Skip to main content

কাব্য সাহিত্যের ধারা

🔅 কাব্য সাহিত্যের ধারা 🔅

OUR FACEBOOK PAGE    

INSTAGRAM LINK     

১. ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) সম্পাদিত পত্রিকাটির নাম কী?

উঃ সংবাদ প্রভাকর (সম্বাদ প্রভাকর)

২. 'ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম?

উঃ ঈশ্বর গুপ্তের।

৩. কবি ঈশ্বর গুপ্তের কবিতা গুলি উল্লেখ করুন? 

উঃ পাঠা, আনারস, তাপসে মাছ।

৪. ঈশ্বর গুপ্তকে খাঁটি বাংলা কবি' কে বলেছেন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদনা করেন?

উঃ এডুকেশন গেজেট, রসরাজ। 

৬. কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য গুলি কী কী?

উঃ পদ্মিনী উপাখ্যান (১৮৫৮) কর্মদেবী (১৮৬২) শূরসুন্দরী (১৮৬৮) কাঞ্চীকাবেরী (১৮৭৯)ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮) নীতি কুসুমাঞ্জলি (১৮৭২) 

৭. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান কাব্য কোন রচনা অবলম্বনে রচিত?

উঃ টডের 'রাজস্থান' অবলম্বনে রচিত।

৮. রঙ্গলালের কোন কোন কাব্যে রাজপুত ইতিহাসের কাহিনী রয়েছে?

উঃ কর্ম দেবী (১৮৬২) ও শূরসুন্দরী (১৮৬৮)

৯. কবি রঙ্গলাল কোন কাব্যের অনুবাদ করেন?

উঃ কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব (১৮৭২) ও ঋতুসংহার। 

১০. কবি রঙ্গলাল নীতি ও তত্ত্বমূলক রচনার নাম কী?

উঃ নীতি কুসুমাঞ্জলি।

১১. মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) রচিত কাব্য গুলো কি কী?

উঃ তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০),ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১), মেঘনাদবধ কাব্য (১৮৬১), চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬) ১২. কবি মধুসূদন তাঁর কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়ােগ করেন?

উঃ তিলোত্তমাসম্ভব কাব্য।

১৩. তিলোত্তমাসম্ভব কাব্যের বিষয়বস্তু কী?

উঃ দৈত্য ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দ তিলোত্তমার রুপ লাবন্যে মুগ্ধ হয়ে পরস্পরের সাথে যুদ্ধ করে কীভাবে নিহত হল এবং দেবরাজ্য পুনরায় রাহুমুক্ত হল তা-ই এই কাব্যের মুল বিষয়বস্তু।

১৪. 'ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম কী?

উঃ রাধাবিরহ'।

১৫. ব্রজাঙ্গনা কাব্য কী ধরনের কাব্য? 

উঃ ওড জাতীয় কাব্য।

১৬. ব্রজাঙ্গনা কাব্যের মুল বিষয় কী?

উঃ রাধা কৃষ্ণের প্রেম ও বিরহ।

১৭. মেঘনাদবধ কাব্যের কয়টি খন্ডে বিভক্ত ছিল?

উঃ দুইটি ,১ম খন্ডে প্রকাশিত হয় ১৮৬১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। ২য় খন্ডে প্রকাশিত হয় ১৮৬১ খ্রিস্টাব্দের জুন মাসে। প্রথম খন্ডের সর্গ সংখ্যা ৫ টি, দ্বিতীয় খন্ডের সর্গ সংখ্যা ৪ টি।

১৮. মেঘনাদবধ কাব্যের প্রথম সংস্করণের ব্যয়ভার কে বহন করেন?

উঃ রাজা দিগম্বর মিত্র।

১৯. মেঘনাদবধ কাব্য কাকে উৎসর্গ করা হয়েছিল?

উঃ রাজা দিগম্বর মিত্র।

২০. মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সংস্করণের সম্পাদনা কে করেন?

উঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

২১. মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা কত? সর্গ গুলির নাম উল্লেখ করুন?

উঃ ৯ টি-অভিষেক, অস্ত্র লাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বন্ধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সিরিয়াল।

২২. মেঘনাদবধ কাব্যে কোন কোন রসের প্রাধান্য দেখা যায়?

উঃ বীর রস ও করুণ রসের।

২৩. মেঘনাদবধ কোন শ্রেণীর কাব্য?

উঃ মহাকাব্য।

২৪. মেঘনাদবধ কাব্যের কেন্দ্রীয় চরিত্র কে?

উঃ মেঘনাদ বা ইন্দ্রজিৎ।

২৫. বীরাঙ্গনা কাব্য কোন কবির আদর্শে রচিত?

উঃ গ্রীক কবি ওভিদের Heroides -এর আদর্শে।কাব্যটি বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়। 

২৬. বীরাঙ্গনা কাব্য কি জাতীয় কাব্য?

উঃ পত্র কাব্য।

২৭. বীরাঙ্গনা কাব্যে কয়টি পত্রের পরিকল্পনা করেছিলেন কবি?

উঃ ২১ টি।

২৮. বীরাঙ্গনা কাব্যে কয়টি পত্র আছে?

উঃ ১১ টি।

২৯. বীরাঙ্গনা কাব্যের উল্লেখযােগ্য পত্র গুলি কী কী? 

উঃ সােমের প্রতি তারা, নীলধ্বজের প্রতি জনা, দশরথের প্রতি কৈকেয়ী, অর্জুনের প্রতি উর্বশী, লক্ষ্মণের প্রতি সূর্পণখা।

৩০. বীরাঙ্গনা কাব্যের অসম্পূর্ণ পত্রগুলি কী কী?

 উঃ ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী, অনিরুদ্ধের প্রতি উষা, বযাতির প্রতি শর্মিষ্ঠা, নারায়ণের প্রতি লক্ষ্মী, নল প্রতি দময়ন্তী।

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

Comments

  1. Betway - Best Online Casino in Nigeria
    › www www.ambienshoppie.com › www The Betway app, which will enable casinosites.one you to bet on the 나비효과 most popular and exciting sports games and offers betting 출장샵 Mobile Betting: Betway, Betway, Bwin.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী