SLST Bengali mock Test || WBSSC SLST Bengali
বাংলা সাহিত্যের ইতিহাস
নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন।
১. শ্রী চৈতন্যের পিতৃভূমি কোথায়?
ক. কৃষ্ণনগর
খ. শ্রীহট্টে
গ. নবদ্বীপ
ঘ. মুর্শিদাবাদ
উত্তরঃ শ্রীহট্টে ৷
শ্রী চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন বৈদিক ব্রাহ্মণ ৷ তিনি বিদ্যা অর্জনের জন্য নবদ্বীপে বসবাস করেন এবং এখানেই শচীদেবীকে বিবাহ করে এই দেশই রয়ে যান ৷
২. শ্রীচৈতন্যের বাল্য নাম কী ছিল?
ক. নিমাই
খ. গৌরাঙ্গ
গ. শ্রীচৈতন্য
ঘ. নিত্যানন্দ
উত্তরঃ নিমাই ৷
শ্রীচৈতন্যের বাল্য নাম ছিল নিতাই, মৌবনে গৌরাঙ্গ বা গোরা এবং সন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণচৈতন্য সংক্ষেপে শ্রীচৈতন্য নামে পরিচিত হন।
৩. 'চৈতন্য ভাগবত' কার লেখা?
ক. জয়ানন্দের
খ. লোচন দাসের
গ. কৃষ্ণদাস কবিরাজের
ঘ. বৃন্দাবন দাসের
উত্তরঃ বৃন্দাবন দাসের ৷
বৃন্দাবন দাস শ্রীচৈতন্যের বাল্য কালের ঘটনা বেশ বাস্তবতার সঙ্গেই বর্ণনা করেছেন তাঁর 'চৈতন্য ভাগবত' গ্রন্থে ৷
৪. চৈতনাদেবের স্ত্রীর নাম কী?
ক. চন্দ্রাবতী
খ. মোহন সুন্দরী দেবী
গ. বিষ্ণুপ্রীয়া
ঘ. রতন কলিকা
উত্তরঃ বিষ্ণুপ্রীয়া ৷
চৈতন্য দেবের প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীদেবী, তিনি সর্প দংশনে মারা যান ৷ পরে মায়ের পীড়াপীড়িতে চৈতন্যদেব দ্বীতিয় বিবাহ করেন, এই বিষ্ণুপ্রীয়া হচ্ছেন চৈতন্যদেবের দ্বীতিয় স্ত্রী ৷
৫. শ্রীচৈতন্য মহাপ্রভু কার কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন ?
ক. অদ্বৈত আচার্য
খ. কেশব ভারতী
গ. নিত্যানন্দ
ঘ. গোপাল ভট্ট
উত্তরঃ কেশব ভারতী
৬. নিমাইকে 'শ্রীকৃষ্ণ চৈতন্য' নামটি কে দিয়েছিলেন?
ক. কেশব ভারতী
খ. নিত্যানন্দ
গ. গোপাল ভট্ট
ঘ. অদ্বৈত আচার্য
উত্তরঃ কেশব ভারতী
৭. শ্রীচৈতন্যচরিতামৃত কে লিখেছেন?
ক. লোচন দাস
খ. কৃষ্ণদাস কবিরাজ
গ. জয়ানন্দ
ঘ. চূড়ামনি দাস
উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ
৮. বৈষ্ণব স্মৃতি বিষয়ক গ্রন্থ 'হরিভক্তিবিলাস' কার লেখা?
ক. সনাতন গোস্বামী
খ. রূপ গোস্বামী
গ. রঘুনাথ দাস
ঘ. জীব গোস্বামী
উত্তরঃ সনাতন গোস্বামী৷
তাঁর রচিত আরও দুটি গ্রন্থ হল- বৃহদভাগবতামৃত, বৈষ্ণবতোষণী ৷
৯. 'হংসদূত' ও 'উদ্ধব-সন্দেশ' কার লেখা কাব্য?
ক. জীব গোস্বামী
খ. রঘুনাথ ভট্ট
গ. গোপাল ভট্ট
ঘ. রূপ গোস্বামী
উত্তরঃ রূপ গোস্বামী
রূপ গোস্বামীর দুটি নাটকও ছিল বিদগ্ধ মাধব ও ললিত মাধব ৷
১০. 'ভক্তি রসামৃত সিন্ধু' ও 'উজ্জ্বল নীলমণি' দুটি কার লেখা?
