Skip to main content

Posts

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | bibhutibhushan bandopadhyay | wbssc

  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস   বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও?  উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। তাঁর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম মৃনালিণী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালী কথা সাহিত্যিক। তিনি উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ ১ লা নভেম্বর ১৯৫০ সালে মৃত্যুবরন করেন। ২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন?  উঃ ইছামতী (১৯৫১) উপন্যাসের জন্য।  ৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?  উঃ পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৯), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১), দুই বাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২), দেবযান (১৯৪৪), কেদার রাজা (১৯৪৫), অথৈজল (১৯৪৭), ইছামতী (১৯৫০), অশনি সংকেত, দম্পতি (১৯৫২) ৪. বিভূতিভূষণ ...

বাংলা ছোটগল্প | bangla sahityer itihas, bangla literature, Wbssc bengali, bcs bangla

  Bengali short Stories বাংলা ছোটগল্প | bangla sahityer itihas, bangla literature, Wbssc bengali, bcs bangla ১. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ নবকথা (১৮৯৯), ষোড়শী (১৯০৬), দেশী ও বিলাতী (১৯০৯) গল্পাঞ্জলি (১৯১৩) গল্পবীথি (১৯১৬), পত্রপুষ্প (১৯১৭), নতুন বৌ (১৯২৯) ২. জলধর সেনের গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ নৈবেদ্য, কাঙ্গালের ঠাকুর, বড় মানুষ।  ৩. হেমেন্দ্র কুমার রায়ের প্রথম গল্পের নাম কী? কোন পত্রিকায় প্রকাশিত হয়?   উঃ আমার কাহিনী। ১৯০৩ খ্রিস্টাব্দে সুধা পত্রিকায় প্রকাশিত হয়।  ৪. হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ মধুপর্ক (১৩২৪), মালাচন্দন (১৩২৯), পসরা (১৩২২) ৫. শরৎচন্দ্রের প্রথম ছোটগল্পের নাম কী?  উঃ শরৎচন্দ্রের প্রথম ছোটগল্পের নাম মন্দির।  ৬. শরৎচন্দ্রের গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ বিন্দুর ছেলে (১৩২১), মেজদিদি (১৯২২), কাশীনাথ (১৩২৪), স্বামী (১৩২৪), ছবি (১৩২৪), হরিলক্ষ্মী (১৯২৬), ছেলেবেলার গল্প (১৩৪৫) ৭.শরৎচন্দ্রের বিখ্যাত গল্প গুলি কী কী?  উঃ মন্দির, কাশীনাথ, একাদশী বৈরাগী, মামলার ফল, পরেশ, বিল...

most important questions for rrb ntpc and group d

  Rrb ntpc previous year questions #RRB-NTPC 1. নিম্নলিখিত কোন ধাতুটি সর্বাধিক বায়ু দূষণের কারণ - A. ক্রোমিয়াম  B. সীসা  C. তামা D. লোহা উঃ সীসা 2. অ্যানিমোমিটার দ্বারা কী মাপা হয়- A. বায়ুর আর্দ্রতা B. বায়ু প্রবাহের দিক  C. বায়ুর উষ্ণতা D. বায়ুর চাপ উঃ বায়ু প্রবাহের দিক  3. মুঘল শাসকদের মধ্যে প্রচলিত ভাষা ছিল কোনটি- A. উর্দু  B. হিন্দি  C. আরবী D. ফারসি  উঃ ফারসি 4. নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়- A. মিথেন  B. কার্বন ডাই অক্সাইড  C. অক্সিজেন  D. নাইট্রাস অক্সাইড  উঃ অক্সিজেন  5. মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন - A. চন্দ্রগুপ্ত মৌর্য  B. অশোক  C. বিন্দুসার D. কোনোটিই নয় উঃ চন্দ্রগুপ্ত মৌর্য  6. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা কে করেন - A. গোপাল  B. ধর্মপাল C. সামন্ত পাল D. বিন্দুসার উঃ গোপাল  7. একটি নবজাতক শিশুর দেহে কয়টি হাড় থাকে?  A. 206 টি B. 350 টি C. 218 টি D. 423 টি উঃ 350 টি 8. লেন্সের ক্ষমতার একক কী?  A. ক্যান্ডেলা B. লুমেন  C. ডায়াপ্টার D. কোনোটিই নয়  উঃ ডায়াপ্টার...

