Slst bengali preparation | Slst bengali mock test
সমগ্র পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন
90 Marks Mock Test
For SLST Bengali Best Preparation Subscribe our youtube channel 👉 Nityananda academy
১. "মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল" কোন কবিতার লাইন?
ক. আকাশের সাতটি তারা
খ. এখানে আকাশ নীল
গ. আবহমান
ঘ. ঘর
উঃ এখানে আকাশ নীল
২. চিল্কার বড় দ্বীপের নাম কি?
ক. হিরাকুদ
খ. পারিকুদ
গ. শান্তি কুদ
ঘ. কন্ডু দ্বীপ
উঃ পারিকুদ
৩. "একে আট পৌরে শিল্প বলা উচিত" কাকে আটপৌরে শিল্প বলা উচিত?
ক. মাটির মূর্তি নির্মাণ
খ. কাগজের ফুল তৈরি
গ. আলপনা চিত্রশিল্পকে
ঘ. মাটির পাত্র নির্মাণকে
উঃ আলপনা চিত্রশিল্পকে
৪. কার ডাকে মেয়েরা ঘর থেকে বের হয়েছিল?
ক. নেতাজির ডাকে
খ. গান্ধীজীর ডাকে
গ. বিরাঙ্গনার ডাকে
ঘ. বিনা দাসের ডাকে
উঃ নেতাজির ডাকে
৫. শ্রী কবিকঙ্কন কার গান করেছেন?
ক. দেবী অম্বিকার
খ. দেবী কালিকার
গ. দেবী শীতলার
ঘ. দেবী মনসার
উঃ দেবী অম্বিকার
৬. রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিল?
ক. অর্ধেক
খ. দ্বিগুণ
গ. সমপরিমাণ
ঘ. তিনগুণ
উঃ সমপরিমাণ
৭. "হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে ...." কি বহিয়া আনে?
ক. আলোক অতুল
খ. নূতন জীবন
গ. নীল জল
ঘ. নবোদৃশ্য
উঃ নূতন জীবন
৮. "রাধারানী" গল্পে যাকে পোড়ার মুখো কাপুড়ে মিনসে বলা হয়েছে -
ক. পদ্মলোচন
খ. ভীষ্ম লোচন
গ. রুক্মিণী কুমার
ঘ. অশ্বিনী কুমার
উঃ পদ্মলোচন
৯. "প্রতাপাদিত্য" নাটক অনুসারে কাবুলের পথে পাড়ি দিয়েছিল কে?
ক. প্রতাপাদিত্য
খ. মানসিংহ
গ' শের খাঁ
ঘ. আজিম খাঁ
উঃ মানসিংহ
১০. "বেদের বহর ভাসিয়া চলেছে" - "বহর" শব্দের অর্থ কি?
ক. নৌকার পাল
খ. নৌকার শ্রেণী
গ. ময়ূরপঙ্খী নৌকা
ঘ. সবগুলি
উঃ নৌকার শ্রেণী
১১. "এসেছে চড়িয়া তারা কত মতো যান" কারা এসেছে?
ক. রাষ্ট্রদূত
খ. দুর্ধর্ষ হুন
গ. পর্যটক
ঘ. ডাকটিকিট
উঃ ডাকটিকিট
১২. "নগরলক্ষী" কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে?
ক. কপিলাবস্তুতে
খ. উজ্জয়িনীতে
গ. সারনাতে
ঘ. শ্রাবস্তীপুরে
উঃ শ্রাবস্তীপুরে
১৩. "আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি" এখানে জন্মদাতা কে?
ক. পিতা
খ. মাতা
গ. ঈশ্বর
ঘ. সবাই
উঃ ঈশ্বর
১৪. "______ দেশে দীপঙ্করের শিখা" শূন্যস্থান পূরণ করুন ৷
ক. কলিঙ্গ
খ. কঙ্কন
গ. নিষিদ্ধ
ঘ. কম্বোজ
উঃ নিষিদ্ধ
১৫. "সাধ করে অনেক খুঁজে নাম রেখেছিল রত্না'' রত্না কে?
ক. ধিরাবাবুর কন্যা
খ. সীতারাম বাবুর কন্যা
গ. কানাই রায়ের কন্যা
ঘ. সীতারাম বাবুর ছেলে
উঃ সিতারাম বাবুর কন্যা
১৬. "ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে" কথাটি কার?
