অনুবাদ সাহিত্য 1. রামায়ণের আদি কবি কে? উঃ বাল্মীকি। 2. বাল্মিকী রামায়ণ কয়টি কান্ডে বিভক্ত ও কয়টি শ্লোকে রচিত? উঃ সপ্তকান্ডে বিভক্ত - বালকান্ড,অযোদ্ধা কান্ড, অরণ্যকান্ড, কিষ্কিন্ধ্যাকান্ড, সুন্দর কান্ড,লঙ্কাকান্ড ও উত্তরকান্ড।২৪০০০ শ্লোকে রচিত। 3. বাল্মিকী রামায়ণের রচনাকাল কত? উঃ বাল্মিকী রামায়ণের রচনা কাল নিয়ে নানা বিতর্ক আছে শুধু এটুকু বলা যায় যে ৬৬০ খ্রীস্টপূর্বাব্দের পরে রচিত শতপথ ব্রাহ্মণে চ্যবণ নামে যে মুনির কথা আছে তিনি নাকি আদি রচনাকার হিসাবে রামায়ণ রচনার চেষ্টা করেন। অশ্বঘোষ তাঁর "বুদ্ধচরিতে" (খ্রী. ১ম অব্দে) এই বিষয়ে ধারণা দেন যে চ্যবন রামায়ণ রচনায় ব্যর্থ হলে তাঁর বংশধর বাল্মিকী এই মহাকাব্যটি রচনা করেন। 4. 'রামচরিতমানস' কে রচনা করেন? উঃ তুলসীদাস। 5. রামায়ণের আদিতম পরিচয় কোথায় পাওয়া যায়? উঃ পালি ভাষায় রচিত 'দশরথ জাতকে'র তেরোটি 'গাথায়'। 6. বাল্মিকী 'রামায়ণের' বাংলায় ভাবানুবাদ কে করেন? উঃ কবি কৃত্তিবাস ওঝা। 7. বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবি কাকে বলা হয়? উঃ কৃত্তিবাসকে। 8. কবি কৃত্তিবাসের সংক্ষিপ্...
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.