Bengali Slst 90 Marks Full Mock Test:
Best Youtube Channel for Bengali SLST Preparation 👉 Click here
১. ঘনাদা নিম্নলিখিত কোন সাহিত্যিকের বিখ্যাত চরিত্র?
ক. সমরেশ বসু
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. রাজশেখর বসু
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উঃ প্রেমেন্দ্র মিত্র
২. চিল্কার বড়ো দ্বীপটির নাম কি?
ক. ব্যারেন দ্বীপ
খ. করোতাং দ্বীপ
গ. পারিকুদ
ঘ. নীলফুরি দ্বীপ
উঃ পারিকুদ
৩. " অসুখী একজন " কবিতাটির ইংরেজি তরজমা হল
ক. The unhappy man
খ. The unhappy women
গ. The unhappy
ঘ. The unhappy one
উঃ The unhappy one
৪. রবীন্দ্রনাথের " অচলায়তন " নাটকে মোট কয়টি গান রয়েছে?
ক. ৬
খ. ৭
গ. ২৩
ঘ. ১১
উঃ ২৩
৫. " আফ্রিকা " কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. চৈতালি
খ. ক্ষণিকা
গ. পত্রপুট
ঘ. প্রান্তিক
উঃ পত্রপুট
৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা উপন্যাসের প্রথম নাম কি ছিল?
ক. বোবা কান্না
খ. নব দিগন্ত
গ. জমিদারের মেয়ে
ঘ. চন্ডীমন্ডপ
উঃ জমিদারের মেয়ে
৭. কলকাতার বাবুঘাট নির্মাণ করেছিলেন
ক. রাজচন্দ্র
খ. প্রীতিরাম
গ. ভূপাল চন্দ্র
ঘ. মথুরা মোহন
উঃ রাজচন্দ্র
৮. " ব্যাঘ্রভয়ে কেহ আসিতে স্বীকৃত হইলেন না " এখানে "ব্যাঘ্রভয়ে" কোন কারক ?
ক. কর্তৃকারক
খ. অপাদান কারক
গ. নিমিত্ত কারক
ঘ. অধিকরণ কারক
উঃ অপাদান কারক
৯. " কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা " কথাগুলি কে বলেছে?
ক. বুদ্ধ
খ. সুপ্রিয়া
গ. দেবী লক্ষ্মী
ঘ. ধর্মপাল
উঃ সুপ্রিয়া
১০. " ভূষন্ডীর মাঠে " গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত?
ক. গড্ডলিকা
খ. কজ্জলী
গ. হনুমানের স্বপ্ন
ঘ. গল্পকল্প
উঃ গড্ডলিকা
১১. ময়নাদ্বীপের উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
ক. গঙ্গা
খ. হাঁসুলী বাঁকের উপকথা
গ. তিতাস একটি নদীর নাম
ঘ. পদ্মানদীর মাঝি
উঃ পদ্মানদীর মাঝি
১২. সত্যচরণ কোন উপন্যাসের চরিত্র?
ক. আরণ্যক
খ. ইছামতি
গ. দৃষ্টি প্রদীপ
ঘ. অনুবর্তন
উঃ. আরণ্যক
১৩. কোন রচনা প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে?
ক. পথের পাঁচালী
খ. উপেক্ষিতা
গ. অপরাজিতা
ঘ. মৌরিফুল
উঃ উপেক্ষিতা
১৪. " যত শাস্তি দেবার দিন, তবু বন্দেমাতরম ভুলবো না" - "তবু" কোন প্রকার অব্যয়
ক. ব্যাতিরেকাত্মক অব্যয়
খ. সংকোচক অব্যয়
গ. সিদ্ধান্ত বাচক অব্যয়
ঘ. সংশয় সূচক অব্যয়
উঃ সংকোচক অব্যয়
১৫. যতদূর > যদ্দূর - এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক. বিষমীভবন
খ. সমীভমন
গ. অপিনিহিতি
ঘ. অভিশ্রুতি
উঃ সমীভমন
১৬. কাঁদন > কাঁদোন - এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে?
ক. নাসিক্যীভবন
খ. প্রগত স্বরসঙ্গতি
গ. পরাগত স্বরসঙ্গতি
ঘ. অন্যোন্য স্বরসঙ্গতি
উঃ প্রগত স্বরসঙ্গতি
১৭. বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা
খ. চন্দ্রশেখর
গ. বাঁধন হারা
ঘ. বীরাঙ্গনা
উঃ বাঁধন হারা
১৮. মৃচ্ছকটিক নাটকে যে নদীর উল্লেখ রয়েছে
ক. শিপ্রা
খ. গাঙুর
গ. সরজু
ঘ. গঙ্গা
উঃ শিপ্রা
১৯. নিম্নলিখিতদের মধ্যে কে সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন?
ক. ইকবাল
খ. ভানুভক্ত
গ. অমৃতা প্রীতম
ঘ. গোপীনাথ মাহান্তি
উঃ ভানুভক্ত
২০. "হেঁড়েগলা" কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উঃ কর্মধারয় সমাস
২১. " নব নব সৃষ্টি প্রবন্ধ " অনুসারে লেখকের মতে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা?
ক. সংস্কৃত
খ. আরবি
গ. হিন্দি
ঘ. ফার্সি
উঃ ফার্সি
২২. তামিলে মুলগুতন্নী শব্দের অর্থ কি?
ক. চিনি জল
খ. টক জল
গ. লঙ্কার জল
ঘ. টক ঝাল জল
উঃ লঙ্কার জল
২৩. রাসমনি রাজচন্দ্রের কততম স্ত্রী?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উঃ তৃতীয়
২৪. বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে কোন রচনার প্রভাব রয়েছে?
ক. The last days of pompie
খ. Mid summer nights dream
গ. The tempest
ঘ. Othello
উঃ The last days of pompie
২৫. "প্রিয় ফুল খেলিবার দিন নয় অদ্য" পংক্তিটি কার?
ক. শক্তি চট্টোপাধ্যায়
খ. বিষ্ণু দে
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উঃ সুভাষ মুখোপাধ্যায়
২৬. বিষ্ণু দে -র প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
ক. চোরাবালি
খ. পূর্বলেখ
গ. সাত ভাই চম্পা
ঘ. উর্বসী ও আর্টেমিস
উঃ উর্বসী ও আর্টেমিস
২৭. মিরন্দা চরিত্রটি কোন নাটকের?
ক. The tempest
খ. Othello
গ. Hamlet
ঘ. Macbeth
উঃ The tempest
২৮. বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি?
ক. লোকরহস্য
খ. বিজ্ঞান রহস্য
গ. কমলাকান্তের দপ্তর
ঘ. বিবিধ সমালোচনা
উঃ কমলাকান্তের দপ্তর
২৯. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের " ভ্রান্তিবিলাস " কোন নাটকের গদ্যানুবাদ?
ক. মার্চেন্ট অফ ভেনিস
খ. কমেডি অফ এরোর্স
গ. দ্য মিড সামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্যা শ্রু
উঃ কমেডি অফ এরোর্স
৩০. মোপাসার প্রথম উপন্যাসের নাম কি ?
ক. Une vie
খ. A Coward
গ. Mont arid
ঘ. One hundred years of Solitude
উঃ Une vie
৩১. বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার হলেন?
ক. দেবেন্দ্রনাথ সেন
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ মাইকেল মধুসূদন দত্ত
৩২. আফ্রিকাকে বন্দিনী করা হল -
ক. কৃপন আলোর অন্তঃপুরে
খ. বাষ্পাকূলের অনন্ত পথে
গ. সমুদ্রপাড়ে
ঘ. পশ্চিম দিগন্তে
উঃ কৃপন আলোর অন্তঃপুরে
৩৩. মন্মথ রায়ের প্রথম একাঙ্ক নাটকের নাম কী?
ক. কারাগার
খ. চাঁদ সদাগর
গ. বিদ্যুৎপর্ণা
ঘ. মুক্তির ডাক
উঃ মুক্তির ডাক
৩৪. জীবনস্মৃতি গ্রন্থের ছবিগুলি কার আঁকা?
ক. রবীন্দ্রনাথের
খ. গগনেন্দ্রনাথ ঠাকুরের
গ. নন্দলাল বসুর
ঘ. দ্বীজেন্দ্রনাথ ঠাকুরের
উঃ গগনেন্দ্রনাথ ঠাকুরের
৩৫. কমলাকান্তের দপ্তরের কোন্ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা নয়?
ক. চন্দ্রালোকে
খ. মশক
গ. স্ত্রীলোকের রূপ
ঘ. সবগুলিই
উঃ সবগুলিই
৩৬. " নানা জাতের নানা দেশের মুসাফেরদের তীর্থস্থল " কোন স্থান সম্পর্কে বলা হয়েছে?