ক. মায়ের
খ. মামার
গ. মামীর
ঘ. মাখনের
উঃ মায়ের
১৭. "বাজি" গল্পের শর্ত অনুসারে উকিলকে বন্দী থাকতে হবে?
ক. ১৮৭০ থেকে ১৮৮৫
খ. ১৮৬৫ থেকে ১৮৭৫
গ. ১৮৫৫ থেকে ১৮৭৫
ঘ. ১৮৭২ থেকে ১৮৮৫
উঃ ১৮৭০ থেকে ১৮৮৫
১৮. "ইলিশ" কবিতায় উল্লেখিত গোয়ালন্দ হল -
ক. সমুদ্র বন্দর
খ. বিমানবন্দর
গ. নদী বন্দর
ঘ. মাছ রাখার ঘর
উঃ নদী বন্দর
১৯. বদন বাবুর সাথে গঙ্গার ঘাটে যে লোকটির আলাপ হয়েছিল তার আনুষ্ঠানিক বয়স কত?
ক. ৪০ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৬০ বছর
উঃ ৫০ বছর
২০. "আপনাকে অনেক সময় দিয়েছি, কোন অজুহাত শুনছি না আর" বক্তা কে?
ক. বাড়িওয়ালা
খ. হর্ষবর্ধনের
গ. গোবর্ধনের
ঘ. ধীরাবাবুর
উঃ বাড়িওয়ালার
২১. "সাগরদ্বীপের মহাজন" গল্পে কতজন লোকের মা বোন বউ মেয়েরা চোখের জল মুছতে মুছতে তাকিয়ে থাকল?
ক. ১০ জন
খ. ২১ জন
গ. ২৫ জন
ঘ. ৩০ জন
উঃ ৩০ জন
২২. "নব নব সৃষ্টি" প্রবন্ধে লেখক এর মতে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা?
ক. সংস্কৃত
খ. আরবি
গ. হিন্দি
ঘ. ফার্সি
উঃ ফার্সি
২৩. "শামুক" কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে?
ক. অনুপমা বসুমাতরি
খ. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. অক্ষয়চন্দ্র সরকার
ঘ. লীলা মজুমদার
উঃ মানবেন্দ্র বন্দোপাধ্যায়
২৪. আত্মজীবনী লিখতে গিয়ে কে ২৭ বছর আগের স্মৃতি ভুলে গেছেন?
ক. শঙ্কু
খ. হোরেনস্টাইন
গ. শেরিং
ঘ. লুবীন
উঃ হোরেনস্টাইন
২৫. প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি?
ক. চার্লি
খ. জ্যাক
গ. হার্লি
ঘ. নিউটন
উঃ নিউটন
২৬. কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় কতজন প্রার্থীর অংশগ্রহণ করেছিল?
ক. ১১ জন
খ. ১৫ জন
গ. ২০ জন
ঘ. ২২ জন
উঃ ২২ জন
২৭. ক্ষিতীশ বড় ফালতু কথা বলে এরূপ মন্তব্য কে করেছিলেন?
ক. কার্তিক সাহা
খ. ধীরেন ঘোষ
গ. বদু চাটুজ্জে
ঘ. বিনোদ ভড়
উঃ কার্তিক সাহা
২৮. "নদীর বিদ্রোহ" সরীসৃপ গ্রন্থের যত সংখ্যক গল্প?
ক. ছয়
খ. সাত
গ. নয়
ঘ. বারো
উঃ নয়
২৯. "তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম স্বতন্ত্র মরণ" তাদের বলতে বোঝানো হয়েছে -
ক. মানুষকে
খ. জীবকোষকে
গ. জীবনের
ঘ. আত্মার
উঃ জীবকোষকে
৩০. অমৃতের মতো পুত্র পেলে হাসান কতজনকে পালন করতে রাজি থাকবে?
ক. ১০ জন
খ. ১১ জন
গ. ২০ জন
ঘ. ২১ জন
উঃ ২১ জন
৩১. "উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত" উভয় বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
ক. অপূর্ব ও নিতাই
খ. অপূর্ব ও রামদাস
গ. নিমাই বাবু ও জগদীশ বাবু
ঘ. অপূর্ব ও জগদীশ
উঃ অপূর্ব ও রামদাস
৩২. "কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো" এখানে তুমি বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক. ওয়াটস
খ. মঁসিয়েলা
গ. মীরমদন
ঘ. গোলাম হোসেন
উঃ ওয়াটস
৩৩. লোকমাতা রানী রাসমণি রচনা অনুসারে, দক্ষিণেশ্বর মন্দির স্থাপনে সময় লেগেছিল কত বছর?
ক. দুই-তিন বছর
খ. চার-পাঁচ বছর
গ. সাত-আট বছর
ঘ. দশ-এগারো বছর
উঃ সাত আট বছর
৩৪. "পত্রখানি ঘরে এনে উজার করি _একি" - কি দেখলেন?
ক. পাত্র ভরে গেছে চালে
খ. পাত্রে রাজার আংটি
গ. পাত্রে একটি ছোট সোনার কণা
ঘ. পাত্রে কিছুই ছিল না
উঃ পাত্রে একটি ছোট সোনার কণা
৩৫. "অদ্য তিনি আমাদিগের অনুরোধে মনুষ্য চরিত্র সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করিতে স্বীকার করিয়াছেন" তিনি কে?
ক. অমিতোদর মহাশয়
খ. বৃহল্লাঙ্গুল নামের একটি ব্যাঘ্র
গ. মহাদংষ্ট্রা
ঘ. শেয়াল
উঃ বৃহল্লাঙ্গুল নামের একটি ব্যাঘ্র
৩৬. "এ নেশা পেয়েছি শরৎদার কাছ থেকে" কিসের নেশা?
ক. ডাকটিকিট সংগ্রহের নেশা
খ. রেলটিকিট সংগ্রহের নেশা
গ. ফাউন্টেন পেন সংগ্রহের নেশা
ঘ. পুরনো কয়েন সংগ্রহের নেশা
উঃ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা
৩৭. "কালবৈশাখী" কবিতায় কালবৈশাখীর মাঝে কার সুগভীর পরামর্শ আছে?
ক. কালপুরুষের
খ. চাঁদের
গ. সূর্যের
ঘ. ইন্দ্রের
উঃ কালপুরুষের
৩৮. "ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর" কোন কবিতার অংশ?
ক. কালবৈশাখী
খ. কান্ডারী হুশিয়ার
গ. কৃপণ
ঘ. চাহিবে না ফিরে
উঃ কান্ডারী হুশিয়ার
৩৯. "চোখে চশমা তবু সে ভালো দেখতে পায় না" এখানে কার কথা বলা হয়েছে?
ক. ধীরাবাবু
খ. সীতারাম বাবু
গ. কানাই রায়
ঘ. মনোরমা
উঃ সীতারাম বাবু
৪০. "আনন্দযজ্ঞ" প্রবন্ধ কার লেখা?
ক. মহাশ্বেতা দেবী
খ. নবনীতা দেবসেন
গ. আব্দুল জব্বার
ঘ. সুবোধ ঘোষ
উঃ নবনীতা দেবসেন
৪১. কবিতা সিংহের ছদ্মনাম কি?
ক. সুলতানা চৌধুরী
খ. অনিলা দেবী
গ. দেবী চৌধুরানী
ঘ. সুমিত্রা দেবী
উঃ সুলতানা চৌধুরী
৪২. "অন্ধকারে এখনো তোমার বুকের উপর ______" শূন্যস্থান পূরণ করুন ৷
ক. নীল আকাশের মত
খ. শ্বেত পাথরের মত
গ. দানবের মতো
ঘ. কঠিন পাথরের মতো
উঃ কঠিন পাথরের মতো
৪৩. "ব্যথার বাঁশি" কবিতায় কবি কার সুখ দুঃখ দিয়ে কথার মালা গড়েছেন?
ক. ধনী দরিদ্রের
খ. রাজা বাদশার
গ. রাজা রানীর
ঘ. গুরু শিষ্যদের
উঃ রাজা বাদশার
৪৪. "পালামৌ" রচনা অনুসারে লেখক কাষ্ঠ ঘন্টা পূর্বে কোথায় দেখেছেন?
ক. নদিয়া অঞ্চলে
খ. বর্ধমান অঞ্চলে
গ. মেদিনীপুর অঞ্চলে
ঘ. পরগনা অঞ্চলে
উঃ মেদিনীপুর অঞ্চলে
৪৫. "গুঞ্জরিয়া আসে ____ পুঞ্জে পুঞ্জে ধেয়ে ৷" শূন্যস্থান পূরণ করুন ৷
ক. ধেনু
খ. অলি
গ. প্রজাপতি
ঘ. বোলতা
উঃ অলি
৪৬. "ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা?" নগরলক্ষী কবিতায় এ কথাটি কে বলেছেন?
