শাক্ত পদাবলী
1. শাক্ত পদাবলী কী?
উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা
শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ
রচিত হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে
পরিচিত।
2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা
যায়?
উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের
আকুতি।
3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়
কোথায় পাওয়া যায় ?
উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।
4. শাক্ত পদের আরেক নাম কী ?
উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে
গাওয়া হত তাই এরূপ নামকরন ।
5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?
উঃ রাম প্রসাদ সেন ।
6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?
উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম
প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ
এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ
করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।
7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?
উঃ "আমায় দাও মা তবিলদারি"
8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী?
উঃ রাম রাম সেন।
9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি
কে প্রদান করেন?
উঃ রাজা কৃষ্ণচন্দ্র।
10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন
কাব্য রচনা করেন?
উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকীর্তন'।
11. কবি রাম প্রসাদ সেন রচিত পদগুলিকে
কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ (ক) উমা বিষয়ক ( আগমনী - বিজয়া)
(খ) সাধন বিষয়ক (গ) জগজ্জননীর রূপ
(ঘ) তত্ত্বদর্শন বিষয়ক।
12. কবি রাম প্রসাদ সেনের মোট পদ কত?
উঃ প্রায় ৩০০টি।
13. শাক্ত পদাবলীর অন্য আর এক জন
জনপ্রিয় কবি কে?
উঃ কমলাকান্ত ভট্টাচার্য।
14. পদকর্তা কমলাকান্তের সংক্ষিপ্ত পরিচয়
দাও?
উঃ পদকর্তা কমলাকান্ত বর্ধমান জেলার
কালনায় জন্ম গ্রহণ করেন। পদকর্তা কমলাকান্তের জন্ম সাল কত, তা নিশ্চিত
রুপে জানা যায় নি। কিন্তু তিনি অষ্টাদশ
শতকের শেষভাগে জন্ম গ্রহণ করেন সে
বিষয়ে সকলেই নিশ্চিত। ঊনবিংশ শতাব্দীর
প্রথম দশক পর্যন্ত জীবিত ছিলেন।
15. শাক্ত পদকর্তা কমলাকান্ত কার গুরু
ছিলেন?
উঃ বর্ধমানাধিপতি তেজশ্চন্দ্রের গুরু এবং
তার সভাপণ্ডিত ছিলেন।
16. পদকর্তা কমলাকান্তের শ্রেষ্ঠত্ব কোন
পর্যায়ের পদ রচনায়?
উঃ আগমনী ও বিজয়ার। অধ্যাপক জাহ্নবী
কুমার চক্রবর্তী তাঁর রচিত পদ সম্পর্কে বলেছেন -" রামপ্রসাদে যে আগমনী গানের
সূচনা, কমলাকান্তে তাহার পুঙ্খানুপুঙ্খ বিস্তার।
17. কবি রাম প্রসাদ সেনের শ্রেষ্ঠত্ব কোন
পদ রচনায়?
উঃ সাধনা আশ্রয়ী পদ।
18. শাক্ত পদের আর কোন কোন কবি রয়েছে?
উঃ শম্ভুচন্দ্র,রামদুলাল নন্দী,দাশু রায়,মুজা
হুসেন,অ্যান্টনি ফিরিঙ্গি।
19. শাক্ত পদের কোন্ পদকর্তা কাঙাল ফিকির চাঁদ নামে পরিচিত?
উঃ হরিনাথ মজুমদার।
Comments
Post a Comment