Skip to main content

বৈষ্ণব পদাবলী ২ | বৈষ্ণব পদাবলী | wbssc bengali | school service Commission

বৈষ্ণব পদাবলী

  11. জ্ঞানদাসের পরিচয় দাও ? 
 উঃ  জ্ঞানদাস হল চৈতন্য পরবর্তী পদকর্তা।জ্ঞানদাসের
জন্ম আনুমানিক ১৫৩০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে,
জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান (অধুনা পূর্ব বর্ধমান) জেলার 
কাটোয়ার নিকটবর্তী কাঁদড়া গ্রামে। তিনি ব্রজবুলি ও বাংলা ভাষায় পদ রচনা করেছেন । 
12. জ্ঞানদাস কতগুলি পদ রচনা করেছেন ? 
উঃ  পদকল্পতরুতে  জ্ঞানদাস ভনিতাযুক্ত ১৮৬ টি পদ
পাওয়া যায়৷ যার মধ্যে ব্রজবুলির পদ রয়েছে১০৫ টি 
ও বাংলা পদ ৮১ টি৷ 
13.জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয় ? 
উঃ জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় । 
14. জ্ঞানদাসের কিছু পদ -

->দেইখা আইলাম তারে 
->পুলক ঢাকিতে করি কত পরকার 
->রূপ লাগি আঁখি ঝুরে গুণে ঘন ভোর  
->কানু অনুরাগে হৃদয় ভেল কাতর
->সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু    
15. পদাবলীর চণ্ডীদাসের পরিচয় দাও ? 
উঃ পদাবলীর চণ্ডীদাসের প্রামাণ্য জীবনী পাওয়া 
যায় নি। তিনি চতুর্দশ শতকের শেষভাগে বীরভূম
জেলার নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেন । মতান্তরে 
বাঁকুড়ার ছাতনা গ্রামে 
16. চণ্ডীদাসের জীবনী বিষয়ক গ্রন্থ কে লেখেন ? 
উঃ কৃষ্ণ প্রসাদ সেন।
17. কোন কাব্য আবিস্কারের পর চণ্ডীদাসের সমস্যা 
জোড়ালো হয়ে ওঠে ? 
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
18. চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব কোন শ্রেনীর পদ রচনায় ? 
উঃ  চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব আক্ষেপানুরাগের পদ 
রচনায় । 
19. চণ্ডীদাসের কিছু পদ-
-> রাধার কি হইল অন্তরে ব্যথা
-> এ ঘোর রজনী মেঘের ঘটা
-> কি মোহিনী জান বঁধূ কি মোহিনী জান 
-> যত নিবারিয়ে চাই নিবার না যায় রে
-> সই, কে বলে পিরীতি ভাল 
-> সই কেমনে ধরিব হিয়া  
20. বৈষ্ণব পদকর্তা গোবিন্দদাসের সংক্ষিপ্ত পরিচয়
 দাও ? 
উঃ গোবিন্দদাস চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা।
তিনি ষোড়শ শতকের তৃতীয়- চতুর্থ দশকের কোনো
এক সময়ে জন্ম গ্রহণ করেন এবং সপ্তদশ শতকের
দ্বিতীয় দশক পর্যন্ত জীবিত ছিলেন । গোবিন্দদাস 
প্রথম জীবনে শক্তির উপাসক ছিলেন। পরে শ্রীনিবাস
আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন।
21. গোবিন্দদাসকে কৃষ্ণলীলা বিষয়ক রচনার আদেশ
কে দেন ? 
উঃ শ্রীনিবাস আচার্য । 
22. গোবিন্দদাসকে কবিরাজ উপাধি কে দেন ? 
উঃ বৃন্দাবনের গোস্বামীরা । 
23. গোবিন্দদাস কোন ভাষায় পদ রচনা করেছেন? 
উঃ গোবিন্দদাস ব্রজবুলি ও বাংলা ভাষায় পদ রচনা করেছেন । 
24. কৃষ্ণের রূপ বর্ননা বিষয়ক গোবিন্দূাসের দুটি পদ
উল্লেখ কর?
উঃ "নন্দ নন্দন চন্দ চন্দন /গন্ধ নিন্দিত অঙ্গ"
25. গোবিন্দদাসকে কার ভাবশিষ্য বলা হয় ? 
উঃ বিদ্যাপতির । 
26. বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ের পদ রচনায়? 
উঃ অভিসার । 
27. গোবিন্দদাসের লেখা নাটকটির নাম কী?
উঃ সঙ্গীত মাধব।
28. গোবিন্দদাস রচিত পদ সংখ্যা কত ? 
উঃ গোবিন্দদাসের পদ সংখ্যা প্রায় ৮০০ টি।
29. গোবিন্দদাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন ? 
উঃ বৈষ্ণব পদকর্তা বল্লভদাস ।                                                                                               
                                
           

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী