Skip to main content

Slst bengali preparation 2022

 Slst bengali preparation 2022

১. "নদীর বিদ্রোহ" গল্পের নদের চাঁদ কখন কেঁদে ফেলেছিল?

ক. যখন দেখেছিল নদীর জল কানায় কানায় ভরে উঠেছিল

খ. যখন দেখেছিল টানা বৃষ্টি হচ্ছে

গ. যখন দেখেছিল নদীর জল ক্ষীণ হয়ে এসেছে

ঘ. যখন দেখেছিল বৃষ্টি নেই একফোঁটাও




২. "হিমালয় যেন পৃথিবীর মানদন্ড" উক্তিটি কার?

ক. লেখকের

খ. রবীন্দ্রনাথের

গ. কালিদাসের

ঘ. শূদ্রকের


৩. "রচনা পদ্ধতি" শব্দটির ব্যাসবাক্য হল -

ক. রচনার পদ্ধতি

খ. রচনার নিমিত্তে পদ্ধতি

গ. রচনা ভিত্তিক পদ্ধতি

ঘ. রচনা পরিচয়ক পদ্ধতি


৪. "ত্রিভুজ" শব্দটি যে প্রকার সমাসের উদাহরণ -

ক. দ্বন্দ্ব সমাস

খ. দ্বিগু সমাস

গ. বহুব্রীহি সমাস

ঘ. কর্মধারয় সমাস


৫. "গান তো জানি একটা দুটো" সেই গানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. ইটকাঠ

খ. খড়কুটো

গ. সোনাদানা

ঘ. হীরে মানিক


৬. "হাত নাড়িয়ে বুলেট তারায়" বাক্যটি গঠনগত বিচারে যে প্রকার বাক্য-

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য

ঘ. কোনোটিই নয়


৭. "মানুষের ধর্ম" রচনা অনুসারে যাকে বিশ্লেষণ করা যায় না -

ক. ধর্ম

খ. চিন্তা

গ. অনুভূতি

ঘ. স্বাস্থ্য


৮. "অদল বদল'' গল্পে কী অদল বদল হয়েছিল?

ক. বই

খ. খেলার সরঞ্জাম

গ. জামা

ঘ. জামা ও প্যান্ট


৯. "তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো" কপালে শব্দটির কারক হবে -

ক. সমন্ধ পদ

খ. কর্মকারক

গ. অধিকরণ কারক

ঘ. নিমিত্ত কারক


১০. "হরিণেরা দাঁত দিয়ে ছিড়ে নিচ্ছে" ক্রিয়ার প্রকার নির্ণয় কর -

ক. নিত্যবৃত্ত

খ. ঘটমান

গ. পুরা ঘঠিত

ঘ. সাধারন


১১. শ্রীচৈতন্যের বাল্য নাম কী ছিল?

ক. নিমাই

খ. গৌরাঙ্গ

গ. শ্রীচৈতন্য

ঘ. নিত্যানন্দ


১২. "চৈতন্য জীবনী সাহিত্যে"র আদি গ্রন্থ কোনটি?

ক. স্বরূপ দামোদরের কর্চা

খ. চৈতন্যচন্দ্রামৃতম

গ. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম

ঘ. চৈতন্য চন্দ্রোদয়


১৩. দৌলত কাজীর কাব্যের নাম কি?

ক. সৎনামা

খ. লোরচন্দ্রানী বা সতীময়না

গ. খঞ্জনা চরিত্র

ঘ. মৈনা-কো-সৎ


১৪. "আমায় দাও মা তাবিলদারী" গানটি কে লিখেছেন?

ক. রামপ্রসাদ সেন

খ. কমলাকান্ত ভট্টাচার্য

গ. ভরতচন্দ্র

ঘ. ঈশ্বর গুপ্ত


১৫. মহুয়া পালার রচয়িতা কে?

