Skip to main content

কথা সাহিত্যের ধারা, বাংলা সাহিত্যের ইতিহাস

Bangla Sahityer itihas 

কথা সাহিত্যের ধারা 

কথা সাহিত্যের ধারা, বাংলা সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্যিক



১. জরাসন্ধ কার ছদ্মনাম? 

উঃ চারুচন্দ্র চক্রবর্তী। 

২. লৌহকপাট উপন্যাসটি কার লেখা? 

উঃ চারুচন্দ্র চক্রবর্তীর লেখা। 

৩. চারুচন্দ্র চক্রবর্তীর উপন্যাস গুলি কী কী? 

উঃ তামসী (১৯৫৮), মসীরেখা, ন্যায়দন্ড (১৯৬১), পরশমণি, উত্তরাধিকার, ছায়া (১৯৭২), নিশানা (১৯৭৭), তৃতীয় নয়ন (১৯৭৯), হীরা চুন্নি পান্না (১৯৮৩)

৪. 'পাঁক' উপন্যাসের রচয়িতা কে? 

উঃ প্রেমেন্দ্র মিত্রের রচনা।

৫. প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস গুলি কী কী? 

উঃ পাঁক, প্রতিশোধ, আগামীকাল, মিছিল, কুয়াশা, হৃদয় দিয়ে গড়া, পথের দিশা, পা বাড়ালেই রাস্তা, হানাবাড়ি, বিসর্পিল।

৬. বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম 'সাড়া' (১৯৩০)।

৭. বুদ্ধদেব বসুর উপন্যাসগুলি কী কী? 

উঃ সাড়া (১৯৩০), সানন্দা (১৯৩৩), লালমেঘ (১৯৩৪), পরিক্রমা (১৯৩৮), কালো হাওয়া (১৯৪২), তিথিডোর (১৯৪৫), মৌলিনাথ (১৯৫২), নীলাঞ্জনের স্বাক্ষর (১৯৫১), পাতাল থেকে আলাপ (১৯৬৭)

৮. 'জাগরী' উপন্যাসের রচয়িতা কে? 

উঃ সতীনাথ ভাদুড়ি। 

৯. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্রপুরস্কার পায় কোন উপন্যাস?

উঃ 'জাগরী' (১৯৪৬)।

১০. 'জাগরী' উপন্যাসের পটভূমি কী? 

উঃ আগস্ট আন্দোলন। 

১১. 'জাগরী' উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ নীলু, বিলু, বাবা মাস্টারজি, নীলু বিলুর মা।

১২. 'ঢোঁড়াই চরিত মানস' উপন্যাসের রচয়িতা কে? 

উঃ সতীনাথ ভাদুড়ি। 

১৩. 'ঢোঁড়াই চরিত মানস' কী ধরনের উপন্যাস? 

উঃ আঞ্চলিক উপন্যাস। 

১৪. অমিয়ভূষণ মজুমদার কোন উপন্যাসের জন্য 'সাহিত্য আকাদেমি' পুরস্কার পান? 

উঃ 'রাজনগর' উপন্যাসের জন্য। 

১৫. অমিয়ভূষণ মজুমদারের উপন্যাস গুলি কী কী? 

উঃ গড় শ্রীখণ্ড (১৯৫৭), নয়নতারা (১৯৫৩), রাজনগর (১৯৭২-১৯৭৪), মহিষকুড়ার উপকথা (১৯৭৮), দোম আন্তোনিও (১৯৭২)

১৬. বিমল করের উপন্যাস গুলি কী কী? 

উঃ নিম ফুলের গন্ধ, কুশীলব, অসময়, সান্নিধ্য, দংশন, খড়কুটো, বালিকা বধু, মল্লিকা, যদুবংশ। 

১৮. অবধৃত বা কালিকানন্দ অবধৃত কার ছদ্মনাম? 

উঃ দুলাল চন্দ্র মুখোপাধ্যায়ের।

১৯. মরুতীর্থ হিংলাজ (১৯৫৪) উপন্যাসের রচয়িতা কে? 

