Skip to main content

ধর্মমঙ্গল কাব্য | Dharmamangal kabya | bangla sahityer itihas | ধর্মমঙ্গল কাব্যের অতিগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | wbssc 2020 | wbssc bengali |

ধর্মমঙ্গল কাব্য

1. ধর্মমঙ্গলের দেবতা কোথায় পূজিত হন?
উঃ রাঢ অঞ্চলে৷ 
2. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ধর্ম ঠাকুরকে কী বলে উল্লেখ করেছেন ?
উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ধর্ম ঠাকুরকে প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা বলে উল্লেখ করেছেন৷
3. 'ধর্ম' শব্দটি এসেছে কোথা থেকে ? 
উঃ ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে ধর্ম শব্দটি এসেছে কুর্মপূজক কোনো অনার্য জাতির ভাষা থেকে৷
4. ডঃ সুকুমার সেন ধর্ম ঠাকুরের মধ্যে কোন কোন দেবতার প্রভাব লক্ষ করেছেন ? 
উঃ ডঃ সুকুমার সেন ধর্ম ঠাকুরের মধ্যে শিব, বরুণ ও যমের প্রভাব লক্ষ করেছেন৷
5. ধর্ম ঠাকুরের রূপ কল্পনার মুলে রয়েছেন কোন দেবতা?
উঃ সূর্য দেবতা৷
6. ধর্ম দেবতা কূপিত হলে কোন রোগ হয় ? 
উঃ কুষ্ঠ রোগ হয়৷
7. ধর্মের আসল পুরোহিত কারা ? 
উঃ ডোম।
8. ধর্মমঙ্গলের কাহিনী কয়টি ও কী কী ? 
উঃ ধর্মমঙ্গলের কাহিনী দুইটি। সেগুলো হল- ১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনী৷  ২. লাউসেনের কাহিনী।
9. রাজা হরিশ্চন্দ্র কোন দেবতার কৃপায় পুত্র বর লাভ করেছিলেন?
উঃ ধর্ম ঠাকুরের।
10. ধর্মমঙ্গলের আদি কবি কে ছিলেন ? 
উঃ ধর্মমঙ্গের আদি কবি হলেন ময়ূর ভট্ট ।
11. ময়ূর ভট্টের কাব্যের নাম কী? এটি কে প্রকাশ করেন ? 
উঃ ময়ূর ভট্টের কাব্যের নাম হল 'শ্রীধর্মপুরাণ'। কাব্যটি প্রকাশ করেন বসন্তকুমার চট্টোপাধ্যায় ।
12. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি শ্যামপন্ডিতের কাব্য রচনা কাল কত ? 
উঃ সপ্তদশ শতকের মাঝামাঝি৷
13. ঘনরাম ছাড়া ধর্মমঙ্গল কাব্যধারার আর একজন উল্লেখযোগ্য কবি কে ? 
উঃ রুপরাম চক্রবর্তী ।
14. রুপরাম চক্রবর্তীর কাব্যের রচনা কাল কত?
উঃ ডঃ আশুতোষ ভট্টাচার্যের মতে এই কাব্য রচিত হয় ষোড়শ শতকের শেষ দিকে । ডঃ সুকুমার সেনের মতে এই কাব্যের রচনা কাল ১৬৪৯-৫০ খ্রীস্টাব্দ।
15. ধর্মপূজার আদি পুরোহিত নামে কে পরিচিত ? 
উঃ ধর্মপূজার আদি পুরোহিত নামে পরিচিত রামাই পন্ডিত ।
16. ধর্মপূজা ও ব্রত সম্বন্ধে রামাই পন্ডিতের ভনিতা যুক্ত যে ছড়াগুলি পাওয়া যায় তা কী নামে পরিচিত?
উঃ 'সংজাত খন্ড' নামে পরিচিত ।
17. 'শূন্যপুরাণ' এর রচয়িতা কে ? 
উঃ 'শূন্যপুরাণ' এর রচয়িতা হলেন রামাই পন্ডিত ।
18. রামাই পন্ডিতের 'শূন্যপুরাণ' কে আবিষ্কার ও সম্পাদনা করেন ?
উঃ নগেন্দ্রনাথ বসু ।
19. রুপরাম চক্রবর্তীর কাব্যের নাম কী ?
উঃ অনাদ্যমঙ্গল।
 20. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি রুপরাম চক্রবর্তীর জন্ম কোথায়?
উঃ বর্ধমান জেলায় দক্ষিণে কাইতি শ্রীরামপুরে ।
21. ধর্মমঙ্গল কাব্যধারার কবি রামদাস আদকের আবির্ভাব কাল কত ? 
উঃ সপ্তদশ শতাব্দী ।
22. রামদাস আদকের কাব্যের নাম কী ? 
উঃ অনাদিমঙ্গল ।
23. রামদাস আদকের অনাদিমঙ্গলের সম্পাদনা কে করেন?
উঃ অধ্যাপক বসন্তকুমার ।
24. রামদাস আদকের জন্ম কোথায়?
উঃ আরামবাগের নিকট এক গ্রামে চাষি কৈবর্ত বংশে।
25. ধর্মমঙ্গল কাব্য ধারার কবি রামদাস আদকের কাব্যের রচনা কাল কি?
উঃ 'অনাদ্যমঙ্গলের' পুঁথি অনুসারে কাব্যটি ১৫৮৪ শকে বা ১৬৬২ খ্রী. রচিত হয়েছিল ।
26. সীতারাম দাসের ধর্মমঙ্গল কাব্য রচনা কাল উল্লেখ করুন?
উঃ ১৬৯৮-৯৯ খ্রী.
27. ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে?
উঃ ঘনরাম চক্রবর্তী ।
28. ঘনরামের ধর্মমঙ্গল কাব্যের নাম কী ? 
উঃ ধর্মমঙ্গল ।
29. সহদেব চক্রবর্তীর কাব্য কী নামে পরিচিত?
উঃ অনিলপুরাণ ।                                                                               
        
                                              
           
                                                                                          

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...