Skip to main content

Slst bengali mock test

 Slst bengali mock test

Slst পরীক্ষায় সফল হতে চান? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল subscribe করুন- https://youtube.com/c/Nityanandaacademy

১. সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচন সমুচ্চয় কে সংকলন করেন ?

ক. শ্রীধর দাশ

খ. বিদ্যাধর

গ. গোবর্ধন আচাৰ্য

ঘ. শরন

উত্তর: বিদ্যাধর

২. সুভাষিত রত্নকোষের খন্ডিত পুঁথিটি কোথায় পাওয়া যায়?

ক. নেপালে

খ. ভূটান

গ. পাকিস্তান

ঘ. বাংলাদেশ

উত্তর: নেপালে

৩. সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন ?

ক. বিদ্যাধর

খ. শরন

গ. ধোয়ী 

ঘ. শ্রীধরদাশ

উত্তর: শ্রীধরদাশ

৪. গীতগোবিন্দ কার লেখা?

ক. জয়দেব

খ. গোবন্দ দাস

গ. উমাপতি

ঘ. বিলহন

উত্তর: জয়দেব

৫. বিক্সমাঙ্কদেব চরিত কার লেখা?

ক. ধোয়ী

খ. পাণিনি

গ. বিলহন

ঘ. হেমচন্দ্র

উত্তর: বিলহন

৬ . আর্যসপ্তশতী কার রচনা?

ক. মুনিদত্ত

খ. গোবর্ধন আচার্য

গ. প্রবোধ চন্দ্র বাগচী

ঘ. ধীমান

উত্তর: গোবর্ধন আচার্য

৭. পাবনদুত কার লেখা কাব্য?

ক. ধোয়ী

খ. বসুবন্ধু

গ. গৌড়পদ ভট্টাচার্য

ঘ. ক্ষপনক

উত্তর: ধোয়ী

৮. কাহ্ন পা রচিত মোট পদের সংখা কয়টি ?

ক. ৯ টি

খ. ৮ টি

গ. ১২ টি

ঘ. ৪ টি

উত্তর: ১২ টি

৯. চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন?

ক. রাজশেখর

খ. কবিবন্ধু

গ. মুনিদত্ত

ঘ. শ্রীধর দাশ

উত্তর: মুনিদত্ত

১০. চর্যাপদের টিকার তিব্বতি অনুবাদ করেন কে?

ক. নীলরতন সেন

খ. পূর্ণচন্দ্র

গ. হাল

ঘ. কীর্তিচন্দ্র

উত্তর: কীর্তিচন্দ্র

১১. চর্যাপদের ভাষাকে কোন ভাষা বলা হয়?

ক. পালি

খ. ভৈরবী

গ. সন্ধ্যা

ঘ. গুর্জরী

উত্তর: সন্ধ্যা

১২. চর্যাপদের রচনা কে করেন?

ক. হরপ্রসাদ শাস্ত্রী

খ. সহজিয়া বৌদ্ধ সাধকগণ

গ. নীলরতন সেন

ঘ. প্রবোধচন্দ্র বাগচী

উত্তর: সহজিয়া বৌদ্ধ সাধকগণ

১৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে সর্বাধিক পদ পাওয়া যায়?

ক. বান খন্ড

খ. হার খন্ড

গ. দান খন্ড

ঘ. জন্ম খন্ড

উত্তর: দান খন্ড

১৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডকে ভাগবতের রাস বলা হয়?

ক. বংশী খন্ড

খ. ছত্র খন্ড

গ. বস্ত্রহরণ খন্ড

ঘ. বৃন্দাবন খন্ড

উত্তর: বৃন্দাবন খন্ড

১৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পুর্ণ ?

ক. রাধা বিরহ

খ. ভার খন্ড

গ. নৌকা খন্ড

ঘ. বৃন্দাবন খন্ড

উত্তর: ভার খন্ড

১৬. মনসামঙ্গল কাব্য ধারার কবি বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম কী?

ক. মনসা বিজয়

খ. মনসাপুরাণ

গ. মনসামঙ্গল

ঘ. পদ্মাপুরাণ

উত্তর: মনসা বিজয়

১৭. বিপ্রদাসের মনসা বিজয় কাব্যে কতগুলি পালা রয়েছে ?

ক. ৫ টি

খ. ১১ টি

গ. ১৫ টি

ঘ. ১৩ টি

উত্তর: ১৩ টি

১৮. রামেশ্বর চক্রবর্তীর শিবায়ন কাব্যের কয়টি পালা আছে ?

ক. ১০ টি

খ. ৯ টি

গ. ৮ টি

ঘ. ৬ টি

উত্তর: ৮ টি

১৯. ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' কাব্যের রচনা কাল কত?

ক. ১৭৫২ খ্রি.

খ. ১৬৫২ খ্রি.

গ. ১৭৭৫ খ্রি.

ঘ. ১৭০১ খ্রি.

উত্তর: ১৭৫২ খ্রি.

২০. মীনচেতন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ?

ক. চণ্ডীমঙ্গল

খ. নাথধর্ম

গ. ধর্মমঙ্গল

ঘ. মনসামঙ্গল

উত্তর: নাথধর্ম

২১. ষষ্ঠীবর দত্তের 'পদ্মাপুরাণ' কয়টি খন্ডে বিভক্ত?

ক. ৫ টি

খ. ৪ টি

গ. ৩ টি

ঘ. ২ টি

উত্তর: ৩ টি

২২. মৈথিলী কবি কাকে বলা হয়?

ক. বিদ্যাপতি

খ. চন্ডীদাস

গ. জ্ঞানদাস

ঘ. গোবিন্দ দাস

উত্তর: বিদ্যাপতি

২৩. চন্ডীদাস এর শ্রেষ্ঠত্ব কোন শ্রেণীর পদ রচনায়?

ক. অভিসার

খ. আক্ষেপানুরাগ

গ. পূর্বরাগ

ঘ. কোনোটিই নয়

উত্তর: আক্ষেপানুরাগ

২৪. জ্ঞানদাস কে কার ভাবশিষ্য বলা হয়?

ক. গোবিন্দ দাস

খ. বিদ্যাপতি

গ. চন্ডীদাস

 ঘ. শ্রীচৈতন্যের

উত্তর: চন্ডীদাস

২৫. দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়?

ক. চন্ডীদাস

খ. জ্ঞানদাস

গ. বলরাম দাস

ঘ. গোবিন্দ দাস

উত্তর: গোবিন্দ দাস

২৬. গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ের পদ রচনায়?

ক. অভিসার

খ. পূর্বরাগ

গ. আক্ষেপানুরাগ

ঘ. মাথুর

উত্তর: অভিসার

২৭. অভিনব জয়দেব কাকে বলা হয়?

ক. চন্ডীদাস

খ. জ্ঞানদাস

গ. বিদ্যাপতি

ঘ. বলরাম দাস

উত্তর: বিদ্যাপতি

২৮. কোন কাব্যে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছেন?

ক. পুরুষ পরীক্ষা

খ. কীর্তিলতা কাব্য

গ. দুর্গা ভক্তি তরঙ্গিনী

ঘ. ভূ পরিক্রমা

উত্তর: কীর্তিলতা কাব্য

২৯. বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেছেন?

ক. ব্রজবুলি

খ. সংস্কৃত

গ. বিশুদ্ধ বাংলা

 ঘ. পালিভাষা

উত্তর: ব্রজবুলি

৩০. কোন কাব্য আবিষ্কারের পর চন্ডীদাসের সমস্যা জোরালো হয়ে ওঠে?

ক. শ্রীচৈতন্যচরিতামৃত

খ. চন্ডীমঙ্গল

গ. শ্রীকৃষ্ণ কীর্তন

ঘ. শ্রীকৃষ্ণ বিজয়

উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন

৩১. গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন?

ক. রঘুনাথ দাস

খ. রূপ গোস্বামী

গ. গোপাল ভট্ট

ঘ. শ্রীনিবাস আচার্য

উত্তর: শ্রীনিবাস আচার্য

৩২. গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছিলেন?

ক. জয়দেব

খ. বল্লভ দাস

গ. সনাতন গোস্বামী

ঘ. রঘুনাথ ভট্ট

উত্তর: বল্লভ দাস

৩৩. "রুপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর"

কার রচিত পদ?

ক. জ্ঞানদাস

খ. বিদ্যাপতি

গ. চন্ডীদাস

ঘ. গোবিন্দ দাস

উত্তর: জ্ঞানদাস

৩৪. গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলীর পদ সংখ্যা কত?

ক. ১০০০ টি

খ. ৫১৩ টি

গ. ৮০০ টি

ঘ. ৬১৫ টি

উত্তর: ৮০০ টি

৩৫. "ঘরের বাইরে দন্ডে শতবার" কার রচিত পদ?

ক. গোবিন্দদাস

খ. চন্ডীদাস

গ. জ্ঞানদাস

ঘ. বল্লভ দাস 

উত্তর: চন্ডীদাস

৩৬. মধ্যযুগের কবি সার্বভৌম কাকে বলা হয়?

ক. বিদ্যাপতি

খ. বল্লভ দাস

গ. চন্ডীদাস

ঘ. গোবিন্দদাস

উত্তর: বিদ্যাপতি

৩৭. মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি?

ক. চর্যাপদ

খ. অন্নদামঙ্গল কাব্য

গ. বৈষ্ণব পদাবলী

ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

৩৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কি?

ক. নৌকা খন্ড

খ. রাধা বিরহ খন্ড

গ. বৃন্দাবন খন্ড

ঘ. কালিয়দমন খণ্ড

উত্তর: রাধা বিরহ খন্ড

৩৯. নিম্নলিখিত কোনটি বিদ্যাপতি রচিত কাব্য?

ক. কীর্তিলতা

খ. সঙ্গীত মাধব

গ. হরিভক্তি বিলাস

ঘ. বৈষ্ণব তোষণী

উত্তর: কীর্তিলতা

৪০. রাধাকৃষ্ণের স্পষ্ট উল্লেখ রয়েছে এমন বিদ্যাপতির কতগুলি পদ রয়েছে?

ক. ১৫০ টি

খ. ২১৩ টি

গ. ৫০০ টির বেশী

ঘ. ৩১৭ টি

উত্তর:  ৫০০ টির বেশী

Slst bengali mock test, bengali slst
Slst bengali mock test

আরও পড়ুন -


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী