১. মন্মথ রায়ের পৌরাণিক নাটকগুলি কী কী?
উঃ চাঁদ সওদাগর (১৯২৭), মহুয়া (১৯২৯), কারাগার (১৯৩০), সাবিত্রী (১৯৩১), দেবাসুর (১৯২৮), সেমিরেমিস (১৯২৫), খনা (১৯৩৫), উর্বশী (১৯৫৩), মীরাবাঈ (১৯৫৪)
২. মন্মথ রায় রচিত জীবনী নাটকগুলি কী কী?
উঃ লালন ফকির (১৯৭০), আমি মুজিব নই (১৯৭১), এদেশের লেনিন (১৯৭৮)
৩. মন্মথ রায়ের ঐতিহাসিক নাটকগুলি কী কী?
উঃ অশোক (১৯৩৩), মীরকাশিম (১৯৩৮), সাওতাল বিদ্রোহ (১৯৫৮), মহাভারতী
৪. আলেয়া ও মধুবালা নাটক দুটি কার লেখা?
উঃ কাজী নজরুল ইসলামের।
৫. বনফুলের লেখা দুটি নাটকের নাম উল্লেখ করুন?
উঃ শ্রীমধুসূদন, বিদ্যাসাগর।
৬. বনফুলের 'শ্রীমধুসূদন' নাটকটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?
উঃ ভারতবর্ষ পত্রিকায় ১৯৩৮ খ্রিস্টাব্দে।
৭. বিধায়ক ভট্টাচার্যের প্রথম নাটকের নাম কী?
উঃ মেঘমুক্তি (১৯৩৮)
৮. বিধায়ক ভট্টাচার্যের উল্লেখযোগ্য নটকগুলি কী কী?
উঃ মেঘমুক্তি (১৯৩৮), মাটির ঘর (১৯৩৯), বিশ বছর আগে (১৯৪০), রক্তের ডাক (১৯৪১), চিরন্তনী (১৯৪২), রাজপথ (১৯৪৯), ক্ষুধা (১৯৫৬), এন্টনি কবিয়াল (১৯৬৯), নটী বিনোদিনী (১৯৬৯)
৯. ক্ষুধা নাটকের বিষয়বস্তু কী?
উঃ ক্ষুধার্ত মানুষের জীবন সংগ্রাম।
১০. ক্ষুধা নাটকের চরিত্রগুলি কী কী?
উঃ সজা, সদয়, রমা, প্রভা।
১১. মহেন্দ্র নাথ গুপ্তের লেখা নাটকগুলি কী কী?
উঃ হে অতীত কথা কও, টিপু সুলতান, কঙ্কাবতীর ঘাট।
১২. ঝালাপালা নাটকটি কার লেখা?
উঃ সুকুমার রায়ের লেখা।
১৩. সুকুমার রায়ের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী?
উঃ ঝালাপালা, লক্ষ্মণের শক্তি শেল, শব্দকল্পদ্রুম, অবাক জল পান, বহুরুপী।
১৪. তুলসী লাহিড়ীর নাটকগুলি কী কী?
উঃ দুঃখীর ইমাম (১৯৪৭), ছেঁড়া তার (১৯৫০), পথিক (১৯৫০), মায়ের দাবি (১৯৪১), লক্ষ্মী প্রিয়ার সংসার (১৯৫৯)
১৫. দুঃখীর ইমাম নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে, শ্রীরঙ্গম মঞ্চে।
১৬. ছেঁড়া তার নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে বহুরূপীতে।
১৭. তুলসী লাহিড়ী তাঁর 'ছেঁড়া তার' নাটকটি কোন পটভূমিতে রচনা করেন?
উঃ ১৩৫০ এর মন্বন্তরের।
১৮. বিজন ভট্টাচার্যের নাটকগুলি কী কী?
উঃ আগুন (১৯৪৩), জবানবন্দি (১৯৪৩), নবান্ন (১৯৪৪), জীয়নকন্যা (১৯৪৫), মরাচাঁদ (১৯৪৬), কলঙ্ক (১৯৫০), জতুগৃহ (১৯৫২), গোত্রান্তর (১৯৬১), ছায়াপথ (১৯৬১), দেবী গর্জন (১৯৬৬), হাঁস খালির হাঁস (১৯৭৬)
১৯. বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটকগুলি কী কী?
উঃ আগুন (১৯৪৩), জবানবন্দি (১৯৪৩), মরাচাঁদ (১৯৪৬)
২০. নবান্ন নাটকটি প্রথম কবে মঞ্চস্থ করা হয়?
উঃ ১৯৪৪ খ্রিস্টাব্দে ভারতীয় গননাট্য সংঘের প্রযোজনায় ও শম্ভু মিত্রের পরিচালনায় নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়।
২১. নবান্ন নাটকটির মুল বিষয় কী?
উঃ ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারী।
২২. নবান্ন নাটকটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৯৪৪ খ্রিস্টাব্দে অরণি পত্রিকায়।
২৩. গোত্রান্তর নাটকটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে শারদীয় বসুমতী পত্রিকায়।
২৪. ছায়াপথ নাটকটির মুল বিষয় কী?
উঃ কৃষক মানুষের জীবন যন্ত্রণা।
২৫. ছায়াপথ নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ছায়াপথ নাটকটি ১৯৬১ খ্রিস্টাব্দে মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়।
২৬. 'দেবী গর্জন' নাটকটির পটভূমি কী?
উঃ দেবী গর্জন' নাটকটির পটভূমি হল বীরভূমের সাঁওতাল আন্দোলন।
২৭. দেবী গর্জন' নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৯৬৬ খ্রিস্টাব্দে, ক্যালকাটা থিয়েটারে।
২৮. নাট্যকার শম্ভু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী?
উঃ উলুখাগড়া, বিভাব, ঘুর্ণি, কাঞ্চনরঙ্গ।
২৯. উৎপল দত্তের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী?
উঃ ছায়ানট (১৯৫৮), অঙ্গার (১৯৫৯), ফেরারী ফৌজ (১৯৬১), ঘুম নেই (১৯৬১), নীলকন্ঠ (১৯৬১), কল্লোল (১৯৬৫), দুঃস্বপ্নের নগরী (১৯৭৪), তিতুমীর (১৯৭৮), টিনের তলোয়ার (১৯৭৩), ব্যারিকেড (১৯৭৭), দাঁড়াও পথিকবর (১৯৮০), মীরকাশিম।
৩০. উৎপল দত্তের প্রথম নাটকের নাম কী?
উঃ উৎপল দত্তের প্রথম নাটকের নাম ছায়ানট।
Comments
Post a Comment