঘনিষ্ঠ তাপ (১৯৬১), মঞ্চের বাইরের মাটিতে (১৯৭০), শুধু রাতের শব্দ নয় (১৯৭৮), প্রথম পলি শেষ পাথর (১৯৮০), শ্রেষ্ঠ কবিতা।

১৪. অরুণ মিত্রের অনুবাদ মূলক কাব্যগ্রন্থ গুলি কী কী?

উঃ আজ ও আগামীকাল (১৯৫১), সে এক ঝােড়াে বছর (১৯৭০), ভারতীয় থিয়েটার (১৯৭৫), গাছের কথা (১৯৭৫)

১৫. বাংলা কাব্য সাহিত্যে 'কিশাের কবি' নামে কে পরিচিত?

উঃ সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)

১৬. সুকান্ত ভট্টাচার্যের কাব্য গুলি কি কি? উঃ ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), ঘুম নেই, অভিযান (১৯৫৩) 

১৭. সুকান্ত ভট্টাচার্য এর প্রথম কাব্যের নাম কী?

উঃ ছাড়পত্র (১৯৪৭)

১৮. প্রিয় তমাসু কবিতাটি কোন কাব্যের? 

উঃ ঘুম নেই (১৯৫৪)

১৯. 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন কাব্যের?

উঃ ছাড়পত্র (১৯৪৭)

২০. পূর্ণেন্দু পত্রীর লেখা প্রথম কাব্যের নাম কী? উঃ এক মুঠো রােদ (১৯৫১), তাঁর অন্যান্য কাব্যগুলি হল- শব্দের বিছানা (১৯৭৫), তুমি এলে সূর্যোদয় হয় (১৯৭৬), আমিই কচ আমিই দেবযানী (১৯৭৭), হে সময় অশ্বারোহী হও (১৯৭৯), জেগেআছি বীজে বৃক্ষে ফুলে (১৯৮৬) 

২১. নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কোন একাদেমি পুরস্কার লাভ করেন?

উঃ উলঙ্গ রাজা (১৯৭১) কাব্যের জন্য সাহিত্য

২২. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কাব্যের নাম কী?

উঃ নীল নির্জন (১৯৫৪)

২৩. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাব্য গুলি কি কি?

উঃ নীল নির্জন (১৯৫৪), অন্ধকার বারান্দা (১৯৬০), প্রথম নায়ক (১৯৬১), নীরক্ত করবী (১৯৬৫), নক্ষত্র জয়ের জন্য (১৯৬১), কলকাতার যীশু (১৯৭০), উলঙ্গ রাজা (১৯৭১)

২৪. শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী?

উঃ চিত্তপ্রিয় ঘােষ।

২৫. কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যের নাম কী?

উঃ দিনগুলি রাতগুলি' (১৯৫৬)

২৬. কবি শঙ্খ ঘোষের কাব্যগুলি কী কী?

উঃ মুখ ঢেকে যায় বিঞ্জাপনে (১৯৮৪), বাবরের প্রার্থনা (১৯৭৬), ধুম লেগেছে হৃদকমলে (১৯৮৭), নিহিত পাতাল ছায়া (১৯৬৭), মূর্খ বড় সামাজিক নয় (১৯৭৪), বন্ধুরা মাতি তরজায় (১৯৮৪), গন্ধর্ব কবিতা গুচ্ছ (১৯৯৪) 

২৭. নীললােহিত কার ছদ্মনাম?

উঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের।

২৮. কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যগুলি কী কী?

উঃ একা এবং কয়েকজন (১৯৫৭), সােনালী দুঃখ (১৯৬৫), নীল পদ্ম করতলে (১৯৬৮), বন্দী জেগে আছাে (১৯৬৮), আমার স্বপ্ন (১৯৭২), দাঁড়াও সুন্দর (১৯৭৫), মন ভালাে নেই (১৯৭৬), এসেছি দৈব পিকনিকে (১৯৭৭)

২৯, রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম?

উঃ শক্তি চট্টোপাধ্যায়।

৩০. শক্তি চট্টোপাধ্যায়ের (১৯৩৩-১৯৯৫) কাব্যগুলি কী কী?

উঃ হে প্রেম হে নৈশব্দ (১৯৬০), ধর্মে আছো জিরাফেও আছো (১৯৬৫), সােনার মাছি খুন করেছি (১৯৬৭), পুরােনাে সিঁড়ি (১৯৬৭), হেমন্তের অরন্যে আমি পােস্টম্যান (১৯৬৯), চতুর্দশ পদী কবিতাবলী (১৯৭০), জলন্ত রুমাল (১৯৭৫), পরশুরামের কুঠার (১৯৭৮)

Comments

  1. আপনার এই পোস্টটি পড়ে আমি খুব উপকৃত হয়েছি। আপনি চাইলে নতুন প্রেমের কবিতা পড়তে পারেন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী