Bengali short Stories
বাংলা ছোটগল্প | bangla sahityer itihas, bangla literature, Wbssc bengali, bcs bangla
১. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ নবকথা (১৮৯৯), ষোড়শী (১৯০৬), দেশী ও বিলাতী (১৯০৯) গল্পাঞ্জলি (১৯১৩) গল্পবীথি (১৯১৬), পত্রপুষ্প (১৯১৭), নতুন বৌ (১৯২৯)
২. জলধর সেনের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ নৈবেদ্য, কাঙ্গালের ঠাকুর, বড় মানুষ।
৩. হেমেন্দ্র কুমার রায়ের প্রথম গল্পের নাম কী? কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ আমার কাহিনী। ১৯০৩ খ্রিস্টাব্দে সুধা পত্রিকায় প্রকাশিত হয়।
৪. হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ মধুপর্ক (১৩২৪), মালাচন্দন (১৩২৯), পসরা (১৩২২)
৫. শরৎচন্দ্রের প্রথম ছোটগল্পের নাম কী?
উঃ শরৎচন্দ্রের প্রথম ছোটগল্পের নাম মন্দির।
৬. শরৎচন্দ্রের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ বিন্দুর ছেলে (১৩২১), মেজদিদি (১৯২২), কাশীনাথ (১৩২৪), স্বামী (১৩২৪), ছবি (১৩২৪), হরিলক্ষ্মী (১৯২৬), ছেলেবেলার গল্প (১৩৪৫)
৭.শরৎচন্দ্রের বিখ্যাত গল্প গুলি কী কী?
উঃ মন্দির, কাশীনাথ, একাদশী বৈরাগী, মামলার ফল, পরেশ, বিলাসী, মুষ্টিমেয়, অভাগীর স্বর্গ, মহেশ।
৮. শরৎচন্দ্রের 'বিন্দুর ছেলে' গল্পগ্রন্থে কয়টি গল্প রয়েছে?
উঃ তিনটি। গল্প গুলি হল - বিন্দুর ছেলে, রামের সুমতি, পথ নির্দেশ।
৯. হরিলক্ষ্মী গল্প গ্রন্থের গল্পগুলো কী কী?
উঃ হরিলক্ষ্মী, মহেশ, অভাগীর স্বর্গ।
১০. চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গল্পগুলি কী কী?
উঃ পুষ্পপাত্র, সওগাত, গল্পপত্র, ধুপছায়া, চাঁদমালা, মণিমঞ্জুরী।
১১. রাজশেখর বসুর গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, লঘু গুরু, ধুস্তরীমায়া ইত্যাদি গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প।
১২. তারাশঙ্করের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উঃ নীলকন্ঠ।
১৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের নাম কী?
উঃ পাষাণপুরী, নীলকন্ঠ, ছলনাময়ী, জলসাঘর, রসকলি, তিনশুন্য, বেদেনী, যাদুকরী, হারানো সুর।
১৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর রসকলি গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১৫. মনি লাল গঙ্গোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ ঝাঁপি, পাপড়ি, জলছবি, খেয়ালের খেরাসৎ।
১৬. অচিন্ত্যকুমার সেনগুপ্তের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ টুটা ফুটা, ইতি, অকাল বসন্ত, ডবল ডেকার, হাড়ি মুচি ডোম।
১৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ মেঘ মল্লার, মৌরি ফুল, যাত্রী বদল, জন্ম ও মৃত্যু, কিন্নর দল, বিধু মাস্টার।
১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কী?
উঃ অতসী মামী।
১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসী মামী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ বিচিত্রা পত্রিকায় ১৯২৮ খ্রিস্টাব্দে।
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ প্রাগৈতিহাসিক (১৯৩৭), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮), সরীসৃপ (১৯৩৯), বৌ (১৮৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫), মাটির মাসুল (১৯৪৮), ছোট বড় (১৯৪৮), অতসী মামী (১৯৫৫)
২১. 'হারানের নাতজামাই' গল্পের লেখক কে? গল্পটিতে কাদের কথা রয়েছে?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের। গল্পটিতে সংগ্রামী কৃষক সমাজের কথা রয়েছে।
২২. বনফুলের গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ বনফুলের গল্প, বিন্দুবিসর্গ, অনুগামিনী, উর্মিমালা, বনফুলের শ্রেষ্ঠগল্প।
২৩. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উঃ জাতিস্মর।
২৪. রানুর কথামালা গল্পগ্রন্থটি কার?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
২৫. জগদীশ গুপ্তের লেখা প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উঃ বিনোদিনী (১৩৩৪)
২৬. জগদীশ গুপ্তের লেখা গল্পগ্রন্থ গুলি কী কী?
উঃ বিনোদিনী (১৩৩৪), রুপের বাহিরে (১৩৩৬), শ্রীমতী (১৩৩৭), উদয়লেখা (১৩৩৯), শশাঙ্ক কবিরাজের স্ত্রী (১৩৪১), মেঘাবৃত অশনি (১৩৫৪), স্বনির্বাচত গল্প (১৩৫৭),
২৭. সুবোধ ঘোষের লেখা প্রথম ছোটগল্পের নাম কী?
উঃ অযান্ত্রিক।
২৮. সুবোধ ঘোষের গল্পগুলি কী কী?
উঃ অযান্ত্রিক, ফসিল, থির বিজুরি, জতুগৃহ, ভারত প্রেমকথা, তিলাঞ্জলী, গঙ্গোত্রী।
২৯. নরেন্দ্রনাথ মিত্রের গল্প সংকলন গুলি কী কী?
উঃ অসমতল, হলদে বাড়ি, চড়াই উৎরাই, সেতার, উল্টোরথ, পতাকা।
৩০. প্রেমেন্দ্র মিত্রের গল্পগুলি কী কী?
উঃ পঞ্চসর, বেনামীবন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, অফুরন্ত, ধুলি ধুসর, মহানগর, তেলেনা পোতা, আবিষ্কার, নির্বাচিত, নানা রঙে বোনা।
Comments
Post a Comment