Skip to main content

কথা সাহিত্যের ধারা

 Bengali-novels | bengali-literature |  

কথা সাহিত্যের ধারা

মানিক বন্দ্যোপাধ্যায়, manik Bandyopadhyay
মানিক বন্দ্যোপাধ্যায়

১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?

উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? 

উঃ জননী। 

৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের প্রকাশকাল কত? 

উঃ ১৯৩৫ খ্রিস্টাব্দ। 

৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য  পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (১৯৪০), অহিংসা (১৯৪১), চতুষ্কোন (১৯৪২), দর্পন (১৯৪৫), চিন্তামণি (১৯৪৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২), সার্বজনীন (১৯৫২), নাগপাশ (১৯৫৩), ফেরিওয়ালা (১৯৫৩)

৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ দিবারাত্রির কাব্য।

৬. দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ হেরম্ব, সুপ্রিয়া, মালতী, আনন্দ, অশোক, অনাথ।

৭. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ পূর্বাশা পত্রিকায়।

৮. পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি কী? 

উঃ পদ্মানদীর মাঝি উপন্যাসে বর্ণিত হয়েছে পদ্মানদী তীরবর্তী কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের জীবনচিত্র।

৯. পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ কুবের, মালা, কপিলা, হোসেন মিঞা, ধনঞ্জয়, পীতম মাঝি।

১০. পদ্মানদীর মাঝি কোন শ্রেনীর উপন্যাস? 

উঃ আঞ্চলিক উপন্যাস। 

১১. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত? 

উঃ সাতটি।

১২. পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ভারতবর্ষ পত্রিকায়।

১৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিকথা মূলক উপন্যাস গুলি কী কী? 

উঃ পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, শহর বাসের ইতিকথা। 

১৪. পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ কুসুম, মানিক, নীরদা সুন্দরী, অনন্ত, শশী।

বলাইচাঁদ মুখোপাধ্যায়, balaichand Mukhopaddhay
বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলি কী কী? 

উঃ তৃন খন্ড (১৯৩৫), জঙ্গম (১৯৪৩-১৯৪৫), অগ্নি (১৯৪৬), ডানা (১৯৪৮-১৯৫৫), স্থাবর (১৯৫১), হাটে বাজারে (১৯৬১), প্রচ্ছন্ন মহিমা (১৯৬৭)

অন্নদাশঙ্কর রায়, annadasankar rai
অন্নদাশঙ্কর রায়

১৬. অন্নদাশঙ্কর রায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ আগুন নিয়ে খেলা, অসমাপিকা, পুতুল নিয়ে খেলা, না, কন্যা।

প্রভাতকুমার মুখোপাধ্যায়, prabhat kumar Mukhopaddhay
প্রভাত কুমার মুখোপাধ্যায়

১৭. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলি কী কী? 

উঃ রমা সুন্দরী (১৯০৮), নবীন সন্যাসী (১৯২২), রত্নদীপ (১৯১৫), জীবনের মূল্য (১৯১৭), সিন্দুর কৌটা (১৯১৯), মানুষের মন (১৯২২), আরতি (১৯২৪), সতীর পতি (১৯২৮)

১৮. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ উপন্যাসটির নাম কী? 

উঃ বিদায় বাণী (১৯৩৩)

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, saradindu Bandopadhyay
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১৯. বিষের ধোঁয়া উপন্যাসটি কার লেখা? 

উঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের।

২০. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গুলি কী কী? 

উঃ কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে।

২১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উপন্যাস গুলি কী কী? 

উঃ জাতিস্মর,বিষের ধোঁয়া।

মনোজ বসু, manoj basu
মনোজ বসু 

২২. নিশিকুটুম্ব উপন্যাসটি কার লেখা? 

উঃ মনোজ বসুর।

২৩. মনোজ বসুর লেখা উপন্যাস গুলি কী কী?

উঃ বাঁশের কেল্লা, ওগো বধু সুন্দরী, জল জঙ্গল।

হেমেন্দ্র কুমার রায়, hemendra kumar rai
হেমেন্দ্র কুমার রায়

২৪. হেমেন্দ্র কুমার রায়ের লেখা উপন্যাস গুলি কী কী? 

উঃ আলেয়ার আলো, জলের আলপনা, কালবৈশাখী, পায়ের ধুলা, ঝড়ের রাত্রি, পদ্ম কাঁটা। 

শৈলজানন্দ মুখোপাধ্যায়, sailajananda Mukhopaddhay
শৈলজানন্দ মুখোপাধ্যায়

২৫. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসটি কার লেখা? 

উঃ শৈলজানন্দ মুখোপাধ্যায়। 

২৬. 'কয়লা কুঠির দেশ' কী জাতীয় উপন্যাস? 

উঃ আঞ্চলিক উপন্যাস। 

২৭. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ রাখাল চাটুয্যে, দেবু চাটুয্যে, চুমকি, রঞ্জন। 

২৮. 'কয়লা কুঠির দেশ' উপন্যাসের বিষয়বস্তু কী?

উঃ কয়লা খনির শ্রমিকদের শোষিত জীবন কথা এই উপন্যাসের বিষয়বস্তু। 


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...