Skip to main content

অনুবাদ সাহিত্য | বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ | wbssc bengali | slst bengali |

অনুবাদ সাহিত্য  

1. রামায়ণের আদি কবি কে? 
উঃ বাল্মীকি।
2. বাল্মিকী রামায়ণ কয়টি কান্ডে বিভক্ত
ও কয়টি শ্লোকে রচিত? 
উঃ সপ্তকান্ডে বিভক্ত - বালকান্ড,অযোদ্ধা
কান্ড, অরণ্যকান্ড, কিষ্কিন্ধ্যাকান্ড, সুন্দর
কান্ড,লঙ্কাকান্ড ও উত্তরকান্ড।২৪০০০
শ্লোকে রচিত। 
3. বাল্মিকী রামায়ণের রচনাকাল কত?
উঃ বাল্মিকী রামায়ণের রচনা কাল নিয়ে
নানা বিতর্ক আছে শুধু এটুকু বলা যায় যে
৬৬০ খ্রীস্টপূর্বাব্দের পরে রচিত শতপথ
ব্রাহ্মণে চ্যবণ নামে যে মুনির কথা আছে
তিনি নাকি আদি রচনাকার হিসাবে রামায়ণ
রচনার চেষ্টা করেন। অশ্বঘোষ তাঁর "বুদ্ধচরিতে"
(খ্রী. ১ম অব্দে) এই বিষয়ে ধারণা দেন যে চ্যবন
 রামায়ণ রচনায় ব্যর্থ হলে তাঁর বংশধর বাল্মিকী
 এই মহাকাব্যটি রচনা করেন। 
4. 'রামচরিতমানস' কে রচনা করেন? 
উঃ তুলসীদাস। 
5. রামায়ণের আদিতম পরিচয় কোথায়
পাওয়া যায়? 
উঃ পালি ভাষায় রচিত 'দশরথ জাতকে'র
তেরোটি 'গাথায়'।
6. বাল্মিকী 'রামায়ণের' বাংলায় ভাবানুবাদ
কে করেন?
উঃ কবি কৃত্তিবাস ওঝা। 
7. বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবি 
কাকে বলা হয়? 
উঃ কৃত্তিবাসকে।
8. কবি কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয় দিন?
উঃ রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝা চতুর্দশ
শতকের শেষের দিকে আনুমানিক ১৩৮৬-
১৩৯৮ খ্রি. জন্মগ্রহণ করেন নদীয়ার ফুলিয়া
গ্রামে। পিতার নাম বনমালী ওঝা, মাতার 
নাম মালিণী দেবী। কবি কৃত্তিবাসের জন্ম
কাল উল্লিখিত শ্লোক টি হল-
'আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস'
তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস'
শ্লোক থেকে বোঝা যায় কোনো এক মাঘ
মাসে শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কবি
জন্মেছেন। 
9. কবি কৃত্তিবাসের কাব্যের নাম কী
কাব্যটির রচনা কাল কত? 
উঃ কবি কৃত্তিবাস ওঝার কাব্যের নাম হল
'শ্রীরাম পাঁচালী'। কাব্যটির রচনা কাল 
আনুমানিক ১৪১৮ খ্রিস্টাব্দ। 
10. কৃত্তিবাসী রামায়ণের মুদ্রণ কবে ও 
কোথা থেকে হয়?
উঃ ১৮০২-১৮০৩ খ্রীস্টাব্দের মধ্যে উইলিয়াম
কেরীর উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে।
11. কবি কৃত্তিবাস ওঝা তাঁর কাব্যে মুল রামায়ণের 
কোন কোন অংশ বর্জন করেছেন?
উঃ কৃত্তিবাস বাল্মিকীর যে কাহিনী গুলি
বর্জন করেছেন সেগুলি হল -
কার্তিকের জন্ম, বশিষ্ট-বিশ্বামিত্র 
বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র 
কর্তৃক আদিত্য-হৃদয় স্তব পাঠ।
12. কবি কৃত্তিবাস তাঁর কাব্য কল্পনা বলে 
কোন কোন অংশ সংযোজন করেছেন?
উঃ  কবি কৃত্তিবাস তাঁর কাব্য কল্পনা 
বলে যে যে অংশ সংযোজন করেছেন 
সেগুলি হল- সৌদাস-দিলীপ-রঘুর কাহিনী,
দশরথের রাজ্যে শনির দৃষ্টি, গণেশের জন্ম,
সম্বরাসুর বধ, কৈকেয়ীর বর লাভ, হনুমান কতৃক 
সূর্যকে কক্ষতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ, তরণী 
সেন বৃত্তান্ত। 
13. কৃত্তিবাসের কাব্যে কতগুলি কান্ড 
রয়েছে? তাঁর কাব্যে কতগুলি শ্লোক রয়েছে?
উঃ ৭টি কান্ড রয়েছে, সেগুলি হল- আদি,
অযোধ্যা, কিষ্কিন্ধ্যা, সুন্দর, লঙ্কা ও উত্তর। 
কৃত্তিবাসের কাব্যের মোট শ্লোক রয়েছে -
২৪০০০ টি।
14. সংস্কৃত ভাষায় রচিত মহাভারতের আদি
কবি কে? তাঁর কাব্যের শ্লোক সংখ্যা কত? 
