বৈষ্ণব পদাবলী
1. কবি বিদ্যাপতির সংক্ষিপ্ত পরিচয় দাও?
উঃ কবি বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজ শিব
সিংহের সভাকবি । কবি বিদ্যাপতির জন্ম ১৩৮০
খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে এবং ১৪৬০ খ্রিস্টাব্দের
কাছাকাছি সময়ে তাঁর মৃত্যু হয় ।
2. বিদ্যাপতির উপাধি কী ছিল?
উঃ কবিকন্ঠহার ।
3. বিদ্যাপতি কয়টি পদ রচনা করেন?
উঃ ডঃ বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতির
অকৃত্রিম প্রায় ৮০০ টি পদ রয়েছে। এই পদ গুলির
মধ্যে ৩৮৪ টি পদে রাধা কৃষ্ণের কোনো উল্লেখ নেই
এবং ৩৫ টি পদ হরগৌর ও গঙ্গা বিষয়ক ।
3. বিদ্যাপতির কৌলিক উপাধি কী ছিল ?
উঃ 'ঠক্কুর' বা 'ঠাকুর'।
4. বিদ্যাপতিকে অভিনব জয়দেব কেন বলা হয়?
উঃ বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীতগোবিন্দের
প্রভাব রয়েছে ।
5. বিদ্যাপতি রচিত গ্রন্থ কী কী ?
উঃ বিদ্যাপতি রচিত গ্রন্থ গুলি হল - ভূ পরিক্রমা, পুরুষ
পরীক্ষা, কীর্তিপতাকা, লিখনাবলী ।
6. বিদ্যাপতির শ্রেষ্ঠত্য কোন পর্যায়ের পদ রচনায়?
উঃ পূর্বরাগ ।
7. কবি বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে মধ্যযুগের
'কবি সার্বভৌম' ও 'খেলন কবি' বলেছেন?
উঃ কীর্তিলতা কাব্যে ।
8. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন?
উঃ ব্রজবুলি।
ব্রজবুলি হল মৈথিলী ও বাংলা ভাষার সংমিশ্রণে তৈরি কৃত্তিম কবি ভাষা ।
9. মিথিলার কবি বিদ্যাপতি বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত
হবার কারণ কী?
উঃ মিথিলার সঙ্গে বঙ্গদেশের সাংস্কৃতিক যোগাযোগ ছিল। ষোড়শ শতকে চৈতন্যদেব বিদ্যাপতির অপুর্ব
সুন্দর বৈষ্ণবপদগুলি আস্বাদন করতেন, বিদ্যাপতি
চৈতন্যের প্রিয় বলে বাঙালিরও প্রিয় কবি হয়ে উঠলেন।
10. বিদ্যাপতি রচিত পদ ও তার পর্যায় -
- নহাই উঠলো তীরে রাই কমলমুখী - পূর্বরাগ
- হাথক দরপন মাথক ফুল - পূর্বরাগ
- সখী হে আজ জায়ব মোয়ী - অভিসার
- অব মথুরাপুর মাধব গেল - মাথুর
- এ সখী হামারি দুখের নাহি ওর - মাথুর
- পিয়া যব আয়ব এ মঝু গেহে - ভাবোল্লাস
- কি কহব রে সখি আনন্দ ওর - ভাবোল্লাস
- মাধব বহুত মিনতি করি তোয় - প্রার্থনা
Comments
Post a Comment