Bengali-novels | bengali-literature | কথা সাহিত্যের ধারা মানিক বন্দ্যোপাধ্যায় ১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উঃ জননী। ৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের প্রকাশকাল কত? উঃ ১৯৩৫ খ্রিস্টাব্দ। ৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গুলি কী কী? উঃ জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (১৯৪০), অহিংসা (১৯৪১), চতুষ্কোন (১৯৪২), দর্পন (১৯৪৫), চিন্তামণি (১৯৪৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২), সার্বজনীন (১৯৫২), নাগপাশ (১৯৫৩), ফেরিওয়ালা (১৯৫৩) ৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? উঃ দিবারাত্রির কাব্য। ৬. দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র গুলি কী কী? উঃ হেরম্ব, সুপ্রিয়া, মালতী, আনন্দ, অশোক, অনাথ। ৭. পদ্মানদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ পূর্বাশা পত্রিকায়। ৮. পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি কী? উঃ পদ্মানদীর ম
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.