ক. সনাতন গোস্বামী
খ. রুপ গোস্বামী
গ. জীব গোস্বামী
ঘ. রঘুনাথ দাস
উত্তরঃ রুপ গোস্বামী
১১. রামচরিত কাব্যের রচয়িতা কে?
ক. সন্ধ্যাকর নন্দী
খ. তুলসীদাস
গ. শ্রীকর নন্দী
ঘ. অদ্ভুত আচার্য
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী
১২. 'শ্রী শ্রীকৃষ্ণচৈতন্য চরিতামৃতম কার লেখা?
ক. পরমানন্দ সেন
খ. মুরারি গুপ্ত
গ. প্রবোধ চন্দ্র সরস্বতী
ঘ. স্বরূপ দামোদর
উত্তরঃ মুরারি গুপ্ত
১৩. মুরারি গুপ্তের চৈতন্যজীবনী গ্রন্থ কী নামে পরিচিত?
ক. খেতুরী
খ. নিরঞ্জনের রুষ্মা
গ. মুরারিগুপ্তের করচা
ঘ. মৃগলুব্ধ
উত্তরঃ মুরারিগুপ্তের করচা
১৪. কবিকর্ণপুর কার উপাধি ?
ক. প্রবোধানন্দ সরস্বতী
খ. স্বরুপ দামোদর
গ. মুরারিগুপ্ত
ঘ. পরমানন্দ সেন
উত্তরঃ পরমানন্দ সেন
১৫. চৈতন্যচরিতামৃতম কার লেখা?
ক. পরমানন্দ সেন
খ. অনুপম গোস্বামী
গ. প্রবোধানন্দ সরস্বতী
ঘ. কৃষ্ণরাম দাস
উত্তরঃ পরমানন্দ সেন ৷
'চৈতন্যচরিতামৃতম' - এ ২০০০ শ্লোক আছে ৷ প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিত্রের 'প্রবোধচন্দ্রদয়' নাটকের আদর্শে রচিত ৷ নাটকটি তিনি দশ অঙ্কে সমাপ্ত করেছেন ৷
১৬. মুরারিগুপ্তের শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম কয়টি সর্গে বিভক্ত ?
ক. ৫৫ টি
খ. ৬২ টি
গ. ৭৮ টি
ঘ. ৩৩ টি
উত্তরঃ ৭৮ টি
১৭. চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. স্বরুপ দামোদরের করচা
খ. চৈতন্যচন্দ্রামৃতম
গ. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম
ঘ. চৈতন্যচন্দ্রোদয়
উত্তরঃ শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম
১৮. পরমানন্দ সেনকে কবিকর্ণপুর নাম কে দিয়েছিলেন ?
ক. চৈতন্যদেব
খ. নিত্যানন্দ
গ. কেশব ভারতী
ঘ. অদ্বৈত আচার্য
উত্তরঃ চৈতন্যদেব
১৯. চৈতন্যচন্দ্রামৃতম কার রচনা?
ক. অদ্ভুত আচাৰ্য
খ. প্রবোধানন্দ সরস্বতী
গ. জয়ানন্দ
ঘ. লোচনদাস
উত্তরঃ প্রবোধানন্দ সরস্বতী
২০. শ্রীচৈতন্যভাগবত কার লেখা?
ক. বৃন্দাবন দাস
খ. লোচনদাস
গ. জয়ানন্দ
ঘ. কৃষ্ণদাস কবিরাজ
উত্তরঃ বৃন্দাবন দাস
২১. চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়?
ক. লোচন দাস
খ. বৃন্দাবন দাস
গ. জয়ানন্দ
ঘ. কৃষ্ণদাস কবিরাজ
উত্তর: বৃন্দাবন দাস
২২. বৃন্দাবন দাস কার শিষ্য ছিলেন ?
ক. নিত্যানন্দের
খ. অদ্বৈত আচার্যের
গ. সনাতন গোস্বামী
ঘ. শ্রীনিবাস আচার্য
উত্তর: নিত্যানন্দের
২৩. বৃন্দাবন দাস তার কাব্য 'শ্রীচৈতন্য ভাগবত' কয়টি খন্ডে রচনা করেছেন ?