কথা সাহিত্যের ধারা, বাংলা সাহিত্যের ইতিহাস

Bangla Sahityer itihas  কথা সাহিত্যের ধারা  ১. জরাসন্ধ কার ছদ্মনাম?  উঃ চারুচন্দ্র চক্রবর্তী।  ২. লৌহকপাট উপন্যাসটি কার লেখা?  উঃ চারুচন্দ্র চক্রবর্তীর লেখা।  ৩. চারুচন্দ্র চক্রবর্তীর উপন্যাস গুলি কী কী?  উঃ তামসী (১৯৫৮), মসীরেখা, ন্যায়দন্ড (১৯৬১), পরশমণি, উত্তরাধিকার, ছায়া (১৯৭২), নিশানা (১৯৭৭), তৃতীয় নয়ন (১৯৭৯), হীরা চুন্নি পান্না (১৯৮৩) ৪. 'পাঁক' উপন্যাসের রচয়িতা কে?  উঃ প্রেমেন্দ্র মিত্রের রচনা। ৫. প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস গুলি কী কী?  উঃ পাঁক, প্রতিশোধ, আগামীকাল, মিছিল, কুয়াশা, হৃদয় দিয়ে গড়া, পথের দিশা, পা বাড়ালেই রাস্তা, হানাবাড়ি, বিসর্পিল। ৬. বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম কী?  উঃ বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম 'সাড়া' (১৯৩০)। ৭. বুদ্ধদেব বসুর উপন্যাসগুলি কী কী?  উঃ সাড়া (১৯৩০), সানন্দা (১৯৩৩), লালমেঘ (১৯৩৪), পরিক্রমা (১৯৩৮), কালো হাওয়া (১৯৪২), তিথিডোর (১৯৪৫), মৌলিনাথ (১৯৫২), নীলাঞ্জনের স্বাক্ষর (১৯৫১), পাতাল থেকে আলাপ (১৯৬৭) ৮. 'জাগরী' উপন্যাসের রচয়িতা কে?  উঃ সতীনাথ ভাদুড়ি।  ৯. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্...
 1. নিম্নলিখিত কোন ধাতুটি সর্বাধিক বায়ু দূষণের কারণ - A. ক্রোমিয়াম  B. সীসা  C. তামা D. লোহা উঃ সীসা 2. অ্যানিমোমিটার দ্বারা কী মাপা হয়- A. বায়ুর আর্দ্রতা B. বায়ু প্রবাহের দিক  C. বায়ুর উষ্ণতা D. বায়ুর চাপ উঃ বায়ু প্রবাহের দিক  3. মুঘল শাসকদের মধ্যে প্রচলিত ভাষা ছিল কোনটি- A. উর্দু  B. হিন্দি  C. আরবী D. ফারসি  উঃ ফারসি 4. নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়- A. মিথেন  B. কার্বন ডাই অক্সাইড  C. অক্সিজেন  D. নাইট্রাস অক্সাইড  উঃ অক্সিজেন  5. মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন - A. চন্দ্রগুপ্ত মৌর্য  B. অশোক  C. বিন্দুসার D. কোনোটিই নয় উঃ চন্দ্রগুপ্ত মৌর্য  6. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা কে করেন - A. গোপাল  B. ধর্মপাল C. সামন্ত পাল D. বিন্দুসার উঃ গোপাল  7. একটি নবজাতক শিশুর দেহে কয়টি হাড় থাকে?  A. 206 টি B. 350 টি C. 218 টি D. 423 টি উঃ 350 টি 8. লেন্সের ক্ষমতার একক কী?  A. ক্যান্ডেলা B. লুমেন  C. ডায়াপ্টার D. কোনোটিই নয়  উঃ ডায়াপ্টার 9. সেরি কালচার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর...

রবীন্দ্রনাথের ছোটোগল্প | Rabindranath Tagore

  Rabindranath's Bengali short stories    ১. বাংলা সাহিত্যের প্রথম ছোটোগল্পের নাম কী? রচয়িতা কে?  উঃ মধুমতী (১৮৭৩) রচয়িতা হলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। ২. দামিনী ও কামেশ্বরের অদৃষ্ট গল্পটি কার লেখা?  উঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। ৩. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ ভুত ও মানুষ।  ৪. বাংলা সাহিত্যে সার্থক ছোটোগল্পকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।  ৫. রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কী?  উঃ রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম 'ভিখারিনী'।  ৬. রবীন্দ্রনাথের 'ভিখারিনী' গল্পটি কতো সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?  উঃ ১৮৭৪ সালে 'ভারতী' পত্রিকায়। ৭. রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটো গল্পের নাম কী?  উঃ দেনাপাওনা (১৮৯০) ৮. রবীন্দ্রনাথের প্রেমের গল্প গুলি কী কী? উঃ একরাত্রি, দুরাশা,শেষের কবিতা, মধ্যবর্তিনী। ৯. রবীন্দ্রনাথের পারিবারিক দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে রচিত গল্প গুলি কী কী?  উঃ পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, রাসমনির ছেলে, ছুটি, দিদি, ঠাকুরদা। ১০. রবীন্দ্রনাথের কোন কোন গল্পে গীতি রসের প্রাধান্য পাওয়া যায়?  উঃ মেঘ ও...

কথা সাহিত্যের ধারা

  Bengali-novels | bengali-literature |    কথা সাহিত্যের ধারা মানিক বন্দ্যোপাধ্যায় ১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?  উঃ জননী।  ৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের প্রকাশকাল কত?  উঃ ১৯৩৫ খ্রিস্টাব্দ।  ৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?  উঃ জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য  পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (১৯৪০), অহিংসা (১৯৪১), চতুষ্কোন (১৯৪২), দর্পন (১৯৪৫), চিন্তামণি (১৯৪৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২), সার্বজনীন (১৯৫২), নাগপাশ (১৯৫৩), ফেরিওয়ালা (১৯৫৩) ৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী?  উঃ দিবারাত্রির কাব্য। ৬. দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র গুলি কী কী?  উঃ হেরম্ব, সুপ্রিয়া, মালতী, আনন্দ, অশোক, অনাথ। ৭. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?  উঃ পূর্বাশা পত্রি...