Skip to main content

Posts

WBSSC Slst bengali Mock test, slst bengali preparation

  Bengali Slst 90 Marks Full Mock Test: Best Youtube Channel for Bengali SLST Preparation 👉 Click here ১. ঘনাদা নিম্নলিখিত কোন সাহিত্যিকের বিখ্যাত চরিত্র? ক. সমরেশ বসু খ. প্রেমেন্দ্র মিত্র গ. রাজশেখর বসু ঘ. মানিক বন্দ্যোপাধ্যায় উঃ প্রেমেন্দ্র মিত্র ২. চিল্কার বড়ো দ্বীপটির নাম কি? ক. ব্যারেন দ্বীপ খ. করোতাং দ্বীপ গ. পারিকুদ ঘ. নীলফুরি দ্বীপ উঃ পারিকুদ ৩. " অসুখী একজন " কবিতাটির ইংরেজি তরজমা হল ক. The unhappy man খ. The unhappy women গ. The unhappy ঘ. The unhappy one উঃ The unhappy one ৪. রবীন্দ্রনাথের " অচলায়তন " নাটকে মোট কয়টি গান রয়েছে? ক. ৬ খ. ৭ গ. ২৩ ঘ. ১১ উঃ ২৩ ৫. " আফ্রিকা " কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক. চৈতালি খ. ক্ষণিকা গ. পত্রপুট ঘ. প্রান্তিক উঃ পত্রপুট ৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা উপন্যাসের প্রথম নাম কি ছিল? ক. বোবা কান্না খ. নব দিগন্ত  গ. জমিদারের মেয়ে ঘ. চন্ডীমন্ডপ উঃ জমিদারের মেয়ে ৭. কলকাতার বাবুঘাট নির্মাণ করেছিলেন ক. রাজচন্দ্র খ. প্রীতিরাম গ. ভূপাল চন্দ্র ঘ. মথুরা মোহন উঃ রাজচন্দ্র ৮. " ব্যাঘ...
Recent posts

Slst bengali preparation | Slst bengali mock test | wbssc slst

Slst bengali preparation | Slst bengali mock test    সমগ্র পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন 90 Marks Mock Test  For SLST Bengali Best Preparation Subscribe our youtube channel 👉 Nityananda academy  ১. "মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল" কোন কবিতার লাইন? ক. আকাশের সাতটি তারা  খ. এখানে আকাশ নীল গ. আবহমান  ঘ. ঘর উঃ এখানে আকাশ নীল ২. চিল্কার বড় দ্বীপের নাম কি? ক. হিরাকুদ খ. পারিকুদ  গ. শান্তি কুদ  ঘ. কন্ডু দ্বীপ উঃ পারিকুদ  ৩. "একে আট পৌরে শিল্প বলা উচিত" কাকে আটপৌরে শিল্প বলা উচিত? ক. মাটির মূর্তি নির্মাণ খ. কাগজের ফুল তৈরি গ. আলপনা চিত্রশিল্পকে ঘ. মাটির পাত্র নির্মাণকে উঃ আলপনা চিত্রশিল্পকে ৪. কার ডাকে মেয়েরা ঘর থেকে বের হয়েছিল? ক. নেতাজির ডাকে খ. গান্ধীজীর ডাকে গ. বিরাঙ্গনার ডাকে ঘ. বিনা দাসের ডাকে উঃ নেতাজির ডাকে ৫. শ্রী কবিকঙ্কন কার গান করেছেন? ক. দেবী অম্বিকার খ. দেবী কালিকার গ. দেবী শীতলার ঘ. দেবী মনসার উঃ দেবী অম্বিকার ৬. রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিল? ক. অর্ধেক খ. দ্বিগুণ গ. সমপরিমাণ  ঘ. তিনগুণ ...

Slst bengali preparation 2022

 Slst bengali preparation 2022 ১. "নদীর বিদ্রোহ" গল্পের নদের চাঁদ কখন কেঁদে ফেলেছিল? ক. যখন দেখেছিল নদীর জল কানায় কানায় ভরে উঠেছিল খ. যখন দেখেছিল টানা বৃষ্টি হচ্ছে গ. যখন দেখেছিল নদীর জল ক্ষীণ হয়ে এসেছে ঘ. যখন দেখেছিল বৃষ্টি নেই একফোঁটাও ২. "হিমালয় যেন পৃথিবীর মানদন্ড" উক্তিটি কার? ক. লেখকের খ. রবীন্দ্রনাথের গ. কালিদাসের ঘ. শূদ্রকের ৩. "রচনা পদ্ধতি" শব্দটির ব্যাসবাক্য হল - ক. রচনার পদ্ধতি খ. রচনার নিমিত্তে পদ্ধতি গ. রচনা ভিত্তিক পদ্ধতি ঘ. রচনা পরিচয়ক পদ্ধতি ৪. "ত্রিভুজ" শব্দটি যে প্রকার সমাসের উদাহরণ - ক. দ্বন্দ্ব সমাস খ. দ্বিগু সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস ৫. "গান তো জানি একটা দুটো" সেই গানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক. ইটকাঠ খ. খড়কুটো গ. সোনাদানা ঘ. হীরে মানিক ৬. "হাত নাড়িয়ে বুলেট তারায়" বাক্যটি গঠনগত বিচারে যে প্রকার বাক্য- ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. কোনোটিই নয় ৭. "মানুষের ধর্ম" রচনা অনুসারে যাকে বিশ্লেষণ করা যায় না - ক. ধর্ম খ. চিন্তা গ. অনুভূতি ঘ. স্বাস্থ্য ৮. "...

