1. নিম্নলিখিত কোন ধাতুটি সর্বাধিক বায়ু দূষণের কারণ -
A. ক্রোমিয়াম
B. সীসা
C. তামা
D. লোহা
উঃ সীসা
2. অ্যানিমোমিটার দ্বারা কী মাপা হয়-
A. বায়ুর আর্দ্রতা
B. বায়ু প্রবাহের দিক
C. বায়ুর উষ্ণতা
D. বায়ুর চাপ
উঃ বায়ু প্রবাহের দিক
3. মুঘল শাসকদের মধ্যে প্রচলিত ভাষা ছিল কোনটি-
A. উর্দু
B. হিন্দি
C. আরবী
D. ফারসি
উঃ ফারসি
4. নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়-
A. মিথেন
B. কার্বন ডাই অক্সাইড
C. অক্সিজেন
D. নাইট্রাস অক্সাইড
উঃ অক্সিজেন
5. মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন -
A. চন্দ্রগুপ্ত মৌর্য
B. অশোক
C. বিন্দুসার
D. কোনোটিই নয়
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
6. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা কে করেন -
A. গোপাল
B. ধর্মপাল
C. সামন্ত পাল
D. বিন্দুসার
উঃ গোপাল
7. একটি নবজাতক শিশুর দেহে কয়টি হাড় থাকে?
A. 206 টি
B. 350 টি
C. 218 টি
D. 423 টি
উঃ 350 টি
8. লেন্সের ক্ষমতার একক কী?
A. ক্যান্ডেলা
B. লুমেন
C. ডায়াপ্টার
D. কোনোটিই নয়
উঃ ডায়াপ্টার
9. সেরি কালচার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্ক যুক্ত?
A. মৌমাছি পালন
B. রেশম কীট পালন
C. মাছ চাষ
D. ভুট্টা চাষ
উঃ রেশম কীট পালন
10. শামুকের গমনাঙ্গের নাম কী?
A. মাংসল পদ
B. ক্ষণপদ
C. নালিপদ
D. কর্ষিকা
উঃ মাংসল পদ
11. এশিয়ার সবচেয়ে প্রাচীন তেল উৎপাদক ক্ষেত্র কোথায় অবস্থিত?
A. অরুণাচল প্রদেশ
B. আসাম
C. গুজরাট
D. নাগাল্যান্ড
উঃ আসাম
12. গমনে অক্ষম একটি প্রাণী হল-
A. প্রোটোজোয়া
B. হাইড্রা
C. স্পঞ্জ
D. অ্যামিবা
উঃ স্পঞ্জ
13. 'আমার সোনার বাংলা' গানটির রচয়িতা কে?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. চিত্তরঞ্জন দাস
D. বিপিনচন্দ্র পাল
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
14. একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোনটির দ্বারা নির্মিত -
a. platinum
b. tungsten
c. antimony
d. tantalum
উঃ tungsten
15. কোন যন্ত্র দ্বারা বৃষ্টির অম্লতা পরিমাপ করা যায়?
a. হাইগ্রোমিটার
b. ব্যারোমিটার
c. অ্যামমিটার
d. ph মিটার
উঃ ph মিটার
16. 'ম্যাকমোহন লাইন' বলা হয় -
a. ভারত-চীন সীমান্তকে
b. তিব্বত-চীন সীমান্তকে
c. ভারত-তিব্বত সীমান্তকে
d. কোনোটিই নয়
উঃ ভারত-চীন সীমান্তকে
17. 'বঙ্গভঙ্গ রদ' কবে হয়-
a. 1910 খ্রিস্টাব্দে
b. 1901 খ্রিস্টাব্দে
c. 1911 খ্রিস্টাব্দে
d. 1906 খ্রিস্টাব্দে
উঃ 1911 খ্রিস্টাব্দে
Comments
Post a Comment