ক. মার্সেলস
খ. পোর্ট সৈয়দ
গ. প্রোভেন্স
ঘ. ডোভার
উঃ পোর্ট সৈয়দ
৩৭. পালামৌতে কোন গাছ বেশি দেখতে পাওয়া যায়?
ক. কাঁঠাল
খ. শাল
গ. সেগুন
ঘ. বটগাছ
উঃ শাল
৩৮. " ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে" কোন কবিতার লাইন?
ক. ঈশ্বর
খ. ডাকটিকিট
গ. জননী জন্মভূমি
ঘ. মধুমতি নদী দিয়া
উঃ ঈশ্বর
৩৯. " পড়ে দেখো গোল্ড মাইন " কি সম্পর্কে বলা হয়েছে?
ক. ধুতি
খ. পাঞ্জাবী
গ. পাজামা
ঘ. প্রফেসর শঙ্কুর ডায়েরি
উঃ প্রফেসর শঙ্কুর ডায়েরি
৪০. " এইসব সুইমার রাই হচ্ছে ক্লাবের প্রাণ " উক্তিটি কার?
ক. ক্ষিতীশ
খ. হরীচরণ
গ. বিনাদ ভড়
ঘ. ধীরেন ঘোষ
উঃ হরীচরণ
৪১. কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়?
ক. গিরিশচন্দ্র ঘোষকে
খ. দীনবন্ধু মিত্রকে
গ. দ্বিজেন্দ্রলাল রায়কে
ঘ. ক্ষীরোদপ্রসাদকে
উঃ দ্বিজেন্দ্রলাল রায়কে
৪২. রবীন্দ্রনাথ তাঁর রাজা ও রানী নাটকটি কাকে উৎসর্গ করেছেন?
ক. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে
খ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে
গ. সত্যেন্দ্রনাথ ঠাকুরকে
ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুরকে
উঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে
৪৩. "রক্তকরবী" নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. প্রবাসী
খ. হিতবাদী
গ. সাধনা
ঘ. ভারতবর্ষ
উঃ প্রবাসী
৪৪. রবীন্দ্রনাথ তাঁর " তাসের দেশ " নাটকটি রবীন্দ্রনাথ তাঁর নিজেরই কোন ছোটগল্পের কাহিনী অবলম্বনে লিখেছেন?
ক. দুরাশা
খ. একটা আষাঢ়ে গল্প
গ. রবিবার
ঘ. শেষকথা
উঃ একটা আষাঢ়ে গল্প
৪৫. " ইলিশ " কবিতায় কোন শহরের উল্লেখ রয়েছে?
ক. ঢাকা
খ. কলকাতা
গ. বরিশাল
ঘ. চট্টগ্রাম
উঃ কলকাতা
৪৬. বাজি গল্পটি মূল কোন ভাষায় রচিত?
ক. রাশিয়ান
খ. তেলেগু
গ. মালায়ালাম
ঘ. বাংলা
উঃ রাশিয়ান
৪৭. প্রতাপাদিত্য নাটকে কে প্রতাপাদিত্যের সাথে যুদ্ধ করতে গিয়ে পরাস্ত হয়ে পালিয়ে এসেছে?
ক. শের খাঁ
খ. ইব্রাহিম
গ. আজিম খাঁ
ঘ. সেলিম
উঃ ইব্রাহিম
৪৮. " জাঁহাপনা ! আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি " - বক্তা কে?
ক. সেলিম
খ. আকবর
গ. মিরমদন
ঘ. প্রতাপ-আদিত্য
উঃ প্রতাপ-আদিত্য
৪৯. " আবহমান " কবিতায় কবি কী না হারানোর কথা বলেছেন?
ক. আনন্দ
খ. চাঁদের হাসি
গ. জীবনবোধ
ঘ. কুন্দফুলের হাসি
উঃ কুন্দফুলের হাসি
৫০. " চন্দননগর আক্রমণ করায় বুদ্ধিমানের কাজ " কথাটি কার?
ক. মঁসিয়ের
খ. ওয়াটসের
গ. ক্লাইভের
ঘ. মীরজাফরের
উঃ ওয়াটসের
৫১. "সেটি অগোচর পদার্থ" কোনটির কথা বলা হয়েছে?
