বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও? উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। তাঁর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম মৃনালিণী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালী কথা সাহিত্যিক। তিনি উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ ১ লা নভেম্বর ১৯৫০ সালে মৃত্যুবরন করেন। ২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উঃ ইছামতী (১৯৫১) উপন্যাসের জন্য। ৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? উঃ পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৯), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১), দুই বাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২), দেবযান (১৯৪৪), কেদার রাজা (১৯৪৫), অথৈজল (১৯৪৭), ইছামতী (১৯৫০), অশনি সংকেত, দম্পতি (১৯৫২) ৪. বিভূতিভূষণ ...
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.