Skip to main content

most important questions for rrb ntpc and group d

 Rrb ntpc previous year questions


#RRB-NTPC

1. নিম্নলিখিত কোন ধাতুটি সর্বাধিক বায়ু দূষণের কারণ -

A. ক্রোমিয়াম 

B. সীসা 

C. তামা

D. লোহা


উঃ সীসা


2. অ্যানিমোমিটার দ্বারা কী মাপা হয়-

A. বায়ুর আর্দ্রতা

B. বায়ু প্রবাহের দিক 

C. বায়ুর উষ্ণতা

D. বায়ুর চাপ


উঃ বায়ু প্রবাহের দিক 


3. মুঘল শাসকদের মধ্যে প্রচলিত ভাষা ছিল কোনটি-

A. উর্দু 

B. হিন্দি 

C. আরবী

D. ফারসি 


উঃ ফারসি


4. নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়-

A. মিথেন 

B. কার্বন ডাই অক্সাইড 

C. অক্সিজেন 

D. নাইট্রাস অক্সাইড 


উঃ অক্সিজেন 


5. মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন -

A. চন্দ্রগুপ্ত মৌর্য 

B. অশোক 

C. বিন্দুসার

D. কোনোটিই নয়


উঃ চন্দ্রগুপ্ত মৌর্য 


6. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা কে করেন -

A. গোপাল 

B. ধর্মপাল

C. সামন্ত পাল

D. বিন্দুসার


উঃ গোপাল 


7. একটি নবজাতক শিশুর দেহে কয়টি হাড় থাকে? 

A. 206 টি

B. 350 টি

C. 218 টি

D. 423 টি


উঃ 350 টি


8. লেন্সের ক্ষমতার একক কী? 

A. ক্যান্ডেলা

B. লুমেন 

C. ডায়াপ্টার

D. কোনোটিই নয় 


উঃ ডায়াপ্টার


9. সেরি কালচার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্ক যুক্ত? 

A. মৌমাছি পালন

B. রেশম কীট পালন

C. মাছ চাষ

D. ভুট্টা চাষ


উঃ রেশম কীট পালন


10. শামুকের গমনাঙ্গের নাম কী? 

A. মাংসল পদ

B. ক্ষণপদ

C. নালিপদ

D. কর্ষিকা


উঃ মাংসল পদ


11. এশিয়ার সবচেয়ে প্রাচীন তেল উৎপাদক ক্ষেত্র কোথায় অবস্থিত?

A. অরুণাচল প্রদেশ 

B. আসাম

C. গুজরাট

D. নাগাল্যান্ড


উঃ আসাম


12. গমনে অক্ষম একটি প্রাণী হল-

A. প্রোটোজোয়া 

B. হাইড্রা

C. স্পঞ্জ 

D. অ্যামিবা


উঃ স্পঞ্জ


13. 'আমার সোনার বাংলা' গানটির রচয়িতা কে? 

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

B. রবীন্দ্রনাথ ঠাকুর 

C. চিত্তরঞ্জন দাস

D. বিপিনচন্দ্র পাল


উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 


14. একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোনটির দ্বারা নির্মিত -

A. PLATINUM 

B. TUNGSTEN 

C. ANTIMONY 

D. TANTALUM


উঃ TUNGSTEN 


15. কোন যন্ত্র দ্বারা বৃষ্টির অম্লতা পরিমাপ করা যায়? 

A. হাইগ্রোমিটার 

B. ব্যারোমিটার

C. অ্যামমিটার

D. PH মিটার


উঃ PH মিটার


16. 'ম্যাকমোহন লাইন' বলা হয় -

A. ভারত-চীন সীমান্তকে

B. তিব্বত-চীন সীমান্তকে

C. ভারত-তিব্বত সীমান্তকে

D. কোনোটিই নয় 


উঃ ভারত-চীন সীমান্তকে


17. 'বঙ্গভঙ্গ রদ' কবে হয়-

A. 1910 খ্রিস্টাব্দে

B. 1901 খ্রিস্টাব্দে

C. 1911 খ্রিস্টাব্দে

D. 1906 খ্রিস্টাব্দে


উঃ 1911 খ্রিস্টাব্দে


18. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী? 

A. মেহেরগড় সভ্যতা

B. ব্যাবিলনীয় সভ্যতা

C. সুমেরীয় সভ্যতা

D. সিন্ধু সভ্যতা 


উঃ মেহেরগড় সভ্যতা


19. বাল্য বিবাহ কোন আমলে শুরু হয়? 

A. কুষাণ

B. গুপ্ত 

C. মৌর্য 

D. কোনোটিই নয়


উঃ গুপ্ত 


20. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

A. বাবর

B. হুমায়ুন 

C. শাহজাহান 

D. আকবর


উঃ বাবর


21. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 

A. 1949 সালে

B. 1948 সালে 

C. 1951 সালে 

D. 1950 সালে


উঃ 1951 সালে


22. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 

A. 24 তম

B. 61 তম

C. 64 তম

D. 65 তম


উঃ 61 তম


23. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে?

A. রাজেন্দ্র প্রসাদ 

B. সুকুমার সেন 

C. সচিদানন্দ সিংহ 

D. জওহরলাল নেহেরু 


উঃ সুকুমার সেন 


24. ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? 

A. ঝাড়খণ্ড 

B. অন্ধ্রপ্রদেশ 

C. মধ্যপ্রদেশ 

D. পশ্চিমবঙ্গ


উঃ ঝাড়খণ্ড 


25. দাদরা ও নগর হাভেলির রাজধানী কোথায়? 

A. কাভারত্তি

B. সিলবাসা

C. দমন

D. পোর্টব্লেয়ার


উঃ সিলবাসা


26. সবচেয়ে মিষ্টি শর্করা হল কোনটি?

A. মলটোজ

B. ফ্রুকটোজ

C. গ্যালাকটোজ

D. ফ্রুকটোজ


উঃ ফ্রুকটোজ


27. গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস হল-

A. কার্বন ডাই অক্সাইড 

B. নাইট্রাস অক্সাইড 

C. কার্বন মনোক্সাইড 

D. নাইট্রোজেন পারক্সাইড


উঃ কার্বন ডাই অক্সাইড 


28. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়?

A. লাল

B. নীল

C. সবুজ 

D. কমলা


উঃ সবুজ আলোয়


29. ফুসফুসের বায়ু মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? 

A. স্পেকট্রোমিটার

B. স্পাইরোমিটার 

C. স্ফিগমোম্যানোমিটার

D. অ্যামমিটার


উঃ স্পাইরোমিটার 


30. মৌমাছি ও পিঁপড়ের হুলে যে বিষ থাকে তা হল-

A. অ্যাসিটিক অ্যাসিড

B. ফরমিক অ্যাসিড

C. টারটারিক অ্যাসিড

D. হাইড্রোক্লোরিক অ্যাসিড


উঃ ফরমিক অ্যাসিড


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী