Rabindranath's Bengali short stories
১. বাংলা সাহিত্যের প্রথম ছোটোগল্পের নাম কী? রচয়িতা কে?
উঃ মধুমতী (১৮৭৩) রচয়িতা হলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়।
২. দামিনী ও কামেশ্বরের অদৃষ্ট গল্পটি কার লেখা?
উঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের।
৩. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ ভুত ও মানুষ।
৪. বাংলা সাহিত্যে সার্থক ছোটোগল্পকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কী?
উঃ রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম 'ভিখারিনী'।
৬. রবীন্দ্রনাথের 'ভিখারিনী' গল্পটি কতো সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৮৭৪ সালে 'ভারতী' পত্রিকায়।
৭. রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটো গল্পের নাম কী?
উঃ দেনাপাওনা (১৮৯০)
৮. রবীন্দ্রনাথের প্রেমের গল্প গুলি কী কী?
উঃ একরাত্রি, দুরাশা,শেষের কবিতা, মধ্যবর্তিনী।
৯. রবীন্দ্রনাথের পারিবারিক দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে রচিত গল্প গুলি কী কী?
উঃ পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, রাসমনির ছেলে, ছুটি, দিদি, ঠাকুরদা।
১০. রবীন্দ্রনাথের কোন কোন গল্পে গীতি রসের প্রাধান্য পাওয়া যায়?
উঃ মেঘ ও রৌদ্র, অতিথি, আপদ ইত্যাদি।
১১. রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত মূলক গল্প গুলি কী কী?
উঃ ক্ষুধিতপাষাণ, নিশিথে, মনিহারা, কঙ্কাল, জীবিত ও মৃত।
১২. রবীন্দ্রনাথের আধুনিক জীবন সমস্যা মূলক গল্প গুলি কী কী?
উঃ রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি।
১৩. রবীন্দ্রনাথের কোন কোন গল্পে গার্হস্থ জীবনের ছবি পাওয়া যায়?
১৪. দান প্রতিদান, শাস্তি, প্রায়শ্চিত্ত, মানভঞ্জন, প্রতিহিংসা।
১৫. রবীন্দ্রনাথের 'দেনাপাওনা, গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ হিতবাদি পত্রিকায়।
১৬. দেনাপাওনা গল্পে কোন সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে? এই গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ পন প্রথা। চরিত্র গুলি হল - নিরুপমা, রায়বাহাদুর, রামসুন্দর।
১৭. রবীন্দ্রনাথের 'নষ্টনীড়' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর চরিত্র গুলি কী কী?
উঃ ভারতী পত্রিকায় ১৩০৮ বঙ্গাব্দে।চরিত্র গুলি হল - ভূপতি, অমল, চারু, উমাপদ।
১৮. রবীন্দ্রনাথের 'শাস্তি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ 'সাধনা' পত্রিকায়।
১৯. 'শাস্তি' গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ দুঃখীরাম, ছিদাম, চন্দরা, রামলোচন।
২০. রবীন্দ্রনাথের 'পোস্টমাস্টার' গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ পোস্টমাস্টার, রতন।
২১. কাবুলিওয়ালা গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ মিনি, রহমত, মিনির বাবা ও মা।
২২. 'অতিথি' গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ তারাপদ, অন্নপূর্ণা, মতিবাবু, চারুশশী।
২৩. 'অতিথি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ 'সাধনা' পত্রিকায় ১৩০২ বঙ্গাব্দে।
২৪. রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পের চরিত্র গুলি কী কী?
উঃ শ্যামাপদ, মৃত্যুঞ্জয়, সন্যাসী, হরিহর, শঙ্কর।
২৫. খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটি কোন পত্রিকায় কতো সালে প্রকাশিত হয়?
উঃ সাধনা পত্রিকায় ১২৯৮ বঙ্গাব্দে।
২৬. রবীন্দ্রনাথের 'প্রায়শ্চিত্ত' গল্পটি কতো সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ সাধনা পত্রিকায় ১৩০১ বঙ্গাব্দে।
২৭. রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ সাধনা পত্রিকায় ১২৯৯ বঙ্গাব্দে।
২৮. 'মেঘ ও রৌদ্র' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ সাধনা পত্রিকায়, ১৩০১ বঙ্গাব্দে।
২৯. রবীন্দ্রনাথের জীবিতকালে প্রকাশিত শেষ গল্পের নাম কী?
উঃ প্রগতি সংহার।
Nice Post
ReplyDelete