Skip to main content

বাংলা নাট্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস |

 ১. মন্মথ রায়ের পৌরাণিক নাটকগুলি কী কী? 

উঃ চাঁদ সওদাগর (১৯২৭), মহুয়া (১৯২৯), কারাগার (১৯৩০), সাবিত্রী (১৯৩১), দেবাসুর (১৯২৮), সেমিরেমিস (১৯২৫), খনা (১৯৩৫), উর্বশী (১৯৫৩), মীরাবাঈ (১৯৫৪)

২. মন্মথ রায় রচিত জীবনী নাটকগুলি কী কী?

উঃ লালন ফকির (১৯৭০), আমি মুজিব নই (১৯৭১), এদেশের লেনিন (১৯৭৮)

৩. মন্মথ রায়ের ঐতিহাসিক নাটকগুলি কী কী? 

উঃ অশোক (১৯৩৩), মীরকাশিম (১৯৩৮), সাওতাল বিদ্রোহ (১৯৫৮), মহাভারতী

৪. আলেয়া ও মধুবালা নাটক দুটি কার লেখা? 

উঃ কাজী নজরুল ইসলামের।

৫. বনফুলের লেখা দুটি নাটকের নাম উল্লেখ করুন? 

উঃ শ্রীমধুসূদন, বিদ্যাসাগর।

৬. বনফুলের 'শ্রীমধুসূদন' নাটকটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? 

উঃ ভারতবর্ষ পত্রিকায় ১৯৩৮ খ্রিস্টাব্দে।

৭. বিধায়ক ভট্টাচার্যের প্রথম নাটকের নাম কী? 

উঃ মেঘমুক্তি (১৯৩৮)

৮. বিধায়ক ভট্টাচার্যের উল্লেখযোগ্য নটকগুলি কী কী? 

উঃ মেঘমুক্তি (১৯৩৮), মাটির ঘর (১৯৩৯), বিশ বছর আগে (১৯৪০), রক্তের ডাক (১৯৪১), চিরন্তনী (১৯৪২), রাজপথ (১৯৪৯), ক্ষুধা (১৯৫৬), এন্টনি কবিয়াল (১৯৬৯), নটী বিনোদিনী (১৯৬৯)

৯. ক্ষুধা নাটকের বিষয়বস্তু কী?

উঃ ক্ষুধার্ত মানুষের জীবন সংগ্রাম। 

১০. ক্ষুধা নাটকের চরিত্রগুলি কী কী? 

উঃ সজা, সদয়, রমা, প্রভা।

১১. মহেন্দ্র নাথ গুপ্তের লেখা নাটকগুলি কী কী? 

উঃ হে অতীত কথা কও, টিপু সুলতান, কঙ্কাবতীর ঘাট।

১২. ঝালাপালা নাটকটি কার লেখা? 

উঃ সুকুমার রায়ের লেখা। 

১৩. সুকুমার রায়ের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? 

উঃ ঝালাপালা, লক্ষ্মণের শক্তি শেল, শব্দকল্পদ্রুম, অবাক জল পান, বহুরুপী। 

১৪. তুলসী লাহিড়ীর নাটকগুলি কী কী? 

উঃ দুঃখীর ইমাম (১৯৪৭), ছেঁড়া তার (১৯৫০), পথিক (১৯৫০), মায়ের দাবি (১৯৪১), লক্ষ্মী প্রিয়ার সংসার (১৯৫৯)

১৫. দুঃখীর ইমাম নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়?

উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে, শ্রীরঙ্গম মঞ্চে। 

১৬. ছেঁড়া তার নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়? 

উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে বহুরূপীতে।

১৭. তুলসী লাহিড়ী তাঁর 'ছেঁড়া তার' নাটকটি কোন পটভূমিতে রচনা করেন? 

উঃ ১৩৫০ এর মন্বন্তরের।

১৮. বিজন ভট্টাচার্যের নাটকগুলি কী কী? 

উঃ আগুন (১৯৪৩), জবানবন্দি (১৯৪৩), নবান্ন (১৯৪৪), জীয়নকন্যা (১৯৪৫), মরাচাঁদ (১৯৪৬), কলঙ্ক (১৯৫০), জতুগৃহ (১৯৫২), গোত্রান্তর (১৯৬১), ছায়াপথ (১৯৬১), দেবী গর্জন (১৯৬৬), হাঁস খালির হাঁস (১৯৭৬)

১৯. বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটকগুলি কী কী? 

উঃ আগুন (১৯৪৩), জবানবন্দি (১৯৪৩), মরাচাঁদ (১৯৪৬)

২০. নবান্ন নাটকটি প্রথম কবে মঞ্চস্থ করা হয়? 

উঃ ১৯৪৪ খ্রিস্টাব্দে ভারতীয় গননাট্য সংঘের প্রযোজনায় ও শম্ভু মিত্রের পরিচালনায় নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়। 

২১. নবান্ন নাটকটির মুল বিষয় কী? 

উঃ ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারী। 

২২. নবান্ন নাটকটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৯৪৪ খ্রিস্টাব্দে অরণি পত্রিকায়।

২৩. গোত্রান্তর নাটকটি কখন ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে শারদীয় বসুমতী পত্রিকায়।

২৪. ছায়াপথ নাটকটির মুল বিষয় কী?

উঃ কৃষক মানুষের জীবন যন্ত্রণা। 

২৫. ছায়াপথ নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়? 

উঃ ছায়াপথ নাটকটি ১৯৬১ খ্রিস্টাব্দে মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়। 

২৬. 'দেবী গর্জন' নাটকটির পটভূমি কী? 

উঃ দেবী গর্জন' নাটকটির পটভূমি হল বীরভূমের সাঁওতাল আন্দোলন। 

২৭. দেবী গর্জন' নাটকটি কবে ও কোথায় অভিনীত হয়? 

উঃ ১৯৬৬ খ্রিস্টাব্দে, ক্যালকাটা থিয়েটারে। 

২৮. নাট্যকার শম্ভু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? 

উঃ উলুখাগড়া, বিভাব, ঘুর্ণি, কাঞ্চনরঙ্গ।

২৯. উৎপল দত্তের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? 

উঃ ছায়ানট (১৯৫৮), অঙ্গার (১৯৫৯), ফেরারী ফৌজ (১৯৬১), ঘুম নেই (১৯৬১), নীলকন্ঠ (১৯৬১), কল্লোল (১৯৬৫), দুঃস্বপ্নের নগরী (১৯৭৪), তিতুমীর (১৯৭৮), টিনের তলোয়ার (১৯৭৩), ব্যারিকেড (১৯৭৭), দাঁড়াও পথিকবর (১৯৮০), মীরকাশিম। 

৩০. উৎপল দত্তের প্রথম নাটকের নাম কী? 

উঃ উৎপল দত্তের প্রথম নাটকের নাম ছায়ানট। 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...