ক. ৩ টি
খ. ২ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তর: ৩ টি
২৪. বৃন্দাবন দাসের কাব্যের মোট কয়টি অধ্যায় আছে ?
ক. ৫১ টি
খ. ৩৮ টি
গ. ১৮ টি
ঘ. ৯ টি
উত্তর: ৫১ টি
বৃন্দাবন দাসের কাব্যের আদি খন্ডে ১৫ টি, মধ্য খন্ডে ২৬ টি, অন্ত খন্ডে ১০টি অধ্যায় রয়েছে ৷ বৃন্দাবন দাস তাঁর গুরু নিত্যানন্দের কাছে চৈতন্য জীবনীর অধিকাংশ উপাদান সংগ্রহ করেছিলেন ৷ একথাও মনে করা হয় যে তিনি চৈতন্যদেবের বাল্য কৈশর লীলার কথা তিনি গদাধর ও অদ্বৈত প্রভুর কাছে শুনেছেন ৷ তবে কাব্য পরিকল্পনায় তিনি মুরারি গুপ্তের করচা (শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম) দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন ৷ ভাগবত লীলা তাঁকে আকৃষ্ট করেছিল ৷ তাই তিনি নবদ্বীপে গৌরাঙ্গ লীলা বর্ণনা প্রসঙ্গে ভাগবত থেকে উপাদান গ্রহণ করেছিলেন ৷
২৫. 'চৈতন্য মঙ্গল' কার লেখা?
ক. কৃষ্ণদাস কবিরাজ
খ. গোবিন্দ দাস
গ. লোচন দাস
ঘ. চুড়ামণী দাস
উত্তর: লোচন দাস
২৬. লোচন দাসের 'চৈতন্য মঙ্গল' কয়টি খন্ডে বিভক্ত ?
ক. ৩ টি
খ. ৪ টি
গ. ৫ টি
ঘ. ৬ টি
উত্তর: ৪ টি
লোচন দাসের 'চৈতন্য মঙ্গল' ৪টি খন্ডে বিভক্ত খন্ড গুলি হল - সুত্র খন্ড, আদি খন্ড, মধ্য খন্ড, শেষ খণ্ড ৷
২৭. লোচন দাসের 'চৈতন্য মঙ্গল' কয়টি ছত্রে রচিত?
ক. ৬৫০ টি
খ. ৮০০ টি
গ. ১২০০ টি
ঘ. ১১০০০ টি
উত্তর: ১১০০০ টি
লোচন দাসের 'চৈতন্য মঙ্গল' ১১০০০ ছত্রে রচিত ৷ গান করবার উদ্দেশ্যে অনেকটা মঙ্গলকাব্যের ঢঙে রচিত হয়েছে ৷
২৮. জয়ানন্দের কাব্যের নাম কি ?
ক. চৈতন্য চরিতামৃত
খ. গৌরাঙ্গ বিজয়
গ. গোরক্ষ বিজয়
ঘ. চৈতন্য মঙ্গল
উত্তর: চৈতন্য মঙ্গল
জয়ানন্দের পিতা সুবুদ্ধি মিশ্র ছিলেন একজন চৈতন্য ভক্ত৷ চৈতন্যদেব মহাপ্রভু পুরী থেকে বাংলায় ফিরবার সময় কয়েকদিন সুবুদ্ধি মিশ্রের বাড়িতে ছিলেন। তখন জয়ানন্দ ছিলেন শিশু ৷ বাল্য কালে জয়ানন্দের নাম ছিল গুইয়া ৷ চৈতন্য দেব এই তাচ্ছিল্য ব্যঞ্জক নাম পাল্টে রাখেন জয়ানন্দ |
২৯. 'শ্রী চৈতন্য চরিতামৃত' কার লেখা?
ক. অদ্ভুত আচার্য
খ. নিত্যানন্দ ঘোষ
গ. কৃষ্ণদাস কবিরাজ
ঘ. কবিরঞ্জন বা ছোট বিদ্যাপতি
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ
৩০. গোবিন্দদাস কর্মকারের কর্চা কে পেয়েছিলেন ?
ক. জয় গোপাল গোস্বামী
খ. গোবিন্দ চক্রবর্তী
গ. রায়শেখর
ঘ. শশীভূষণ দাসগুপ্ত
উত্তর: জয় গোপাল গোস্বামী
৩১. 'গৌরাঙ্গ বিজয়' কার লেখা কাব্য?