ক. গতিতত্ত্ব
খ. আত্মতত্ত্ব
গ. ঐক্যতত্ব
ঘ. কোনোটিই নয়
উঃ ঐক্যতত্ব
৫২. শব্দের ত্রিবিধ কথা কারা বলেছেন?
ক. আলংকারিকেরা
খ. শব্দ বিজ্ঞানীরা
গ. ভাষাবিজ্ঞানীরা
ঘ. দার্শনিকগণ
উঃ আলংকারিকেরা
৫৩. আমাকে দেখুন গল্পে বক্তার নাম কি?
ক. রামস্বরূপ অভোগী
খ. অরবিন্দ বসু
গ. রামস্বরুপ শর্মা
ঘ. অরিন্দম বসু
উঃ অরিন্দম বসু
৫৪. বাঙ্গালার ইতিহাস রচনা অনুসারে সিরাজদ্দৌলা কখন দূর্গে আসেন?
ক. বেলা দশটার সময়
খ. দুপুর বারোটার সময়
গ. বেলা চারটার সময়
ঘ. বেলা পাঁচটার সময়
উঃ বেলা পাঁচটার সময়
৫৫. "যে ইংরেজি জানে না সে মনুষ্যপদবাচ্যই নহে" কার ধারণা এটি?
ক. নরেশ চন্দ্রের
খ. নব্য হাকিমগণের
গ. পুরনো হাকিমগণের
ঘ. নগেন ডাক্তারের
উঃ নব্য হাকিমগণের
৫৬. "চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেয়া উচিত নয়" কথাটি কার?
ক. সক্রেটিস
খ. অ্যাডাম স্মিথ
গ. প্লেটো
ঘ. অ্যারিস্টটল
উঃ প্লেটো
৫৭. " ইহার তুল্য বঙ্গভাষা ভাষিত গীতরত্ন এ পর্যন্ত কোন কবি কর্তৃক প্রচারিত হয় নাই" শাক্ত পদকর্তা রামপ্রসাদ সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন?
ক. ডঃ দীনেশচন্দ্র সেন
খ. ক্ষেত্রগুপ্ত
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. বিমান বিহারী বসু
উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
৫৮. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর রত্নপরীক্ষা গ্রন্থটি যে ছদ্মনামে লেখেন -
ক. কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
খ. রুদ্র মানিক্য
গ. সুক্তির রত্নহার
ঘ. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
উঃ কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
৫৯. "আমি একদা মনুষ্যবসতি মধ্যে বিষয় কর্মোপলক্ষে গিয়েছিলাম" কথাটি বলেছিল?
ক. বৃহল্লাঙ্গুল
খ. মহাদংষ্ট্রা
গ. অমিতোদর
ঘ. ভালুক
উঃ বৃহল্লাঙ্গুল
৬০. " আনা কারেনিনা " উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৬২
খ. ১৮৮৭
গ. ১৮৭৮
ঘ. ১৮৯৯
উঃ ১৮৮৭
৬১. শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিসের অবলম্বনে হরচন্দ্র ঘোষ রচনা করেন
ক. রজতগিরি নন্দিনী
খ. চারমুখ চিত্তহারা
গ. ভানুমতী চিত্তবিলাস
ঘ. অশ্রুমতি
উঃ ভানুমতী চিত্তবিলাস
৬২. " গ্রন্থসাহেব " কে মালায়ালম ভাষায় অনুবাদ করেছেন?
ক. আইয়াপ্পা পানিক্কর
খ. গোপীনাথ মহান্তি
গ. বিজয় তেন্দুলকর
ঘ. ভানুভক্ত
উঃ আইয়াপ্পা পানিক্কর
৬৩. " আশাহত " কোন সমাস
ক. কর্ম তৎপুরুষ
খ. করন তৎপুরুষ
গ. অপাদান তৎপুরুষ
ঘ. অধিকরণ তৎপুরুষ
উঃ করন তৎপুরুষ
৬৪. "গ্রামে অধিকাংশ লোক মেটে বাড়িতে বসবাস করে" এখানে মেটে হল -
ক. গুণবাচক বিশেষণ
খ. অবস্থাবাচক বিশেষণ
গ. বর্ণবাচক বিশেষণ
ঘ. উপাদান বাচক বিশেষণ
উঃ উপাদান বাচক বিশেষণ
৬৫. " ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর " গঙ্গায় কোন কারক?
ক. কর্তৃকারক
খ. অধিকরণ কারক
গ. অপাদান কারক
ঘ. কারণ কারক
উঃ অধিকরণ কারক
৬৬. রবীন্দ্রনাথ প্রায়শ্চিত্ত নাটকটি ভেঙ্গে কোন নাটকটি রচনা করেন?
ক. নটীর পূজা
খ. চিরকুমার সভা
গ. পরিত্রাণ
ঘ. কালের যাত্রা
উঃ পরিত্রাণ
৬৭. দ্বিজেন্দ্রলাল রায় তাঁর " সীতা " নাটকটি কাকে উৎসর্গ করেছেন?
ক. অতুলপ্রসাদ সেনকে
খ. সুরবালা দেবীকে
গ. যোগেশচন্দ্র রায়কে
ঘ. কার্তিকেয় চন্দ্র রায়কে
উঃ সুরবালা দেবীকে
৬৮. নন্দিনী ও রঞ্জন কোন নাটকের চরিত্র?
ক. রক্তকরবী
খ. মুক্তধারা
গ. কালের যাত্রা
ঘ. শারদোৎসব
উঃ রক্তকরবী
৬৯. " দৈন্যের দায়ে লোকটি তার শেষ সম্বল টুকু বিক্রি করতে বাধ্য হল " এখানে দৈন্য কোন প্রকার বিশেষ্য?
ক. গুণবাচক বিশেষ্য
খ. সমষ্টিবাচক বিশেষ্য
গ. জাতিবাচক বিশেষ্য
ঘ. অবস্থাবাচক বিশেষ্য
উঃ অবস্থাবাচক বিশেষ্য
৭০. " শয়নাগার " শব্দে সন্ধি হয়েছে -
ক. অ + অ
খ. অ + আ
গ. আ + অ
ঘ. আ + আ
উঃ অ + আ
৭১. " যার কথা হাজার মানুষ শোনে তার মধ্যে ঈশ্বরের বিভূতি কিছু আছেই" - যার - তার কোন প্রকার সর্বনাম?
ক. নির্দেশক সর্বনাম
খ. সংযোগ বাচক সর্বনাম
গ. সাপেক্ষ সর্বনাম
ঘ. ব্যক্তিবাচক সর্বনাম
উঃ সাপেক্ষ সর্বনাম
৭২. চলিত বাংলায় উচ্চারণ দোষে একই শব্দের অন্তর্গত দুটি ব্যঞ্জনবর্ণ পরস্পর স্থান পরিবর্তন করলে তাই কি বলা হয়?
ক. বর্ণবিকার
খ. বর্ণ বিপর্যয়
গ. বর্ণাগম
ঘ. বর্ণদ্বিত্ব
উঃ বর্ণ বিপর্যয়
৭৩. " পরাজয় " শব্দে পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উৎকর্ষ
খ. আধিক্য
গ. একতা
ঘ. বৈপরীত্য
উঃ বৈপরীত্য
৭৪. গিরিশচন্দ্রের কোন প্রহসনে মলিয়ের Love is the best doctor এর প্রভাব রয়েছে?
ক. য্যায়সা কি ত্যায়সা
খ. সপ্তমীতে বিসর্জন
গ. বেল্লিক বাজার
ঘ. বড়দিনের বকশিস
উঃ য্যায়সা কি ত্যায়সা
৭৫. সমরেশ বসু কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পান?
ক. গঙ্গা
খ. বি টি রোডের ধারে
গ. অমৃত কুম্ভের সন্ধানে
ঘ. শাম্ব
উঃ শাম্ব
৭৬. দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়?
ক. চন্ডীদাস
খ. জ্ঞানদাস
গ. বলরাম দাস
ঘ. গোবিন্দ দাস
উঃ গোবিন্দ দাস
৭৭. পথের পাঁচালী উপন্যাসটিকে প্রথম চলচ্চিত্রের রূপ দিয়েছিলেন কে?
ক. তরুণ মজুমদার
খ. মৃণাল সেন
গ. উৎপল দত্ত
ঘ. সত্যজিৎ রায়
উঃ সত্যজিৎ রায়
৭৮. বুদ্ধদেব বসুর বন্দীর বন্দনা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. কল্লোল
খ. যুগান্তর
গ. দেশ
ঘ. বসুমতি
উঃ কল্লোল
৭৯. রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. জীবনানন্দ দাশ
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উঃ জীবনানন্দ দাশ
৮০. " লোহার ব্যথা " কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. মরুশিখা
খ. মরীচিকা
গ. মরুমায়া
ঘ. নিশান্তিকা
উঃ মরুশিখা
৮১. বুদ্ধদেব বসুর প্রথম কবিতার নাম কি?
