ধর্মমঙ্গল কাব্য | Dharmamangal kabya | bangla sahityer itihas | ধর্মমঙ্গল কাব্যের অতিগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | wbssc 2020 | wbssc bengali |
ধর্মমঙ্গল কাব্য
1. ধর্মমঙ্গলের দেবতা কোথায় পূজিত হন?
উঃ রাঢ অঞ্চলে৷
2. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ধর্ম ঠাকুরকে কী বলে উল্লেখ করেছেন ?
উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ধর্ম ঠাকুরকে প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা বলে উল্লেখ করেছেন৷
3. 'ধর্ম' শব্দটি এসেছে কোথা থেকে ?
উঃ ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে ধর্ম শব্দটি এসেছে কুর্মপূজক কোনো অনার্য জাতির ভাষা থেকে৷
4. ডঃ সুকুমার সেন ধর্ম ঠাকুরের মধ্যে কোন কোন দেবতার প্রভাব লক্ষ করেছেন ?
উঃ ডঃ সুকুমার সেন ধর্ম ঠাকুরের মধ্যে শিব, বরুণ ও যমের প্রভাব লক্ষ করেছেন৷
5. ধর্ম ঠাকুরের রূপ কল্পনার মুলে রয়েছেন কোন দেবতা?
উঃ সূর্য দেবতা৷
6. ধর্ম দেবতা কূপিত হলে কোন রোগ হয় ?
উঃ কুষ্ঠ রোগ হয়৷
7. ধর্মের আসল পুরোহিত কারা ?
উঃ ডোম।
8. ধর্মমঙ্গলের কাহিনী কয়টি ও কী কী ?
উঃ ধর্মমঙ্গলের কাহিনী দুইটি। সেগুলো হল- ১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনী৷ ২. লাউসেনের কাহিনী।
9. রাজা হরিশ্চন্দ্র কোন দেবতার কৃপায় পুত্র বর লাভ করেছিলেন?
উঃ ধর্ম ঠাকুরের।
10. ধর্মমঙ্গলের আদি কবি কে ছিলেন ?
উঃ ধর্মমঙ্গের আদি কবি হলেন ময়ূর ভট্ট ।
11. ময়ূর ভট্টের কাব্যের নাম কী? এটি কে প্রকাশ করেন ?
উঃ ময়ূর ভট্টের কাব্যের নাম হল 'শ্রীধর্মপুরাণ'। কাব্যটি প্রকাশ করেন বসন্তকুমার চট্টোপাধ্যায় ।
12. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি শ্যামপন্ডিতের কাব্য রচনা কাল কত ?
উঃ সপ্তদশ শতকের মাঝামাঝি৷
13. ঘনরাম ছাড়া ধর্মমঙ্গল কাব্যধারার আর একজন উল্লেখযোগ্য কবি কে ?
উঃ রুপরাম চক্রবর্তী ।
14. রুপরাম চক্রবর্তীর কাব্যের রচনা কাল কত?
উঃ ডঃ আশুতোষ ভট্টাচার্যের মতে এই কাব্য রচিত হয় ষোড়শ শতকের শেষ দিকে । ডঃ সুকুমার সেনের মতে এই কাব্যের রচনা কাল ১৬৪৯-৫০ খ্রীস্টাব্দ।
15. ধর্মপূজার আদি পুরোহিত নামে কে পরিচিত ?
উঃ ধর্মপূজার আদি পুরোহিত নামে পরিচিত রামাই পন্ডিত ।
16. ধর্মপূজা ও ব্রত সম্বন্ধে রামাই পন্ডিতের ভনিতা যুক্ত যে ছড়াগুলি পাওয়া যায় তা কী নামে পরিচিত?
উঃ 'সংজাত খন্ড' নামে পরিচিত ।
17. 'শূন্যপুরাণ' এর রচয়িতা কে ?
উঃ 'শূন্যপুরাণ' এর রচয়িতা হলেন রামাই পন্ডিত ।
18. রামাই পন্ডিতের 'শূন্যপুরাণ' কে আবিষ্কার ও সম্পাদনা করেন ?
উঃ নগেন্দ্রনাথ বসু ।
19. রুপরাম চক্রবর্তীর কাব্যের নাম কী ?
উঃ অনাদ্যমঙ্গল।
20. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি রুপরাম চক্রবর্তীর জন্ম কোথায়?
উঃ বর্ধমান জেলায় দক্ষিণে কাইতি শ্রীরামপুরে ।
21. ধর্মমঙ্গল কাব্যধারার কবি রামদাস আদকের আবির্ভাব কাল কত ?
উঃ সপ্তদশ শতাব্দী ।
22. রামদাস আদকের কাব্যের নাম কী ?
উঃ অনাদিমঙ্গল ।
23. রামদাস আদকের অনাদিমঙ্গলের সম্পাদনা কে করেন?
উঃ অধ্যাপক বসন্তকুমার ।
24. রামদাস আদকের জন্ম কোথায়?
উঃ আরামবাগের নিকট এক গ্রামে চাষি কৈবর্ত বংশে।
25. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি রামদাস আদকের কাব্যের রচনা কাল কি?
উঃ 'অনাদ্যমঙ্গলের' পুঁথি অনুসারে কাব্যটি ১৫৮৪ শকে বা ১৬৬২ খ্রী. রচিত হয়েছিল ।
26. সীতারাম দাসের ধর্মমঙ্গল কাব্য রচনা কাল উল্লেখ করুন?
উঃ ১৬৯৮-৯৯ খ্রী.
27. ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে?
উঃ ঘনরাম চক্রবর্তী ।
28. ঘনরামের ধর্মমঙ্গল কাব্যের নাম কী ?
উঃ ধর্মমঙ্গল ।
29. সহদেব চক্রবর্তীর কাব্য কী নামে পরিচিত?
উঃ অনিলপুরাণ ।
Comments
Post a Comment