Skip to main content

Posts

Showing posts from October, 2020

কথা সাহিত্যের ধারা

  Bengali-novels | bengali-literature |    কথা সাহিত্যের ধারা মানিক বন্দ্যোপাধ্যায় ১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?  উঃ জননী।  ৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের প্রকাশকাল কত?  উঃ ১৯৩৫ খ্রিস্টাব্দ।  ৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী?  উঃ জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য  পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (১৯৪০), অহিংসা (১৯৪১), চতুষ্কোন (১৯৪২), দর্পন (১৯৪৫), চিন্তামণি (১৯৪৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২), সার্বজনীন (১৯৫২), নাগপাশ (১৯৫৩), ফেরিওয়ালা (১৯৫৩) ৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী?  উঃ দিবারাত্রির কাব্য। ৬. দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র গুলি কী কী?  উঃ হেরম্ব, সুপ্রিয়া, মালতী, আনন্দ, অশোক, অনাথ। ৭. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?  উঃ পূর্বাশা পত্রিকায়। ৮. পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি কী?  উঃ পদ্মানদীর ম

রবীন্দ্রনাথের উপন্যাস

  রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর 1. রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কী? উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?  উঃ রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম 'করুণা। উপন্যাসটি 'ভারতী' পত্রিকায় ১৮৭৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কিন্তু গ্রন্থাকারে মুদ্রিত হয়নি।  2.রবীন্দ্রনাথের উপন্যাস গুলি কী কী?  উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩), রাজর্ষী (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৫), চতুরঙ্গ  (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩০), মালঞ্চ (১৯৩৪), চার অধ্যায় (১৯৩৪) 3. রবীন্দ্রনাথের ইতিহাসাশ্রয়ী উপন্যাস গুলি কী কী?  উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩) ও রাজর্ষী (১৮৮৭) 4. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসে কার কাহিনী রয়েছে?  উঃ রাজা প্রতাপাদিত্যের। 5. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসের চরিত্র গুলি কী কী?  উঃ রাজা প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য,বিভা। 6. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপন্যাসকে কেন্দ্র করে কোম নাটক লেখেন? উঃ প্রায়শ্চিত্ত (১৯০৯) নাটক। পরে এই নাটকটি পুনরায় রচনা করেন 'পরিত্রাণ' নামে।  7. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপ

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়    OUR FACEBOOK PAGE        INSTAGRAM LINK       ১. তারাশঙ্করের প্রথম উপন্যাসের নাম কী?  উঃ দীনার দান।  ২. তারাশঙ্করের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?  উঃ চৈতালি ঘুর্ণি। ৩. তারাশঙ্করের উপন্যাস গুলি কী কী?  উঃ চৈতালি ঘুর্ণি (১৯৩২), পাষাণ পুরী (১৯৩৩), নীলকন্ঠ (১৯৩৩), রাইকমল (১৯৩৫), ধাত্রীদেবতা (১৯৩৫), কালিন্দী (১৯৪০), গনদেবতা (১৯৪৩), মন্বন্তর (১৯৪৪), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), সন্দীপন পাঠশালা (১৯৪৬), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৫১), নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩), আরোগ্য নিকেতন (১৯৫৩), সপ্তপদী (১৯৫৮), ডাকহরকরা (১৯৫৯), মহাশ্বেতা (১৯৬১), যোগভ্রষ্ট (১৯৬১), নিশিপদ্ম (১৯৬২), ছায়াপথ (১৯৬৯), কালরাত্রি (১৯৭০) ৪. তারাশঙ্কর তাঁর চৈতালি ঘুর্ণি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? উঃ সুভাষচন্দ্র বসুকে। ৫. ধাত্রীদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল?  উঃ জমিদারের মেয়ে।  ৬. ধাত্রীদেবতা উপন্যাসে বঙ্কিমের যে উপন্যাসের কথা বলা হয়েছে তার নাম কী?  উঃ আনন্দ মঠ। ৭. ধাত্রীদেবতা উপন্যাসের প্রধান চরিত্র গুলি কী কী?  উঃ শিবনাথ, পিসিমা, মা, শিবনাথের স্ত্রী। ৮. ধাত্রীদেবতা উপন্যাসের পটভূমিতে কোন আন্দোলনের

কাব্য সাহিত্যের ধারা

🔅  কাব্য সাহিত্যের ধারা 🔅 OUR FACEBOOK PAGE     INSTAGRAM LINK      ১. ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) সম্পাদিত পত্রিকাটির নাম কী? উঃ সংবাদ প্রভাকর (সম্বাদ প্রভাকর) ২. 'ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম? উঃ ঈশ্বর গুপ্তের। ৩. কবি ঈশ্বর গুপ্তের কবিতা গুলি উল্লেখ করুন?  উঃ পাঠা, আনারস, তাপসে মাছ। ৪. ঈশ্বর গুপ্তকে খাঁটি বাংলা কবি' কে বলেছেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৫. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদনা করেন? উঃ এডুকেশন গেজেট, রসরাজ।  ৬. কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য গুলি কী কী? উঃ পদ্মিনী উপাখ্যান (১৮৫৮) কর্মদেবী (১৮৬২) শূরসুন্দরী (১৮৬৮) কাঞ্চীকাবেরী (১৮৭৯)ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮) নীতি কুসুমাঞ্জলি (১৮৭২)  ৭. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান কাব্য কোন রচনা অবলম্বনে রচিত? উঃ টডের 'রাজস্থান' অবলম্বনে রচিত। ৮. রঙ্গলালের কোন কোন কাব্যে রাজপুত ইতিহাসের কাহিনী রয়েছে? উঃ কর্ম দেবী (১৮৬২) ও শূরসুন্দরী (১৮৬৮) ৯. কবি রঙ্গলাল কোন কাব্যের অনুবাদ করেন? উঃ কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব (১৮৭২) ও ঋতুসংহার।  ১০. কবি রঙ্গলাল নীতি ও তত্ত্বমূলক রচনার নাম কী? উঃ নী