ক. নতুন পাতা
খ. যাত্রী
গ. অচেনা মানুষ
ঘ. ইলিশ
উঃ যাত্রী
৮২. কুড়ি ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের অধিকাংশের বয়স ছিল -
ক. ১০ - ১১
খ. ১২ - ১৩
গ. ১৪ - ১৫
ঘ. ১৬ - ১৭
উঃ ১৬ - ১৭
৮৩. কোনো কোনো অঘোষ বর্ণ যখন শিথিল উচ্চারণে ঘোষবর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয়
ক. ঘোষীভবন
খ. অঘোষীভবন
গ. ক্ষীণায়ণ
ঘ. পীনায়ণ
উঃ ঘোষীভবন
৮৪. পশ্চিমবঙ্গের নকশার আন্দোলনের প্রেক্ষাপটে কোন উপন্যাসটি রচিত?
ক. জাগরী
খ. হাজার চুরাশির মা
গ. আনন্দমঠ
ঘ. হাজার চুরাশির মা
উঃ হাজার চুরাশির মা
৮৫. " দৈবিক " এর প্রকৃতি প্রত্যয় হল -
ক. দেব + ষ্নিক
খ. দেব + ষ্নীয়
গ. দেব + ষ্নেয়
ঘ. দেব + ষ্নি
উঃ দেব + ষ্নিক
৮৬. " গুগাবাবা " শব্দটি -
ক. মুন্ডমাল শব্দ
খ. জোড়কলম শব্দ
গ. নব্য শব্দ
ঘ. লোক নিরুক্তি
উঃ মুন্ডমাল শব্দ
• বাক্যাংশের শব্দগুলির আদি অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দগুচ্ছকে বলা হয় মুন্ডমাল শব্দ । গুপী গাইন বাঘা বাইন > গুগাবাবা
৮৭. " কৃপণ " শব্দার্থ পরিবর্তনের কোন রীতি?
ক. অর্থ বিস্তার
খ. অর্থ সংকোচ
গ. অর্থ অপকর্ষ
ঘ. অর্থ উৎকর্ষ
উঃ অর্থ সংকোচ
• অর্থ সংকোচ : শব্দের মূল অর্থটি যখন সংকুচিত হয় তখন শব্দার্থের সংকোচন ঘটে । যেমন - " কৃপণ " আদি বা মূল অর্থ ছিল " কৃপার পাত্র " আধুনিক প্রচলিত অর্থ "ব্যয়কুন্ঠ" ।
• অর্থ উৎকর্ষ : শব্দ যেখানে মূল অর্থ পরিত্যাগ করে উন্নততর অর্থ বহন করে সেখানে শব্দার্থের উৎকর্ষ ঘটে I যেমন - " মন্দির " আদি বা মূল অর্থ ছিল " শয়নগৃহ " আধুনিক প্রচলিত অর্থ " দেবালয়"।
• অর্থ অপকর্ষ : মন অর্থ পরিহার করে শব্দ যখন নিম্নমানের অর্থ গ্রহণ করে তখন শব্দার্থের অপকর্ষ ঘটে । যেমন - " লক্ষ্মী " আদি বা মূল অর্থ ছিল " ধনের অধিষ্ঠাত্রী দেবী " আধুনিক প্রচলিত অর্থ " শান্তশিষ্ট"।
৮৮. অল্পপ্রান বর্ণ যখন মহাপ্রান বর্ণের মতো উচ্চারিত হয় , তখন তাকে বলে -
ক. ক্ষীণায়ন
খ. পীনায়ন
গ. প্লুত স্বর
ঘ. অভিশ্রুতি
উঃ পীনায়ন
৮৯. " পেয়াদা " কোন শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. পোর্তুগিজ
ঘ. দেশি
উঃ ফারসি
৯০. " জপিতে জপিতে নাম অবশ করিল গো " - " জপিতে জপিতে " এটি কোন প্রকার শব্দদ্বৈত?
ক. দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত
খ. যুগ্মশব্দের শব্দদ্বৈত
গ. পদবিকারবাচক শব্দদ্বৈত
ঘ. অনুকার শব্দদ্বৈত
উঃ দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত
Comments
Post a Comment