ক. দ্বিজ কানায়

খ. দ্বিজ বংশীদাস

গ. জালাল গাইন

ঘ. নয়নচাঁদ ঘোষ


১৬. সর্বপ্রথম ছাপার হরফ কোথায় ব্যবহৃত হয়?

ক. rajmohan's wife

খ. A grammar of the Bengal language

গ. new testament

ঘ. old testament


১৭. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে?

ক. হিকি সাহেব

খ. রাজা রামমোহন রায়

গ. গিরিশচন্দ্র ঘোষ

ঘ. মার্শম্যান


১৮. "পঞ্চকন্যা পাইল চেতন" - 'পঞ্চকন্যা' পদটি যে প্রকার সমাসের উদাহরণ -

ক. বহুব্রীহি সমাস

খ. দ্বিগু সমাস

গ. দ্বন্দ্ব সমাস

ঘ. কর্মধারয় সমাস


১৯. "অচৈতন্য পড়িছে ভূমিতে" বাক্যটিতে অধিকরণ কারক কোন পদটি?

ক. অচৈতন্য

খ. পড়িছে

গ. ভূমিতে

ঘ. পড়িছে ভূমিতে


২০. প্রভাবতী বিদ্যাসাগরের কে ছিলেন?

ক. পুত্রের কন্যা

খ. বোনের কন্যা

গ. বন্ধুর পৌত্রী

ঘ. নিজের পৌত্রী


২১. "গড়তে জানে সে চির সুন্দর" এখানে 'সে' হল -

ক. কর্তৃকারক

খ. কর্মকারক

গ. অধিকরণ কারক

ঘ. অপাদান কারক


২২. "সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল" কে আগোল ভাঙলো?

ক. জীবনহারা অসুন্দর

খ. কালবোশেখির ঝড়

গ. প্রলয়ঙ্কর শিব

ঘ. অট্টরোলের হট্টগোল


২৩. ভারতবর্ষের জনপ্রিয় খাদ্য কোনটি?

ক. রুটি - তরকারি

খ. রুটি - মাংস

গ. ভাত - তরকারি

ঘ. ডাল - ভাত


২৪. "ভারতবর্ষ মুখ্যত নিরামিষ ভোজীর দেশ" উদ্ধৃত অংশটির উৎস -

ক. মানুষের ধর্ম

খ. ভাত

গ. ভারতবর্ষ

ঘ. ভারতবাসীর আহার


২৫. "তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব" কার কথা বলা হয়েছে?

ক. তপন

খ. রতন

গ. কোনি

ঘ. নুরুর


২৬. "বাঙ্গালার ইতিহাস" প্রবন্ধে নবাবের হাতে কতজন ইউরোপীয় বন্দী ছিল?

ক. ২০০ জন

খ. ৪৬ জন

গ. ১৪৬ জন

ঘ. ১০৫ জন


২৭. "ইলিশ" কবিতায় কোন শহরের উল্লেখ আছে?

ক. ঢাকা

খ. বরিশাল

গ. কলকাতা

ঘ. বনগাঁ


২৮. "নদীতে নদীতে ঘুরিছে ফিরিছে ______ গতিধারা" ৷ শূন্যস্থান পূরণ কর-

ক. সীমাহীন

খ. অবিরাম

গ. অফুরন্ত

ঘ. অনন্ত


২৯. "এখানে আকাশ নীল কবিতায়" মধ্যযুগের মঙ্গলকাব্যের কোন চরিত্রটি আছে?

ক. লহনা

খ. কালকেতু

গ. খুল্লনা

ঘ. ভাঁড়ু দত্ত


৩০. "কেহ বা পেতেছে নব বাণিজ্যের ফাঁদ" - কে বাণিজ্যের ফাঁদে পেতেছে?

ক. ডাকটিকিট

খ. পোস্টমাস্টার

গ. ডাকটিকিট সংগ্রাহক

ঘ. পিওন


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী