চর্যাপদ | Charyapada | bangla sahityer itihas | চর্যাপদ প্রশ্ন ও উত্তর | bangla sahityer itihas important questions
চর্যাপদ
চর্যাপদ হল বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন।চর্যাপদ আবিষ্কারের আগে বাংলা সাহিত্যের ইতিহাস লেখকেরা মনে করতেন ময়না মতীর গান,গোরক্ষবিজয়,শূন্য পুরান, ডাক ও খনার বচন, রুপকথা এগুলো প্রাচীনতম বাংলা সাহিত্যের দৃষ্টান্ত।
চর্যাপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন কী?
উঃ চর্যাপদ।
2. চর্যাপদের রচনাকাল সম্পর্কে কী জানা যায়?
উঃ চর্যাপদের রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে। তবে মোটামুটি অনুমান করা হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের রচনা কাল।
3. চর্যাপদের পুঁথি কে ও কবে আবিষ্কার করেন?
উঃ চর্যাপদের পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ খ্রীস্টাব্দে আবিষ্কার করেন।
4. চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল?
উঃ নেপালের রাজদরবার থেকে।
5. চর্যাপদের পুঁথি কোথা থেকে কোন নামে প্রকাশিত হয় ?
উঃ ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে।
6. চর্যার মোট কবি কতজন?
উঃ ২৪ জনের নাম বলা হলেও চর্যাপদে ২২ জন কবির নাম পাওয়া যায় ।
7. চর্যার মোট পদ কতগুলো?
উঃ চর্যার মোট পদ ৫০ টি। তবে সারে ৩ টি পদ নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬ টি পদই চর্যাপদের দৃষ্টান্ত ।
8. চর্যাপদের অন্য নাম কী?
উঃ 'চর্যাচর্যবিনিশ্চয়।
9. চর্যাপদের রচয়িতা কারা?
উঃ সহজিয়া বৌদ্ধ সাধকগণ।
10. চর্যাপদের প্রথম রচয়িতা কে?
উঃ লুই পা।
11. চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা ক?
উঃ কাহ্ন পা।
12. কাহ্ন পা রচিত মোট পদ সংখ্যা কত?
উঃ ১২ টি।
13. চর্যাপদাবলীর তিব্বতী অনুবাদ ও তিব্বতি টিকার সন্ধান কে পেয়েছেন?
উঃ ড. প্রবোধচন্দ্র বাগচি।
14. মূল চর্যাপদগুলি তিব্বতীতে অনুবাদ করেন কে এবং তাদের তিব্বতী টিকা কে লেখেন?
উঃ শীলচারী,কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি।
15. চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন?
উঃ মুনিদত্ত।
16. চর্যাপদের ফটোকপি কে ছাপেন?
উঃ নীলরতন সেন,১৯৭৮ সালে৷
17. চর্যাগীতি কোন ছন্দে রচিত?
উঃ পাদাকুলক ছন্দে।
18. চর্যাপদ কী জাতীয় রচনা?
উঃ বৌদ্ধ সহজিয়া গনের আধ্যাত্ম সংগীত।
19. চর্যার ভাষাকে কী বলা হয়?
উঃ সন্ধ্যা ভাষা।
20. চর্যাপদে উল্লিখিত সম্প্রদায়ের নামগুলো কী কী ?
উঃ ব্রাহ্মণ,কাপালিক,ডোম্বী,যোগী।
21. চর্যাপদের ভাষাকে সন্ধা ভাষা কেন বলা হয়?
উঃ চর্যাপদের ভাষা রহস্যময় যা বুঝতে বিলম্ব হয় অথবা সম্যক ধ্যানের দ্বারা বুঝতে হয়, তাই চর্যাপদের ভাষাকে সন্ধা ভাষা বলা হয়।
22. চর্যাপদে উল্লিখিত রাগ রাগিণী গুলো কী কী?
উঃ চর্যাপদে উল্লিখিত রাগ রাগিণী গুলি হল - অরু,ভৈরব, কামোদ,ধনসী,মালসী,বঙ্গাল। তবে বেশি ব্যবহৃত রাগ বা রাগিণী হল পটমঞ্জরী।
23. চর্যাচর্যবিনিশ্চয় এর প্রকৃত নাম কী?
