Bengali-novels | bengali-literature |
কথা সাহিত্যের ধারা
মানিক বন্দ্যোপাধ্যায় |
১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
উঃ জননী।
৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের প্রকাশকাল কত?
উঃ ১৯৩৫ খ্রিস্টাব্দ।
৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?
উঃ জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (১৯৪০), অহিংসা (১৯৪১), চতুষ্কোন (১৯৪২), দর্পন (১৯৪৫), চিন্তামণি (১৯৪৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২), সার্বজনীন (১৯৫২), নাগপাশ (১৯৫৩), ফেরিওয়ালা (১৯৫৩)
৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী?
উঃ দিবারাত্রির কাব্য।
৬. দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ হেরম্ব, সুপ্রিয়া, মালতী, আনন্দ, অশোক, অনাথ।
৭. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ পূর্বাশা পত্রিকায়।
৮. পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি কী?
উঃ পদ্মানদীর মাঝি উপন্যাসে বর্ণিত হয়েছে পদ্মানদী তীরবর্তী কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের জীবনচিত্র।
৯. পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ কুবের, মালা, কপিলা, হোসেন মিঞা, ধনঞ্জয়, পীতম মাঝি।
১০. পদ্মানদীর মাঝি কোন শ্রেনীর উপন্যাস?
উঃ আঞ্চলিক উপন্যাস।
১১. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত?
উঃ সাতটি।
১২. পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ভারতবর্ষ পত্রিকায়।
১৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিকথা মূলক উপন্যাস গুলি কী কী?
উঃ পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, শহর বাসের ইতিকথা।
১৪. পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ কুসুম, মানিক, নীরদা সুন্দরী, অনন্ত, শশী।
বলাইচাঁদ মুখোপাধ্যায় |
১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলি কী কী?
উঃ তৃন খন্ড (১৯৩৫), জঙ্গম (১৯৪৩-১৯৪৫), অগ্নি (১৯৪৬), ডানা (১৯৪৮-১৯৫৫), স্থাবর (১৯৫১), হাটে বাজারে (১৯৬১), প্রচ্ছন্ন মহিমা (১৯৬৭)
অন্নদাশঙ্কর রায় |
১৬. অন্নদাশঙ্কর রায়ের উপন্যাস গুলি কী কী?
উঃ আগুন নিয়ে খেলা, অসমাপিকা, পুতুল নিয়ে খেলা, না, কন্যা।
প্রভাত কুমার মুখোপাধ্যায় |
১৭. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলি কী কী?
উঃ রমা সুন্দরী (১৯০৮), নবীন সন্যাসী (১৯২২), রত্নদীপ (১৯১৫), জীবনের মূল্য (১৯১৭), সিন্দুর কৌটা (১৯১৯), মানুষের মন (১৯২২), আরতি (১৯২৪), সতীর পতি (১৯২৮)
১৮. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ উপন্যাসটির নাম কী?
উঃ বিদায় বাণী (১৯৩৩)
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
১৯. বিষের ধোঁয়া উপন্যাসটি কার লেখা?
উঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের।
২০. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গুলি কী কী?
উঃ কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে।
২১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উপন্যাস গুলি কী কী?
উঃ জাতিস্মর,বিষের ধোঁয়া।
মনোজ বসু |
২২. নিশিকুটুম্ব উপন্যাসটি কার লেখা?
উঃ মনোজ বসুর।
২৩. মনোজ বসুর লেখা উপন্যাস গুলি কী কী?
উঃ বাঁশের কেল্লা, ওগো বধু সুন্দরী, জল জঙ্গল।
হেমেন্দ্র কুমার রায় |
২৪. হেমেন্দ্র কুমার রায়ের লেখা উপন্যাস গুলি কী কী?
উঃ আলেয়ার আলো, জলের আলপনা, কালবৈশাখী, পায়ের ধুলা, ঝড়ের রাত্রি, পদ্ম কাঁটা।
শৈলজানন্দ মুখোপাধ্যায় |
২৫. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসটি কার লেখা?
উঃ শৈলজানন্দ মুখোপাধ্যায়।
২৬. 'কয়লা কুঠির দেশ' কী জাতীয় উপন্যাস?
উঃ আঞ্চলিক উপন্যাস।
২৭. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ রাখাল চাটুয্যে, দেবু চাটুয্যে, চুমকি, রঞ্জন।
২৮. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসের বিষয়বস্তু কী?
উঃ কয়লা খনির শ্রমিকদের শোষিত জীবন কথা এই উপন্যাসের বিষয়বস্তু।
Comments
Post a Comment