Skip to main content

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc


বাংলা সাহিত্যের ইতিহাস

  • নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন।


 1. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?

(ক) শ্রীকৃষ্ণকীর্তন
(খ) চর্যাপদ
(গ) মঙ্গলকাব্য
(ঘ) কাশীদাসী রামায়ণ

চর্যাপদ

2. চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন?
(ক) দীনেশ রঞ্জন দাস মহাশয়
(খ) চন্দ্রকুমার দে
(গ) দয়ারাম সাহানি
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

হরপ্রসাদ শাস্ত্রী

3. চর্যাপদের প্রথম রচয়িতা কে?
(ক)লুইপা
(খ)কুক্কুরীপা
(গ)কাহ্নপা
(ঘ)শবরপা
লুইপা

4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে রচনা করেন?
(ক) বিদ্যাপতী
(খ) বড়ু চন্ডিদাস
(গ) বিদ্বদ্বল্লভ
(ঘ) জয়দেব

বড়ু চন্ডিদাস

5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন?
(ক) বিষ্ণুপদ ভট্টাচার্য
(খ) রাহুল সাংকৃত্যায়ন
(গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(ঘ) শ্রীধর দাস

বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

6. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
(ক)কানা হরিদত্ত
(খ)হরু ঠাকুর
(গ)বিজয় গুপ্ত
(ঘ)কেতকাদাস

কানা হরিদত্ত

7. মঙ্গলকাব্য ধারার কবি বিজয় গুপ্তের কাব্যের নাম কি?
(ক) মনসা পুরান
(খ) পদ্মাপুরাণ
(গ) মনসাবিজয়
(ঘ) মনসা চরিত

পদ্মাপুরাণ

8. চন্ডিমঙ্গল কাব্য ধারার আদি কবি কে?
(ক) মুকুন্দরাম চক্রবর্তী
(খ) মানিক দত্ত
(গ) ময়ূরভট্ট
(ঘ) মাধবাচার্য

মানিক দত্ত

9. চন্ডিমঙ্গল কাব্য ধারার প্রধান কবি কে?
(ক) মানিক দত্ত
(খ) মুকুন্দরাম চক্রবর্তী
(গ) ঘনরাম চক্রবর্তী
(ঘ) ষষ্ঠীবর দত্ত

মুকুন্দরাম চক্রবর্তী

10. মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধি কে দিয়েছিলেন?
(ক) কৃষ্ণদেব রায়
(খ) গুণরাজ খান
(গ) রঘুনাথ রায়
(ঘ) রামকৃষ্ণ রায়

রঘুনাথ রায়

11. মুকুন্দরামের কাব্যের কয়টি খন্ড রয়েছে?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) ছয়টি

দুইটি


12. ধর্মমঙ্গল কাব্য ধারার আদি কবি কে?
(ক) রূপরাম চক্রবর্তী
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) ময়ূর ভট্ট
(ঘ) দ্বিজ রামচন্দ্র

ময়ূর ভট্ট

13. ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে?
(ক) রূপরাম চক্রবর্তী
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) ময়ূর ভট্ট
(ঘ) শংকর চক্রবর্তী

ঘনরাম চক্রবর্তী

14. শূন্যপুরাণ কার লেখা?
(ক) রামাই পন্ডিত
(খ) নরসিংহ বসু
(গ) ময়ূরভট্ট
(ঘ) ঘনরাম

রামাই পন্ডিত

15. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম কি?
(ক) শ্রী ধর্মপুরাণ
(খ) ধর্মবিজয়
(গ) অনাদ্য মঙ্গল
(ঘ) অনিল পুরান

অনাদ্য মঙ্গল

16. শিবায়নের কোন কবি "কবিচন্দ্র" উপাধি পেয়েছিলেন?
(ক)রামকৃষ্ণ রায়
(খ)শংকর চক্রবর্তী
(গ)দ্বিজ কালিদাস
(ঘ)দ্বিজ রামচন্দ্র

রামকৃষ্ণ রায়

17. শিবায়ন এর কোন কবি "দ্বিজ কবিচন্দ্র" ভনিতা ব্যবহার করেছেন?
(ক)কবি রামকৃষ্ণ রায়
(খ)শংকর চক্রবর্তী
(গ)রামেশ্বর চক্রবর্তী
(ঘ)দ্বিজ রামচন্দ্র

শংকর চক্রবর্তী

18. শংকর চক্রবর্তীর কাব্যের নাম কি?
(ক)হরপার্ব্বতী মঙ্গল
(খ)গৌরিমঙ্গল
(গ)শিবমঙ্গল
(ঘ) বৈদ্যনাথ মঙ্গল

শিবমঙ্গল

19. অন্নদামঙ্গল কাব্য কার লেখা?
(কে) ভারত চন্দ্রের
(খ) ব্যসদেবের
(গ) নারদ মুনির
(ঘ) ভবানী দাসের

ভারত চন্দ্রের

20. অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ রয়েছে?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি

তিনটি

21. হরপ্রসাদ শাস্ত্ৰী মহাশয় চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কার করেছিলেন ?
ক. ১৯০৬ খ্রি.
খ. ১৯০৯ খ্রি.
গ. ১৯০৭ খ্রি.
ঘ. ১৯০৮ খ্রি.

