Skip to main content

Posts

Showing posts from June, 2020

অনুবাদ সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ | wbssc bengali | slst bengali |

অনুবাদ সাহিত্য     1. রামায়ণের আদি কবি কে?  উঃ বাল্মীকি। 2. বাল্মিকী রামায়ণ কয়টি কান্ডে বিভক্ত ও কয়টি শ্লোকে রচিত?  উঃ সপ্তকান্ডে বিভক্ত - বালকান্ড,অযোদ্ধা কান্ড, অরণ্যকান্ড, কিষ্কিন্ধ্যাকান্ড, সুন্দর কান্ড,লঙ্কাকান্ড ও উত্তরকান্ড।২৪০০০ শ্লোকে রচিত।  3. বাল্মিকী রামায়ণের রচনাকাল কত? উঃ বাল্মিকী রামায়ণের রচনা কাল নিয়ে নানা বিতর্ক আছে শুধু এটুকু বলা যায় যে ৬৬০ খ্রীস্টপূর্বাব্দের পরে রচিত শতপথ ব্রাহ্মণে চ্যবণ নামে যে মুনির কথা আছে তিনি নাকি আদি রচনাকার হিসাবে রামায়ণ রচনার চেষ্টা করেন। অশ্বঘোষ তাঁর "বুদ্ধচরিতে" (খ্রী. ১ম অব্দে) এই বিষয়ে ধারণা দেন যে চ্যবন  রামায়ণ রচনায় ব্যর্থ হলে তাঁর বংশধর বাল্মিকী  এই মহাকাব্যটি রচনা করেন।  4. 'রামচরিতমানস' কে রচনা করেন?  উঃ তুলসীদাস।  5. রামায়ণের আদিতম পরিচয় কোথায় পাওয়া যায়?  উঃ পালি ভাষায় রচিত 'দশরথ জাতকে'র তেরোটি 'গাথায়'। 6. বাল্মিকী 'রামায়ণের' বাংলায় ভাবানুবাদ কে করেন? উঃ কবি কৃত্তিবাস ওঝা।  7. বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবি  কাকে বলা হয়?  উঃ কৃত্তিবাসকে। 8. কবি কৃত্তিবাসের সংক্ষিপ্...

Lucent Gk | Lucent Gk History | gk questions | General Knowledge

LUCENT GK HISTORY PART = 1   LUCENT GK 1. भारत का सर्व प्राचीन धर्मग्रन्थ क्या है? Ans. वेद है  2. वेद का संकलनकर्ता किसको माना जाता है? Ans. कृष्ण द्वैपायन वेदव्यास को  3. वेद का संख्या कितनी है? Ans. चार  4. चार वेदों को क्या कहा जाता है ? Ans. संहिता कहा जाता है  5. सबसे प्राचीन वेद क्या है ? Ans. ऋग्वेद है  6. सबसे नविन वेद क्या है ? Ans. अथर्ववेद  7. कोनसी वेद में परीक्षित को कुरुओं का राजा कहा गया ? Ans. अथर्ववेद में  8. पुराण का संख्या कितनी है ? Ans. 18 है  9. सबसे प्राचीन पुराण क्या है ? Ans. मत्स्यपुराण है  10. पुराण कौन सा भाषा में लिखा गया ? Ans. संस्कृत भाषा में  11. गौतम बुद्ध का पूर्वजन्म की कहानी कहाँ पर वर्णित है ? Ans. जातक में  12. महात्मा बुद्ध की जीवन-चरित किस ग्रन्थ में वर्णित है ? Ans. हीनयान का प्रमुख ग्रंथ कथावस्तु में  13. जैन साहित्य को क्या कहा जाता है ? Ans. जैन साहित्य को आगम कहा जाता है  14. जैनधर्म का प्रारंभिक इतिहास कहाँ से जाना जाता है ? Ans. कल्पसूत्र से  15. अर्थशास्त्र का लेख...

চৈতন্য জীবনী সাহিত্য | bangla sahityer itihas | Bangla sahitya | WBSSC | ssc bengali

চৈতন্য জীবনী সাহিত্য চৈতন্য মহাপ্রভু  1. চৈতন্য জীবনী সাহিত্য কী?  উঃ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনীকে  অবলম্বন করে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছিল  তা-ই চৈতন্য জীবনী সাহিত্য নামে পরিচিত।  2. শ্রী চৈতন্যের সংক্ষিপ্ত পরিচয় দাও?  উঃ শ্রী চৈতন্যের ১৪৮৬ খ্রিঃ – ১৫৩৩ খ্রিঃ  জন্ম  নবদ্বীপে। তাঁর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন  বৈদিক ব্রাহ্মণ এবং মাতা শচী দেবী। তাঁদের  প্রথম সন্তান বিশ্বরূপ অল্প বয়সে সন্যাসী হয়ে  গৃহ ত্যাগ করেন। তার পরে শচীমাতার কয়েকটি  সন্তান মারা যাওয়ার পর তাঁর সর্বকনিষ্ঠ সন্তান  রূপে শ্রী চৈতন্য দেব জন্ম গ্রহণ করেন। শ্রী চৈতন্য  দেব বাল্যকালে নিমাই, যৌবনে গৌরাঙ্গ বা গোরা  এবং সন্যাস গ্রহনের পর শ্রীকৃষ্ণ চৈতন্য  - সংক্ষেপে  শ্রীচৈতন্য নামে প্রসিদ্ধ হন।  3. চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে আদি গ্রন্থ  কোনটি?   উঃ মুরারি গুপ্ত রচিত 'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম'। মুরারি গুপ্ত শ্রী  চৈতন্যের সহপাঠী ছিলেন, পরে তাঁর ভক্ত ও  অন্তরঙ্গ হয়েছিলেন।  4. মুরারি গুপ্তের 'শ্রীকৃষ্ণচৈতন...

ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য

 1. স্থাপত্যের নাম   তাজমহল    সময়কাল    ১৬৩২-১৬৫৩   অবস্থান    আগ্রা   প্রতিষ্ঠাতা    মুঘল সম্রাট শাহজাহান     গুরুত্বপূর্ণ তথ্য    ভারতবর্ষের স্থাপত্যগুলির মধ্যে শ্রেষ্ঠতম হল তাজমহল শাহজাহান তার প্রিয় পত্নীর স্মৃতির উদ্দেশ্যে আগ্রা শহরে যমুনা নদীর তীরে এটি স্থাপন করেন ।                  2. স্থাপত্যের নাম  সাঁচির স্তুপ      সময়কাল    খ্রীস্টপূর্ব তৃতীয় শতক      অবস্থান    ভোপাল শহরের কাছে ( মধ্যপ্রদেশ )      প্রতিষ্ঠাতা    মৌর্য সম্রাট অশোক    গুরুত্বপূর্ণ তথ্য    বৌদ্ধ ভিক্ষুকদের কাছে এই স্থাপত্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । UNESCO ১৯৮৯ সালে এই স্থাপত্যটিকে বিশ্ব ঐতিহ্যবাহি স্থানের স্বীকৃতি দেয়৷             3. স্থাপত্যের নাম   অজন্তা গুহা    সময়কাল    খ্রীস্টপূর্ব দ্বিতীয় শতক ...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...

বৈষ্ণব পদাবলী ২ | বৈষ্ণব পদাবলী | wbssc bengali | school service Commission

বৈষ্ণব পদাবলী   11. জ্ঞানদাসের পরিচয় দাও ?    উঃ  জ্ঞানদাস হল চৈতন্য পরবর্তী পদকর্তা।জ্ঞানদাসের জন্ম আনুমানিক ১৫৩০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে, জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান (অধুনা পূর্ব বর্ধমান) জেলার  কাটোয়ার নিকটবর্তী কাঁদড়া গ্রামে। তিনি ব্রজবুলি ও বাংলা ভাষায় পদ রচনা করেছেন ।  12.  জ্ঞানদাস কতগুলি পদ রচনা করেছেন ?  উঃ  পদকল্পতরুতে  জ্ঞানদাস ভনিতাযুক্ত ১৮৬ টি পদ পাওয়া যায়৷ যার মধ্যে ব্রজবুলির পদ রয়েছে১০৫ টি  ও বাংলা পদ ৮১ টি৷  13.জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয় ?  উঃ জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় ।  14. জ্ঞানদাসের কিছু পদ - ->দেইখা আইলাম তারে  ->পুলক ঢাকিতে করি কত পরকার  ->রূপ লাগি আঁখি ঝুরে গুণে ঘন ভোর   ->কানু অনুরাগে হৃদয় ভেল কাতর ->সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু     15. পদাবলীর চণ্ডীদাসের পরিচয় দাও ?  উঃ পদাবলীর চণ্ডীদাসের প্রামাণ্য জীবনী পাওয়া  যায় নি। তিনি চতুর্দশ শতকের শেষভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেন । মতান্তরে  বাঁকুড়ার ...

বৈষ্ণব পদাবলী | wbssc bengali | school service Commission

বৈষ্ণব পদাবলী 1. কবি বিদ্যাপতির সংক্ষিপ্ত পরিচয় দাও?  উঃ কবি বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজ শিব  সিংহের সভাকবি ।  কবি বিদ্যাপতির জন্ম ১৩৮০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে এবং ১৪৬০ খ্রিস্টাব্দের  কাছাকাছি সময়ে তাঁর মৃত্যু হয় ।  2. বিদ্যাপতির উপাধি কী ছিল? উঃ কবিকন্ঠহার ।  3. বিদ্যাপতি কয়টি পদ রচনা করেন? উঃ ডঃ বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতির অকৃত্রিম প্রায় ৮০০ টি পদ রয়েছে। এই পদ গুলির মধ্যে ৩৮৪ টি পদে রাধা কৃষ্ণের কোনো উল্লেখ নেই  এবং ৩৫ টি পদ হরগৌর ও গঙ্গা বিষয়ক ।  3. বিদ্যাপতির কৌলিক উপাধি কী ছিল ?  উঃ 'ঠক্কুর' বা 'ঠাকুর'। 4. বিদ্যাপতিকে অভিনব জয়দেব কেন বলা হয়? উঃ বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীতগোবিন্দের  প্রভাব রয়েছে ।   5. বিদ্যাপতি রচিত গ্রন্থ কী কী ?  উঃ বিদ্যাপতি রচিত গ্রন্থ গুলি হল - ভূ পরিক্রমা, পুরুষ পরীক্ষা, কীর্তিপতাকা, লিখনাবলী ।  6. বিদ্যাপতির শ্রেষ্ঠত্য কোন পর্যায়ের পদ রচনায়? উঃ পূর্বরাগ ।  7. কবি বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে মধ্যযুগের  'কবি সার্বভৌম' ও 'খেলন কবি' বলেছেন?  উঃ কীর্তিলতা কাব্যে । ...