উঃ চর্যাগীতিকোষ
24. চর্যাপদের সর্বশেষ পদকর্তা কে ?
উঃ সরহ পা।
25. চর্যার পদকর্তা ও পদ সংখ্যা-
কাহ্ন পা - ১২
ভুসুকু পা - ৮
লুই পা - ২
শান্তি পা - ২
কুক্কুরী পা - ২
শবর পা - ২
YouTube - এ দেখার জন্য ক্লিক করুন
আরও পড়ুন -
4. চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল?
উঃ নেপালের রাজদরবার থেকে।
5. চর্যাপদের পুঁথি কোথা থেকে কোন নামে প্রকাশিত হয় ?
উঃ ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে।
6. চর্যার মোট কবি কতজন?
উঃ ২৪ জনের নাম বলা হলেও চর্যাপদে ২২ জন কবির নাম পাওয়া যায় ।
7. চর্যার মোট পদ কতগুলো?
উঃ চর্যার মোট পদ ৫০ টি। তবে সারে ৩ টি পদ নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬ টি পদই চর্যাপদের দৃষ্টান্ত ।
8. চর্যাপদের অন্য নাম কী?
উঃ 'চর্যাচর্যবিনিশ্চয়।
9. চর্যাপদের রচয়িতা কারা?
উঃ সহজিয়া বৌদ্ধ সাধকগণ।
10. চর্যাপদের প্রথম রচয়িতা কে?
উঃ লুই পা।
11. চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা ক?
উঃ কাহ্ন পা।
12. কাহ্ন পা রচিত মোট পদ সংখ্যা কত?
উঃ ১২ টি।
13. চর্যাপদাবলীর তিব্বতী অনুবাদ ও তিব্বতি টিকার সন্ধান কে পেয়েছেন?
উঃ ড. প্রবোধচন্দ্র বাগচি।
14. মূল চর্যাপদগুলি তিব্বতীতে অনুবাদ করেন কে এবং তাদের তিব্বতী টিকা কে লেখেন?
উঃ শীলচারী,কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি।
15. চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন?
উঃ মুনিদত্ত।
16. চর্যাপদের ফটোকপি কে ছাপেন?
উঃ নীলরতন সেন,১৯৭৮ সালে৷
17. চর্যাগীতি কোন ছন্দে রচিত?
উঃ পাদাকুলক ছন্দে।
18. চর্যাপদ কী জাতীয় রচনা?
উঃ বৌদ্ধ সহজিয়া গনের আধ্যাত্ম সংগীত।
19. চর্যার ভাষাকে কী বলা হয়?
উঃ সন্ধ্যা ভাষা।
20. চর্যাপদে উল্লিখিত সম্প্রদায়ের নামগুলো কী কী ?
উঃ ব্রাহ্মণ,কাপালিক,ডোম্বী,যোগী।
21. চর্যাপদের ভাষাকে সন্ধা ভাষা কেন বলা হয়?
উঃ চর্যাপদের ভাষা রহস্যময় যা বুঝতে বিলম্ব হয় অথবা সম্যক ধ্যানের দ্বারা বুঝতে হয়, তাই চর্যাপদের ভাষাকে সন্ধা ভাষা বলা হয়।
22. চর্যাপদে উল্লিখিত রাগ রাগিণী গুলো কী কী?
উঃ চর্যাপদে উল্লিখিত রাগ রাগিণী গুলি হল - অরু,ভৈরব, কামোদ,ধনসী,মালসী,বঙ্গাল। তবে বেশি ব্যবহৃত রাগ বা রাগিণী হল পটমঞ্জরী।
23. চর্যাচর্যবিনিশ্চয় এর প্রকৃত নাম কী?
উঃ চর্যাগীতিকোষ
24. চর্যাপদের সর্বশেষ পদকর্তা কে ?
উঃ সরহ পা।
25. চর্যার পদকর্তা ও পদ সংখ্যা-
কাহ্ন পা - ১২
ভুসুকু পা - ৮
লুই পা - ২
শান্তি পা - ২
কুক্কুরী পা - ২
শবর পা - ২
YouTube - এ দেখার জন্য ক্লিক করুন
আরও পড়ুন -
Comments
Post a Comment