উঃ কৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাস। তাঁর কাব্যের 
শ্লোক সংখ্যা ৮৮০০, পরবর্তীকালে নানা 
ভাবে সংযোজিত হয়ে মহাভারতের শ্লোক
সংখ্যা দাঁড়ায় ২৪০০০।
15. মহাভারত অনুবাদকদের মধ্যে সর্বাপেক্ষা
জনপ্রিয় কবি কে? তাঁর আবির্ভাব সম্বন্ধে 
আলোচনা করুন? 
উঃ কাশীরাম দাস।কবির আবির্ভাব ষোড়শ
শতকের দ্বিতীয়ার্ধে।জন্মস্থান বর্ধমানের কাটোয়ার নিকটবর্তী সিঙ্গি গ্রামে।
16. কাশীরাম দাসের 'মহাভারতের' রচনা
কাল কী? 
উঃ ষোড়শ শতকের শেষ ভাগে।
17. কাশীরাম দাসের বংশ পরিচয় দিন?
উঃ কাশীরাম দাসের পিতা হলেন কমলাকান্ত
। কৃষ্ণরাম হল তিন ভাই এর মধ্যে একজন।
কাশীরামের দুই ভাই হল- কৃষ্ণরাম ও গদাধর। 
কবির অনুজ গদাধরের পুত্রের নাম হল -
নন্দরাম দাস।
18. কবি কাশীরাম দাসের পৈতৃক উপাধি কী
ছিল? 
উঃ দেব।
19. কাশীরাম দাসের গুরু কে?
উঃ অভিরাম। এই গুরুর উপদেশে কবি 
মহাভারত পাঁচালী রচনায় প্রবৃত্ত হন।
20. কবি কাশীরাম দাস মহাভারতের কয়টি
পর্ব রচনা করেছেন?
উঃ কাশীরাম দাস সমগ্র মহাভারতের অনুবাদ 
করেছিলেন কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের 
মতভেদ ঘটেছে। কারন কাশীরামের কোনো
কোনো পুঁথিতে আছে যে, মহাভারতের আদি
পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্বের
খানিকটা রচনার পর তিনি স্বর্গারোহন করেন
। মৃত্যু কাল নিকটবর্তী দেখে কাশীরাম তাঁর 
ভ্রাতুষ্পুত্র নন্দরামের ওপর অসমাপ্ত কাব্য 
সম্পুর্ন করার ভার দেন।অবশ্য কবির কনিষ্ঠ
ভ্রাতা গদাধর ( নন্দরামের পিতা ) বলেছেন
যে, তাঁর অগ্রজ কাশীরাম গোটা মহাভারত
রচনা করেন। 
21. কবিন্দ্র পরমেশ্বর কে ছিলেন? 
উঃ কবিন্দ্র পরমেশ্বর ছিলেন ষোড়শ শতকের
একজন মহাভারত অনুবাদক। তাঁর প্রকৃত 
নাম - পরমেশ্বর দাস।
22. কবি পরমেশ্বর দাসের উপাধি কী? 
কে এই উপাধি প্রদান করেন? 
উঃ কবিন্দ্র। পরাগল খান।
23. কবিন্দ্র পরমেশ্বর দাসের কাব্যের নাম
কী?
উঃ পান্ডব বিজয়। কাব্যটি মহাভারতের ১৮
টি পর্বের অনুবাদ। এটিকে বাংলায় লেখা
প্রথম মহাভারতের অনুবাদ মনে করা হয়। 
24. শ্রীকর নন্দী কার পৃষ্ঠপোষকতায় কাব্য
রচনা করেন? 
উঃ পরাগল খানের পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষ
-কতায় কাব্য রচনা করেন। 
25. শ্রীকর নন্দীর কাব্যের উৎস কী? তাঁর 
কাব্যের রচনা কাল  কী? 
উঃ জৈমিনি মহাভারতের অশ্বমেধ পর্ব। 
আনুমানিক ১৫১৮ খ্রিস্টাব্দ। 
26. ভাগবত অনুবাদক মালাধর বসুর
সংক্ষিপ্ত পরিচয় দিন?
উঃ কবি মালাধর বসুর আবির্ভাব কাল 
পঞ্চদশ শতক। বর্ধমানের প্রসিদ্ধ কুলিন
গ্রামের বিখ্যাত কায়স্থ বংশে মালাধর বসুর 
জন্ম। মালাধর বসুর পিতার নাম ভগিরথ ও
মাতার নাম ইন্দুমতী। 
27. মালাধর বসুর কাব্যের নাম কী? 
উঃ মালাধর বসুর কাব্যের নাম হল 'শ্রীকৃষ্ণ
বিজয়' বা 'গোবিন্দমঙ্গল' শ্রীকৃষ্ণবিজয় 
অর্থে শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রা
। 
28. মালাধর বসুর কাবের রচনা কাল কী? 
প্রাসঙ্গিক শ্লোকটি উল্লেখ করুন? 
উঃ মালাধর বসুর 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যটির
রচনা কাল আনুমানিক ১৪৭৩ - ১৪৮০ খ্রিঃ
' তেরশ পঁচানই শকে গ্রন্থ আরম্ভন।
চতুর্দশ দুই শকে হৈল সমাপন।।'
29. মালাধর বসুর কাব্যের প্রধান অবলম্বন 
কী?
উঃ মালাধর বসুর কাব্যের প্রধান অবলম্বন 
হল- ভাগবতের দশম ও একাদশ স্কন্দ।
30. মালাধর বসুর 'শ্রীকৃষ্ণবিজয়' গ্রন্থটি কার
সম্পাদনায় কখন প্রকাশিত হয়? 
উঃ খগেন্দ্র নাথ মিত্রের সম্পাদনায় ১৯৪৪
খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...