ক. বুদ্ধ
খ. সুপ্রিয়া
গ. ধর্মপাল
ঘ. লক্ষ্মী
উঃ বুদ্ধ
৪৭. "বাঙ্গালার ইতিহাস" রচনা অনুসারে সিরাজদ্দৌলা কখন দূর্গে আসেন?
ক. বেলা দশটার সময়
খ. দুপুর বারোটার সময়
গ. বেলা চারটার সময়
ঘ. বেলা পাঁচটার সময়
উঃ বেলা পাঁচটার সময়
৪৮. "তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো" কে একথা বলেছে?
ক. উমাচরণ মাস্টার
খ. ফটিকের মামা
গ. নীলকমল ঘোষাল
ঘ. পোস্টমাস্টার
উঃ পোস্টমাস্টার
৪৯. শরৎচন্দ্রের "ইন্দ্রনাথ ও শ্রীকান্ত" রচনা অনুসারে শ্রীকান্তের বয়স কত?
ক. ১৫ বছর
খ. ১৬ বছর
গ. ১৮ বছর
ঘ. ২০ বছর
উঃ ১৫ বছর
৫০. মঙ্গল গ্রহ থেকে শঙ্কুরা কোথায় গিয়েছিল?
ক. বুধ গ্রহে
খ. শুক্র গ্রহে
গ. চাঁদে
ঘ. টাফা নামক গ্রহে
উঃ টাফা নামক গ্রহে
৫১. "বাজার দর" গল্পে রামবাবুর কত বছর পর ঘুম ভেঙেছিল?
ক. ১০০ বছর
খ. ১৫০ বছর
গ. ২৫ বছর
ঘ. ৫০ বছর
উঃ ১০০ বছর
৫২. "বর্ষার দিনে" রচনায় বর্ষার দিনে লেখকের কোন বিখ্যাত মানুষের গান বেশি করে মনে পড়ছে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়ের
খ. রবীন্দ্রনাথের
গ. রামপ্রসাদের
ঘ. কমলাকান্তের
উঃ রবীন্দ্রনাথের
৫৩. "যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে" কার ধারণা এটি?
ক. নরেশচন্দ্রের
খ. নব্য হাকিমগণের
গ. পুরনো হাকিমগণের
ঘ. নগেন ডাক্তারের
উঃ নব্য হাকিমগণের
৫৪. "চন্দ্রনাথ" গল্পের কথকের নাম কি?
ক. নিশানাথ
খ. হিরু
গ. চন্দ্রনাথ
ঘ. নরেশ
উঃ নরেশ
৫৫. "চ্যাম্পিয়ন সুইমার এদেশের সম্ভব নয়" কার উক্তি?
ক. বিনোদ ভর
খ. বদু চাটুজ্জে
গ. ক্ষিতীশ
ঘ. ধীরেন ঘোষ
উঃ বিনোদ ভড়
৫৬. লেমিং নিয়ে স্টাডি করার জন্য নরওয়ে যান কে?
ক. শঙ্কু
খ. আর্চিবন্ড অ্যাকরয়েড
গ. লিন্ড কুইস্ট
ঘ. ম্যালিফাউল
উঃ আর্চিবন্ড অ্যাকরয়েড
৫৭. "ক্ষুধার্ত বিশাল পুরী, এ ক্ষুধা মিটাইব আমি / এমন ক্ষমতা নাই স্বামী" কথাগুলি কার?
ক. রত্নাকর শেঠ
খ. সামন্ত জয়সেন
গ. ধর্মপাল
ঘ. সুপ্রিয়া
উঃ রত্নাকর শেঠ
৫৮. নিজের কলম বুকে ফুটে মারা গিয়েছিল কে?
ক. জনৈক ফরাসি কবি
খ. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
গ. শৈলজানন্দ মুখোপাধ্যায়
ঘ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
উঃ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
৫৯. "Wine and olive oil area" বলা হয় কোন অঞ্চলকে?
ক. উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আমেরিকা
গ. উত্তর ইউরোপ
ঘ. দক্ষিণ ইউরোপ
উঃ দক্ষিণ ইউরোপ
৬০. "এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন" এর উত্তরের শ্রোতা কি বললেন?
ক. শঙ্কুর বাড়িতে
খ. পড়শীর বাড়িতে
গ. মোল্লা সাহেবের বাড়িতে
ঘ. অবিনাশ বাবুর বাড়িতে
উঃ অবিনাশ বাবুর বাড়িতে
৬১. তপনের কোন গল্পটি সন্ধ্যাতারায় ছেপেছিল?
ক. একদিন
খ. বর্ষার দিন
গ. সেই দিন
ঘ. প্রথম দিন
উঃ প্রথম দিন
৬২. "তিনি ভুজবলে আমাদের শাসন করিতেন না" কার কথা বলা হয়েছে?
ক. সতীনাথ দত্ত
খ. অঘোর বাবু
গ. নীলকমল ঘোষাল
ঘ. হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়
উঃ অঘোর বাবু
৬৩. প্রফেসর শঙ্কুর খাতাটা উনুনের ফেলে রাখা হয়েছিল কতক্ষণ?
ক. ২ ঘন্টা
খ. ৩ ঘন্টা
গ. ৪ ঘন্টা
ঘ. ৫ ঘন্টা
উঃ ৫ ঘন্টা
৬৪. "তোমার ইচ্ছানুরুপ জল দিতে পারি নাই" কার কথা বলা হয়েছে?
ক. প্রভাবতীর
খ. বিদ্যাসাগরের মাতার
গ. কানাই রায়
ঘ. গাছের
উঃ প্রভাবতীর
৬৫. "তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি" একথা কে বলেছে?
ক. ওয়াটস
খ. মঁসিয়েলা
গ. মীরমদন
ঘ. সিরাজ
উঃ সিরাজ
৬৬. "আমাদের ডান পাশে ধ্বস" ধ্বস কীসের প্রতিক?
ক. বন্যার
খ. সামাজিক অবক্ষয়
গ. সামাজিক বিভেদ
ঘ. উদ্বাস্তু জীবনের
উঃ সামাজিক অবক্ষয়
৬৭. পরশমণি শীর্ষক পদটি মূল গ্রন্থের কত সংখ্যক পদ?
ক. ৪২
খ. ৮২
গ. ২১
ঘ. ২৯
উঃ ৪২
৬৮. উমাচরন মাস্টার তাঁর স্কুলের ছেলেদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে নিয়ে যেতেন কোথায়?
ক. রানাঘাট
খ. গোবরডাঙা
গ. বালুর ঘাট
ঘ. সদর ঘাট
উঃ রানাঘাট
৬৯. বুধুয়া অবাক হয়ে যে পথের নাম ভুলে হাঁটে-
ক. পাহাড়ী পথের
খ. কাঁকুড়ে পথের
গ. দেহাতি পথের
ঘ. বাড়ির পথের
উঃ দেহাতি পথের
৭০. "আমাকে দেখুন" গল্পে বক্তার নাম কী?
ক. রামস্বরূপ অভোগী
খ. রামস্বরূপ শর্মা
গ. অরবিন্দ বসু
ঘ. অরিন্দম বসু
উঃ অরিন্দম বসু
৭১. "নদীর বিদ্রোহ" মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প গ্রন্থের অন্তর্গত?
ক. ভেজাল
খ. মিহি ও মোটা কাহিনী
গ. সরিসৃপ
ঘ. পরিস্থিতি
উঃ সরিসৃপ
৭২. শব্দের ত্রিবিধ কথা কারা বলেছেন?
ক. আলংকারিকেরা
খ. শব্দবিজ্ঞানীরা
গ. ভাষাবিজ্ঞানীরা
ঘ. দার্শনিকগণ
উঃ আলংকারিকেরা
৭৩. " সেটি আগোচর পদার্থ" কোনটির কথা বলা হয়েছে?
ক. গতিতত্ত্ব
খ. আত্মতত্ত্ব
গ. ঐক্যতত্ত্ব
ঘ. কোনোটি নয়
উঃ ঐক্যতত্ত্ব
৭৪. ব্যাঘ্রেরা মানুষকে কেন ঘৃণা করে?
ক. অরন্য ধ্বংস করে
খ. মানুষেরা দ্বিপদ বলে
গ. মানুষের শরীরে পশুর মতো লোম নেই
ঘ. মানুষ প্রাণী হত্যা করে
উঃ মানুষেরা দ্বিপদ বলে
৭৫. "যৌবন কালে ইনি বদরাগী ছিলেন" কার সম্পর্কে বলা হয়েছে?