ক. নরোত্তম ঠাকুর
খ. চুড়ামণী দাস
গ. দ্বিজ শ্রীধর
ঘ. রামকৃষ্ণ রায়
উত্তর: চুড়ামণী দাস
গৌরাঙ্গ বিজয় কাব্যটির অপর নাম ভূবন মঙ্গল এই কাব্যটি সুকুমার সেন মহাশয় এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন ৷ কবি তাঁর চৈতন্য জীবনী কাব্যটি তিনটি খন্ডে লিখবেন বলে পরিকল্পনা করছিলেন ( আদি খন্ড , মধ্য খন্ড , অন্ত খন্ড) তা তিনি পরিকল্পনা অনুসারে লিখতে পেরেছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে ৷ তাঁর কাব্যের একটিমাত্র খন্ডিত পুঁথি (আদিখন্ড) পাওয়া গেছে এবং সেটাই প্রকাশ করা হয়েছে ৷
৩২. কৃত্তিবাসকে কে বলেছেন "এ বঙ্গের অলংকার" ?
ক. রবীন্দ্রনাথ
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. শশীভূষণ দাশগুপ্ত
ঘ. সুনিতি কুমার চট্টোপাধ্যায়
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৩৩. 'রামায়ণের' আদি কবি কে?
ক. ব্যাসদেব
খ. কাশীরাম দাস
গ. বাল্মিকী
ঘ. কবিশেখর বলরাম চক্রবর্তী
উত্তর: বাল্মিকী
রামকাহিনী অবলম্বন করে বাল্মিকী সপ্ত কান্ডে রামায়ন মহাকাব্যটি রচনা করেছিলেন ৷ সপ্ত কান্ড গুলি কীকী ? কান্ড গুলি হল- বাল কান্ড , অযোধ্যা কান্ড , অরণ্য কান্ড , কিষ্কিন্ধা কান্ড , সুন্দর কান্ড, লঙ্কা কান্ড ও উত্তর কান্ড |
৩৪. রামচরিত মানস কার লেখা?
ক. তুলসীদাস
খ. সন্ধ্যাকর নন্দী
গ. অদ্ভুত আচার্য
ঘ. ঘনশ্যাম দাস
উত্তর: তুলসীদাস
৩৫. বাল্মিকী 'রামায়ণের' বাংলায় ভাবানুপাত কে করেছেন ?
ক. কাশীরাম দাস
খ. কৃত্তিবাস ওঝা
গ. বনমালী ওঝা
ঘ. তুলসীদাস
উত্তর: কৃত্তিবাস ওঝা
৩৬. কৃত্তিবাসের কাব্যের নাম কি?
ক. রঘুবংশম
খ. রঘু চরিত
গ. রামচরিত
ঘ. রামায়ণ পাঁচালী
উত্তর: রামায়ণ পাঁচালী
৩৭. কৃত্তিবাসি 'রামায়ণ' কয়টি কাণ্ডে বিভক্ত ?
ক. ৫ টি
খ. ৩ টি
গ. ৭ টি
ঘ. ৯ টি
উত্তর: ৭ টি
কৃত্তিবাসি 'রামায়ণের কান্ড গুলি হল - আদি কান্ড , অযোধ্যা কান্ড , অরণ্য কান্ড , কিষ্কিন্ধা কান্ড , সুন্দর কান্ড, লঙ্কা কান্ড ও উত্তর কান্ড |
৩৮. কৃত্তিবাসের কাব্যের মোট কতগুলি শ্লোক আছে?
ক. ১৮০০০
খ. ১২০০০
গ. ৮০০০
ঘ. ২৪০০০
উত্তর: ২৪০০০
৩৯. কৃত্তিবাসের কাব্যের মোট কতগুলি পুঁথি পাওয়া যায়?
ক. ১৫০০
খ. ১৭০০
গ. ১৩০০
ঘ. ২১০০
উত্তর: ১৫০০
৪০. একজন মহিলা রামায়ণ অনুবাদক হলেন-
ক. সীতা রানী দাস
খ. চন্দ্রাবতী
গ. নারায়নী দেবী
ঘ. ভবানী দাস
উত্তর: চন্দ্রাবতী
Slst bengali mock test 2022 |
Comments
Post a Comment