উঃ দুলাল চন্দ্র মুখোপাধ্যায়।

২০. দুলাল চন্দ্র মুখোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ মরুতীর্থ হিংলাজ (১৯৫৪), হিংলাজের পরে, বশীকরণ, উদ্ধারনপুরের ঘাট (১৯৬০), ভোরের গোধুলি, টপ্পা ঠুংরী, নীলকন্ঠ হিমালয়, উত্তররাম চরিত, সুমেরু কুমেরু, একটি মেয়ের আত্মকাহিনী। 

২১. 'অন্তর্জলী যাত্রা' উপন্যাসের রচয়িতা কে? 

উঃ কমলকুমার মজুমদার। 

২২. কমলকুমার মজুমদারের উপন্যাস গুলি কী কী? 

উঃ অন্তর্জলী যাত্রা, গোলাপ সুন্দরী, অনিলা স্মরণে, শ্যাম-নৌকো, খেলার প্রতিভা।

২৩. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ অদ্বৈত মল্লোবর্মণ। উপন্যাসটি সর্বপ্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়। 

২৪. তিতাস একটি নদীর নাম উপন্যাসের চরিত্রগুলি কী কী? 

উঃ কিশোর, সুবল, অনন্ত, বনমালী।

২৫. তিতাস একটি নদীর নাম কোন শ্রেনীর উপন্যাস? 

উঃ আঞ্চলিক উপন্যাস। 

২৬. 'পৌষ ফাগুনের পালা' উপন্যাসটি কার লেখা? 

উঃ গজেন্দ্র মিত্রের লেখা। তার অন্যান্য উপন্যাস গুলি হল- কলকাতার কাছেই, রক্তকমল, বহ্নিকন্যা, পাঞ্চজন্য।

২৭. আশাপূর্ণা দেবী রচিত উপন্যাস গুলি কী কী? 

উঃ প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা।

২৭. বিমল মিত্রের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ চাই।

২৮. বিমল মিত্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলি কী কী? 

উঃ সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কোলকাতা, পতি পরমগুরু, এরই নাম সংসার। 

২৯. 'চেনা মহল' উপন্যাসটি কার লেখা? কোন পত্রিকায় প্রকাশিত? 

উঃ নরেন্দ্রনাথ মিত্রের লেখা। উপন্যাসটি 'দেশ' পত্রিকায় প্রকাশিত। 

৩০. 'বনপলাশীর পদাবলী' উপন্যাসের রচয়িত কে?

উঃ রমাপদ চৌধুরী। 

৩১. 'হাজার চুড়াশির মা' উপন্যাসটি কার লেখা? 

উঃ মহাশ্বেতা দেবীর লেখা। তার আন্যান্য উপন্যাস গুলি হল- অরন্যের অধিকার, ঝাঁসির রানি, বায়স্কোপের বাক্স, দিনের পারাবারে। 

৩২. মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম নটি।

৩৩. নিরুপমা দেবীর ছদ্মনাম কী?

উঃ শ্রীমতী দেবী।

৩৪. নীরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ উচ্ছৃঙ্খল। তাঁর অন্যান্য উপন্যাস গুলি হল- অন্নপূর্ণার মন্দির (১৯১৩), দিদি (১৯১৫), আলেয়া (১৯১৭), বিধিলিপি (১৯১৯), আমার ডায়েরি (১৯২৭)

৩৫. সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ আত্মপ্রকাশ। 

৩৬. সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ পূর্ব পশ্চিম, প্রথম আলো, একা এবং কয়েকজন, অর্ধেক জীবন, আত্মপ্রকাশ, অরন্যের দিনরাত্রি, কালো রাস্তা সাদা বাড়ি।

৩৭. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ ঘুন পোকা।

৩৮. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? 

উঃ যাও পাখি, ফেরিঘাট, কাগজের বউ, দূরবীন, পারাপার, ফুল চোর, মানবজমিন, ঘুনপোকা, মাধুর জন্য, খুদকুঁড়ো।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...