SLST Bengali mock Test || WBSSC SLST Bengali

SLST Bengali mock Test || WBSSC SLST Bengali বাংলা সাহিত্যের ইতিহাস নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন। ১. শ্রী চৈতন্যের পিতৃভূমি কোথায়? ক. কৃষ্ণনগর খ. শ্রীহট্টে গ. নবদ্বীপ ঘ. মুর্শিদাবাদ উত্তরঃ শ্রীহট্টে ৷ শ্রী চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন বৈদিক ব্রাহ্মণ ৷ তিনি বিদ্যা অর্জনের জন্য নবদ্বীপে বসবাস করেন এবং এখানেই শচীদেবীকে বিবাহ করে এই দেশই রয়ে যান ৷ ২. শ্রীচৈতন্যের বাল্য নাম কী ছিল? ক. নিমাই খ. গৌরাঙ্গ গ. শ্রীচৈতন্য ঘ. নিত্যানন্দ উত্তরঃ নিমাই ৷ শ্রীচৈতন্যের বাল্য নাম ছিল নিতাই, মৌবনে গৌরাঙ্গ বা গোরা এবং সন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণচৈতন্য সংক্ষেপে শ্রীচৈতন্য নামে পরিচিত হন। ৩. 'চৈতন্য ভাগবত' কার লেখা? ক. জয়ানন্দের খ. লোচন দাসের গ. কৃষ্ণদাস কবিরাজের ঘ. বৃন্দাবন দাসের উত্তরঃ বৃন্দাবন দাসের ৷ বৃন্দাবন দাস শ্রীচৈতন্যের বাল্য কালের ঘটনা বেশ বাস্তবতার সঙ্গেই বর্ণনা করেছেন তাঁর 'চৈতন্য ভাগবত' গ্রন্থে ৷ ৪. চৈতনাদেবের স্ত্রীর নাম কী? ক. চন্দ্রাবতী খ. মোহন সুন্দরী দেবী গ. বিষ্ণুপ্রীয়া ঘ. রতন কলিকা উত্তরঃ বিষ্ণুপ্রীয়া ৷ চৈতন্...

Slst bengali mock test

  Slst bengali mock test Slst পরীক্ষায় সফল হতে চান? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল subscribe করুন- https://youtube.com/c/Nityanandaacademy ১. সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচন সমুচ্চয় কে সংকলন করেন ? ক. শ্রীধর দাশ খ. বিদ্যাধর গ. গোবর্ধন আচাৰ্য ঘ. শরন উত্তর: বিদ্যাধর ২. সুভাষিত রত্নকোষের খন্ডিত পুঁথিটি কোথায় পাওয়া যায়? ক. নেপালে খ. ভূটান গ. পাকিস্তান ঘ. বাংলাদেশ উত্তর: নেপালে ৩. সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন ? ক. বিদ্যাধর খ. শরন গ. ধোয়ী  ঘ. শ্রীধরদাশ উত্তর: শ্রীধরদাশ ৪. গীতগোবিন্দ কার লেখা? ক. জয়দেব খ. গোবন্দ দাস গ. উমাপতি ঘ. বিলহন উত্তর: জয়দেব ৫. বিক্সমাঙ্কদেব চরিত কার লেখা? ক. ধোয়ী খ. পাণিনি গ. বিলহন ঘ. হেমচন্দ্র উত্তর: বিলহন ৬ . আর্যসপ্তশতী কার রচনা? ক. মুনিদত্ত খ. গোবর্ধন আচার্য গ. প্রবোধ চন্দ্র বাগচী ঘ. ধীমান উত্তর: গোবর্ধন আচার্য ৭. পাবনদুত কার লেখা কাব্য? ক. ধোয়ী খ. বসুবন্ধু গ. গৌড়পদ ভট্টাচার্য ঘ. ক্ষপনক উত্তর: ধোয়ী ৮. কাহ্ন পা রচিত মোট পদের সংখা কয়টি ? ক. ৯ টি খ. ৮ টি গ. ১২ টি ঘ. ৪ টি উত্তর: ১২ টি ৯. চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন? ক. রাজশেখর খ. কবিবন্ধু গ. মুনিদত্ত ঘ...

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc বাংলা সাহিত্যের ইতিহাস নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন।   1. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? (ক) শ্রীকৃষ্ণকীর্তন (খ) চর্যাপদ (গ) মঙ্গলকাব্য (ঘ) কাশীদাসী রামায়ণ চর্যাপদ 2. চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? (ক) দীনেশ রঞ্জন দাস মহাশয় (খ) চন্দ্রকুমার দে (গ) দয়ারাম সাহানি (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী 3. চর্যাপদের প্রথম রচয়িতা কে? (ক)লুইপা (খ)কুক্কুরীপা (গ)কাহ্নপা (ঘ)শবরপা লুইপা 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে রচনা করেন? (ক) বিদ্যাপতী (খ) বড়ু চন্ডিদাস (গ) বিদ্বদ্বল্লভ (ঘ) জয়দেব বড়ু চন্ডিদাস 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? (ক) বিষ্ণুপদ ভট্টাচার্য (খ) রাহুল সাংকৃত্যায়ন (গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ (ঘ) শ্রীধর দাস বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 6. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? (ক)কানা হরিদত্ত (খ)হরু ঠাকুর (গ)বিজয় গুপ্ত (ঘ)কেতকাদাস কানা হরিদত্ত 7. মঙ্গলকাব্য ধারার কবি বিজয় গুপ্তের কাব্যের নাম কি? (ক) মনসা পুরান (খ) পদ্মাপুরা...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...