সাহিত্যের রূপ ও রীতি পর্ব - ৪, sahityer rup o riti 1. উপন্যাস কী? উঃ উপন্যাস হলো গদ্যে রচিত বৃহদাকার বর্ণনাত্মক কথা সাহিত্য। এটি সাহিত্যের অন্যান্য শাখার মতই একটি বিশেষ শাখা। উপন্যাসের মধ্যে দিয়েই সামাজিক জীবনের বাস্তবতার চিত্র পরিলক্ষিত হয়। 2. উপন্যাসকে নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী কে বলেছেন? তাঁর মতে উপন্যাসের আয়তন কত হওয়া উচিত? উঃ উপন্যাসকে নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী বলেছেন E.M Forstar, তাঁর মতে, কমপক্ষে ৫০ হাজার শব্দ নিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। 3. একটি সার্থক উপন্যাস রচনার মূল উপাদান গুলি কী কী? উঃ প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, শৈলী, লেখকের সামগ্রিক জীবন দর্শন। 4. উপন্যাসকে কথা সাহিত্য বলা হয় কেন? উঃ কথা সাহিত্য বলতে গল্প কাহিনিকে বোঝানো হয়ে থাকে যা সাহিত্যিক শব্দ বা কথার দ্বারা শৈল্পিক আঙ্গিকে রচনা করে থাকেন। এই গল্প কাহিনী বা প্লট উপন্যাসের মূল উপাদান, তাই সহজেই আমরা উপন্যাসকে কথা সাহিত্য বলতে পারি। 5. উপন্যাস কত রকমের হতে পারে? সেগুলো উল্লেখ করুন? উঃ সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, গোয়েন্
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.