১৯০৭ খ্রি.

22. চর্যাপদের মোট পদ কতগুলি ?
ক. ২৩টি
খ. সাড়ে ৪৬টি

গ. সাড়ে ৪৮টি
ঘ. ৩২ টি

সাড়ে ৪৬টি

23. চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা কাকে বলা হয় ?
ক. লুই পা
খ. শান্তি পা
গ. শবর পা
ঘ. কাহ্ন পা

কাহ্ন পা

24. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ কত সালে আবিষ্কার করেন ?
ক. ১৯০৯ খ্রি.
খ. ১৯১১ খ্রি.
গ. ১৯০৭ খ্রি.
ঘ. ১৯১৩ খ্রি.

১৯০৯ খ্রি.

25. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতগুলি পদ রয়েছে ?
ক. ৩১৪ টি
খ. ৪১৮ টি
গ. ৫০০ টি
ঘ. ৬১৮ টি

৪১৮ টি

26. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল?
ক. শ্রীকৃষ্ণ সন্দর্ভ
খ. শ্রীকৃষ্ণ লীলা
গ. শ্রীকৃষ্ণ বিলাস
ঘ. শ্রীকৃষ্ণ বিজয়

শ্রীকৃষ্ণ সন্দর্ভ

27. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড সংখ্যা কত ?
ক. ১৮ টি
খ. ১১ টি
গ. ১৩ টি
ঘ. ২১ টি

১৩ টি

28. মনসামঙ্গল কাব্যধারার কবি কানা হরি দত্তের কাব্যের নাম কী?
ক. পদ্মাপুরাণ
খ. মনসা বিজয়
গ. মনসাপুরাণ
ঘ. মনসামঙ্গল

মনসামঙ্গল

29. 'মুর্খে রচিলা গীত না জানে মাহাত্ম' কার সম্পর্কে একথা বলা হয়েছে ?
ক. বিজয়গুপ্ত
খ. কানা হরিদও
গ. কেতকা দাস
ঘ. নারায়ন দেব

কানা হরিদও

30. মনসামঙ্গল কাব্যের মধ্যে কার লেখাটি প্রথম মুদ্রিত হয়?
ক. কেতকাদাসের কাব্য
খ. বিজয় গুপ্তের কাব্য
গ. নারায়ন দেবের কাব্য
ঘ. তন্ত্র বিভূতির কাব্য

কেতকাদাসের কাব্য

31. মনসামঙ্গলকাব্য ধারার কোন কবি 'গুনরাজ ' উপাধি পেয়েছেন ?
ক. তন্ত্র বিভূতি
খ. ষষ্ঠীবর দণ্ড
গ. বিপ্রদাস পিপলাই
ঘ. বিজয় গুপ্ত

ষষ্ঠীবর দণ্ড

32. চন্ডীমঙ্গলের কাহিনী অনুসারে কালকেতুর কত বছর বয়সে বিবাহ হয় ?
ক. ১৩ বছর
খ. ১৪ বছর
গ. ১১ বছর
ঘ. ১২ বছর


১৩ বছর

33. ধনপতি সদাগরের কথা 'চন্ডীমঙ্গলের' কোন খন্ডে পাওয়া যায়?
ক. আখেটিক খন্ডে
খ. দেব খন্ডে
গ. বণিক খন্ডে
ঘ. আত্মপরিচয় খন্ডে

বণিক খন্ডে

34 . ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৬ টি

২ টি

35. ভারতচন্দ্রের অন্যদামঙ্গল কাব্যের পৃষ্ঠপোষক কে ছিলেন ?
ক. রাজা কৃষ্ণচন্দ্র
খ. লক্ষন সেন
গ. শশাঙ্ক
ঘ. মানসিংহ

রাজা কৃষ্ণচন্দ্র

36. গোরক্ষনাথ কোন কাব্যের চরিত্র ?
ক. গোরক্ষ লীলা
খ. গোরক্ষ বিজয়
গ. গৌরাঙ্গ বিজয়
ঘ. গৌর গণদ্দেশ দীপিকা

গোরক্ষ বিজয়

37. গোরক্ষনাথ কার শিষ্য ছিলেন ?
ক. শ্রী চৈতন্যের
খ. হাড়িপা-র
গ. মিননাথের
ঘ. কানুপা-র

মিননাথের

38. গোপীচন্দ্রের গান কয়টি খন্ডে বিভক্ত ?
ক. ৩ টি
খ. ৪ টি
গ. ৫ টি
ঘ. ৬ টি

৫ টি

39. ধর্মমঙ্গল কাব্যের প্রাচীন নাম কি ?
ক. হাকন্দ পুরাণ
খ. শূন্য পুরাণ
গ. বৌদ্ধ পুরাণ
ঘ. শ্রীধর্মপুরাণ

হাকন্দ পুরাণ

40. কার লেখা চণ্ডীমঙ্গল পূর্ববঙ্গে 'জাগরণ' নামে পরিচিত?
ক. মুকুন্দরাম চক্রবর্তীর
খ. দ্বিজ মাধবের
গ. দ্বিজ রামদেবের
ঘ. মুক্তারাম সেনের

দ্বিজ মাধবের







Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...