ক. নরেশচন্দ্র
খ. জয়রাম মুখোপাধ্যায়
গ. কুঞ্জুবিহারী
ঘ. নগন ডাক্তার
উঃ জয়রাম মুখোপাধ্যায়
৭৬. "বুড়ো শেষে খুব কষ্ট পেয়ে মরেছিল" কার সম্পর্কে বলা হয়েছে?
ক. কানাই রায়
খ. ধীরাবাবু
গ. সীতারাম বাবু
ঘ. দেবীপদ গুহ
উঃ কানাই রায়
৭৭. বদন বাবু যে স্কুলে পড়াতেন সেই স্কুলের হেডমাস্টারের নাম কি?
ক. সীতানাথ দত্ত
খ. হরিচরণ বাবু
গ. উমাচরণ বাবু
ঘ. হরিনাথ বাবু
উঃ হরিনাথ বাবু
৭৮. রাম বাবুর কথা অনুযায়ী সুকিয়া স্ট্রিট কোথায়?
ক. নর্থ ক্যালকাটা
খ. সাউথ ক্যালকাটা
গ. ইষ্ট ক্যালকাটা
ঘ. নর্থ বেঙ্গল
উঃ নর্থ ক্যালকাটা
৭৯. "বুদ্ধের করুন আঁখি দুটি _____ সম রহে ফুটি" শূন্যস্থান পূরণ করুন ৷
ক. ধ্রুবতারা
খ. শুকতারা
গ. সন্ধ্যাতারা
ঘ. কালপুরুষ
উঃ সন্ধ্যাতারা
৮০. "কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধলো না" কথাটি কে বলেছে?
ক. নিশানাথ বাবু
খ. চন্দ্রনাথ
গ. নরেশ
ঘ. হিরু
উঃ নিশানাথ বাবু
৮১. রাধারানীর মা মোকদ্দমায় হারলে কত টাকার সম্পত্তি হারায়?
ক. ১০ লক্ষ
খ. ১০ হাজার
গ. ২০ লক্ষ
ঘ. ২০ হাজার
উঃ ১০ লক্ষ
৮২. "ধীবর বৃত্তান্ত" নাটকটির অনুবাদক কে?
ক. জয় গোস্বামী
খ. সত্যনারায়ণ চক্রবর্তী
গ. শঙ্খ ঘোষ
ঘ. মনিন্দ্র দত্ত
উঃ সত্যনারায়ণ চক্রবর্তী
৮৩. "সাত ভাই চম্পা" কবিতাটি কার লেখা?
ক. সুনীল গঙ্গোপাধ্যায়
খ. বিষ্ণু দে
গ. নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ বিষ্ণু দে
৮৪. "আমি কুলবতী ____" শূন্যস্থান পূরণ করুন।
ক. রামা
খ. রাধা
গ. রাই
ঘ. ধ্বনি
উঃ রামা
৮৫. ইন্দ্রজিতের কাছে ধাত্রির ছদ্মবেশে এসেছিল -
ক. দূর্গা
খ. চন্ডী
গ. লক্ষ্মী
ঘ. গঙ্গা
উঃ লক্ষ্মী
৮৬. "চন্দননগর আক্রমণ করায় বুদ্ধিমানের কাজ" বুদ্ধিটি কার?
ক. মঁসিয়েলা
খ. ওয়াটস
গ. ক্লাইভের
ঘ. মীরজাফরের
উঃ ওয়াটস
৮৭. "হারিয়ে যাওয়া কালি কলম" প্রবন্ধটির রচয়িতা কে?
ক. বনফুল
খ. শ্রীপান্থ
গ. কালকূট
ঘ. বীরবল
উঃ শ্রীপান্থ
৮৮. "চপকাটলেট" নাম গুলি কোন দেশ থেকে গৃহীত?
ক. ডাচ
খ. পোর্তুগীজ
গ. ফার্সি
ঘ. ইংরেজ
উঃ ইংরেজ
৮৯. কোন বৃক্ষ দেখে লেখকের বড় রসিক বলে মনে হয়েছে ?
ক. শাল
খ. অশ্বত্থ
গ. হিজল
ঘ. বট
উঃ অশ্বত্থ
৯০. "আবহমান কবিতা"য় কবি কী না হারানোর কথা বলেছেন?
ক. আনন্দ
খ. চাঁদের হাসি
গ. জীবন বোধ
ঘ. কুন্দফুলের হাসি
উঃ কুন্দফুলের হাসি
Comments
Post a Comment